PDA

View Full Version : স্ক্রিল বনাম নেটেলার পেমেন্ট!



Tofazzal Mia
2018-05-14, 05:10 PM
স্ক্রিল ও নেটেলারের পেমেন্টে গেটওয়ের দুটির ভাল ও খারাপ দিকগুলো তুলো ধরুন এবং আলোচনা করে অন্যকে সাহায্য করুন। তাই স্ক্রিল ও নেটেলারের নিয়ে আপনাদের যত টেকনিক্যাল সমস্যা , সঠিকভাবে ফান্ড ট্রান্সফার করা বা নির্দিষ্ট সময়ে টাকা ব্যাকের মাধ্যমে ক্যাশ করতে পারছেন না সেগুলো আমাদের মাঝে এই থ্রেডটিতে উপস্থাপন করুন।

SumonIslam
2018-06-05, 06:00 PM
স্ক্রিল দিয়ে ডলার উঠাতে গেলে প্রায়ই একটি মেসেজ দেয় সেটা হল unable to perform this transaction এবং ব্যাংক একাউন্টে টাকা পাঠালে ৭ থেকে ৮ দিন লাগে। তাই আমি চেঞ্জ করে নেটেলার ব্যবহার শুরু করি। বর্তমানে নেটেলার হচ্ছে সবচেয়ে দ্রুত ও নিরাপদ পেমেন্ট মেথড। আমার নেটেলার একাউন্ট ভেরিফাই করা আছে তাই আমি এখন পর্যন্ত কোন সমস্যার মুখমুখি হই নি।

alamsat
2018-06-09, 04:12 PM
আপনার একাউন্ট যদি ভেরিফাই করা থাকে তাহলে কোন সমস্যা হওয়ার কথা না. তারপর ও যদি কোন সমস্যা স্মুখীন হন তাইলে কাস্টমার সাপোর্ট এ যোগাযোগ করলে ভালো ফল পেতে পারেন. তবে নেটেলার এর মাধ্যমে টাকা ট্রান্সফার করাটা অনেক সহজ. কারণ এরা ডলার ট্রান্সফার এর জন্য কোন সমস্যা করে না. তাই সবাই নেটেলার এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন. তবে অনেক মানি এক্সচেঞ্জ সাইট আছে ওখান থেকে টাকা ট্রান্সফার করাটা অনেক ঝুঁকি. কারণ ওরা আপনার টাকা না ও দিতে পারে. তাই নেটেলার এর মাধ্যমে টাকা ট্রান্সফার করাটা সবচেয়ে ভালো.

FXBD
2018-06-11, 12:54 PM
আপনার একাউন্ট যদি ভেরিফাই করা থাকে তাহলে কোন সমস্যা হওয়ার কথা না. তারপর ও যদি কোন সমস্যা স্মুখীন হন তাইলে কাস্টমার সাপোর্ট এ যোগাযোগ করলে ভালো ফল পেতে পারেন. তবে নেটেলার এর মাধ্যমে টাকা ট্রান্সফার করাটা অনেক সহজ. কারণ এরা ডলার ট্রান্সফার এর জন্য কোন সমস্যা করে না. তাই সবাই নেটেলার এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারেন. তবে অনেক মানি এক্সচেঞ্জ সাইট আছে ওখান থেকে টাকা ট্রান্সফার করাটা অনেক ঝুঁকি. কারণ ওরা আপনার টাকা না ও দিতে পারে. তাই নেটেলার এর মাধ্যমে টাকা ট্রান্সফার করাটা সবচেয়ে ভালো.
স্ক্রিল বা মানিবুর্কাস একটি খুব বড় কোম্পানি এবং তাদের লিকুইডিটি প্রদান করার ক্ষমতাও অনেক বেশি এবং দ্রুত তাই আমি তাদের সার্ভিস নিশ্চিন্ত মনে ব্যবহার করে করি। যদিও আমার স্ক্রিল বা মানিবুর্কাস অ্যাকাউন্টটি ভেরিফাইড করা আছে এবং এটি প্রায় ২ বছরের পুরোনো একটি অ্যাকাউন্ট, ৪ ঘন্টাটার মধ্যেই আমার ডিপোজিট ও উইড্রো রিকোয়েস্ট সম্পাদন হয়। আমি নেটেলার খুব কমই ব্যবহার করি, যদিও আমি এটি গত ২ মাস ব্যবহার করার চেষ্টা করেছি এবং সব কিছু ঠিক থাকার পরও এটা পেমেন্ট দেরীতে ছাড়াও বিভিন্ন সমস্যা করছে।

rafiuqlislam
2018-06-11, 02:43 PM
স্ক্রিল বনাম নেটেলার পেমেন্ট।আমি ফরেক্স মার্কেটে নতুন আমার স্ক্রিল/নেটেলা কোন একাউন্ডই নাই্।কোন একাউন্ড ভাল সে বিষয়ে এক এক জনের ভিন্ন ভিন্ন আলোচনা শুনছি ।আরও একটু জেনে কোন একাউন্ড খুললে ভাল হয় সেটা করব।

souravkumarhazra6763
2018-06-11, 03:03 PM
আমার কাছে স্ক্রিল ও নেটেলার উভয় প্রমেন্ট প্রসেসর ভালো লাগে আমি দুই টা মেথড ইউজ করাছি,আমার কাসে স্ক্রিল সব চেয়ে বেশি ভাল লাগে স্ক্রিল দিয়ে ট্রান্সেকশন আমি কখনো সমস্যাই পরিনি,নেটেলার এ মাঝে বিভিন্ন সমস্যা হয়েছিলো হয়তো এখন ঠিক,তাই আপনি যে কনো মেথড ইউজ করতে পারবেন।

princeeyasin
2019-04-29, 01:24 AM
আমার কাছে স্ক্রিল ভালো লাগে কারন আমি এটা বেবহার করি বেশি, আজ প্রজান্ত আমার কনো সমোসা হয়নি, পইজা আছে কিন্তু এতে অনেক সুমায় ঝামেলা করে, আর এর একটি দূরনিতি রিপট আছে, এখন হইতো টিক হওয়ে গেছে তার পরেও আমি বেশির ভাগ সমায় স্ক্রিল এ মানি টেনসপার করি

bdunity
2019-04-29, 12:02 PM
ফরেক্সে স্ক্রিল বলেন আর নেটেলার বলেন দুটুরই কার ফরেক্স থেকে প্রফিট উত্তোনল । আর এ প্রফিট উত্তোলন এককে জন একেকটাতে সুবিধা মনে করেন । কেহ স্ক্রিল আবার কেহ নেটেলার বা অন্যটা । তবে আমার কাছে স্ক্রিল সুবিধাজনক মনে হয় ।

Montu Zaman
2019-05-06, 05:40 PM
ফরেক্স ট্রেডাররা বেশিরভাগই সরাসরি ব্যাংকের মাধ্যমেই তাদের ট্রেডিং একাউন্টে লেনদেন করে থাকে। কেউ কেউ ভিসা বা মাস্টারকার্ড দিয়ে লেনদেন সম্পন্ন করে। তবে তৃতীয় বিশ্বের অনেক দেশে নিরাপত্তা ইস্যুতে দেশের বাইরে ফান্ড পাঠানোয় নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ফরেক্স ট্রেডিং একাউন্টে ব্যালান্স ডিপোজিট বা উইথড্র করতে এসব দেশের ট্রেডারেরা থার্ড ব্যাংক হিসেবে বিভিন্ন অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে। অনলাইন পেমেন্ট মাধ্যমগুলোর মাঝে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম নেটেলার ও স্ক্রীল।
ফরেক্স একাউন্টে ডিপোজিট ও উইথড্র এর ক্ষেত্রে এই মাধ্যমগুলোর উপর পুরোটাই নির্ভর করতে হয়। সেক্ষেত্রে এসবের কোন এক মাধ্যম দ্বারা ডিপোজিট করার পর সেই মাধ্যম দিয়েই উইথড্র বাধ্যতামূলক করা থাকে।
এখন কোন ট্রেডার যদি স্ক্রীলের মাধ্যমে তার একাউন্টে ফান্ড ডিপোজিট করে, এরপর সেই স্ক্রীল একাউন্টের কোন সমস্যা হয়, তাহলে তার ফরেক্স একাউন্টের ব্যালান্সও অনেক সময় আটকা পড়ে যায়। একই ঘটনা নেটেলার বা অন্যান্য অনলাইন পেমেন্ট মাধ্যমের ক্ষেত্রেও হতে পারে।

ইদানিং অনেক অভিযোগ দেখা যাচ্ছে, স্ক্রীল বা নেটেলার একাউন্ট ক্লোজড করেছে, লেনদেন করা যাচ্ছে না, রেসট্রিকশান করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি! এসব সমস্যায় পড়ে অনেকের চরম উৎকন্ঠায় দিন পার করে থাকে। এসবের পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারন থাকে যা আমরা নজরে আনি না। আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যাতে আজকের পর থেকে আপনার ফরেক্স একাউন্টে ডিপোজিট বা উইথড্র করার একমাত্র মাধ্যম নিয়ে কোন দুশ্চিন্তায় ভুগতে না হয়। আসুন জেনে নেওয়া যাক সেগুলোঃ
# নেটেলার/স্ক্রীল নিজের নামে খুলুন।
# নিজের অরিজিনাল জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স জমা দিন একাউন্ট ভেরিফাই করার জন্য।
# আপনার নিজের অরিজিনাল ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট সাবমিট করুন।
# এক সঙ্গে দুইটা ডিভাইসে একই সময়ে লগ ইন করবেন না। অর্থাৎ এক সাথে দুটো ল্যাপটপ বা একটি ল্যাপটপ ও একটি মোবাইল বা দুটো মোবাইলে আপনার স্ক্রীল/নেটেলার লগ ইন করবেন না।
# নির্দিষ্ট একটি বা সর্বোচ্চ দুটো ডিভাইস ব্যবহার করুন আপনার একাউন্টে লগ ইন করার জন্য। আজ এক মোবাইল, কাল আরেক ল্যাপটপ, পরশু আরেক ডেস্কটপ, এমন করে একাউন্টে লগ ইন করবেন না।
# যে ইমেইল ব্যবহার করে স্ক্রীল/নেটেলার একাউন্ট খুলেছেন, সেই ইমেইলের ইনবক্স মাঝে মাঝে চেক করবেন। স্ক্রীল/বা নেটেলার থেকে কোন নোটিফিকেশন আসলে তা পড়ার চেষ্ঠা করুন।
# কখনো অচেনা কারও সাথে লেনদেন করবেন না। কারন সেই অচেনা ব্যক্তি যদি প্রতারক হয়, আর সত্যিকারের প্রতারিত ব্যক্তি যদি কম্পলেইন করে, তাহলে সেই প্রতারকের ব্যবহার করা একাউন্টের সাথে আপনার একাউন্টও রেস্ট্রিকটেড করে দেওয়া হবে।
# আপনার ট্রেডিং একাউন্ট থেকে প্রাপ্ত প্রফিট স্ক্রীল/নেটেলার হয়ে আপনার নিজের ব্যাংকে নিয়ে আসুন। তাতে আপনার একাউন্টের স্ট্যাবিলিটি আরও বেড়ে যাবে।
ব্যস, এটুকুই ভালভাবে ফলো করার চেষ্ঠা করবেন। আপনার স্ক্রীল/নেটেলার একাউন্ট নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না কখনো।

bdunity
2019-05-07, 10:11 AM
আমি ফরেক্সে নতুন, তাই এখনো স্ক্রিল বা নেটেলার পেমেন্ট কোনটাই আমি বুঝিনা । *তবে ফোরামের দক্ষ দক্ষ ট্রেডারদের মন্তব্য পড়ছি এবং শেখার চেষ্টা করছি । ফোরামে কাজ করছি এ জন্য যেন এসমস্ত অজানা বিষয়গুলো জানতে পারি । তাই স্ক্রিল বলেন আর নেটেলারি পেমেন্ট বলেন শিখার পর দেখবো কোনটা সুবিধা ।

DhakaFX
2019-05-07, 05:27 PM
আজকে বাংলাদেশ থেকে Neteller ও Skrill অ্যাকাউন্ট লগইন করা যাচ্ছে না। এই প্রবলেম এর জন্য ডিপোজিট বা উইড্রো কিছুই করা যাচ্ছে না। খবর নিয়ে দেখলাম ক্রিকেট খেলা নিয়ে জুয়া বন্ধের জন্য BTRC এই সিদ্ধান্ত নিয়েছে। জুয়া বন্ধের জন্য ব্যাপারটা খুব ভালো কিন্ত আমাদের মত কিছু ছোট খাটো ট্রেডারদের জন্য ব্যাপারটা খুবই বিপদজনক হয়ে যাবে। BTRC এর কাছে অনুরোধ জুয়ার সাইট গুলা বন্ধ করে দিন। দয়া করে Neteller এবং Skrill এর সাইট বন্ধ করবেন না। অসংখ মানুষ আউটসোসিং করে ইনকাম করে জীবন চালায়। তাদের বিষয়টা ভেবে দেখবেন।

SUROZ Islam
2019-05-07, 05:47 PM
বাংলাদেশে অনলাইনে যারা লেনদেন করেনে তাদের কাছে Neteller ও Skrill সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট গেটওয়ে এবং পেপ্যাল না থাকায় এটাই সবচেয়ে প্রচিলত হওয়ায় এই খ্যাতটিতে এখনো অনেক টাকা আটকে পড়ে আছে। এমতবস্থায় সবারই এই দুটি পেমেন্ট গেটওয়েতে অ্যকাউন্ট আছে। যদি বিটিং সাইট নিয়ন্ত্রনের জন্য BTRC এই সিদ্ধান্ত নেয় তাহলে এই সকল ট্রেডার এবং সকল ফ্রিল্যান্সারদের ক্ষতিগ্রস্ত হবে।
ভিডিওটি দেখুন:
https://www.youtube.com/watch?v=zy_0lNVj4rI&feature=youtu.be&fbclid=IwAR0g2PTxCGw68T6xVY2TeqtTlU-UoRBwT26OI1iZZnoxX4BDqlRf8Weyfcg