PDA

View Full Version : সবার মত করে ভাববেন না!



hasem79
2018-04-20, 07:11 PM
আপনিও যদি আর দশজন ট্রেডারের মত করে চিন্তা করেন তবে আমার মনে হয় আপনাকেও বেশ লস করতে হতে পারে। কারন যে দিকে ট্রেডার পার্টিশিপেশন বেশি মার্কেট তার বিপরীত দিকেই যায় বলেই আমার বিশ্বাস। আমি মনে করি আপনি আপনার মত করে ইউনিক ভাবে ভাবতে শিখতেই হবে। নতুবা আপনাকেও এর জন্য বেশ খারাপ দিন দেখতে হতে পারে।

iloveyou
2018-04-20, 08:53 PM
হ্যা ভাই আপনি ঠিকি বলেছেন। এখানে আপনাকে সবার মত করে ভাবলে হবে না, কিংবা অন্য কাউকে ফলো করে কাজ করলেও সেরকম সুবিধা অর্জন করতে পারবেন না। কারন এখানে প্রতিটা ট্রেডারের তার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব একটা স্ট্রাটিজি রয়েছে এবং সেটার উপর ভিত্তি করেই সে তার নিজের তৈরিকৃত সিস্টেম অনুযায়ী এখানে ট্রেড করে থাকেন। সুতরাং এখানে আপনাকে নিজের মত করে ভাবতে হবে তাহলেই আপনি সামনে গিয়ে সফলতা পাবেন।

hasem79
2018-04-21, 06:37 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলেছেন। এখানে আপনাকে সবার মত করে ভাবলে হবে না, কিংবা অন্য কাউকে ফলো করে কাজ করলেও সেরকম সুবিধা অর্জন করতে পারবেন না। কারন এখানে প্রতিটা ট্রেডারের তার নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, নিজস্ব একটা স্ট্রাটিজি রয়েছে এবং সেটার উপর ভিত্তি করেই সে তার নিজের তৈরিকৃত সিস্টেম অনুযায়ী এখানে ট্রেড করে থাকেন। সুতরাং এখানে আপনাকে নিজের মত করে ভাবতে হবে তাহলেই আপনি সামনে গিয়ে সফলতা পাবেন।

আপনি যেটা বুঝেছেন আমি সেটার উপর আলোকপাত করি নি। আমি বলতে চেয়েছি যেখানে মেজরিটি ট্রেডার সেল সিগন্যাল দেখে সেখানে আপনাকে বাই সিগন্যাল পেতে হবে , যেখানে সবাই বাই দেখে আপনি সেখানে দেখবেন সেল। সাধারণের বিপরীত সিগন্যাল। ঘাড় বাকা করে নয় - লজিক মত।

uzzal05
2018-06-05, 12:14 PM
আসলে মার্কেট এ অন্যকে ফলো করে ট্রেড করা যায় না। অ্ন্যকে ফলো করে সীমিত সময়ের জন্য লাভ করা যায়। আর সব সময় কেউ একজন কখন সিগ্নাল দিবে সেটার জন্য আমাদের বসে অপেক্ষা করতে হবে। সেজন্য নিজে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে।

expkhaled
2018-06-05, 03:06 PM
আপনিও যদি আর দশজন ট্রেডারের মত করে চিন্তা করেন তবে আমার মনে হয় আপনাকেও বেশ লস করতে হতে পারে। কারন যে দিকে ট্রেডার পার্টিশিপেশন বেশি মার্কেট তার বিপরীত দিকেই যায় বলেই আমার বিশ্বাস। আমি মনে করি আপনি আপনার মত করে ইউনিক ভাবে ভাবতে শিখতেই হবে। নতুবা আপনাকেও এর জন্য বেশ খারাপ দিন দেখতে হতে পারে।
আমি আসলে আপনার কথা গুলো ঠিক বুঝতে পারলাম না। কারণ এখানে কে কোথায় কি ধারনা করলো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা দেখছি চার্ট অর্থাত আমাদের চার্ট বোঝার ক্ষমতা থাকতে হবে। আর এনালাইসিস তো যার যার মতোই করতে হয়। আর ট্রেডিং কিছু রুল আছে যা আমাদের ফলো করতে হয় যেমন : ট্রেন্ড, সাপোর্ট এন রেজিস্ট্যান্স, মোমেন্টাম, ইত্যাদি। তাহলে এখানে আমি কিভাবে মার্কেট এনালাইসিস করবো সেটা যেমন আপনি বুঝতে পারছেন না, ঠিক আমিও বুঝতে পারবো না আপনি কিভাবে এনালাইসিস করছেন। আপনি যা বুঝাতে চেয়েছেন সেটা হলো সিগ্ন্যাল ফলো না করা এইতো।

alamsat
2018-06-05, 04:49 PM
ফরেক্স ট্রেডিং এক এক জন এক এক রকম করে করতে পারে এটি প্রত্যেক ট্রেডার এর নিজের ব্যাপার. আসল কথা হলো লাভ নিয়ে বের হতে হবে. তাই আপনি যে কৌশল ব্যবহার করেন না কেন. আমি বর্তমানে দেখছি যত কৌশল ব্যবহার করি মার্কেট আমার বিপরীত এ যাই. তাই ভাবছি কৌশল এর বিপরীত এ ট্রেড ওপেন করবো দেখি লস হয় নাকি লাভ হয়. তবে অনেক এ আছে যারা অনেক অভিজ্ঞ তারা সারা সপ্তহায় ১ টি কিংবা ২ টি ট্রেড ওপেন করে লাভ নিয়ে নেই.

Mamun13
2018-08-16, 08:59 AM
হাশেম ভাই একটি অত্যন্ত দামী কথা বলেছেন৷ফরেক্স মার্কেট সবসময় আমাদের বিপরীত দিকে চলে অর্থাৎ আপনারা একটু খেয়াল করে দেখবেন ফরেক্স মার্কেটে শতকরা ৯৫ জন ট্রেড করে লস করেন৷এই শতকরা ৯৫ জনের বিপরীতে মার্কেট মুভমেন্ট করে থাকে আর মাত্র বাকি ৫ জন মার্কেটের দিকে চলতে থাকে৷এই ৫ জন কিভাবে মার্কেটের গতি বিধি অনুযায়ী চলে ? কারণ এই মাত্র ৫ জন অন্য ৯৫ জনের মতো ট্রেড করেন না৷এই ৫ জন জানেন এবং বুঝেন market কখন কোন দিকে movement করবে৷আর অন্য ৯৫ জন তাদের মনগড়া ইচ্ছা মত ট্রেড করে থাকেন আর market তাদের বিপরীত দিকে মুভ করে ফলে এই শতকরা ৯০ জন ক্রমাগত লস করতে করতে মার্কেট থেকে পালিয়ে যেতে বাধ্য হন৷এই শতকরা ৯৫ জন ফরেক্স ট্রেডের বেসিক কলাকৌশলগুলো কিছুই শেখেন না এবং বুঝেন না৷ফলে তারা ভুল entry করেন এবং market তাদের বিপরীত দিকে মুভ করে৷তাই অজ্ঞতার কারনে ফরেক্স মার্কেটে শতকরা ৯৫ জন লুজার ট্রেডার৷