PDA

View Full Version : একটু শো অফ করি!



maziz6989
2018-04-25, 06:57 AM
আপনার ফোরাম একাউন্ট এর বর্তমান ইকুইটি ও ব্যালান্স কত ? দেখি কে কত ডলারে নিতে পারলেন
আমার টা ব্যালান্স ৪১০ এবং ইকুইটি ৯১০ ডলার।

uzzal05
2018-06-02, 05:39 AM
আমি প্রফিট করে ১০ ডলার উত্তোলন করেছি। কিন্তু তারপর পরপর চারটা ট্রেড করে একাউন্ট এ অনেক লস করে ফেললাম। ৮৯ ডলার থেকে ৭৪ ডলার নেমে এলাম। কি করার আছে সাহস করে যদি ট্রেড না করি তাহলে লাভ লস কোনটাই হবে না।

Mamun13
2018-08-17, 06:59 AM
ভাই আমার বর্তমান প্রোফাইলে এটাচ করা একাউন্টে ব্যালেন্স রয়েছে 612 ডলার এবং এই মুহূর্তে ইকুইটি রয়েছে 500 ডলার৷আমাকে বোনাস দেওয়া হয় খুবই কম আর এই কম বোনাস দিয়ে আমি লং ট্রেডিং চার্টে খুব ধীরে ধীরে ট্রেড করি৷ফলে আমার একাউন্টে প্রফিট আসতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়৷এজন্য আমার একাউন্টের ব্যালেন্স প্রায়ই লসের মধ্যে থাকে৷কিন্তু কয়েক মাস পর যখন মার্কেট আমার দিকে ফিরে আসে তখন আমার একাউন্টে নিয়মিত প্রফিট আসতে থাকে৷তাই এই মুহূর্তে আমার ইকুইটি 500 ডলার থাকলেও আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে বেশ ভাল প্রফিট এই ব্যালেন্সে যোগ হবে৷আপনাদের একাউন্টের কার কত বর্তমান ব্যালেন্স রয়েছে এবং ইকুইটি রয়েছে ? সবাই নির্দ্বিধায় নিঃসংকোচে এখানে লিখতে পারেন৷এতে আমরা কেউ কাউকে বড় ভাববো না অথবা ছোট ভাববো না,সবাই সবার সাথে সবকিছু শেয়ার করা মাত্র৷এতে আমাদের অনেক অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন হতে পারে৷

saraa
2020-03-16, 11:14 AM
আমার প্রিয় এমটি সদস্যরা আমার অভিমত অনুসারে জ্ঞান ও অভিজ্ঞতা ব্যতিরেকে ব্যবসায়ের যে কোনও ক্ষেত্রে সাফল্য পাওয়া সম্ভব নয় তবে ফরেক্স ট্রেডিংয়ে আমরা যদি সাফল্য পেতে চাই তবে আমাদের জন্য জ্ঞান আবশ্যক কারণ জ্ঞানই সাফল্যের মূল চাবিকাঠি ফরেক্স ট্রেডিং যদি আমাদের কাছে ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান থাকে তবে আমরা ভাল লাভ করতে পারি এবং ফরেক্সের অভিজ্ঞতা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ যদি ফরেক্স সম্পর্কে আমাদের কোন অভিজ্ঞতা না থাকে তবে আমরা কখনই ফরেক্সের থেকে লাভ লাভ করতে পারি না তাই জ্ঞান ছাড়া ফরেক্সে সাফল্য পাওয়া সম্ভব নয় এবং অভিজ্ঞতা