PDA

View Full Version : Grimm এর ডায়েরি



Grimm
2018-04-20, 03:34 PM
হ্যালো বন্ধুরা আমি এই ডায়েরি তৈরি করলাম যাতে আমি এখানে আমার ট্রেডিং সম্পর্কে যাবতীয় বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখতে পারি। এই ব্যবসা সম্পর্কে আমার খুব বেশি একটা অভিজ্ঞতা নেই তাই চিন্তা করলাম একটি নির্দিষ্ট যায়গাতে যদি আমার ট্রেডিং এর যাবতীয় বিষয়গুলো শেয়ার করতে পারি তাহলে অনেক অভিজ্ঞদের কাছ থেকেও আমি অনেক সাহায্য পেতে পারি।

আমার ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় ইন্ডিকেটরসমূহ:
আমি সাধারণত তেমন কোন ইন্ডিকেটর অনুসরণ করি না। কিন্তু আমি আমার চার্ট এ মুভিং এভারেজ এবং স্টচাস্টিক অসিলেটর ব্যবহার করে থাকি। এছাড়া আমি কোন ইন্ডিকেটর অনুসরণ করি না।

ট্রেডিং এর ধরণ:
আমি সাধারণভাবেই ট্রেড করার চেষ্টা করি। আমি যেহেতু এই ব্যবসায় নতুন সেহেতু আমি গভীরভাবে কোন এনালাইসিস করতে পারি না। আমার যখন মনে হয় এখন এন্ট্রি হওয়ার প্রয়োজন ঠিক তখনই এন্ট্রি হই। তবে হ্যা এন্ট্রি হওয়ার জন্য আমি উপরোল্লেখিত ইন্ডিকেটর দুটি অনুসরণ করে থাকি। আর আমি সাধারণত ব্রেকআউট এ এন্ট্রি হই কারণ এতে কিছু পিপস্ পাওয়া যায়।

উপসংহার:
এই ব্যবসায় আমার তেমন একটা অভিজ্ঞতা হয় নাই, মানে বেশিদিন হয় নাই যে আমি এই ব্যবসা শুরু করেছি। তাই আমি আশা করবো অভিজ্ঞরা যেন আমাকে এই বিষয়ে সাহায্য করে।

Grimm
2018-04-20, 07:26 PM
আমি বর্তমানে ইউরো/জাপান এ সেল এর দিকে আছি। আপনারা আমার চার্ট লক্ষ করলে দেখতে পারবেন এটি অতীতের কিছু কেন্ডেল এর নিম্ন লেভেলগুলো ব্রেক করতাছে। তাই আমি মনে করি এটি এখন ডাউনে যাবে। তাছাড়া এটি আমার মুভিং এভারেজও ব্রেক করেছে। তাই আমি আশা করতাছি আমার এই ট্রেড থেকে আমি কিছু মুনাফা নিতে পারবো।

5787

Grimm
2018-04-20, 07:58 PM
আমি বর্তমানে ইউরো/জাপান এ সেল এর দিকে আছি। আপনারা আমার চার্ট লক্ষ করলে দেখতে পারবেন এটি অতীতের কিছু কেন্ডেল এর নিম্ন লেভেলগুলো ব্রেক করতাছে। তাই আমি মনে করি এটি এখন ডাউনে যাবে। তাছাড়া এটি আমার মুভিং এভারেজও ব্রেক করেছে। তাই আমি আশা করতাছি আমার এই ট্রেড থেকে আমি কিছু মুনাফা নিতে পারবো।

5787


আমি আমার উপরোক্ত ট্রেডটি মাত্র ১০ পিপস মুনাফা নিয়ে ক্লোজ করেছি। কারণ আজ সপ্তাহের শেষ দিন। তাই আমি কোন ধরনের রিক্স এ যেতে চাইছিলাম না, কারণ আমি একটু বেশি লট দিয়েই আমার ট্রেডটি অপেন করেছিলাম। তবে আমার মতে এই পেয়ারটি আরও অনেক ডাউন হবে। আমি আবার আগামী সপ্তাহে এই পেয়ারে ট্রেড করার চেষ্টা করবো এবং অবশ্যই সেটি সেল এর দিকে। আজ আমি কিছু মুনাফা উত্তোলনের জন্য রিকুয়েস্ট করলাম আশা করি আগামী সপ্তাহের প্রথম দিকেই পেয়ে যাব।

Grimm
2018-04-21, 03:37 PM
গতকাল আমি আমার উপার্জিত মুনাফা হতে কিছু ডলার উত্তোলন এর জন্য দিয়েছি। আশা করি আগামী সপ্তাহে আমি আমার ডলার আমার ওয়ালেটে পেয়ে যাব। এই মাসে আমার মোটামুটি ভাল আসছে। আশা করি মাসের বাকী কিছুদিনও ভালভাবে ট্রেড করে আরও কিছু মুনাফা উত্তোলন করতে পারবো। তবে আমি উত্তোলিত টাকা আমার ওয়ালেটে না আসা পর্যন্ত কোন ট্রেড ওপেন করবো না।

5788

hasem79
2018-04-21, 04:40 PM
বেশ বড় এমাউন্ট উইথড্র দিয়েছেন। প্রসেস হবে কি না জানি না তবে আশা করব যেন ভাল ভাবে হয়ে যায়। যাই হোক আপনাকে দেখে আগ্রহ পাচ্ছি ফোরামে থাকার। আমি যদিও এখনও আমার একাউন্ট দ্বিতীয় লেভেল পযন্ত ভেরিফাই করতে পারি নি। তবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভেরিফাই করে নেব। এই মাসে উইথড্র দিব না - আগামী মাসে হয়ত বা উইথড্র দিতে হতে পারে।

Grimm
2018-04-21, 10:04 PM
বেশ বড় এমাউন্ট উইথড্র দিয়েছেন। প্রসেস হবে কি না জানি না তবে আশা করব যেন ভাল ভাবে হয়ে যায়। যাই হোক আপনাকে দেখে আগ্রহ পাচ্ছি ফোরামে থাকার। আমি যদিও এখনও আমার একাউন্ট দ্বিতীয় লেভেল পযন্ত ভেরিফাই করতে পারি নি। তবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ভেরিফাই করে নেব। এই মাসে উইথড্র দিব না - আগামী মাসে হয়ত বা উইথড্র দিতে হতে পারে।

জ্বি ভাই একটু বড় ধরনের এমাউন্ট হয়ে গেছে। আমি আশা করছি ইন্সটাফরেক্স এই এমাউন্টটা দিয়ে দিবে। এর আগেও অবশ্য একবার টাকা উত্তোলন করেছিলাম তবে সেটা এই এমাউন্ট এর মত এত বড় ছিল না। ভাই ফোরামে থাকলে যেমন অন্যদের কাছ থেকে কিছু শেখা যায় আবার কিছু বোনাসও উপার্জন করা যায়। তাই যতটুকু সম্ভব ফোরামে সময় দেন এতে আপনার ভালই হবে। আমিও চেষ্টা করি ফোরামে বেশি সময় দেওয়ার কিন্তু বিভিন্ন কারণে এতটা সময় দিতে পারি না। আমি দেখতে পারতাছি আপনার আর আমার ফোরামে জয়েন করার মাস একই তারপরও এত সময় নিচ্ছেন কেন আপনার একাউন্ট ভেরিফাই এর জন্য। কোন কি সমস্যা হয়েছে? আশা করি আপনার একাউন্ট খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাবে আর ভাই আপনাকে ধন্যবাদ আমার ডায়েরিতে আপনার মূল্যবান কথা বলার জন্য।

Grimm
2018-04-23, 03:11 PM
আজ আমি এখন পর্যন্ত কোন ট্রেড অপেন করি নাই। কারণ আমার উত্তোলিত মুনাফা আমি এখনও পাইনি। আশা করছি আজ অথবা কাল এর মধ্যে আমার উত্তোলিত মুনাফা পেয়ে যাব। আর আমার মুনাফা পেলে আমি আবার ট্রেড শুরু করবো। আজ দেখা যাচ্ছে অনেক পেয়ার ডাউন ট্রেন্ড এ আছে। তারপরও আমি যদি আজ থেকে ট্রেড করতে পারি তাহরে ইউরো/জাপান এ ট্রেড করবো।

Grimm
2018-04-26, 02:59 PM
গত সপ্তাহে আমি ২ বার উত্তোলন দিয়েছিলাম আর আজ আমি আমার উত্তোলিত ডলার আমার একাউন্টে পেয়েছি। এটা দেখে আমার খুব ভাল লাগলো।
5821
5822

বর্তমানে আমার একটি ট্রেড ইউরো ইউএসডি তে অপেন আছে। আমি সেল এর দিকে আছি। কারণ দৈনিক চার্ট থেকে দেখা যাচ্ছে এই পেয়ারটি বর্তমানে ডাউনট্রেন্ড এ আছে। আশা করি আমার ট্রেড থেকে আমি মুনাফা করতে পারবো।
5823

Grimm
2018-04-26, 09:29 PM
বর্তমানে আমার একটি ট্রেড ইউরো ইউএসডি তে অপেন আছে। আমি সেল এর দিকে আছি। কারণ দৈনিক চার্ট থেকে দেখা যাচ্ছে এই পেয়ারটি বর্তমানে ডাউনট্রেন্ড এ আছে। আশা করি আমার ট্রেড থেকে আমি মুনাফা করতে পারবো।
5823

আমার অনুমান ঠিক ছিল আর এই কারণে আমি আজ ভাল মুনাফা করতে পেরেছি। আমি আশা করবো আমি আরও ভালভাবে যেন মার্কেট এনালাইসিস করতে পারি। তবে আমি কখনই বেশি মুনাফার আশায় মার্কেটে অবস্থান করি না। কারণ এতে আমি অনেক রিস্কি মনে করি আর তাছাড়া বেশি সময় মার্কেটে থাকলে আমার লোভ হয়ে যায়।

Grimm
2018-04-27, 11:11 AM
গতকাল কিছু মুনাফা করার পর আবারও একটি উত্তোলনের জন্য অনুরোধ করলাম। যেহেতু আজ এবং আগামী সোমবার আমি ট্রেড করতে পারবো না সেহেতু উত্তোলনটা দিয়েই দিলাম। কারণ উত্তোলন প্রসেসিং হতে কিছুটা সময় লাগে। আমার আগের সকল উত্তোলনের টাকা আমি পেয়ে গেছি আর সেটা আমি আমার ডায়েরিতে দিয়ে দিছি। এখন আবার নতুন করে দিলাম। আশা করি এটিও আমি খুব শিগ্ররী পেয়ে যাব।
5835

shohanjacksion
2019-01-28, 01:57 PM
হ্যালো বন্ধুরা আমি এই ডায়েরি তৈরি করলাম যাতে আমি এখানে আমার ট্রেডিং সম্পর্কে যাবতীয় বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখতে পারি। এই ব্যবসা সম্পর্কে আমার খুব বেশি একটা অভিজ্ঞতা নেই তাই চিন্তা করলাম একটি নির্দিষ্ট যায়গাতে যদি আমার ট্রেডিং এর যাবতীয় বিষয়গুলো শেয়ার করতে পারি তাহলে অনেক অভিজ্ঞদের কাছ থেকেও আমি অনেক সাহায্য পেতে পারি।

আমার ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় ইন্ডিকেটরসমূহ:
আমি সাধারণত তেমন কোন ইন্ডিকেটর অনুসরণ করি না। কিন্তু আমি আমার চার্ট এ মুভিং এভারেজ এবং স্টচাস্টিক অসিলেটর ব্যবহার করে থাকি। এছাড়া আমি কোন ইন্ডিকেটর অনুসরণ করি না।

ট্রেডিং এর ধরণ:
আমি সাধারণভাবেই ট্রেড করার চেষ্টা করি। আমি যেহেতু এই ব্যবসায় নতুন সেহেতু আমি গভীরভাবে কোন এনালাইসিস করতে পারি না। আমার যখন মনে হয় এখন এন্ট্রি হওয়ার প্রয়োজন ঠিক তখনই এন্ট্রি হই। তবে হ্যা এন্ট্রি হওয়ার জন্য আমি উপরোল্লেখিত ইন্ডিকেটর দুটি অনুসরণ করে থাকি। আর আমি সাধারণত ব্রেকআউট এ এন্ট্রি হই কারণ এতে কিছু পিপস্ পাওয়া যায়।

উপসংহার:
এই ব্যবসায় আমার তেমন একটা অভিজ্ঞতা হয় নাই, মানে বেশিদিন হয় নাই যে আমি এই ব্যবসা শুরু করেছি। তাই আমি আশা করবো অভিজ্ঞরা যেন আমাকে এই বিষয়ে সাহায্য করে।

ডায়েরী রাখা একজন শৃঙ্খলাবদ্ধ ট্রেডারের কাজ। আপনি বা আমি যেকোন পদ্ধতিতেই ট্রেড করিনা কেন একটি নোট থাকা প্রয়োজন। আমি প্রথমত লসে ছিলাম বিধায় ডায়েরী করা হয়নি কিন্তু এখন চালিয়ে যাচ্ছি। লাভ বা লস যাই হোকনা কেন ডায়েরী রাখা প্রয়োজন। কিন্তু আমার না রাখাতেও কোন সমস্য হয়নি। কারণ, আমি আমার ব্রোকার এবং পেমেন্ট গেটওয়ে থেকে পূর্বের হিস্টোরী সংগ্রহ করে এগুলো প্রিন্ট করে আমার ডায়েরীর সাথে সংযুক্ত করে রেখেছি।
Moving Average বা যেকোন পদ্ধতিই হোকনা কেন প্রফিট করাটাই আমাদের মূল লক্ষ্য। তথাপি এই ইন্ডিকেটরটি খুব ভাল কাজ করে।Moving Average ব্যবহার করেই অনেক বড় বড় ট্রেডারগন ট্রেড করেন।

FX7
2019-12-09, 03:05 PM
ভাই আমিও নতুন,ফরেক্স মাকেটে।আমার একাউন্টটি দিতিয় লেভেল এখনও ভেরিফাই করতে পারি নাই।লস ুর ভেতরে পড়ে গেছি।দেখি কিছু লাভ করতে পারলে তবেই একাউন্ট ফুল ভেরিফাইড করে নিবো।আর আমি নতুন তো তাই কিছুতেই যেন লাভ করতে পারছি না

Rokibul7
2020-02-22, 01:23 AM
ধন্যবাদ ভাই,আপনি সফল হতে পেরছেন শুনে খুশি লাগও এবল আশাও লাগলো।আমি চাই আপনার মত একজন সফল ব্যক্তি হতে।ফরেক্স আনার কাছে বেশ ভালই লাগছে।আমি একবার উইড্রো করতে পেরেছি।ইন্সটা ফরেক্স আমাদের কে ব্যাবপক সুবিধা দিয়েছে।আমি ইন্সটাফরেক্স এর কাছে কৃতজ্ঞ।আমাদের এমন সুবিধা দেওয়ার জন্য