PDA

View Full Version : আমার অবর্জাবেশন!



hasem79
2018-04-14, 07:12 PM
ফোরামে আমার বয়স খুবই অল্প দিন। আসলে হিসেব করলে ৪ মাসের বেশি নয়। ফরেক্স এ কম বেশি বেশ ক বছর। তো এই ফোরামে এই কয়েকদিনে যেটা নোটিশ করেছি তা হল- কিছু সিনিয়র ট্রেডারগন আছেন যারা সব সময় একই বস্তুর উপর আলোকপাত করেন। যেমন - যিনি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন তিনি সব খানেই মানি ম্যানেজমেন্ট নিয়ে আসবেনই। আর যিনি স্ট্রাটেজি নিয়ে কথা বলেন - তিনি সব খানেই এটা নিয়ে আলোচনা করবেনই।
আর কেউ কেউ আছে আমার মত আমজনতা! এদের কথা কি বলব - এরা আরো অনেক কাঠি সরেস। এরা সব খানে সবাইকে জ্ঞান দেয়।
এত কিছু বললাম এখন আপনি নিজেকে খুজে নেন - আপনি কোনটা!
কাউকে আঘাত করার উদ্দেশ্যে এই পোস্টটা করা হয় নি- শুধু মাত্র এটা বলার জন্য যে - শুধু মানি ম্যানেজমেন্ট/স্ট্রাটেজি/ট্রেড ম্যনেজমেন্ট ইত্যাদি ছাড়াও আরও অনেক ফ্যাকটর আছে এই মার্কেট এ।

expkhaled
2018-04-14, 07:27 PM
আপনি যে তিনটি বিষয় নিয়ে এখানে বললেন শুধু মানি ম্যানেজমেন্ট/ স্ট্রাটেজি/ ট্রেড মেনেজমেন্ট মূলত এই বিষয়ের উপর যদি আপনি নজর দেন তাহলে আপনার আর কিছু লাগে না। কারণ যত এনলাইসিস বলেন আর যাই কিছু বলেন না কেন উপরোক্ত বিষয় গুলিতে যদি অাপনার জ্ঞান না থাকে আপনি ট্রেড এ টিকতে পারবেন না। আর যারা সিনিয়র তারা তো বুঝেন এগুলোর মূল্য কতটুকু। আর আমরা যদি এই তিনটি বিষয়ের উপর ভালভাবে জানতে চাই তাহলে এনলাইসিস, মার্কেট সেন্টিমেন্ট, সাইকোলজিক্যাল ব্যাপার সব কিছু চলে আসবে।

hasem79
2018-04-15, 08:02 AM
আপনি যে তিনটি বিষয় নিয়ে এখানে বললেন শুধু মানি ম্যানেজমেন্ট/ স্ট্রাটেজি/ ট্রেড মেনেজমেন্ট মূলত এই বিষয়ের উপর যদি আপনি নজর দেন তাহলে আপনার আর কিছু লাগে না। কারণ যত এনলাইসিস বলেন আর যাই কিছু বলেন না কেন উপরোক্ত বিষয় গুলিতে যদি অাপনার জ্ঞান না থাকে আপনি ট্রেড এ টিকতে পারবেন না। আর যারা সিনিয়র তারা তো বুঝেন এগুলোর মূল্য কতটুকু। আর আমরা যদি এই তিনটি বিষয়ের উপর ভালভাবে জানতে চাই তাহলে এনলাইসিস, মার্কেট সেন্টিমেন্ট, সাইকোলজিক্যাল ব্যাপার সব কিছু চলে আসবে।

সবই তো বুঝলাম কিন্তু আপনি আমার থিমটাই ধরতে পারেন নি। আমি সেই কুমিরের খাজ কাটা খাজ কাটা গল্পটা বলারে চেষ্টা করেছি। যাই হোক আপনি ও সেই সিনিয়রদের একজন। আমি কিন্তু নোটিশ করি নি। ধন্যবাদ।

BDFOREX TRADER
2018-04-25, 06:54 PM
ফোরামে আমার বয়স খুবই অল্প দিন। আসলে হিসেব করলে ৪ মাসের বেশি নয়। ফরেক্স এ কম বেশি বেশ ক বছর। তো এই ফোরামে এই কয়েকদিনে যেটা নোটিশ করেছি তা হল- কিছু সিনিয়র ট্রেডারগন আছেন যারা সব সময় একই বস্তুর উপর আলোকপাত করেন। যেমন - যিনি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন তিনি সব খানেই মানি ম্যানেজমেন্ট নিয়ে আসবেনই। আর যিনি স্ট্রাটেজি নিয়ে কথা বলেন - তিনি সব খানেই এটা নিয়ে আলোচনা করবেনই।
আর কেউ কেউ আছে আমার মত আমজনতা! এদের কথা কি বলব - এরা আরো অনেক কাঠি সরেস। এরা সব খানে সবাইকে জ্ঞান দেয়।
এত কিছু বললাম এখন আপনি নিজেকে খুজে নেন - আপনি কোনটা!
কাউকে আঘাত করার উদ্দেশ্যে এই পোস্টটা করা হয় নি- শুধু মাত্র এটা বলার জন্য যে - শুধু মানি ম্যানেজমেন্ট/স্ট্রাটেজি/ট্রেড ম্যনেজমেন্ট ইত্যাদি ছাড়াও আরও অনেক ফ্যাকটর আছে এই মার্কেট এ।

বেশিরভাগ ট্রেডারদের দেখি ‘‘ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা’’ বিভাগে পোষ্ট করে, যদিও এই ফোরামে অসংখ্য বিভাগ রয়েছে এবং সবারই উচিৎ সব বিভাগ অনুসারে থ্রেড তৈরী করে পোস্ট করা। অথচ সব বিষয় আমরা ‘‘ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা’’ বিভাগে পোষ্ট করি।
সকলের জন্য বলছি যদি কারো পেমেন্ট নিয়ে সমস্যা হয় তাহলে তিনি পেমেন্ট প্রসেসরস বিভাগে আলোচনা করবেন আবার ব্রোকার নিয়ে সমস্যা হলে মেটা ট্রেডার ব্রোকারস বিভাগে আলোচনা করবেন।
আমি সেভাবেই পোষ্ট করি এবং বিশ্বাশ করি ‘‘আগে প্রথমে নিজের ঠিক হতে হবে পরে অন্যদের উপদেশ দেয়া উৎচিত।’’

uzzal05
2018-06-01, 07:48 AM
সবাই শুধু জ্ঞানের পরামর্শ দেয়। কিন্তু এমন কেউ পেলাম না যে কিভাবে মার্কেট টিকে থাকা যায়। সবাই সব ধরনের জ্ঞান দিতে পারে। মার্কেট এ বছরের পর বছর কে টিকে আছে। শুধু ফোরাম পোস্টিং করলে হবে না। মার্কেট এ প্রফিট করতে না পারলে আমরা ডলার পকেটে আনতে পারব না।

expkhaled
2018-06-01, 01:07 PM
সবাই শুধু জ্ঞানের পরামর্শ দেয়। কিন্তু এমন কেউ পেলাম না যে কিভাবে মার্কেট টিকে থাকা যায়। সবাই সব ধরনের জ্ঞান দিতে পারে। মার্কেট এ বছরের পর বছর কে টিকে আছে। শুধু ফোরাম পোস্টিং করলে হবে না। মার্কেট এ প্রফিট করতে না পারলে আমরা ডলার পকেটে আনতে পারব না।

জ্ঞানের পরামর্শ গুলো আপনারা ফলো করলে মার্কেট এ টিকে থাকা যাবে। এখানে অনেকেই আসনে দেখেনে চলে যান এবং নিজের মত কাজ করা শুরু করে দেন। শিক্ষাটা কাজে লাগাতে চেষ্টা করতে হবে। আমরা শিখি অনেক কিছুই কিন্তু কাজে লাগাই কতটুকু? আসলে শেখার মত মানসিকতার অভাব সবার মাঝেই। সবাই শুধু সহজ রাস্তায় টাকা আয় করতে চায়। যদি কেউ ফরেক্স ট্রেডকে সহজ রাস্তা মনে করে থাকেন তাহলে ভাই আপনার আর কেউ ঠেকাতে পারবে না। মার্কেট এ টিকে থাকতে পারবেন শুধু একটি মাত্র ফমূলা ফলো করুন আপনার ডিপোজিটের ১% রিস্ক নেন তাহলে এবং সেভাবেই স্টপলস এবং টেকপ্রফিট সেট করুন। ৫০% ট্রেড এ লস করার পরও টিকে থাকতে পারবেন, আশা রাখি।

Mamun13
2018-08-16, 08:31 AM
ফোরামে আমার বয়স খুবই অল্প দিন। আসলে হিসেব করলে ৪ মাসের বেশি নয়। ফরেক্স এ কম বেশি বেশ ক বছর। তো এই ফোরামে এই কয়েকদিনে যেটা নোটিশ করেছি তা হল- কিছু সিনিয়র ট্রেডারগন আছেন যারা সব সময় একই বস্তুর উপর আলোকপাত করেন। যেমন - যিনি মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেন তিনি সব খানেই মানি ম্যানেজমেন্ট নিয়ে আসবেনই। আর যিনি স্ট্রাটেজি নিয়ে কথা বলেন - তিনি সব খানেই এটা নিয়ে আলোচনা করবেনই।
আর কেউ কেউ আছে আমার মত আমজনতা! এদের কথা কি বলব - এরা আরো অনেক কাঠি সরেস। এরা সব খানে সবাইকে জ্ঞান দেয়।
এত কিছু বললাম এখন আপনি নিজেকে খুজে নেন - আপনি কোনটা!
কাউকে আঘাত করার উদ্দেশ্যে এই পোস্টটা করা হয় নি- শুধু মাত্র এটা বলার জন্য যে - শুধু মানি ম্যানেজমেন্ট/স্ট্রাটেজি/ট্রেড ম্যনেজমেন্ট ইত্যাদি ছাড়াও আরও অনেক ফ্যাকটর আছে এই মার্কেট এ।

হাশেম ভাই,আপনি লক্ষ্য করে দেখুন আমি ফোরামের দ্বিতীয় সেকশন- “ট্রেডিং এর বিশ্ববিদ্যালয়” সেকশনে নতুনদের জন্য ফরেক্সের বেসিক বিষয়ে ধারাবাহিক পর্ব আকারে লিখে যাচ্ছি৷একজন সম্পূর্ণ নতুন শিক্ষার্থী কীভাবে ফরেক্স ট্রেড শুরু করবেন-তার বিষদ ও ধারাবাহিক আলোচনা করেছি৷তাই ফরেক্স ট্রেডের সকল খুঁটিনাটি ও কার্যকরী,সঠিক কৌশলগুলো ধাপে ধাপে তুলে ধরেছি৷এখানে মানি মেনেজমেন্টএবং ট্রেডিং স্ট্র্যাটেজী নিয়েই শুধুমাত্র লিখি নাই৷একদম নতুন শিক্ষার্থী ট্রেডাররা কে কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে শুরু করবে আমি সেই সব বিষয়ে ধারাবাহিক ভাবে a to z লিখে যাচ্ছি৷ আজকে যে ব্যক্তি ফরেক্স মার্কেটে আসলো সে ব্যক্তি যেন খুব সহজেই আমার এসব ধারাবাহিক লেখা গুলো থেকে পর্যায়ক্রমে সব কিছু জানতে পারে বুঝতে পারে এবং ফরেক্স ট্রেড করতে পারে সেই ভাবে সাজিয়ে গুছিয়ে আমি লিখে যাচ্ছি৷সুতরাং আপনারা কখনোই এ কথা বলতে পারবেন না যে আমি অন্যান্য বিষয় নিয়ে লিখি না৷তবে আপনার কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং সঠিক এই জন্য যে আমাদের মাঝে অনেকেই যারা নিয়মিত লেখেন তারা একটি বিষয় নিয়েই বেশি বেশি লিখে থাকেন-এতে বিরক্তি লাগে৷আপনাদের সকলেরই উচিত ফরেক্স ট্রেডের সব বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা৷

Mamun13
2018-08-16, 08:33 AM
বেশিরভাগ ট্রেডারদের দেখি ‘‘ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা’’ বিভাগে পোষ্ট করে, যদিও এই ফোরামে অসংখ্য বিভাগ রয়েছে এবং সবারই উচিৎ সব বিভাগ অনুসারে থ্রেড তৈরী করে পোস্ট করা। অথচ সব বিষয় আমরা ‘‘ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা’’ বিভাগে পোষ্ট করি।
সকলের জন্য বলছি যদি কারো পেমেন্ট নিয়ে সমস্যা হয় তাহলে তিনি পেমেন্ট প্রসেসরস বিভাগে আলোচনা করবেন আবার ব্রোকার নিয়ে সমস্যা হলে মেটা ট্রেডার ব্রোকারস বিভাগে আলোচনা করবেন।
আমি সেভাবেই পোষ্ট করি এবং বিশ্বাশ করি ‘‘আগে প্রথমে নিজের ঠিক হতে হবে পরে অন্যদের উপদেশ দেয়া উৎচিত।’’

আমিও আপনাদের কে বলি আপনারা শুধুমাত্র ফোরামে “ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা” এই সেকশনে না লিখে বরং অন্যান্য সেকশনগুলোতেও নিয়মিত লেখার চেষ্টা করবেন৷“ফরেক্স নিয়ে সাধারণ কথাবার্তা” এই সাইটটি অনেক বেশি পরিপূর্ণ হয়ে গেছে৷তাই অন্যান্য সেকশনগুলোতেও লেখা উচিত৷যেমন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিচের অন্যান্য সেকশনগুলোতে পোষ্টের সংখ্যা অনেক কম হচ্ছে৷বিভিন্ন সেকশনে বিভিন্ন টপিকস নিে আলোচনা করলে আমাদের ব্রেইন ও জ্ঞানের প্রসারতা ঘটবে৷আমি “ট্রেডিংএর বিশ্ববিদ্যালয়” সেকশনে নতুদের শিক্ষনীয় ফরেক্সের বেসিক বিষয়ে ধারাবাহিক পর্ব আকারে অনেকগুলো পোষ্ট লিখেছি৷আশাকরি আপনারাও লিখবেন৷

Mamun13
2018-08-16, 08:33 AM
জ্ঞানের পরামর্শ গুলো আপনারা ফলো করলে মার্কেট এ টিকে থাকা যাবে। এখানে অনেকেই আসনে দেখেনে চলে যান এবং নিজের মত কাজ করা শুরু করে দেন। শিক্ষাটা কাজে লাগাতে চেষ্টা করতে হবে। আমরা শিখি অনেক কিছুই কিন্তু কাজে লাগাই কতটুকু? আসলে শেখার মত মানসিকতার অভাব সবার মাঝেই। সবাই শুধু সহজ রাস্তায় টাকা আয় করতে চায়। যদি কেউ ফরেক্স ট্রেডকে সহজ রাস্তা মনে করে থাকেন তাহলে ভাই আপনার আর কেউ ঠেকাতে পারবে না। মার্কেট এ টিকে থাকতে পারবেন শুধু একটি মাত্র ফমূলা ফলো করুন আপনার ডিপোজিটের ১% রিস্ক নেন তাহলে এবং সেভাবেই স্টপলস এবং টেকপ্রফিট সেট করুন। ৫০% ট্রেড এ লস করার পরও টিকে থাকতে পারবেন, আশা রাখি।

খালেদ ভাই,এখানে ফোরামে আমরা যেহেতু অনেকেই একে অন্যের কাছ থেকে নতুন নতুন তথ্য,জ্ঞান,ট্রেডিং এর কলাকৌশল পদ্ধতিগুলো শিখতে চাই,তাই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে অসংখ্য থ্রেড এবং পোস্ট লিখি৷এই সবকিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে অজানাকে জানা,ট্রেডিং সম্পর্কে আমরা অনেকেই পুরনো হলেও এখনো অনেক কিছুই জানিনা বুঝিনা৷তাই একে অন্যের লেখা গুলো থেকে অনেক কিছুই জানতে পারি-বুঝতে পারি৷এভাবেই আমরা ফোরাম পোস্টিং করে করে পরস্পরের কাছ থেকে প্রত্যেকেই অনেক অজানা বিষয়গুলো জানার সুযোগ পাচ্ছি৷তাই আমরা সবাই সবাইকে নিজেদের অভিজ্ঞতা গুলো পোস্ট আকারে শেয়ার করে থাকি-এটাকে আমি অবশ্যই স্বাগতম জানাই৷কিন্তু কখনোই এই জ্ঞানের পরামর্শ দেওয়াকে নেগেটিভ ভাবে দেখি না বরং আপনারা যদি আমাকে জ্ঞানের পরামর্শ দেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হই-এই ভেবে যে আপনাদের সবার কাছ থেকে যদি ফরেক্সের কার্যকরী ও সঠিক এক লাইন নতুন তথ্যও জানতে পারি... তবেই আমার এই ফোরামে আসা সার্থক হয়৷আপনারা যদি জ্ঞান প্রদান না করেন তাহলে আমি শিখবো কার কাছ থেকে ??

Mamun13
2018-08-16, 08:34 AM
সবাই শুধু জ্ঞানের পরামর্শ দেয়। কিন্তু এমন কেউ পেলাম না যে কিভাবে মার্কেট টিকে থাকা যায়। সবাই সব ধরনের জ্ঞান দিতে পারে। মার্কেট এ বছরের পর বছর কে টিকে আছে। শুধু ফোরাম পোস্টিং করলে হবে না। মার্কেট এ প্রফিট করতে না পারলে আমরা ডলার পকেটে আনতে পারব না।

উজ্জল ভাই,আমি কিন্তু সেই অধম ব্যক্তি যে গত পাঁচ বছর যাবৎ অনেক ঝড় তুফান পার করে এখনো ঠিক দাঁড়িয়ে রয়েছি৷আমি কয়েকটি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করি এবং প্রত্যেকটি একাউন্টে কম বেশি প্রফিট করে থাকি৷যদিও প্রথম দিকে একটানা নিয়মিত একাউন্টের ব্যালেন্স জিরো করে ফেলতাম,তারপর ধীরে ধীরে একাউন্টের ব্যালেন্স জিরো করা বন্ধ হতে থাকল এবং লসের পরিমাণ কমতে থাকল৷এই অল্প কিছুদিন হল কম করে হলেও নিয়মিত প্রফিট আসছে৷যেহেতু আমি long term ট্রেডার তাই আমার অনেক দেরিতে প্রফিট আসে৷কিন্তু তারপরও আমি নিজেকে প্রফিটেবল ট্রেডার হিসেবে দেখতে পাই৷

Mamun13
2018-08-16, 08:35 AM
হাশেম ভাই,আমি কিন্তু ট্রেডিং স্ট্রাটেজি বা মানি ম্যানেজমেন্ট নিয়েই এই ফোরামে লিখি না বরং আমার লেখাগুলো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমি ফোরামে বিভিন্ন বিষয়ের প্রত্যেকটি থ্রেডেই পোস্ট করে যাচ্ছি৷বিশেষ করে পেছনের শেষের দিকের থ্রেডগুলোর প্রত্যেকটিতে আমি পোস্ট লিখে লিখে সামনের দিকে নিয়ে আসছি যেন পেছনের লেখাগুলো আবার নতুন করে আমাদের সবার চোখের সামনে চলে আসে এবং আমরা সবাই যেন পেছনের সবগুলো পোষ্ট থেকে আবারোও নতুন নতুন তথ্য গুলো জানতে পারি এবং নতুনভাবে আবারোও শিখতে পারি,চর্চা করতে পারি৷আমার লেখাগুলো থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সবসময় আমার প্রতিটি পোস্টে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিস্তারিত করে লিখি যেন যে কেউই আমার লেখাগুলো থেকে সঠিক ভাবে এবং সহজেই সবকিছু বুঝতে পারে৷

iloveyou
2018-09-16, 11:59 AM
ভাই আপনার অভর্জাবেশন অতুলনীয়। তবে আপনি যে বিষয়গুলোর উপর আলোকপাত করেছেন এগুলোই হলো এই মার্কেটে টিকে থাকার একমাত্র হাতিয়ার। যেগুলো আমাদের সকলের মাঝে এখানে রয়েছে তবে পরিপূর্ণভাবে নয়। আর সে কারণেই আমারা অনেক পিছিয়ে রয়েছি এবং ভবিষ্যতেও কতজন এই মার্কেটের সাথে নিজেকে জড়িয়ে রাখতে পারবো সেটা আমরা কেউ জানিনা। তবে যতদিন আছি চেষ্টা করবেন একে অপের সহযোগিতায় বন্ধুরূপে পাশে দাঁড়ানোর। তাই আপনার কাছে বেটার যদি কোন আইডিয়া থাকে তবে সেটা শেয়ার করুন আমাদের সকলের উদ্দেশ্যে।

expkhaled
2018-09-16, 12:18 PM
আমাদের এই ফোরামের সংগে যুক্ত থাকার উদ্দেশ্য কিন্তু একটাই তাহলো আমাদের জ্ঞান শেয়ার করা নিজেদের মধ্যে। তাতে একই বিষয় বার বার চলে আসে বিভিন্নভাবে আসলে এতে শেখাটা পরিপূর্ন হওয়ার সম্ভাবনা বেশী থাকে। কারন একই পদ্ধতি আপনি বার বার দেখছেন তাতে আপনার আত্বস্ত হচ্ছে। যেমন : যদি মানিম্যানেজ এর ব্যপারে যদি ১০জন দশটি পদ্ধতি এখানের প্রকাশ করেন তাহলে আপনি একটি পদ্ধতি ১০ভাবে শিখবেন এবং আপনার এটা মনেও থাকবে। আপনি অবচেতন মন থেকেই আপনি মানিম্যানেজমেন্ট উপর গুরুত্ব দিতে থাকবেন। সুতরাং একই বিষয় বার বার আসাটা বেশ ভাল একটি পদ্ধতি শেখার জন্য।

Hredy
2020-03-20, 02:57 PM
আপনি যে তিনটি বিষয় নিয়ে এখানে বললেন শুধু মানি ম্যানেজমেন্ট/ স্ট্রাটেজি/ ট্রেড মেনেজমেন্ট মূলত এই বিষয়ের উপর যদি আপনি নজর দেন তাহলে আপনার আর কিছু লাগে না। কারণ যত এনলাইসিস বলেন আর যাই কিছু বলেন না কেন উপরোক্ত বিষয় গুলিতে যদি অাপনার জ্ঞান না থাকে আপনি ট্রেড এ টিকতে পারবেন না। আর যারা সিনিয়র তারা তো বুঝেন এগুলোর মূল্য কতটুকু। আর আমরা যদি এই তিনটি বিষয়ের উপর ভালভাবে জানতে চাই তাহলে এনলাইসিস, মার্কেট সেন্টিমেন্ট, সাইকোলজিক্যাল ব্যাপার সব কিছু চলে আসবে।