View Full Version : এই মাসের বোনাস কে কে পেয়েছেন( এপ্রিল১৮)
hasem79
2018-05-11, 10:47 PM
যদিও তা ১০ তারিখের মধ্যে পেয়ে যাবার কথা কিন্তু এখনও তা আমার একাউন্ট এ আসে নি। কবে আসবে ঠিক জানিও না। আপনারা কে কে পেয়েছেন একটু আওয়াজ দেন তাতে অন্তত বুঝতে পারব আমার মত আর কেউ আছেন নাকি?
Mamun13
2018-05-11, 11:20 PM
হাসেম ভাই,গত মাসের বোনাস আমি বা আমরা কেউই এখোনোও পাই নাই৷ "১০ তারিখের মধ্যে বোনাস যোগ হয়ে যাবার কথা" এই কথা কখনোই সঠিক নয়.আপনি কিভাবে এটা নিশ্চিত হলেন ? এর কোনোও নির্দিষ্ট দিন তারিখ নাই৷আগে আমার একাউন্টে মাসের ১ তারিখেই বোনাস জমা হয়ে যেত৷আর গত আপডেটের শর্তানুযায়ী গত ১ বছর যাবৎ দেরিতে বোনাস যোগ হচ্ছে৷কারন এখন আমাদের প্রত্যেকের সকল পোষ্টগুলি ভালো ভাবে যাচাই বাছাই করা হয়৷তাই আমরা দেরিতে বোনাস পাই৷ইদানিং মাসের ১১ তারিখ বা ১৫ তারিখে বোনাস যোগ হতে দেখি৷তবে আপনি টেনশন না করে বরং রিলাক্স মুডে থাকার চেষ্টা করুন৷এতে দেহ ও মন দুই ই সুস্হ্য থাকবে৷দেরিতে হলেও আমরা সবাই অবশ্যই বোনাস পাবো৷
expkhaled
2018-05-12, 01:40 PM
আমি ও এখনও বোনাস পাইনি তবে চিন্তার কিছু নেই যদি ২/১দিন দেরিও হয় বোনাস ঠিকই চলে আসবে। আমি এখনও বোনাস মিস হয়েছে দেখিনি। তাই আমাদের ভাল পোষ্ট গুলো ফোরামে দেওয়া বন্ধ করার দরকার নেই। বরং সব সময় মনকে চাঙ্গা রেখে ফোরামকে আরও গতিশীল, কার্যকরী এবং অর্থবহ করার জন্য সবসময় প্রচেষ্টায় থাকতে হবে। কারন আমি মনে করি নতুন এবং পুরতন/ অভিজ্ঞ ট্রেডারগন এই ফোরামের মাধ্যমে উপকৃত হবেন। তাই আমাদের শুধু বোনাসের চিন্তা করলে হবে না ফোরামের পোষ্টের কথা চিন্তা করেন বোনাস পাবেন ই।
alamsat
2018-05-12, 07:49 PM
আমি ও এখনো গত মাসের বোনাস পাই নাই. কিন্তু একটি মেসেজ আমার একাউন্ট এ শো করছে আর সেটি হলো Total Posts-268, No-bonus posts (the bonus for them isn't counted) 268 তার মানে আমার গত মাস এবং বিগত সব পোস্ট কি বাতিল হয় গেল. আর আমি তো পূর্বেও বোনাস পাইছি তাই এখন কেন এমন মেসেজ শো হচ্চে বুজতে পারছি না. আমি ভাবছি এ জন্য হয়তো আমি বোনাস পাইনি. কিন্তু আপনারাও যে পাননি এটা জানতাম না. যাই হোক আমার সব কোনো কাউন্ট হলো না বা কোনো এমন হয় কেউ যদি জানেন তাইলে একটু জানাবেন প্লিজ.
habibi
2018-05-13, 04:44 PM
যদিও তা ১০ তারিখের মধ্যে পেয়ে যাবার কথা কিন্তু এখনও তা আমার একাউন্ট এ আসে নি। কবে আসবে ঠিক জানিও না। আপনারা কে কে পেয়েছেন একটু আওয়াজ দেন তাতে অন্তত বুঝতে পারব আমার মত আর কেউ আছেন নাকি?
কিছু দিন ধরে ফোরামে কিছু সমস্যা ছিল তাই মনে হয় ফোরাম বোনাস ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত হতে সময় লাগছে। আমি ফোরাম বোনাস নিয়ে কোন চিন্তা করি না। কারন আগে পরে যাই হোক ফোরাম বোনাস ট্রেডিং অ্যাকাউন্টে জমা হয়ে যাই। এমন কি একবার দুই মাসের বোনাস এক সাথে যোগ হয়েছে। তাই যারা বোনাস নিয়ে চিন্তায় আছেন তারা অস্থির না হয়ে অপেক্ষা করুন হয়বা এই সপ্তাহের মধ্যে ফোরাম বোনাস আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
souravkumarhazra6763
2018-05-13, 05:27 PM
এই মাসের ফোরাম পোস্টিং বোনাস এখন ট্রেড একাউন্ট এ যুক্ত হয়নি,কারণ গত কিছু দিন ধরে ফোরাম সাইট এ প্রবলেম ছিল,তাই বোনাস ঢুক্তে দেরি হয়ছে,কিন্তু আশা করা যাই খুব শীঘ্র আশা করি আমারদের ট্রেড একাউন্ট এ বোনাস ঢুকবে।
jasminbd
2018-05-13, 06:16 PM
হ্যাঁ আমাও এই মাসে ফোরাম বোনাস আসেনি। ফোরাম বোনাস প্রতি মাসের ১০ তারিখে মধ্যে চলে আসে কিন্তু এই মাসে দেরি হচ্ছে। আমার মনে হয় ফোরামের মেন্টেনেন্সের বা আপডেট এর কাজ চলছে। কারণ গত সপ্তাহে ফোরাম বেশ কিছুদিন বন্ধ ছিল আমি লগইন করতে পারিনি। আর এই কারনে মনে হয় ফোরাম পোস্টিং বোনাস অ্যাকাউন্টতে আসতে সময় লাগছে। তবে আশা করি কয়েক দিনে মধ্যে পেয়ে যাব। এরপরও যদি না আসে তাহলে আমাদের ফোরামের অ্যাডমিন এর সাথে যোগাযোগ করতে হবে। ফোরাম অ্যাডমিনকে জানালে তারা বলে দেয় যে কেন বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগছে। এবং কত দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে যুক্ত হতে পারে তার সম্ভাব্য সময়ও বলে দেয়। দেখা যাক কি হয়।
Mamun13
2018-05-22, 09:37 AM
অবশেষে একটু আগে কাংখিত বোনাস পেয়েছি৷এই মাসে আমাদের ফোরামে কিছু আপডেটের কাজ হয়েছে তাই হয়তো বোনাস দিতে দেরী হয়েছে৷তবে বোনাস পেয়ে আপনারা কেউই আমার মতো ট্রেডিং এ ঝাপিঁয়ে পড়বেন না-সাবধান৷কারন আমি বোনাস পেয়েই ট্রেডে অন্ধের মতো ঝাপিঁয়ে পড়তাম আর মাত্র কয়েকদিনেই সেগুলো লস করে ফেলতাম৷তাই আপনারা ধৈর্য্যের সাথে মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে দেখে শুনে বুঝে সঠিক ভাবে এনালাইসিস করে নিশ্চিত হওয়ার পরেই ট্রেডে এন্ট্রী করবেন৷পোষ্টিং বাবদ এই বোনাস পাওয়া অনেক কষ্টের ব্যাপার৷তাই এই প্রাপ্ত বোনাসকে যথাযথ কাজে লাগানোর চেষ্টা করুন৷
expkhaled
2018-05-22, 10:48 AM
আজকে বোনাস পেলাম কিন্তু আমার মনে হল কিছুটা কম বোনাস আসছে। যাই হোক পেয়েছি এতেই আমি খুশি। আমাদের বোনাস গুলো অনেক কষ্টের তাই অযথা খরচ করার কথা চিন্তাও করি না। বরং চেষ্টা করি কিভাবে এটাকে ভালভাবে ব্যবহার করা যায়। আমি কৃতজ্ঞতাবোধ করি এই ফোরামের কাছে এবং ইন্সট্রাফরেক্স এর কাছে। কারণ এই ফোরাম বোনাস না থাকলে আমার রিয়েল ট্রেড করতে অনেক কষ্টের ব্যপার ছিল। সবারই উচিত বোনাসকে গুরুত্ব দিয়ে ট্রেড করা এবং আজে বাজে ট্রেড করা থেকে বিরত থাকা।
habibi
2018-05-22, 10:49 AM
হ্যাঁ আমিও আজ সকালে আমার বোনাস পেয়েছি তাই ভালই লাগছে। ইদানিং বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগছে একটু বেশি। তবে দেরি হলেও কোন মাসের বোনাস এখনো পর্যন্ত মিস হয়নি। তবে কিছু কিছু মেম্বারকে দেখি বোনাস অ্যাকাউন্টে যোগ হতে সময় লাগলে হাঙ্গামা শুরু করে দেয়। তারা নিজেরাও অস্থির হয়ে যায় এবং সবাই কে অস্থির করে তোলে। আমি বলব যে যদি ট্রেডিং অ্যাকাউন্টে ফোরাম বোনাস বোনাস আসতে দেরি করে হয় তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। হাইহুতাশ করবেন না। ফরেক্স বাংলা ফোরাম থেকে কোন মাসের বোনাস একেবারে না পাওয়ার রেকর্ড নাই।
alamsat
2018-05-22, 10:49 AM
মামুন ভাই আমি ও প্রথম অনেক ইনকাম করতে পারছিলাম কিন্তু গত মাস এ আমার লস হতে হতে একাউন্ট ব্যালেন্স ৪ ডলার এ ছিল তাই ট্রেডিং বন্ধ রাখছিলাম. আমি ও গত মাস এর বোনাস পেলাম মাত্র কিন্তু আর ঝাঁপিয়ে ট্রেডিং করবো না. অনেক লস করছি আমি তাই আর লস করতে চাই না. একটু ধীরে ট্রেডিং করতে চাই. যাই হোক বোনাস পেয়ে অনেক ভালো লাগলো আবার নতুন করে ট্রেডিং করতে পারবো.
uzzal05
2018-05-22, 12:09 PM
আগে যখন আমি ফোরাম পোস্টিং করতাম তখন মাস শেষে প্রথম সপ্তাহের মধ্যেই বোনাস চলে আসত। কিন্তু এখন একটু দেরী হয়। কারন আমাদের পোস্টি গুলো মান সম্পত কিনা তা ফোরাম কর্তৃপক্ষ যাচাই করে দেখেন। সেজন্য কোন সময় মাসের ১৫ তারিখ পর্যন্ত লেগে যায় বোনাস আসতে।
jasminbd
2018-05-22, 12:13 PM
হ্যাঁ আমিও আজ ট্রেডিং অ্যাকাউন্টে বোনাস পেয়েছি। এর জন্য ধন্যবাদ জানাই ফোরাম এডমিনকে। তবে একটি বিষয় সবাই কি তাদের প্রত্যাশা অনুযায়ী বোনাস পেয়েছেন নাকি কম বেশি হয়েছে? আসলে নতুন বোনাস সিস্টেম অনুযায়ী বোনাস হিসাব করাটা অনেক কঠিন। আমি যত আশা করে ছিলাম সেই অনুযায়ী পেয়েছি তবে গত মাসে বোনাস একটু কম এসেছে মনে হয়েছে। যাই হোক এখানে কিছু বলার নেই কারন বোনাস হিসাব করে পোস্টের জনপ্রিয়তা অনুযায়ী। তবে আমি চেষ্টা করে যাব যাতে করে আমার পোস্টের মান আরো ভাল করতে পারি।
edottc
2019-03-28, 08:30 AM
আমি ও বোনাস পায়নি এখনো ।তবে আসায় আছি অবশ্যই আমি আমার বোনাস পাব ।প্রতি মাসের ১০ তারিখে বোনস একাউন্ট এ যোগ হয় এটা ভুল ধারনা ।কারন আমি তার আগের মাসের বোনাস পেয়েছিলাম ২২ তারিখে।
bdunity11
2019-03-28, 08:36 AM
আমি ও গত মাস এর বোনাস পেলাম মাত্র কিন্তু আর ঝাঁপিয়ে ট্রেডিং করবো না. অনেক লস করছি আমি তাই আর লস করতে চাই না. একটু ধীরে ট্রেডিং করতে চাই. যাই হোক বোনাস পেয়ে অনেক ভালো লাগলো আবার নতুন করে ট্রেডিং করতে পারবো.
bdunity
2019-03-28, 08:46 AM
ফরেক্স ফরামে পোস্ট এর বোনাস দেয় হলো প্রতি মাসের ৭ তারিখে।এখোনও আমি কেন কোন ট্রেডরই এই মাসের বোনাস পাই নাই।এই মাসের বোনাস এপ্রিল ৭ থেকে ১০ তারিখের মধ্যে একাউন্টে যোগ হয়ে যাবে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.