Log in

View Full Version : আজকের এনএফপি!



hasem79
2018-05-04, 03:45 PM
বেশ চিন্তা হচ্ছে আজকে কারণ অনেকগুলো ট্রেড রানিং রয়েছে। লস এর পরিমাণও কম নয় যে ক্লোজ করে বের হয়ে যাব। আজকের এনএফপি ঝড়ে বলা যায় না একাউন্ট লন্ডভন্ড হয়ে যেতে পারে। আমি সাধারণত বড় নিউজের আগে আমার ট্রেড রানিং রাখি না। কিন্তু এই সপ্তাহে কেমন করে যে ফেসে গেলাম মাথায় ধরছে না। তবে আমি আশা করছি আজকে ডলার দুর্বল হবে।
আপনাদের কার কি অভিমত?

uzzal05
2018-05-29, 09:43 AM
এর জন্য আপনি আপনার লাভে থাকা ট্রেড গুলো ব্রেক ইভেন করে রাখতে পারেন। কারন যেহেতু সব ট্রেড ই যদি লসে যায় তাহলে একাউন্ট এর অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং কোন ট্রেড নিউজ এর ক্লোজ করে দিকে পারলে সবেচেয়ে ভালো।

Mamun13
2018-08-18, 08:44 AM
কোন কোন কারেন্সি কখন দুর্বল হবে না কখন স্ট্রং হবে…? এটা বুঝতে হলে মার্কেট সেন্টিমেন্ট এনালাইসিস করতে হয়৷আর এই মার্কেট সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এর প্রয়োজনে প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় এবং সাথে সাথে টেকনিক্যাল এনালাইসিস করে এই দুইয়ের সমন্বয় ঘটাতে হয়৷এরপর আপনি একটি মোটামুটি সিদ্ধান্তে আসতে পারবেন কোন কারেন্সি কখন স্ট্রং হবে নাকি দুর্বল হবে৷ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য সাধারণত সেসন ও নিউজ ইমপেক্টগুলো দেখতে হবে৷বড় বড় নিউজ প্রকাশিত হওয়ার এক ঘন্টা পূর্বেই অনভিজ্ঞদের রানিং ট্রেডগুলো ক্লোজ করে দেওয়াটাই নিরাপদ৷আর যারা দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডার তারা সাধারণত এই নিউজ আওয়ারগুলোতেই ট্রেড করে বেশ ভাল প্রফিট করে থাকেন৷আপনারা যদি অনভিজ্ঞ এবং অদক্ষ হয়ে থাকেন তাহলে কখনই বড় বড় নিউজ এর সময় ট্রেডগুলো ওপেনিং রাখবেন না৷তাহলে ট্রেডিং আওয়ারে ভয়েরও কোনো কারণ থাকবে না৷

Yousuf Habib
2018-10-04, 11:10 AM
ফরেস্কে টিকে থাকতে হলে এক্সট্রা কিছু আউট নলেজ থাকা প্রয়জোন যেমন আমি বঝতে পারছি যে আমার একান্ট এমূহুর্তে রিক্স আছে ছো আমি কেন রিক্স নেব? আমার মনে হয় এখন ফরেস্ক মার্কেটের যা পরিছতিথি তাতে করে আপনাকে ফরেস্কে মার্কেটে রিক্স না নেয়া উত্তম বলে মনে করি হয়তো এখনো সময় আছে একাউন্ট রক্ষা করার

alamsat
2018-10-04, 11:23 AM
নিজের মনের বিপরীতে কখনও ট্রেড করতে নেই। তাহলে পরিস্থিতি এমন হতে পারে। তাই যত সম্ভব ট্রেড গুলি কম লসের সম্মুখিন থাকা কালিন বন্ধ করে দেওয়াটা ভাল হবে। তা না হলে আপনার সকল ট্রেডগুলি অনেক লসের সম্মুখিন এমনকি একাউন্ট শুন্য করে ফেলতে পারে। তাই সময় থাকতে ট্রেডগুলি বন্ধ করে ফেলুন এবং নতুন ট্রেড শুরু করার জন্য প্রস্তুতি নিন।

iloveyou
2018-10-05, 02:24 PM
ভাই ট্রেড যখন নিয়েই ফেলেছেন তখন আর টেনশ্যান করে কি হবে বলেন ? তবে আপনাকে একসাথে এতগুলো ট্রেড নেওয়াটা উচিত হয়নি বা নেওয়াটা কখনই সঠিক হবে না বলে আমি মনে করি। তাছাড়া এন-এফপি এর নিউজ মার্কেটে প্রচুর প্রভাব ফেলে থাকে, যাইহোক একটু সতর্কতা অবলম্বন করে কাজ করলে সেটা এখানে আপনার জন্যই কল্যাণকর হবে। তবে ধৈর্য্য নিয়ে ধাপে ধাপে অগ্রসর হতে হবে।