PDA

View Full Version : অন্য ট্রেডারদের ট্রেড কপি



BDFOREX TRADER
2018-04-26, 03:37 PM
ফরেক্সকপি এমন একটি সিস্টেম যেখানে একজন ট্রেডার ট্রেডিং টার্মিনাল থেকে দূরে থেকেও অন্য ট্রেডারদের অর্ডার কপি করতে পারে। তাই আমি এই ফোরামে খুঁজে বের করতে চাই যে কতজন মানুষ এখানে আসলে অন্য ট্রেডারদের ট্রেড কপি করছে?
এছাড়া নতুনদের জন্য আমার কিছু সুপারিশ আছে। প্রথমে ক্লাইট ক্যাবিনেট থেকে ফরেক্সকপি চালু করে নিন। তারপর অন্য ট্রেডারদের ট্রেড কপি করার জন্য প্রথম আপনিে একজন অভিজ্ঞ ট্রেডারকে মনিটরিং পেজ থেকে খুঁজে বের করবেন।
এজন্য ভিজট করুন: http://https//www.instaforex.com/bd/pamm_monitoring
মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন সফল ট্রেডার খুঁজে বের করেতে পারবেন এবং সেই পছন্দের ট্রেডারের কোন ট্রেড স্বয়ংক্রিয়ভাবে কপি করতে পারবেন।

FXBD
2018-06-06, 05:16 PM
আমি অনেক ব্রোকার এর সাথে ট্রেড করেছি এবং তাদের ক্লায়েন্ট হিসাবে ফরেক্স কপি সার্ভিসটি টেষ্ট করেছি। তাই ইন্সটাফরেক্স ব্রেকারেও এই ফিচারটি চেক করেছি এবং এখন পর্যন্ত আমি এমন কোনও কিছু দেখিনি যা Instaforex এই সার্ভিসটির সাথে কারেন্সী মার্কেটে লড়াই করতে পারে। যদিও অন্য বেশীরভাগ ব্রেকারের ফরেক্স কপি সাধারণত শুধুমাত্র "ফী" এমন এক ধরনের অফার দেয় তবে Instaforex এর ফরেক্স কপি সার্ভিসটি আমার পছন্দ হয়েছে এবং এখানে অনেক ভাল ভাল ট্রেডার ট্রেডিং করছে এবং আমি তাদের সাথে কাজ করতে পারছি। যদিও Instaforex এর ফরেক্সকপি ট্রেডিং করার একমাত্র অসুবিধা হল যে আমরা এটি সেন্ট একাউন্টে ব্যবহার করতে পারবো না।

souravkumarhazra6763
2018-06-20, 06:40 PM
অনেক সুযোগ আসে এখন আমরা অন্যদের ট্রেড কপি করতে পারি,নিজেরা মার্কেট এন্যালাইসিস না করে অন্য কনো ট্রেডার এর এন্ট্রি কপি করা কে ট্রেড কপি বলে,কিন্তু আমি কখনো অন্যদের ট্রেড কপি করিনা আমি নিজে এন্যালাইসিস করে ট্রেড করি,অন্যদের ট্রেড কপি করলে ট্রেড শিখা জাই না,তাই আমি ট্রেড কপির বিপরীতে।

rafiuqlislam
2018-06-20, 07:47 PM
ফরেক্স ট্রেড বাস্তবে একটা অভিজ্ঞতা,একটা বিচক্ষনতার সিড়ি কারন এখানে সফল হতে হলে এর বিকল্প কোন পথ খোলা নেই।অনেকে অন্য ট্রেডারদের ট্রেড কপি করে ট্রেড করেন যেগুলো খুবই দুঃখ জনক ।আপনি যদি ট্রেড ভাল এনালাইসিস করতে পারেন,মানি ম্যানেজমেন্ট বুঝেন তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন।

DhakaFX
2018-08-20, 04:08 PM
ফরেক্স ট্রেডিং থেকে নিশ্চিত প্রফিট করার জন্য ফরেক্সকপি একটি চমৎকার সিস্টেম। যদি একজন ইনভেষ্টর ফরেক্স ট্রেডিং ভাল করে নাও জানে বা যদি তিনি ট্রেডার নাও হন, তাহলে সে অন্য কোন অভিজ্ঞ ট্রেডারেরদের সকল ট্রেড সয়ংক্রিয়ভাবে কপি করতে পারবে। সেক্ষেত্রে সেই অভিজ্ঞ ট্রেডার ইনভেষ্টর ট্রেডার এর প্রফিট থেকে কিছুটা কমিশন পাবে। মানে অভিজ্ঞ ট্রেডার যে ট্রেড করবে সয়ংক্রিয়ভাবে সেটা ইনভেষ্টর ট্রেডার অ্যকাউন্টে তার ট্রেডিং স্ট্রাটেজি কপি হয়ে তার একাউন্টেও একই ট্রেড হবে। তাই এটা বসে বসে প্রফিট পাবার অভিনব সিস্টেম। এই সিস্টেমটি চালু করতে হলে ক্লাইট ক্যাবিনেট থেকে ফরেক্সকপি সক্রিয় করে নিতে হবে।

Tofazzal Mia
2018-09-04, 05:38 PM
অনভিজ্ঞ ফরেক্স ট্রেডারেরা যেন সফল ট্রেডারদের অর্ডারসমূহ সহজেই তার ট্রেডিং অ্যকাউন্টে কপি করতে পারে সেজন্য “ফরেক্স কপি” পদ্ধতি তৈরি করা হয়েছে। এই ফরেক্সকপি পদ্ধতির মাধ্যমে অনলাইনে প্রতিটি ট্রেডারদের উপর পর্যবেক্ষণ করে সেরা ট্রেডার বাছাইকরা যায় এবং তাদের ট্রেড কপি করার মাধ্যমে নিশ্চিত প্রফিট পাওয়া যায়। অবশ্য এর বিনিময়ে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা ইন্সটাফরেক্স কোম্পনীর তত্তাবধানে নির্ধারিত অনুপাতে কমিশন পায়। ট্রেড কপি করার সময় একজন ফরেক্সকপি অনুসরনকারী ফরেক্সকপি ট্রেডারের লেনদেন থেকে লেনদেনের পরিমাণ, লটের অনুপাত এবং কোথায় লেনদেন করবে তা নির্ধারণ করে দিতে পারে। এছাড়া ট্রেডার কমিশন প্রদানের জন্য বিভিন্ন অপশন পছন্দ করতে পারে, যেমনঃ লেনদেন প্রতি কমিশন, প্রতি ০.০১ লট অনুপাতে কমিশন এবং তার অনুসারীদের মাধ্যমে পরিশোধযোগ্য একটি লভ্যাংশ শেয়ার।

FXBD
2019-04-15, 06:06 PM
আজকের ফরেক্স কিন্ত শুরুতে এভাবে সকলের জন্য উন্মক্ত ছিল না।এটা শুধুমাত্র লাইসেন্স পাওয়া লোকগুলোই করতে পারত। এই লাইসেন্স তারাই পেত, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পেশাজীবি ইত্যাদি। এই লোকগুলো নিজেরা এই লেনদেনের মার্কেটে তেমন সময় দিতে পারত না বলে তারা অফিসিয়াল ট্ট্রেডার নিয়োগ দিত নিজেদের হয়ে ট্রেড করিয়ে দেবার জন্য। এক্ষেত্রে অর্থনীতি, আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরাই গুরুত্ব পেত বেশি। গ্লোবালাইজেশনের এক পর্যায়ে আজ ফরেক্স মার্কেট সবার জন্যই উন্মক্ত। যে কেউ এখানে ট্রেড করতে পারে তার নিজের অল্প বা বেশি পুজি খাটিয়ে। এছাড়া অন্য ট্রেডারদের ট্রেড কপিও করতে পারে।ফলে আজ প্রায় অভিঞ্জ ট্রেডার অন্যের ফান্ড দিয়ে কারেন্সি ট্রেডিং এর দিকে ঝুকে পড়ছে। কারন নিজে ফান্ড ইনভেস্ট করার চেয়ে কারেন্সী মার্কেটে অন্যের ইনভেস্ট করাকেই আরা অনেক বেশি রিলায়েবল হিসেবেই মনে করছেন।

FXBD
2020-09-22, 02:12 PM
12313
আপনাকে যে সিগন্যাল দিতে চায় সর্বপ্রথম তার ট্রেডিং অ্যাকাউন্ট এর ইনভেস্টর পাসওয়ার্ড নিয়ে ,তার ট্রেডিং হিস্টোরি দেখুন মিনিমাম ৬ মাস এর রানিং অ্যাকাউন্ট এ। ঐ বাক্তি যদি তার অ্যাকাউন্ট এর ইনভেস্টর পাসওয়ার্ড না দিতে চাই তাহলে বুঝে নিবেন আপনি প্রতারনার শিখার হতে যাচ্ছেন!! আর একটা কথা এই মার্কেট থেকে প্রতি মাসে ৪০%/৫০% প্রফিট করা সহজ নয়, এক থেকে দুই মাস কাকতালীয় ভাবে হয়ে গেলো ও আগামী ৬ মাস বা তার আগে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে।

SHARIFfx
2020-09-22, 03:45 PM
ট্রেড্রার দের ট্রেড কপি করতে হলে কিছু নিয়ম খেয়াল করুন। ট্রেডারের কত বছরের দক্ষতা আছে। রিস্ক রেশিও কেমন। মাসিক প্রফিট কত। ডেইলি রিস্ক কত % নিচ্ছে। কয়েকটি পেয়ারে ট্রেড করে। মানিমেনেজমান্ট করে ট্রেড নেওয়া হয় কি না। টেকপ্রফিট আর স্টোপ লসের ব্যাবহার কেমন।

Rassel Vuiya
2020-11-04, 06:08 PM
ফরেক্স কপি সিস্টেম (http://forexcopysystem.blogspot.com/2012/01/forexcopy-system-by-instaforex.html)খুবই লাভজনক একটা জিনিস, এটার কাজ কি তা সবাই আমরা জানি যে এটা এক একাউন্ট থেকে আরেক একাউন্টের ট্রেড হুবহু কপি করে। আপনি যদি ফরেক্স মার্কেট কে নিজের পেশা হিসেবে নিয়ে নেন তাহলে ফরেক্স কপি সিস্টেমটা আপনার লাভের খাতা পূর্ণ করতে পারে। আজ হোক আর কাল হোক এটা লাগবেই, তাই আপনারা প্রয়োজন হলে একবার ডেমো অ্রকাউন্ট দিয়ে দেখে নিতে পারেন।
12780

Montu Zaman
2021-05-30, 06:20 PM
এখন আর আমি সারাদিন বসে ট্রেডিং এর চিন্তা করি না। কেননা আমার সব ট্রেড এর লসের ভার কময়ে দিয়েছি ইন্সটাফরেক্স ব্রেকার এর ফরেক্স কপি সিস্টেম দিয়ে। তাই এখন শুরু অভিজ্ঞ ট্রেডারদের উপর ট্রেড করার অনুমতি দিয়ে আমার ট্রেডিং এর চিন্তা বাদ দিয়েছি এবং প্রফিট নিয়ে নিশ্চিন্ত মনে থাকি।
বিস্তারিত জানতে নিচের লিংকের পেজটি ভিজিট করতে পারেনঃ http://forexcopysystem.blogspot.com/2012/01/forexcopy-system-by-instaforex.html