Log in

View Full Version : অর্ডারে বাই স্টপ এবং বাই লিমিটের ব্যবহার



BDFOREX TRADER
2018-04-15, 03:54 PM
প্রিয় ফোরাম বন্ধুরা,
অনেক অর্ডারের মধ্যে বাই স্টপ এবং বাই লিমিট কে কে ব্যবহার করেছেন? আর যথন আপনি বাই স্টপ ব্যবহার করে কোন অর্ডার নেয়ার সময় কোন কারেন্সীতে কারেন্ট প্রাইজ থেকে আরো বেশি প্রাইজে বাই করার ক্ষেত্রে কতটুকু সফলতা পেয়েছেন?
কিংবা যখন আপনি কারেন্ট পজিশন থেকে আরো বেশি কমে বাই করার জন্য সেল স্টপ ব্যবহার করার ক্ষেত্রে কতটুকু সফলতা পেয়েছেন এবং কি কি সমসসায় পরেছেন সেটা অন্য ট্রেডারদের সাথে ফোরমে শেয়ার করুন।
5753

Montu Zaman
2018-04-17, 05:57 PM
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে মনে হয় বাই স্টপ এবং বাই লিমিটের অর্ডার আমাদের জন্য নিউজে টেডিংয়ের সময় খুবই ভাল কারন পেন্ডিং অর্ডার ব্যাবহার করলে যেখান থেকে ট্রেড করলে আমাদের ভাল প্রপিট আসবে সেই টার্গেট অনুযায়ী বাই বা সেল দেওয়া যায়। তাই যখনই আমি নিউজ ট্রেডিং করি তখন প্রায় সময়ই কোন ট্রেডে বাই স্টপ এবং সেল স্টপ ব্যাবহার করে থাকি।

hasem79
2018-04-18, 06:02 AM
যারা প্লাটফর্মের সামনে বসে থাকতে পারেন না তাদের জন্য হল এই লিমিট অর্ডার। কারণ আপনি জানেন প্রাইস এখান থেকে রিজেক্ট হতে পারে বা এই লেভেল ব্রেক করে আরও যেতে পারে। কিন্তু এটার সব থেকে বড় অসুবিধা হল কনর্ফামেশন এর আগেই এন্ট্রি নিতে হয় যা অনেক সময় স্টপলসের ও একটা কারণ হয়ে থাকে। আমি খুবই কম ইউজ করি এই বিশেষ ফিচার।

FXBD
2018-08-06, 12:52 PM
মার্কেট এনালাইসিস করে এখন নিশ্চিত প্রফিটেবল অর্ডার নেয়ার জন্যই মূলত আমরা বাই স্টপ এবং বাই লিমিটের ব্যবহার করে থাকি। এসকল টুলস্ এর কারনে বর্তমানে ফরেক্স ট্রেডিং অনেকটাই ফ্লেক্সিবল এবং সহজ হয়ে গেছে। ফলে, ফরেক্স থেকে অর্থ লাভ করাটাও এখন অনেক সহজ।
আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট লেভেলে প্রাইস ব্রেক করলে প্রাইস আরও উপরে যাবে, তাহলে বর্তমান প্রাইসের উপরে বাই স্টপ অর্ডার প্লেস করবেন।
আপনি যদি মনে করেন যে প্রাইস কমবে এবং তারপরে আবার উপরে উঠবে, তাহলে বর্তমান প্রাইসের নিচে বাই লিমিট অর্ডার প্লেস করবেন।

alamsat
2018-08-06, 10:16 PM
আমারা অর্ডার বাই স্টকে পেন্ডিং বাই অর্ডার বলে থাকি। আর এটি একটি মজার টুল্স এটি ব্যাবহার করে আপনি সহজে ট্রেড করতে পারেন। যারা ফরেক্স এ বেশি সময় দিতে পারে না বা কোন প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ক্ষেত্রে এই টুল্সটির ব্যবহার অত্যান্ত জরুরী। আমি একটি প্রতিষ্ঠানে চাকুরী করি তাই ফরেক্স মার্কেটে সময় কমদিতে পারি। এ জন্য আমি নির্দিষ্ট একটি প্রাইজে পেন্ডিং বাই অর্ডার দিয়ে রাখি। যখন প্রাইজ আমার নির্দিষ্ট প্রাইজ হিট করে তখন আমার অর্ডারটি শুরু হয়ে হয়ত তখন আমি অফিসের কোন কাজে ব্যাস্ত আছি কিন্তু টুলস্ টি ব্যাবহার করে আমি আমার অর্ডারটি শুরু করতে পেরেছি টেক প্রফিট ব্যবহার করে আমার লাভের টাকা নিয়ে অর্ডারটি বন্ধ হয়ে যাবে। এভাবে আমরা পেন্ডিং বাই অর্ডার ব্যবহার করতে পারি।

Mamun13
2018-09-12, 07:50 AM
আমি মাঝে মাঝে পেন্ডিং ওর্ডারে এই Buy Stop ও Buy Limit পদ্ধতিতে ট্রেড করি৷কারণ আমি পিসির সামনে বসে থাকার মতো দীর্ঘ সময় সুযোগ পাই না৷তাই এই পদ্ধতিতে এন্ট্রি করে রেখে দূরে চলে যাই৷এজন্য আমাকে খুব ভালোভাবে ট্রেন্ড এবং সাপোর্ট লেভেল গুলো নিশ্চিত হতে হয়৷যদি সাপোর্ট লেভেল গুলো নিশ্চিত হতে পারি তাহলে এই ভাবে এন্ট্রি করতে সাহস ও আস্থা পাই৷ যদি এনালাইসিস করতে অসুবিধা হয় তাহলে এভাবে এন্ট্রি করি না কারন একটু ভুল করে ফেললেই লস দিতে বাধ্য হবো৷এই Buy Stop ও Buy Limit পদ্ধতিতে এন্ট্রি করলে প্রাইস যতই উর্ধমুখী হবে প্রফিট ততই বৃদ্ধি পেতে থাকবে৷তাই প্রথমে বুঝতে হবে মার্কেট প্রাইস ভবিষ্যতে উর্ধমূখী হবে কী না অর্থাৎ প্রাইস আপট্রেন্ডে রয়েছে কী না ৷তখন এই পদ্ধতিতে এন্ট্রি করা লাভজনক হবে৷

DhakaFX
2019-05-27, 12:47 PM
বাই স্টপ বুঝানোর জন্য একটি উদাহরন দিচ্ছি, মনে করেন ইউরো/ইউএসডি এখন আছে ১.১০৫০ লেভেলে আপনি চাচ্ছেন প্রাইস লেভেল ১.১১০০ তে গেলে আপনি বাই অর্ডার প্লেস করবেন কিন্তু আপনি সারাক্ষন চার্ট ফলো করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি ১.১১০০ তে বাই ষ্টপ সেট করে রাখেন তাহলে প্রাইস এই লেভেলে গেলে আপনার জন্য একটি ট্রেড অটো ওপেন হয়ে যাবে।
8085
আবার বাই লিমিট বুঝানোর জন্য আর একটি উদাহরন দিচ্ছি, মনে করেন ইউরো/ইউএসডি এখন আছে ১.১১০০ লেভেলে আপনি চাচ্ছেন প্রাইস লেভেল ১.১০৫০ তে গেলে আপনি বাই অর্ডার প্লেস করবেন অর্থাৎ প্রাইস কমলে আপনি বাই করবেন কারন আপনি ধারনা করছেন প্রাইস ১.১০৫০ থেকে সাপোর্ট নিয়ে উপরে উঠবে সেক্ষেত্রে আপনি যদি ১.১০৫০ তে বাই লিমিট সেট করে রাখেন তাহলে প্রাইস এই লেভেলে গেলে আপনার জন্য একটি ট্রেড অটো ওপেন হয়ে যাবে। সহজ কথায় বাই ষ্টপ হল প্রাইস বর্তমানে যে লেভেলে আছে তার উপর থেকে বাই অর্ডার করা ( আপনি এডভাঞ্চড অর্ডার ও বলতে পারেন মূলত এটাকে পেন্ডিং অর্ডার বলা হয় ) আর প্রাইস যে লেভেলে আছে তার নিচের প্রাইস লেভেল্ থেকে অর্ডার প্লেস করার জন্য বাই লিমিট। আর সেল এর ক্ষেত্রে এর বিপরিত কথা প্রযোজ্য . আশা করি বোঝতে পেরেছেন .

DhakaFX
2019-07-08, 04:11 PM
কোন নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং অর্ডার সেট করলে মার্কেট সেই প্রাইসে পৌছলে আপনি মার্কেটে থাকেন বা না থাকেন, অটোমেটিক ট্রেড চালু হয়ে যাবে। পজিশনাল ট্রেডার, প্রাইস একশন ট্রেডার, হেজ ফান্ড ট্রেডার, স্ক্যাল্পার, নিউজ টাইম ট্রেডারসহ প্রায় সকল ধরনের ট্রেডারের ক্ষেত্রেই পেন্ডিং অর্ডার সমানভাবে ব্যবহৃত হয়। পেন্ডিং অর্ডার সহজে বোঝার জন্য ধরে নিন কোন একটি পেয়ারের বর্তমান মুল্য ১০ টাকা চলছে। আপনি নিউজ এনালাইসিস বা চার্ট এনালাইসিস করে ধারনা করলেন যে, মার্কেট মুল্য যদি ১৫তে যায়, তবে বাই ট্রেড ওপেন করতে হবে। অর্থাৎ মার্কেট আরও উপরে যেতে পারে। অথবা মার্কেট মুল্য যদি নেমে ৫ এ চলে আসে, তবে সেল ট্রেড ওপেন করতে হবে। কারন মার্কেট আরও নেমে যাবার সমূহ সম্ভাবনা আছে। এখন আপনি অতিরিক্ত দুশ্চিন্তায় থাকবেন এই ভেবে যে, মার্কেট প্রাইস কখন বুঝি ১৫ তে টাচ করল। অথবা কখন বুঝি ৫ এ নেমে আসল! এই চিন্তায় হয়তো আপনি ঘুমাতেও পারছেন না ঠিক মত। আবার এমনও হয়, মার্কেট যখন ১৫ বা ৫ ক্রস করছে ঠিক তখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম থেকে উঠে দেখলেন যে প্রফিটের পরশ পাথর বাচ্চা দিয়ে ফেলেছে। আর তা আপনার হাতছাড়া হয়ে গেছে 😥 এমন অবস্থায় কি করেন আপনি?
আর এমন পরিস্থিতিতেই পেন্ডিং অর্ডার ব্যবহার করা হয়। তারমানে কোন নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং অর্ডার সেট করলে মার্কেট সেই প্রাইসে পৌছলে আপনি মার্কেটে থাকেন বা না থাকেন, অটোমেটিক ট্রেড চালু হয়ে যাবে। অর্থাৎ বাদ যাচ্ছে না একটি এন্ট্রিও।
এবার সহজ করে বললে,
8361
আপনার এনালাইসিস অনুযায়ী এন্ট্রি পয়েন্ট যদি বর্তমান রানিং প্রাইস থেকে দূরে থাকে, তাহলে যে সিস্টেম ফলো করলে আপনি মার্কেটে না থাকলেও মার্কেট এন্ট্রিপয়েন্টে আসলেই আপনার ট্রেড ওপেন হয়ে যাবে। এই সিস্টেমকেই পেন্ডিং অর্ডার বলা হয়।
বাই ও সেল এন্ট্রির জন্য দুটো করে পেন্ডিং অর্ডারের সিস্টেম আছে।
বাই এন্ট্রির ক্ষেত্রে,
১) বাই লিমিট (Buy Limit)
২) বাই স্টপ (Buy Stop)
সেল এন্ট্রির ক্ষেত্রে,
১) সেল লিমিট (Sell Limit)
২) সেল স্টপ (Sell Stop)
এখানে বাই লিমিট বা সেল লিমিট তখনই সেট করবেন যখন মার্কেটে আপনার এন্ট্রি পয়েন্ট এমন জায়গায় থাকে যেখানে আসতে মার্কেটকে পুলব্যাক করে আসতে হবে। ছবিতে দেখলেই বুঝতে পারবেন আশা করি।
আবার বাই স্টপ বা সেল স্টপ তখনই সেট করবেন যখন আপনার এন্ট্রি পয়েন্ট মার্কেটের গতিপথেই রয়েছে। মার্কেট সরাসরি আরও কিছুদুর মুভ করলেই এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবে। ছবিতে এটিও দেওয়া আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না।
উপরোক্ত ২+২=৪ টি পেন্ডিং অর্ডার ছাড়া আর কোন পেন্ডিং অর্ডার নেই।
আপনি চাইলে আপনার স্ট্রাটেজীকে ব্যবহার করে পেন্ডিং অর্ডার সিস্টেম কাজে লাগিয়ে হাতছাড়া হতে যাওয়া সকল এন্ট্রিগুলো সফলভাবে ধরতে পারবেন। আপনার প্রফিট রেশিও আরও বৃদ্ধি পাবে।
পরিশেষে, ভালভাবে ফরেক্স শিখুন, চর্চা করুন। নিজে না পারলে ভাল কোন মেন্টরের সাহায্য নিয়ে হলেও সঠিকভাবে শিখুন।
আপনার জন্য অনেক শুভকামনা রইল

Rajib_Biswas
2020-04-05, 12:11 PM
বাই স্টপ এবং বাই লিমিট উভয়ই পেন্ডিং অর্ডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যখন অনলাইনে না থাকি তখন যদি আমরা ট্রেডে এন্ট্রি নিতে চাই তাহলে আমরা বাই স্টপ এবং বাই লিমিট ব্যবহার করতে পারি। বাই স্টপ সবসময় মার্কেটের গতিপথে ট্রেডে এন্ট্রি নিতে ব্যবহার হয় এবং বাই লিমিট মার্কেট এর পুলব্যাকে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ মার্কেট যদি কোন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌছে আবার দিক পরিবর্তন করে তাহলেই বাই লিমিট ব্যবহার করা হয়। বাই লিমিট এবং বাই স্টপ ব্যবহার করতে হলে আমাদেরকে আগে থেকেই প্রাইস লেভেল সেট করে দিতে হয়। মার্কেট যদি সেই লেভেল পর্যন্ত পৌঁছায় তাহলেই ট্রেড ওপেন হয়।

XXXTentacion
2020-04-09, 01:13 PM
যেখানে তারা এই দুর্দান্ত বিষয়ে উচ্চারণ করেছিলেন। সন্তোষজনক পিপস আছে, বন্ধু। এই বিষয়গুলি সমস্ত বিষয় ব্যবসায়ীদের দ্বারা অনুসরণ করা সত্যই নিকট এবং দারিদ্র্য। কিন্তু বড় চিন্তাধারা হ'ল আমরা এটি কীভাবে করব? অবশ্যই ফরেক্স ট্রেডিংয়ে অনুগামীদের জন্য একটি চলাচল এবং প্রবেশের চিহ্ন তৈরির জন্য গ্যালোয়ার গিয়ার সংগ্রহযোগ্য রয়েছে তবে সমস্ত তাত্ক্ষণিকভাবে সেখানে সংকেত দেয় না এবং এটি তাদের ব্যবহারে আমাদের এত বেশি আত্মবিশ্বাসী

FREEDOM
2020-04-09, 04:33 PM
প্রিয় ফোরাম বন্ধুরা,
অনেক অর্ডারের মধ্যে বাই স্টপ এবং বাই লিমিট কে কে ব্যবহার করেছেন? আর যথন আপনি বাই স্টপ ব্যবহার করে কোন অর্ডার নেয়ার সময় কোন কারেন্সীতে কারেন্ট প্রাইজ থেকে আরো বেশি প্রাইজে বাই করার ক্ষেত্রে কতটুকু সফলতা পেয়েছেন?
কিংবা যখন আপনি কারেন্ট পজিশন থেকে আরো বেশি কমে বাই করার জন্য সেল স্টপ ব্যবহার করার ক্ষেত্রে কতটুকু সফলতা পেয়েছেন এবং কি কি সমসসায় পরেছেন সেটা অন্য ট্রেডারদের সাথে ফোরমে শেয়ার করুন।
5753

আপনি সরাসরি বাই সেল ছারাও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন তা হলো বাই স্টপ, সেল স্টপ, বাই লিমিট, সেল লিমিট এই অপশনগুলো ব্যাবহার করার মাধ্যমে। আমি সাধারনত নিউজের সময় এই অপশনগুলো কাজে লাগানোর চেষ্টা করি। যখন কোনো বড় মুভমেন্ট হবার আশংকা করি এবং তা কোন দিকে মুভ করতে সেটা এনালাইসিস করে কিছুটা অনুমান করি তখন মুলত এই অপশন গুলো ব্যাবহারের মাধ্যমে ট্রেড করি। এতে করে ট্রেড অটোমেটিক ওপেন হয়ে যায় এবং প্রফিট আসার কিছুক্ষনের মধ্যেই ক্লোজ করে দেই যদিও এটা অনেক সময় আমার জন্য রিস্কি হয়ে যায়।

FRK75
2021-04-03, 11:57 AM
১) বাই লিমিট (Buy Limit)
২) বাই স্টপ (Buy Stop)
সেল এন্ট্রির ক্ষেত্রে,
১) সেল লিমিট (Sell Limit)
২) সেল স্টপ (Sell Stop)
এখানে বাই লিমিট বা সেল লিমিট তখনই সেট করবেন যখন মার্কেটে আপনার এন্ট্রি পয়েন্ট এমন জায়গায় থাকে যেখানে আসতে মার্কেটকে পুলব্যাক করে আসতে হবে। ছবিতে দেখলেই বুঝতে পারবেন আশা করি।

Smd
2021-08-20, 07:49 AM
আপনি জানেন প্রাইস এখান থেকে রিজেক্ট হতে পারে বা এই লেভেল ব্রেক করে আরও যেতে পারে। কিন্তু এটার সব থেকে বড় অসুবিধা হল কনর্ফামেশন এর আগেই এন্ট্রি নিতে হয় যা অনেক সময় স্টপলসের ও একটা কারণ হয়ে থাকে। আমরা যখন অনলাইনে না থাকি তখন যদি আমরা ট্রেডে এন্ট্রি নিতে চাই তাহলে আমরা বাই স্টপ এবং বাই লিমিট ব্যবহার করতে পারি। বাই স্টপ সবসময় মার্কেটের গতিপথে ট্রেডে এন্ট্রি নিতে ব্যবহার হয় এবং বাই লিমিট মার্কেট এর পুলব্যাকে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ মার্কেট যদি কোন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌছে আবার দিক পরিবর্তন করে তাহলেই বাই লিমিট ব্যবহার করা হয়।

Mas26
2021-08-20, 10:25 AM
ফরেক্স মার্কেটে বাস স্টপ বাই বা সেল ভাই এগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না এবং আমি পরিপূর্ণভাবে এটাকে কাজে লাগাতে পারতাম না। কিন্তু এই পোস্টটি দেখার মাধ্যমে আমি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি এবং আমি সঠিকভাবে বুঝতে পেরেছি। আসলে আপনাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর করে পোস্ট টি পরার জন্য এবং এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই।

EmonFX
2021-08-20, 10:31 AM
ফরেক্সে বাই স্টপ এবং বাই লিমিট ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে যদি এটি সঠিকভাবে ব্যবহার করা যায়। বাই স্টপ এবং বাই লিমিট ব্যবহার পজিশন ট্রেডিং এর আওতাভুক্ত। ফরেক্সে পজিশন ট্রেডিং বলতে অ্যাডভান্স এন্ট্রি নিয়ে রাখাকে বোঝায়। অর্থাৎ মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের যাওয়ার আগেই অগ্রিম ট্রেড ওপেন করাকে বুঝায়। এই পজিশন ট্রেডিং আবার বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি এনালাইসিস করে যদি মনে করেন মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জ ব্রেক করার পরে আরো উপরে যাবে তখন অগ্রিম "but stop" অর্ডার আবার যদি মনে হয় মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জে ব্রেক করার পরে নিচে যাবে তখন অগ্রিম "sell stop" অর্ডার ওপেন করে রাখতে পারেন।
আবার যদি আপনার কখনো মনে হয় মার্কেট আরো বুলিস হবে তখন আপনি বর্তমান প্রাইসের আরো নিচের দিক থেকে বাই নিতে চান তখন "buy limit" অর্ডার এবং যদি মনে হয় প্রাইস আরো নিচের দিকে নামবে তখন বর্তমান প্রাইস এর ওপর থেকে "sell limit" অর্ডার ওপেন করে রাখতে পারেন। ফরেক্সে এই অগ্রিম buy-sell অর্ডার ওপেন করাকেই পজিশন ট্রেডিং বলে।

Smd
2021-11-05, 11:19 PM
ফরেক্স এ বেশি সময় দিতে পারে না বা কোন প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের ক্ষেত্রে এই টুল্সটির ব্যবহার অত্যান্ত জরুরী। আমি একটি প্রতিষ্ঠানে চাকুরী করি তাই ফরেক্স মার্কেটে সময় কমদিতে পারি। এ জন্য আমি নির্দিষ্ট একটি প্রাইজে পেন্ডিং বাই অর্ডার দিয়ে রাখি। যখন প্রাইজ আমার নির্দিষ্ট প্রাইজ হিট করে তখন আমার অর্ডারটি শুরু হয়ে রায়। কারণ আমি পিসির সামনে বসে থাকার মতো দীর্ঘ সময় সুযোগ পাই না৷তাই এই পদ্ধতিতে এন্ট্রি করে রেখে দূরে চলে যাই৷এজন্য আমাকে খুব ভালোভাবে ট্রেন্ড এবং সাপোর্ট লেভেল গুলো নিশ্চিত হতে হয়৷যদি সাপোর্ট লেভেল গুলো নিশ্চিত হতে পারি তাহলে এই ভাবে এন্ট্রি করতে সাহস ও আস্থা পাই৷

samun
2021-11-07, 09:26 PM
ফরেক্স মার্কেটে একজন অভিজ্ঞ ট্রেডার সাধারণত এ কাজ করে থাকে তার কারণ মার্কেট এনালাইসিস করার পর মার্কেটের মুভিং এভারেজ ব্যবহার করে বুঝা যায় মার্কেট কোথা থেকে উঠলে কোথায় যেতে পারে এমন একটি ধারণার উপর ভিত্তি করে মার্কেট এনালাইসিস করে বুঝে বাই স্টপ অথবা লিমিট ব্যবহার করে অটোমেটিক ট্রেড ওপেন করে এটি একজন দক্ষ ও সফল ট্রেডার এর গুনাবলী

Mas26
2024-02-01, 07:32 PM
মার্কেট এনালাইসিস করে এখন নিশ্চিত প্রফিটেবল অর্ডার নেয়ার জন্যই মূলত আমরা বাই স্টপ এবং বাই লিমিটের ব্যবহার করে থাকি। এসকল টুলস্ এর কারনে বর্তমানে ফরেক্স ট্রেডিং অনেকটাই ফ্লেক্সিবল এবং সহজ হয়ে গেছে। ফলে, ফরেক্স থেকে অর্থ লাভ করাটাও এখন অনেক সহজ।
আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট লেভেলে প্রাইস ব্রেক করলে প্রাইস আরও উপরে যাবে, তাহলে বর্তমান প্রাইসের উপরে বাই স্টপ অর্ডার প্লেস করবেন। আপনি যদি মনে করেন যে প্রাইস কমবে এবং তারপরে আবার উপরে উঠবে, তাহলে বর্তমান প্রাইসের নিচে বাই লিমিট অর্ডার প্লেস করবেন।