PDA

View Full Version : একটি শতভাগ সহজ ট্রেডিং স্ট্রাটেজি



Tofazzal Mia
2018-05-09, 04:33 PM
ADX+ParabolicSar এই দুটি ইন্ডিকেটর একইসাথে খুবই ভাল সিগনাল দেয়, যা ১০০% গ্যারান্টি দেয় এবং পরীক্ষিত। যেকোন পেয়ারে এই স্ট্রেটাজি ব্যবহার করে ট্রেড করা যায়।
এই সহজ ট্রেডিং স্ট্রাটেজি প্রথমে আপনার ডেমোতে অনুশীলন করে নিবেন।
https://external-sit4-1.xx.fbcdn.net/safe_image.php?d=AQB2Is3qXY3wSTvP&w=476&h=249&url=http%3A%2F%2Fbdpips.com%2Fuploads%2Fimgs%2Fbdp ips_1390486532__ds.jpg&cfs=1&upscale=1&fallback=news_d_placeholder_publisher&_nc_hash=AQAzGV1bo5MvMtZE

FXBD
2018-05-13, 06:40 PM
Tofazzal ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিয়ের আপনার এই ADX+ParabolicSar ইন্ডিকেটর নির্ভর এনালাইসিস স্ট্রাটেজিটি আমি প্রথমে ডেমো অ্যকাউন্টে পরীক্ষা করেছি এবং ভাল ফল পেয়েছি, তারপরও আরও ৬ মাস সময় এই স্ট্রাটেজি অনুসারে ট্রেড করে পরীক্ষা-নিরীক্ষা করে অবশেষে লাইভ অ্যকাউন্টে এটা প্রয়োগ করবো। কেননা নিউজের সময় এটা আমার টার্গেট ফিল নাও করতে পারে কিংবা ট্রেড আমার অর্ডারের বিপরীতে চলে যেতে পারে।

alamsat
2018-05-15, 11:16 AM
ADX+ParabolicSar ইনডিকেটর টি অনেক সুন্দর এবং অনেক ভালো কাজ করে. তাই আমি সবাই কে বলবো একবার হলে ও ডেমো একাউন্ট এ একবার হলে চেষ্টা করে দেখতে পারেন যদি ভালো মনে করেন তাইলে ব্যবহার করে লাভবান হতে পারবেন. কারণ আমি চাই সবাই ফরেক্স থেকে একটু ইনকাম করুক.

Montu Zaman
2018-07-03, 03:32 PM
ভাল প্রফিট করার জন্য একটি সফল ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করতে আমার মত একজন ফরেক্স ট্রেডার এর কয়েক বছর লেগে যেতে পারে। এখন পর্যন্ত ফরেক্স মার্কেটে আমি অসংখ্য ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করেছি ও অন্যের অনেক ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করেছি। মোটকথা সবগুলো ঠিকমত কাজ করে না।
তবে একটি প্রফিটেবল স্ট্রাটেজি আপনাদের সাথে শেয়ার করছি, এর জন্য যে ইন্ডকেটরগুলোর সাহায্য সেগুলো হল ক। ক্লোজ করার জন্য ema 5 খ। ক্লোজ করার জন্য ema 12 গ। rsi 14 লেভেলে ৫০ সেট করতে হবে ঘ। লো স্প্রেড ঙ। ১৫ মিনিট থেকে ১ ঘন্টার চার্ট চ। ১:২ রিক্স রিওয়ার্ড রেশিও ছ। মানি ম্যান্জেমেন্ট যা মোট ক্যাপিটালের ৫%শতাশের বেশি হবে না।
ema 5 যখন ema 12 কে ক্রস করে উপরে যাবে ও rsi 14 লেভেল ৫০ ক্রস করে উপরে যাবে তখন বাই অর্ডার নেয়া যেতে পারে।
ema 12 যখন ema 5 কে ক্রস করে নিচে যাবে ও rsi 14 লেভেল 50 ক্রস করে নিচে যাবে তখন সেল অর্ডার নিতে হবে।
উভয় অর্ডার নেবার ক্ষেত্রে আগের ক্যান্ডেল এর নিচে স্টপ লস সেট করতে হবে আর যত পয়েন্ট স্টপলস তার দিগুন টেকপ্রফিট সেট করতে হবে।

Tofazzal Mia
2018-07-09, 05:36 PM
নতুন ট্রেডাররা গায়ের জামার মত একটার পর একটা সিস্টেম বা স্ট্রেটেজি বদলায় যে কারনে তারা অথেনটিক কোন স্ট্রেটেজি দার করাতে পারে না এজ এ রেজাল্ট তারা লসেই থাকে কিন্তু অভিজ্ঞ ট্রেডারগন একটা স্ট্রেটেজিকে বিভিন্ন উপায়ে ডেভেলপ করার উপর থাকে এবং পফিট পায়। আমার স্ট্রাটেজি মতে আপনি যখন টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে প্রথমে কিছুটা অনুমান করে নিবেন। সেখান থেকে সিন্ধান্ত নিয়ে ট্রেড অর্ডার ওপেন করলে অবশ্যই স্টপলস বা টেকপ্রফিট ব্যবহার করবেন আর রিস্ক-রিওয়াড মেনে চলবেন। মুণত একজন ট্রেডার যখন ট্রেড দেয় তখন সেটাতে লাভ বা ক্ষতির ৫০-৫০% চান্স থাকে। এখন আপনাকে লাভের দিকে ৫০% থেকে বাড়াতে হবে। কেউ ৬০% সফল, কেউ ৭০% সফল যথই আপনি ৫০% এর উপরে নিজের একুরিসি তুলতে পারবেন ততই প্রফিট বাড়বে। ১০০% একুরিসি কখনো ফরেক্স এ আসেনা। আসলেও সেটা দীর্ঘসময়ের জন্য না।

SHARIFfx
2018-07-31, 11:31 PM
6112
শতভাগ সহজ কৌশল ট্রেড হচ্ছে আপনি ডেইলি কেন্ডেল এ প্রতি দিন নিউজ প্রকাশ হয়ার পর মানে আমাদের লোকাল টাইম ২.৩০ পি এম এর পর কেন্ডেল এর আচারন দেখে বাই হলে বাই আর সেল হলে সেল নিতে হবে। আসা করি প্রতি দিন ২০-৩০ পিপ্স ১০০% আয় করা যাবে কথা দিচ্ছি। তবে এটি gbp vs usd পেয়ারে দেখতে পারেন।

SumonIslam
2018-09-30, 05:24 PM
প্রকৃতপক্ষে যেখানে সেখানে ট্রেডিং strategies স্ট্রাটেজি ব্যবহারের করে ট্রেডিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু আপনি এটা নিশ্চিত যে বহু স্ট্রাটেজি ব্যবহার করতে পারেন যা আপনার প্রফিটরে ইচ্ছা ও ট্রেডিয়ের আচরনের উপর নির্ভর করবে। সুতরাং কিভাবে আপনি আপনার ট্রেডিং উন্নতি করবেন এবং দিন দিন বিশ্লেষণ করে কিভাবে সহজ বা জটিল স্টাটেজি তৈরী করবেন তার জন্য অনেকদিন ধৈর্য ধরতে হবে। তাহলেই আপনি আপনার শতভাগ সফল ট্রেডিং স্ট্রাটেজি পেয়ে যাবেন।

jakaria991
2018-10-24, 11:14 AM
আসসালামুয়ালাইকুম, ভাল একটা ট্রেডিং ইনডিকেটর দেওয়ার জন্য ভাই আপনাকে ধন্যবাদ । এই ইনডিকেটর কে সব সময় ভাল কাজ করে। বাউস্ন ট্রেডিং এর সময় এটা কেমন ? ইনডিকেটর ছাড়া অন্ন কোন নিয়ম কানুন একটু বিস্তারিত আলচনা করলে ভাল হয়। কারণ আমি চাই সবাই ফরেক্স থেকে একটু ইনকাম করুক ইনডিকেটর থাকুক বা না থাকুক ।

shohanjacksion
2018-11-03, 09:53 PM
ADX+ParabolicSar ইন্ডিকেটরদ্বয়ের সাথে আরও কয়েকটি ইন্ডিকেটর যোগ করে এনালাইসিস করলে ভাল হবে বলে আমার ধারনা। আমরা যদি পূর্বের ক্যান্ডেল স্ট্রিকগুলো দেখি তবে দেখি যে, সবই ঠিকমত কাজ করছে তবে লাইভ ট্রেডিং এর সময় আসলে ১০০% কোনমতেই সম্ভব হয়না। ফরেক্স মার্কেটে ১০০% প্রফিট ট্রেডিং স্ট্র্যাটেজি নাই বলাটাই স্বাভাবিক। সুতরাং লাইভ ট্রেডিং এ সফল হওয়ার অভিজ্ঞতা অন্ততপক্ষে তিন মাস বহাল রেখে যুক্তি উপস্থাপন করাটাই ভাল। তবে আমার বিশ্বাস মানি ম্যানেজমেন্ট ভাল থাকলে আশা করি ১০০% না হলেও ৭০%-৮০% এরর মত সঠিক ফলাফল দিতে সক্ষম হতে পারে।

shohanjacksion
2019-01-22, 11:35 AM
ADX+ParabolicSar এই দুটি ইন্ডিকেটর একইসাথে খুবই ভাল সিগনাল দেয়, যা ১০০% গ্যারান্টি দেয় এবং পরীক্ষিত। যেকোন পেয়ারে এই স্ট্রেটাজি ব্যবহার করে ট্রেড করা যায়।
এই সহজ ট্রেডিং স্ট্রাটেজি প্রথমে আপনার ডেমোতে অনুশীলন করে নিবেন।
https://external-sit4-1.xx.fbcdn.net/safe_image.php?d=AQB2Is3qXY3wSTvP&w=476&h=249&url=http%3A%2F%2Fbdpips.com%2Fuploads%2Fimgs%2Fbdp ips_1390486532__ds.jpg&cfs=1&upscale=1&fallback=news_d_placeholder_publisher&_nc_hash=AQAzGV1bo5MvMtZE
ADX+ParabolicSarেইন্টিকেটর দুটি একসাথে মিলিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া যায় এবং মাঝে মাঝেই এই গোপন পদ্ধতিটি খুব ভাল প্রফিট দিতে পারে। তবে আমি এখনও ১০০% প্রফিটের প্রমান পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তবে আপনাদের কৌশলটি চার্ট সহ যদি দিতেন তবে আমরা অনেকেই উপকৃত হতাম। আমি ADX ব্যবহার করি শুধুমাত্র ট্রেডারদের উপস্থিতি অনুমান করার জন্য । এক্ষেত্রে যদি আপনার আমার সাথে অনেকগুলো ব্যাংক একসাথে বাই অথবা সেল দিয়ে বসে তবে কি উপায় হয় একটু মিলিয়ে দেখুন অথবা ভেবে দেখুন।

Montu Zaman
2019-06-10, 04:15 PM
গুগলে সার্চ দিলে অনেক হাজার হাজার স্ট্রাটেজী পাবেন। সেগুলো হতে যে কোন একটা স্ট্রাটেজী বেছে নিন। এরপর টানা ৫০ টা এন্ট্রি শুধু সেই স্ট্রাটেজী অনুসারে নেবেন। এসএল টিপি সব কিছু ঐ স্ট্রাটেজী অনুযায়ী বসাবেন। কোন অভারট্রেড নেবেন না। এছাড়া নির্দিষ্টভাবে কোন একটা স্ট্রাটেজী ফলো করার অনুরোধ রইল, কেননা অনেকে একসাথে ৩-৪ টা সিস্টেম ফলো করে। আর এগুলোই মুলত লসের কারন।

SUROZ Islam
2019-06-25, 07:00 PM
কোন স্ট্রাটেজী অনুযায়ী নেওয়া ট্রেড প্রফিটে গেলে টিপি লেভেলে আসার আগেই ক্লোজ করে দেন। কিন্ত ট্রেড যদি লসের দিকে যায়, তখন এসএল বাড়াতে থাকে আর নতুন করে আরও এন্ট্রি নিতেই থাকেন। ট্রেডও উল্টোদিকে যেতেই থাকে!! ফলাফন অন এভারেজ তারা লসেই থাকেন। আর দিনে দিনে আরও বেশি দুশ্চিন্তায় ভোগেন। ধরে নিলাম, আপনার কাছে ভাল স্ট্রাটেজী আছে। তাহলে উপরের সমস্যা হতে নিজেকে রক্ষা করতে এবার নিচের ধাপগুলো ফলো করতে শুরু করুন আজ থেকেইঃ

- স্ট্রাটেজী যেন ডেইলি টাইমফ্রেমেও ভাল কাজ করে, এটা নিশ্চিত হবেন।
- এরপর ডেইলি ক্যান্ডেল ওপেনের সময় আপনার স্ট্রাটেজী এপ্লাই করুন।
- চার্ট এনালাইসিস করে সব দিকে দেখে শুনে নিয়ে ট্রেন্ডের পক্ষে থাকলে আপনার স্ট্রাটেজী অনুযায়ী এবার ট্রেড ওপেন করতে পারেন।
- ফিক্সড টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করবেন। এটা বাধ্যতামূলক।
- আপনার স্ট্রাটেজীতে যদি কোন স্টপলস না থাকে তবে সেই স্ট্রাটেজী বাদ দিয়ে দিন। কারন স্টপলস আপনার ট্রেডকে সুনিশ্চিত রাখবে।
- -এবার ট্রেড ওপেন করার পর অন্যান্য চার্টেও এনালাইসিস করে রাখুন। এন্ট্রি আছে কিনা চেক করুন।
- এন্ট্রি না থাকলে বাড়তি চাপ নেবেন না। শান্তভাবে চার্ট বন্ধ করুন।
-সারাদিন নিজের অন্য কাজে মনোযোগী হোক। চার্টের কথা ভুলে যান।
- সারাদিনে ভুলেও চার্ট দেখতে ব্যতিব্যস্ত হবেন না। কারন একটা ক্যান্ডেল শেষ হতে এক দিন লাগবে।
- এভাবে ডেইলি ক্যান্ডেলের ওপেনিং এর মুহুর্তে মার্কেটে আসবেন, প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে সকল চার্ট এনালাইসিস করে এন্ট্রি পেলে সেগুলো প্লেস করে নিয়ে চার্ট বন্ধ করে দিন পুরো দিনের জন্য।
-মানসিক ভাবে প্রস্তুতি গ্রহন করুন। লাভ হোক বা লস হোক, আপনি ট্রেডে হাতই দেবেন না।
- পারতপক্ষে যত কম সম্ভব চার্টে নজর দেবার চেষ্ঠা করবেন। যত এনালাইসিস আছে সব ঐ ডেইলি ক্যান্ডেল ওপেনিং এর মুহুর্তে করে নেবেন।
- কোন ট্রেড নেবার আগে ভালভাবে ভেবে নিয়ে, আশেপাশে দেখে নিয়ে ট্রেড প্লেস করবেন। কথায় বলে, "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না"।

DJSUMON777
2019-07-07, 05:36 PM
ফরেক্স অনলাইন ব্যবসায় মার্কেট।এটি এমন একটি মার্কেট যে মার্কেট কখনো স্থিতিশীল নয়। এটি সব সময় পরিবর্তনশীল মার্কেট আর এই কারণে এখানে শতভাগ নিশ্চিত করে ট্রেড করা অসম্ভব। এটা আমার পার্সোনাল মতামত। তবে ফরেক্স এর ট্রেডিং করার জন্য কিছু মাদার রুলস মেনে চললে রসের সম্মুখীন হতে হয় না খুব একটা। আপনি যদি ট্রেডিং এর জন্য সে রুলস গুলো ফলো করেন তবে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ।

abcdilip
2019-09-12, 10:41 AM
শতভাগ সাকসেস কৌশল বলতে ফরেক্স মার্কেটে নেই। প্রকৃতপক্ষে যেখানে সেখানে ট্রেডিং strategies স্ট্রাটেজি ব্যবহারের করে ট্রেডিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু আপনি এটা নিশ্চিত যে বহু স্ট্রাটেজি ব্যবহার করতে পারেন যা আপনার প্রফিটরে ইচ্ছা ও ট্রেডিয়ের আচরনের উপর নির্ভর করবে। সুতরাং কিভাবে আপনি আপনার ট্রেডিং উন্নতি করবেন এবং দিন দিন বিশ্লেষণ করে কিভাবে সহজ বা জটিল স্টাটেজি তৈরী করবেন তার জন্য অনেকদিন ধৈর্য ধরতে হবে। তাহলেই আপনি আপনার শতভাগ সফল ট্রেডিং স্ট্রাটেজি পেয়ে যাবেন।

BDFOREX TRADER
2019-09-12, 04:32 PM
যারা ফরেক্স নিয়ে ট্রেড করতে চান তারা বেশিরভাড়ই স্কেলিং ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করেন, মুলত এটি এমন একটি স্ট্রাটেজি, যেটা ১০০% পরীক্ষিত ও মোটামুটি নিয়মিত প্রফিট এনে দেয়। এছাড়া কোন একটা সফল ট্রেডিং স্ট্রাটেজি দাড় করাতে কোন ট্রেডারের হয়তো কয়েক বছর সময় লেগে যেতে পারে। আমি নিজেও আনেক স্ট্রাটেজি বানিয়েছি ও অন্য অনেকের স্ট্রাটেজি টেস্ট করে দেখেছি কিন্তু সবগুলো ঠিকমত কাজ করে নি।

SaifulRahman
2019-10-21, 06:40 PM
এটি এমন একটি স্ট্রাটেজি যা দ্বারা আমরা সহজেই বুজতে পারব মাকেট strong না weak, আমরা অনেকেই মাকেট যখন অতিরিক্ত উপরে উঠে যায় মাকেট এখন নামবে মনে করে সেল নেয় কিন্তুু মাকেট আরো বাই চলে যায় আবার অতিরিক্ত নিম্নে গেলে বাই নেয় তখন মাকেট আরোবা সেল যায়।
প্রথমে আমরা ইন্ডিকেটর williams percent range indicator mt4 সেটিং করে নিব, তারপর দেখবেন মাকেট up যায় williams percent range যদি -20 over করে তাহলে মাকেট buy স্ট্রং তখন sell নেওয়া যাবে না, তারপর দেখবেন মাকেট down যায় williams percent range যদি -80 over করে তাহলে মাকেট sell স্ট্রং তখন buy নেওয়া যাবে না, নিম্নে picture মাধ্যমে দেওয়া হল
9135

DhakaFX
2019-10-31, 03:59 PM
ফ বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আছেন আজকে আপনাদের একটা স্ট্রাটেজি শেয়ার করবো, আশা করি ডেমোতে টেষ্ট করে ভাল ফল পাবেন।
9203
প্রথমে মুভিং এভারেজ SMA 14 নিতে হবে, ২য় Stoch 14,3,3 নিতে হবে blue মুভিং এভারেজটি delete করতে হবে এবং 80 /20 মাঝখানে 50 বরাবরএকটা দাগ দিতে মাকেট যদি আপট্রেন্ড থাকে এবং ১৪ মুভিং এভারেজ ক্রস করে উপরে ঊঠে এবং এর সাথে যদি stoch এর লাল মুভিং এভারেজ 50 লাইন ক্রস করে উপরে ঊঠে তাহলে বাই এন্ট্রি নিতে হবে মাকেট যদি ডাওনট্রেন্ড থাকে এবং ১৪ মুভিং এভারেজ ক্রস করে নিচে যায় এবং এর সাথে যদি stoch এর লাল মুভিং এভারেজ 50 লাইন ক্রস করে নিচে যায় তাহলে সেল এন্ট্রি নিতে হবে ।

sufianhoshen
2019-11-05, 10:11 AM
এমনকি সেরা ফরেক্স ব্যবসায়ী দের ও এটি ভুল হয়ে যায়, সবচেয়ে সফল তারা, যারা ধাপে ধাপে মুনাফা অর্জনের সাথে শুরু করে। যে সফল ফরেক্স ব্যবসায়ী দের ও ১০০% ট্রেডিং সফলতার রেকর্ড নেই । যদি প্রতিটি একক ব্যবসায় জিতবেন এই ধারণাটি দ্বারা অন্ধ হয়ে যান তবে হতাশার অর্থে দীর্ঘমেয়াদে আপনি ব্যর্থ হবেন তাই বন্ধ করুন।

FX7
2019-11-25, 02:22 AM
ভাই যে দুইটা ইনডিকেটর এর নাম বললেন। তাদের কাজ কি তা তো বল্লেন না।আমি নতুন তাই আমার মেলা চুলকানি।আমি আপনাদের কাছ থেকে প্রায় কিছু শিখেছি। তাই কারও সময় হলে একটু বলবেন যে এই ইন্ডিকেটর গুলার ব্যাবহার কেমন। এটা দিয়ে কি ভাবে কাজ করবো

Montu Zaman
2019-12-09, 12:58 PM
মার্কেট এর চিরাচরিত চলমান প্রক্রিয়া গুলি চালাতে গিয়ে প্রতি মাইক্রো সেকেন্ড এ তার স্থান বদল করছে আর যেই স্থান গুলি বদল করছে তা কিছু নির্দিস্ট সংখ্যা দিয়ে গঠিত ,আর সেই সংখ্যা গুলিকে আমরা সেই মুদ্রার মান বা প্রাইস বলে থাকি। মার্কেট এর এই চলমান প্রক্রিয়ার ঘুমানো,বিরাম,গন্তব ্যকে আমরা সাপোর্ট বা রেসিস্টেন্স হিসেবে গ্রহন করি । মার্কেট তার চলমান ধারায় তার পিছনের ওই সমস্ত প্রক্রিয়াগুলিকে (SUPPORT/RESITENSE) ক্ষনিকের জন্য বা কিছু সময় এর জন্য স্মরণ করে থাকে যার রেশিও ৯৫/৯৭%।*
EURUSD = 1.1000 এটাকে আমরা ফুল রাউন্ড বলে থাকি, EURUSD = 1.0950 এটাকে আমরা হাফ রাউন্ড বলিআর মার্কেট এর লজিক এর পয়েন্ট*হল, সকল* সাপোর্ট বা রেসিস্টেন্স এরিয়াগুলিতে যেখানেই কারেন্সি এর মান ফুল রাউন্ড বা হাফ রাউন্ড দেখবেন। দেখবেন যে মার্কেট সেখানে প্রাইস গুলির কাছে গিয়ে বা টাচ করেই ঘুরে দাড়িয়েছে মানে বাই বা সেলের দিকে গেছে। আর সেই সাথে মার্কেট এর এই মানাংক গুলি যদি কেন্ডেলস্টিক চার্ট প্যটার্ন এর কিছু সেইপ এর তলায় বা চুড়ায় হয় তাহলে সেটা আরও ইফেক্টিভ, যেমন ঃ ভি সেইপ/ইউ সেইপ/ডাব্লিউ সেইপ/এম সেইপ
9530
লজিক অনুসারে:
প্রাইস এর হাফ রাউন্ড নাম্বার যেমন ঃ- ১.১১৫০২। প্রাইস এর ফুল রাউন্ড নাম্বার । যেমনঃ- ১.১১০০৩। লাস্ট ৫ দিন এর হাই লো প্রাইস ডেইলি কেন্ডেল এ হরিজেন্টাল লাইন দিয়ে ড্র করতে হবে ।৪। ডেইলি পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেসিস্টেন্স ১,২,৩ ।৫। উইকলি পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেসিস্টেন্স ১,২,৩ ।৬। মান্থলি পিভট পয়েন্ট এবং সাপোর্ট রেসিস্টেন্স ১,২,৩ ।৭। এক্সেল সাপোর্ট রেসিস্টেন্স । ( এইটা একটু ক্রিয়েটিভ মেথমেটিক্যল sr এন্ড ইফেক্টিভ )লজিক গুলি চার্টে এপ্লাই করবেন এবং একতা টেমপ্লেট বানিয়ে নিবেন । গুগল করলে আসা করি ডেইলি ,উইকলি,মান্থলি পিভট ইন্ডিকেটর গুলি পেয়ে যাবেন এবং রাউন্ড নাম্বার ইন্ডিকেটর নেইম দিয়ে সার্চ করলেও রাউন্ড নাম্বার ইন্ডিকেটরটি পাবেন । এই সব গুলি যখন চার্টে এপ্লাই করবেন তখন এই রকম দেখাবে।
এইবার আসি এন্ট্রি কিভাবে নিব,বুঝার জন্য রাউন্ড এন্ড ডেইলি ,উইকলি,মান্থলি পিভট এর সাপোর্ট রেসিস্টেন্স গুলিকে লাইন মনে করি । যেমন ডেইলি সাপোর্ট ১ এটা একটা লাইন ...কোন পেয়ার এ ট্রেড নিবার আগে ডেইলি চার্ট এ গিয়ে মার্কেট এর ট্রেন্ড দেখতে হবে আগে এবং ট্রেন্ড লাইন ড্র করে নিতে হবে তাতে করে মোটামুটি একটা ধারনা পাওয়া যাবে মার্কেট আপট্রেন্ড এ নাকি ডাউন ট্রেন্ড এ আছে। আর একটা বিসয় মনে রাখা দরকার আমাদের এন্ট্রি গুলি হবে রিভার্স পয়েন্ট থেকে , প্রাইস যেইখান থেকে ড্রপ করতে পারে বা আপসাইড এ যেতে পারে সে সব সম্ভাবনাময় যায়গায় আমাদের এন্ট্রি গুলি হবে।সেই জন্য আমাদের প্রথমত দেখতে হবে মার্কেট চার্ট প্যটার্ন এ কোন সেইপ তইরি করেছে কিনা সেইপ গুলি হল ।যেমনঃ- ভি সেইপ ,এম সেইপ,ডাব্লিউ সেইপ,উ সেইপ,কাপ হেন্ডেল সেইপ, হেড এন্ড সোল্ডার সেইপ ডাবল বটম সেইপ , এই সেইপ গুলি যেইকোন টাইম ফ্রেম এর জন্য ইফেক্টিভ , এবং এই সেইপ গুলার সাথে যদি রাউন্ড বা হাফ রাউন্ড ও সাথে পিভট এর কয়েকটা লাইন এর কম্বিনেশন থাকে তাহলে সেই স্পটটাহবে আপনার আমার কাংক্ষিত এন্ট্রি পয়েন্ট বাই বা সেল ।মার্কেট এর চুড়ায় যদি ফাইভডে হাই প্রাইস থাকে এবং সেই সাথে রাউন্ড নাম্বার ও ডেইলি রেসিস্টেন্স ২ থাকে তাহলে সেই প্রাইস এ কন চিন্তা না করে সেল নিতে পারি আমরা ,স্টপ লস হবে মাত্র ১৫ পিপ্সটেইক প্রফিট মিনিমাম ২০ পিপ্স থেকে ১০০ পিপ্স । আবার যদি মার্কেট একদম নিচে থাকে ফাইভডে লো তে তাহলেও সেইম প্রসেস , নুন্যতম ২ এর অধিক লাইন এর কম্বিনেশন থাকতে হবে এন্ট্রি নিবার ক্ষেত্রে।

Rokibul7
2020-02-22, 01:41 AM
ইন্ডি কিটর গুলোর নাম তো বল্লেন।কিন্তু এর কাজ বা গতি কি সেটা যদি একটু বলতেন তাহলে বেশ সুবিধা ই হতো।আমি যেহুতো নতুন আর ইন্সটাফরেক্স যখন আমাদের এত সুবিদা দিচ্ছে সেহুতো ফরেক্স মাকেট এর এ সব ইনৃডিকেটর সম্পকে জানা আবশ্যক।পরেক্স যতবেশি জানবো তত বেশি নিজের মত করে সাজিয়ে নিতে পারবো।

Rassel Vuiya
2020-03-19, 04:17 PM
10366
আজ আপনাদের এমন একটা ট্রেডিং সিস্টেম দিব যা দিয়ে আপনি সব সময় প্রফিট করতে পারবেন। আপনার ৮০%*ট্রেড প্রফিট এ যাবে।*ট্রেডিং*মার্ কেটে যে কোন টাইমফ্রেমে* এটা ব্যবহার করা যাবে। কিন্তু সাইডওয়ে ট্রেন্ড*থাকলে এটা কাজ করবে না।parabolic sar default,EMA 200,awesome oscillator default*ইনডিকেটর দিয়ে এটা করা যাবে।*যে ভাবে ট্রেড করবেন- প্রথমে দেখতে হবে মার্কেট Ema 200 উপর আছে না নিচে আছে যদি EMA 200 উপর থাকে তাহলে parabolic sar যখন নিচে থেকে ডট দেওয়া শুরু করবে তখন একটা বাই দিতে হবে । অর্থাৎ ,EMA 200 উপর থাকলে parabolic sar শুধু বাই সিগন্যাল ট্রেড করব আর নিচে থাকলে শুধু সেল সিগন্যাল এ ট্রেড দিব । ট্রেড ক্লোজ করার জন্য awesome oscillator ব্যবহার করব ।যখন awesome oscillator এর হিস্টগ্রাম এর রঙ পরিবর্তন হবে তখন ট্রেড ক্লোজ করব।

FREEDOM
2020-08-23, 04:04 PM
প্রকৃতপক্ষে যেখানে সেখানে ট্রেডিং strategies স্ট্রাটেজি ব্যবহারের করে ট্রেডিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু আপনি এটা নিশ্চিত যে বহু স্ট্রাটেজি ব্যবহার করতে পারেন যা আপনার প্রফিটরে ইচ্ছা ও ট্রেডিয়ের আচরনের উপর নির্ভর করবে। সুতরাং কিভাবে আপনি আপনার ট্রেডিং উন্নতি করবেন এবং দিন দিন বিশ্লেষণ করে কিভাবে সহজ বা জটিল স্টাটেজি তৈরী করবেন তার জন্য অনেকদিন ধৈর্য ধরতে হবে। তাহলেই আপনি আপনার শতভাগ সফল ট্রেডিং স্ট্রাটেজি পেয়ে যাবেন।

zubair
2020-08-24, 04:17 PM
ফরেক্স ট্রেডিংয়ের সর্বশেষ কৌশলগুলির মধ্যে একটি হ'ল 50-পিপস প্রতিদিনের ফরেক্স কৌশল যা কিছু উচ্চ তরল মুদ্রা জোড়ার প্রাথমিক বাজারের চালনকে বিকাশ দেয়। gbpusd এবং eurusd মুদ্রা জোড়া এই নির্দিষ্ট কৌশলটি ব্যবহার করে ব্যবসায়ের জন্য সেরা মুদ্রার কয়েকটি

Bossking
2021-01-23, 03:52 PM
যে কোনও সুযোগে যে কোনও পদ্ধতি দ্বারা নেওয়া এক্সচেঞ্জ উপকারে যায়, টিপি স্তরে পৌঁছানোর আগেই এটি বন্ধ হয়ে যায়। এটি যেমন হ'ল, অফ এক্সচেঞ্জ যে কোনও দুর্ভাগ্যের দিকে যায় সেই মুহূর্তে এসএল বিস্তৃত হতে থাকে এবং নতুন বিভাগ গ্রহণ অব্যাহত রাখে। এক্সচেঞ্জ অতিরিক্তভাবে অন্য পথে যেতে চলেছে !! স্বাভাবিক পরিণতিগুলি হ'ল তারা লস অ্যাঞ্জেলেসে থাকে। তদুপরি, ধাপে ধাপে তিনি ক্রমশ আরও নার্ভাসনেস সহ্য করেন। প্রত্যাশা করা, আপনার একটি শালীন পদ্ধতি রয়েছে। সেই সময়ে আজ থেকে উপরের বিষয়গুলি থেকে নিজেকে রক্ষা করার নীচের উপায়গুলি অনুসরণ করতে শুরু করুন: - প্রতিটি দিন সময় ব্যবস্থায় পদ্ধতিটি প্রশংসনীয়ভাবে কাজ করে তা নিশ্চিত করুন। - তারপরে ডেলি মোমবাতি খোলার সময় আপনার পদ্ধতিটি প্রয়োগ করুন। - আপনি যদি ডায়াগ্রামটি পরীক্ষা করে এবং সমস্ত ক্ষেত্রে ঝলক দিয়ে প্যাটার্নে সম্মত হন তবে আপনি আপনার কৌশল দ্বারা নির্দেশিত হিসাবে এক্সচেঞ্জটি খুলতে পারেন। - নির্দিষ্ট অনুমানের সুবিধাটি ব্যবহার করুন এবং দুর্ভাগ্য বন্ধ করুন। এটা বাধ্যতামূলক। - যদি আপনার পদ্ধতিতে কোনও স্ট্যাপল না থাকে তবে সেই পদ্ধতিটি উপেক্ষা করুন। যেহেতু প্রধানগুলি আপনার এক্সচেঞ্জের গ্যারান্টি দেবে। - এখন এক্সচেঞ্জটি খুলুন এবং বিভিন্ন রূপরেখা অনুসন্ধান করুন। প্যাসেজগুলি আছে কিনা তা পরীক্ষা করুন। - যদি অ্যাক্সেস না থাকে তবে অতিরিক্ত চাপ দেওয়ার কারণ নিবেন না। নিরবচ্ছিন্নভাবে রূপরেখা বন্ধ করুন। - দিনের সময়কালের জন্য আপনার অন্যান্য কাজে মনোনিবেশ করুন। রূপরেখা উপেক্ষা করুন। - পুরো দিনটি ডায়াগ্রামে গ্যান্ডার নিতে অবহেলা করবেন না। যেহেতু শিখাকে জড়ানোর জন্য এটির একটি দিন প্রয়োজন। - এইভাবে, আপনি দিনের আলোর মাধ্যমে দিনের প্রথম স্ন্যাপশটে বাজারে যাবেন, এরপরে প্রায় 60 মিনিটের জন্য সমস্ত গ্রাফ বিচ্ছিন্ন করার পরে, যখন আপনি কোনও বিভাগ পাবেন, সেগুলি রাখুন এবং পুরো দিনের জন্য রূপরেখাটি বন্ধ করে দিন। - বৌদ্ধিকভাবে প্রস্তুত। সুবিধা বা দুর্ভাগ্যের জন্য, আপনি বিনিময় করবেন না। - গ্রাফটিতে পরিস্থিতি অনুসারে প্রত্যাশার মতো অপেক্ষাকৃত কম দেখার চেষ্টা করুন। দিনের আলোয় খোলার এখনই সমস্ত পরীক্ষা করুন। - কোনও এক্সচেঞ্জ নেওয়ার আগে সতর্কতার সাথে চিন্তা করুন, চারপাশে এক নজর এবং এক্সচেঞ্জটি রাখুন। তিনি কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় কথায় বলেছেন?

zubair
2021-01-30, 08:44 AM
এমনকি সেরা ফরেক্স ব্যবসায়ী দের ও এটি ভুল হয়ে যায়, সবচেয়ে সফল তারা, যারা ধাপে ধাপে মুনাফা অর্জনের সাথে শুরু করে। যে সফল ফরেক্স ব্যবসায়ী দের ও ১০০% ট্রেডিং সফলতার রেকর্ড নেই । যদি প্রতিটি একক ব্যবসায় জিতবেন এই ধারণাটি দ্বারা অন্ধ হয়ে যান তবে হতাশার অর্থে দীর্ঘমেয়াদে আপনি ব্যর্থ হবেন তাই বন্ধ করুন।

Mas26
2021-05-28, 11:33 PM
ভাল প্রফিট করার জন্য একটি সফল ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করতে আমার মত একজন ফরেক্স ট্রেডার এর কয়েক বছর লেগে যেতে পারে।ADX+ParabolicSar ইনডিকেটর টি অনেক সুন্দর এবং অনেক ভালো কাজ করে. তাই আমি সবাই কে বলবো একবার হলে ও ডেমো একাউন্ট এ একবার হলে চেষ্টা করে দেখতে পারেন যদি ভালো মনে করেন তাইলে ব্যবহার করে লাভবান হতে পারবেন. কারণ আমি চাই সবাই ফরেক্স থেকে একটু ইনকাম করুক।উভয় অর্ডার নেবার ক্ষেত্রে আগের ক্যান্ডেল এর নিচে স্টপ লস সেট করতে হবে আর যত পয়েন্ট স্টপলস তার দিগুন টেকপ্রফিট সেট করতে হবে।

BDFOREX TRADER
2021-08-29, 02:21 PM
15192
একজন সফল ট্রেডারের সফলতার পিছনে মুল চাবিকাঠি হল তার স্ট্রং এবং সুশৃংখল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না মেনে দৈবক্রমে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু কখনো ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না। কোন একসময় এ মার্কেটে মুখ থুবড়ে পড়তে হবে মানি ম্যানেজমেন্ট না মানলে। আপনারা ভাল করেই জানেন ফরেক্স মার্কেটে ৯০% নতুন ট্রেডার তাদের একাউন্ট জিরো করে থাকে। তার কিন্তু উল্লেখযোগ্য একটি কারণ হলো মানি ম্যানেজমেন্ট না মানা।
ফরেক্স ট্রেডে আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স হিসেবে ট্রেড করতে হবে। তাহলে লস হোক বা লাভ হোক আপনার একাউন্ট জিরো হবেনা। কারণ ফরেক্স এ একটি ট্রেড নেওয়ার পর আপনি নিশ্চিত করে বলতে পারবেন না আপনার ট্রেডটি প্রফিটে যাবে। আপনার ট্রেডটি স্টপলস ও হিট করতে পারে। এখন যদি আপনার একাউন্ট ব্যালেন্স এর তুলনায় রিস্ক বেশি নিয়ে বড় লটে ট্রেড করেন তাহলে আপনাকে অবশ্যই রিস্কে পড়তে হবে। তাই ট্রেড নেওয়ার সময় আপনাকে রিস্ক রিওয়ার্ড অবশ্যই হিসাব করতে হবে । আপনি কতটুকু রিস্ক নিবেন এবং কতটুকু তার থেকে রিটার্ণ নিবেন সেটা আপনাকে অবশ্যই সেট করে নিতে হবে। একজন ভাল ট্রেডারকে অবশ্যই সেটা মানতে হবে।
* রিস্ক :
একটি ট্রেড দেয়ার আগে অবশ্যই আপনি কতটুকু রিস্ক নিবেন তা ঠিক করতে হবে। এবং সে ট্রেডটি থেকে কত রিওয়ার্ড বা প্রফিট আশা করছেন সেটিও ঠিক করে নিতে হবে। নতুন ট্রেডাররা বেশিরভাগ সময় আন্দাজে ট্রেড করে থাকে। যার ফলে রিস্ক রিওয়ার্ডের সমন্বয় না থাকায় একাউন্টে লসের পাল্লাটি অনেক বেড়ে যায়। প্রথমেই ঠিক করুন কতটুকু রিস্ক নিবেন প্রতিটি ট্রেডে
একজন ট্রেডার ট্রেড নেয়ার আগে অবশ্যই তার ট্রেডের রিস্ক কত % নিবে তা ঠিক করতে হবে। একজন সফল ট্রেডার নরমালি প্রতিট্রেডে ০.৫০% -১% রিস্ক নেয়। আসুন আমরা একটু হিসাব করে দেখি কতটুকু রিস্ক নিলে কতটি ট্রেডে একাউন্ট জিরো হয়।
চার্ট ১ ভাল করে খেয়াল করেন। আপনি চাইলে একটি ট্রেড দিয়েই একাউন্ট জিরো করতে পারেন বা ডাবল করতে পারেন। অথবা ১০০ টি ট্রেড দিয়ে একাউন্ট জিরো করতে পারেন অথবা ডাবল করতে পারেন। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, আপনি একটি ট্রেড দেয়ার পর সেটা প্রফিটেও যেতে পারে অথবা লসেও যেতে পারে। যদি আপনি একট্রেডেই একাউন্টটি জিরো করে ফেলেন তাহলে আপনাকে ট্রেড থেকে সরে দাড়াতে হবে। কিন্তু যদি ব্যাপারটি এমন হতো যেআপনি একটি ট্রেড দিছেন ১% রিস্কে সেটা স্টপলস হিট করল কিন্তু পররর্তী ট্রেডে টেকপ্রফিট নিয়ে আপনার লস রিকোভার হয়ে আরো ১% প্রফিট হয়ে গেল। আসলেই সেটাই হতে হবে। এক-দু ট্রেডে একাউন্ট জিরো করা বা একাউন্টের ১০-২০% লস করে ফেললে আপনাকে মানসিক প্রেশারে পড়তে হবে। তখন লস কাভার করার চেষ্টায় আপনার একাউন্টে অভার ট্রেড , অভার লটের কারণে লস আরো বাড়বে।
তাই সব সময় চেষ্টা করবেন প্রতি ট্রেডে .৫০% বা ১% রিস্ক নিতে। তাতে প্রফিট হয়তো কম হবে কিন্তু আপনি দীর্ঘদিন ট্রেডে টিকে থাকতে পারবেন।
* রিস্ক এন্ড রিওয়ার্ড :
এতক্ষন তো আপনাদের বললাম একটি ট্রেডে রিস্ক কতটুকু নিবেন সেটার ব্যাপারে। এখন আসি রিস্কের বিপরীতে আপনার রিওয়ার্ড নিয়ে। রিস্ক মানেতো বুঝলেন? একটি ট্রেডে কতটুকু ঝুকি নিবেন সেটাকেই রিস্ক বলে। এখন আপনি যে ঝুকি নিছেন তার বিপরীতে আপনার প্রাপ্য কি? কতটুকু পেতে হবে আপনাকে? মনে করেন একটি ট্রেডে ৫ ডলার রিস্ক নিছেন এখন তার বিপরীতে কি আপনি ৫ ডলার চান, না ১০ ডলার চান, না ১৫ ডলার চান? সেটা আপনিই ঠিক করবেন।
আপনার রিস্কের বিপরীতে রিওয়ার্ড যত বেশি হবে আপনার প্রফিট ততই বাড়বে। রিস্ক রিওয়ার্ড যদি বেশি হয় তাহলে ৫০% ট্রেড বিপরীতে গেলেও বেশ ভাল অংকের প্রফিট হাতে আসে। মনে করেন ১০ টি ট্রেডে ১:৩ রিস্ক রিওয়ার্ডে ৫ টি যদি স্টপলস হিট করে তাহলে লস হয় ১০*৫=৫০ ডলার এবং প্রফিট হয় ১০*১৫=১৫০ ডলার। নিট লাভ ১০০ ডলার।
চার্ট ২ ভাল করে লক্ষ্য করে দেখুন শুধু রিস্ক রিওয়ার্ডটা ভাল করে ফলো করার কারণে ৫০% ট্রেড স্টপলস হিট করার পরো কত ভালো একটা প্রফিট এসেছে ১০ টি ট্রেড করে।

Montu Zaman
2021-11-14, 11:04 AM
যখন আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেটে ১০০% সিউর বলে কিছু নেই, তখন বুঝা যাবে আপনার ট্রেডিং পরিপক্ক হচ্ছে। যে বা যারা ১০০% সিউর শট প্রফিটের এর কথা বলে তারা ধান্দাবাজ ছাড়া আর কিছুই না। ১০০% এর কথা যারা বলে তাদের কাছে ট্রেডিং পোর্টফোলিও দেখতে চাইলেই দেখবেন তাদের দৌড় কতদূর।
15931

Tofazzal Mia
2022-05-05, 04:37 PM
ফরেক্স এমন একটি যায়গা যেখানে অধিকাংশ লোক ই লস করে ! কারন এক্টাই না জেনে ট্রেড করা ফরেক্স এর লাভ করার জন্য প্রয়জন হল শেখা, প্র্যক্টিস, অধ্যবসায় । অনেকে হয়ত মনে করতে পারেন অনেক বেসি টাকা নিয়ে ট্রেড করলে লস হওয়ার সম্ভাভনা অনেক কম এটি ভুল ধারনা পুজি এর উপর নয় ট্রেডিং শেখা, প্র্যক্টিস, অধ্যবসায় ইত্যাদি এর উপর লাভ লস নিরভর করে । ফরেক্স মার্কেট এমন ই এক জায়গা যেখানে মার্কেট নিয়ন্ত্রন করা কারো পক্ষে সম্ভব না তবে লস নিয়ন্ত্রন করা সম্ভব । আসুন ফরেক্স ট্রেড করতে গিয়ে আমরা কিছু সাবধানতা অবলম্বন করি।
১। বেসিক থেকে শুরু করুন।
খুব সহজে বলতে হয় যে একজন ট্রেডার হতে হলে প্রথমে আপনাকে ফরেক্স মারকেট বেসিক টার্মগুলো জানতে হবে। রেগুলার অর্থাৎ ডেইলি বেসিসে আপনি আস্তে আস্তে বিষয় গুলো শিখবেন কোন রকম তাড়াহুড়ো ছাড়া। একদিনে একসাথে সব গুলো বিষয় শিখে বিশাল জ্ঞানী হওয়ার চিন্তা বাদ দিন। সময় নিন , খুব বেশি এক্সসাইটেড হবেন না।
২। দ্রুত লাভ করার চিন্তা ত্যাগ করুন, অভিজ্ঞতা তৈরি করে আস্তে আস্তে লাভ করতে শিখুন।
আপনি যদি ভেবে থাকেন যে ফরেক্স হল শর্টকাটে এবং কম সময়ে ধনী হওয়ার একমাত্র পথ তাহলে আপনি ভুল করছেন। প্রথমে বিষয়টা ভালো ভাবে আয়ত্তে আনুন অভিজ্ঞতা অর্জন করুন। শুধু মাত্র ফরেক্স নয় যেকোন ক্যারিয়ারে আপনি যত সময় ব্যয় করবেন আপনি তত বেশি লাভবান হবেন। আপনার বন্ধু যে সময়ে ১০০ পিপস অর্জন করে ঠিক একই সময়ে আপনি মাত্র কয়েক পিপস মেইক করেন, পার্থক্যটা কি? পার্থক্যটা হল অভিজ্ঞতা ! আপনার বন্ধু গত ৫ বছর ধরে ট্রেড করে আর আপনি সেই কয়েকদিন হল শুরু করেছেন।
মনে রাখবেন ফরেক্স হল একটি ক্যারিয়ার , রাতারাতি বড়লোক হওয়ার কোন স্কিম নয়।
৩। এক্সপার্ট হউন।
শিখার শুরুতে অনেকে প্রথমেই খুজে বেড়ান এক্সপার্টদের, ভাবেন একজন এক্সপার্ট এর ছায়া পেলে বুঝি অল্প সময়ে আপনিও এক্সপার্ট হয়ে উঠবেন, বিষয়টা পুরোপুরি অস্বীকার করছি না। তবে এক্সপার্ট হওয়ার সুপ্ত বাসনায় আপনার এক্সপার্ট হওয়ার পথে একধাপ। দিনে দিনে আপনার স্বাভাবিক শিখার ফলাফলই হচ্ছে এক্সপার্ট এর আরেক রুপ। কারন অভিজ্ঞতার আলোকেই এক্সপার্ট হওয়া যায় তাই নিজ অভিজ্ঞতা গুনে আপনার স্বপ্ন সফল করুন। এক্সপার্ট এর অভিজ্ঞতা তার সম্পূর্ণ নিজের আপনি যতক্ষণ পর্যন্ত নিজে ঐ পথ পাড়ি দিবেন না ততক্ষণ পর্যন্ত তা কেবল আপনার স্বপ্নই থেকে যাবে।
৪। নিজের এনালাইসিস ব্যাবহার করুন।
অন্ধের মত আরেকজনকে ফলো করা আপনাকে অন্ধই করে তুলবে। আপনার লক্ষ্য হল একজন সফল ট্রেডার হওয়া তাই এনালাইসিস মেথডগুলো ভালো ভাবে রপ্ত করে নিজেই নিজের ট্রেড এনালাইসিস করুন। নিজের আনালাইসিসে ট্রেড করতে সমর্থ হলে আপনার এনালাইসিসই আপনাকে প্রফেশনাল ট্রেডার করে তুলবে। স্ব – ঘোষিত কোন গুরুকে অন্ধের মত ফলো করলে গুরু যখন তার টিপস প্রদান বন্ধ করে দিবে তখন আপনি কিভাবে ট্রেড করবেন। তাই নিজেই নিজের গুরু হুউন।
৫। ডেমো
সব কথার শ্রেষ্ঠ কথা হল ডেমো ট্রেডিং। ডেমো ট্রেডিং আপনাকে আপনার নতুন ট্রেডিং এর ভুল গুলো ধরিয়ে দিবে এবং ট্রেডিং এ খারাপ অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবে। ডেমো ট্রেড ভিবিন্ন ব্রোকারের লাইভ ট্রেড থেকে সুপার যেমন ভালো আক্সিকিউশন স্পীড। প্রত্যেক ট্রেডিং মেথড এর টেস্ট হল ডেমো। ডেমো সাকসেস রেইট ভালো হলে তা লাইভ ট্রেডে ব্যাবহার করুন। আপনার যত স্টাইল আছে তা সর্বপ্রথম ডেমোতে ব্যাবহার করুন। যেমন ইচ্ছে ট্রেড গুলো ডেমোতে ফলান। তারপর সিলেক্ট করুন কোন স্ট্রেটিজি গুলো রিয়েল ট্রেডে ব্যবহার করুন।
৬। ভুল থেকে শিখুন
প্রতিবারের টেস্ট ট্রেড গুলোর সাকসেস এবং ফেইলার নোট নিন। পরপর তিনটি ব্যর্থ ট্রেডে কিছু সময়ের জন্য (আরো বেশি হতে পারে) ট্রেড থেকে অবসর নিন। এবং ব্রেকের পরে ঠান্ডা মাথায় আবার সময় দিন। তিনবার লস ট্রেডিং মেথড এ চতুর্থ বারের সাকসেস চিন্তা করে লাইভ করতে জাবেন না। লস ট্রেডগুলো নিয়ে এনালাইসিস শুরু করেন, ভুলটা কোথায় ছিল বা কেনো ঠিক কাজ করেনি। যথাঝথ কারন বের করে ভুল গুলো শুদ্রে পরবর্তী ট্রেডে অগ্রসর হউন।
৭। ভালো মেথড তৈরি করুন।
নতুন বেশিরভাগ ট্রেডাররা প্রথমে লস করে। কারন হল অধিক উত্তেজনা, অতিরিক্ত চাহিদা এবং প্রপার সময়ের আগে ট্রেড করা। তাই বলছি, অধিক পরিমানে উত্তেজিত হয়ে ট্রেড না করে, আগে বিষয়গুলো ভালোভাবে আয়ত্তে আনুন, অভিজ্ঞতা নিন এবং মিনিমাম রিস্কে ট্রেড শুরু করুন। প্রতিবার ট্রেড করার পূর্বে ঠিক করুন এবং চেক করে নিন ট্রেডিং হাতিয়ার(স্ট্রেটিজ ) ঠিক আছে কিনা। ট্রেডটি থেকে কত আশা করেন ইত্যাদি সবকিছু।
৮। নিজের মেথডে স্ট্রিক থাকুন।
প্রত্তেক ট্রেডিং মেথডের ভালো এবং খারাপ আছে। কোন ট্রেডিং মেথডই ১০০% প্রফিটেবল নয়। আপনার ট্রেডিং মেথডের ১০টি ট্রেডের মধ্যে ৭টি প্রফিট এবং ৩ টি লস আছে, আপনি সাকসেস। কখনো আপনার ট্রেডিং সাকসেস রেইট আরো কমে জেতে পারে সেই ক্ষেত্রে নিরাশ বা উত্তেজিত না হয়ে মারকেট চেঞ্জ বুঝে স্ট্রেটিজি আপডেট করুন এবং নিজের স্ট্রেটিজিতে স্ট্রিক থাকুন কারন আপনার স্ট্রেটিজি কতটুকু ফলফ্রুস তা কেবল আপনিই জানেন।
৯। সবকিছু সহজভাবে চিন্তা করুন।
আপনার ট্রেডিং কে কোনভাবেই খুব বেশি কঠিন ভাবার কোন কারন নেই। সহজ ভাবে শুরু করুন দেখবেন আসলেই সহজ, মনে অঝথা কোন ভিতি সৃষ্টি দরকার নেই। নিজের সুবিধামত সময় নির্ধারণ করে ট্রেডে সময় দিন। সময় কম দিন কিন্তু তা জেনো ইফেক্টিভ হয়। অর্থাৎ যদি সময় বেশি দিতে না পারেন তাহলে যতটুকু দিবেন তা শুধু ট্রেডিং আর জন্য ব্যায় করুন। নতুন কোন স্ট্রেটিজির সূচনা করতে চাইলে আগে তা সময় নিয়ে সহজভাবে চিন্তা করুন, এনালাইসিস করে ঠিক করুন, ডেমোতে ফলাফল নিশ্চিত হউন। এবং সিদ্ধান্ত নিন।
17701

md mehedi hasan
2022-05-11, 04:14 PM
ফরেক্স মার্কেটে আপনি যত বড় মাপের ট্রেডার হননা কেন আপনি লস খাবেন।তবে লসের তুলনায় লাভের পরিমান বেশি থাকাই উত্তম।তাহলে একটি স্ট্র্যাটেজি কি ভাবে একশত ভাগ কাজ করে।না একটি স্ট্র্যাটেজি কখনো হান্ড্রেড পারসেন্ট কাজ করবে না।তবে যদি স্ট্র্যাটেজি টি দিয়ে ট্রেড করলে লাভ লস দুটোই হয়।তবে মাস শেষে লসের তুলনায় লাভ যদি বেশি হয় তাহলে একে হান্ড্রেড পারসেন্ট প্রফিটেল স্ট্র্যাটেজি বলা যায়।তবে আপনি একটি স্ট্র্যাটেজি দিয়ে যতটা প্রফিট করযে পার বেন।অন্য জন সেই এক স্ট্র্যাটেজি দিয়ে লস করবে।এজন্য একটি প্রফিটেল স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে।

Mas26
2022-09-27, 09:58 AM
ADX+ParabolicSar ইনডিকেটর টি অনেক সুন্দর এবং অনেক ভালো কাজ করে।তাই আমি সবাই কে বলবো একবার হলে ও ডেমো একাউন্ট এ একবার হলে চেষ্টা করে দেখতে পারেন যদি ভালো মনে করেন তাইলে ব্যবহার করে লাভবান হতে পারবেন। কারণ আমি চাই সবাই ফরেক্স থেকে একটু ইনকাম করুক।নতুন ট্রেডাররা গায়ের জামার মত একটার পর একটা সিস্টেম বা স্ট্রেটেজি বদলায় যে কারনে তারা অথেনটিক কোন স্ট্রেটেজি দার করাতে পারে না এজ এ রেজাল্ট তারা লসেই থাকে কিন্তু অভিজ্ঞ ট্রেডারগন একটা স্ট্রেটেজিকে বিভিন্ন উপায়ে ডেভেলপ করার উপর থাকে এবং পফিট পায়। আমার স্ট্রাটেজি মতে আপনি যখন টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে প্রথমে কিছুটা অনুমান করে নিবেন। সেখান থেকে সিন্ধান্ত নিয়ে ট্রেড অর্ডার ওপেন করলে অবশ্যই স্টপলস বা টেকপ্রফিট ব্যবহার করবেন আর রিস্ক-রিওয়াড মেনে চলবেন। মুণত একজন ট্রেডার যখন ট্রেড দেয় তখন সেটাতে লাভ বা ক্ষতির ৫০-৫০% চান্স থাকে। এখন আপনাকে লাভের দিকে ৫০% থেকে বাড়াতে হবে। কেউ ৬০% সফল, কেউ ৭০% সফল যথই আপনি ৫০% এর উপরে নিজের একুরিসি তুলতে পারবেন ততই প্রফিট বাড়বে। ১০০% একুরিসি কখনো ফরেক্স এ আসেনা। আসলেও সেটা দীর্ঘসময়ের জন্য না।সুতরাং কিভাবে আপনি আপনার ট্রেডিং উন্নতি করবেন এবং দিন দিন বিশ্লেষণ করে কিভাবে সহজ বা জটিল স্টাটেজি তৈরী করবেন তার জন্য অনেকদিন ধৈর্য ধরতে হবে। তাহলেই আপনি আপনার শতভাগ সফল ট্রেডিং স্ট্রাটেজি পেয়ে যাবেন।