PDA

View Full Version : সিসিআইট্রেডার আপনার জন্য ট্রেড করবে



Tofazzal Mia
2018-05-16, 03:23 PM
সিসিআইট্রেডার বিনিয়োগকারীদের পরামর্শদাতা হিসাবে অভিজ্ঞ, মার্কেট বিশ্লেষক, পেশাদারী ট্রেডার এবং প্রশিক্ষক। তাদের দলের প্রতিটি সদস্য এক একজন পেশাদার ট্রেডার যারা শুধুমাত্র ফরেক্স নিয়ে শিক্ষা, বিনিয়োগ এবং অনলাইন ট্রেডিংয়ের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সিসিআইট্রেডার আপনার জন্য ট্রেড কররে এবং সেখান থেকে আপনি ইন্সটাফরেক্স ব্রেকারের সাথে প্রচুর প্রফিট পেতে পারেন। মুলত অনেক বিনিয়োগকারী মার্কেটে শুধুমাত্র প্রফিট লাভ করতে চায় কিন্তু প্রশিক্ষণের অভাবের কারণে মার্কেট থেকে কীভাবে ট্রেড করবে তা সঠিকভাবে জানে না এবং ফরেক্স ট্রেডিংয়ের জ্ঞানের অভাবের কারণে এটি লাভ করতে পারে না। তাদের জন্য সিসিআইট্রেডাররা সবচেয়ে ভাল সমাধান। www.ccitraders.com প্রবেশ করে নিজেই চেষ্টা করুন এবং তাদের সাথে হাজার হাজার বিনিয়োগকারীরা কেন তাদের সেবাগুলো সাবস্ক্রাইব করে আছে সেটা দেখুন। প্রথমে একটি instaforex লাইভ অ্যাকাউন্ট (https://www.instaforex.com/bd/fast_open_live_account) খুলুন, আপনার অ্যাকাউন্ট বিনিয়োগ দিয়েতাদের সাথে অ্যাকাউন্ট নিবন্ধন করুন।
https://www.ccitraders.com/index.php

DhakaFX
2018-08-20, 04:22 PM
কমোডিটি চ্যানেল ইন্ডিকেটর বা সিসিআই একটি জনপ্রিয় ইন্ডিকেটর, যা ইদানীং বেশ কিছু ট্রেডার তাদের ট্রেডিং স্ট্রাটেজিতে এটার ব্যাবহার করে থাকেন। এটা মুলত বৃত্তাকার ট্রেন্ড নির্ণয় করতে সহায়তা করে, আমাদের মার্কেটর ওভারবথ বা ওভারসোল্ড পরিস্থিতি সম্পর্কে ধারনা দেয়ার পাশাপাশি বাই বা সেল করার অসাধারন প্রফিটেবল সিগন্যাল দিয়ে থাকে।
6199
সাধারণত সিসিআই থেকে কীভাবে সিগন্যাল পাওয়ার জন্য জিরো লাইনটি হচ্ছে সিসিআই এর মূল লাইন। আর সিসিআই এই জিরো লাইনের উপরে বা নিচে ওঠানামা করে। এটা যখন +১০০ বা -১০০ এর মধ্যে থাকে তখন তাকে নরমাল বলা যায়। কিন্তু +১০০ এর উপরে উঠে গেলে বা -১০০ এর নিচে নেমে গেলে তাকে বলা যায় ওভারবথ এবং -১০০ এর ইচে নেমে গেলে তাকে বলা যায় ওভারসল্ড। কীভাবে সিসিআই দেখে বাই বা সেল করার সিগন্যাল খুব সহজেই বুঝা যায়। প্রায় ৭০ থেকে ৮০ ভাগ সময় সিসিআই +১০০ থেকে -১০০ রেঞ্জের মধ্যে থাকে। মাত্র ২০ থেকে ৩০ ভাগ সময় বাই বা সেল করার সিগন্যাল পাওয়া যায়।সিসিআই +১০০ এর উপরে গেলে বুঝতে হবে মার্কেটে দারুন আপ ট্রেন্ড চলছে, এটা বাই করার সিগন্যাল।কিন্তু সিসিআই যদি +১০০ এর ভেতরে চলে আসে তখন পজিশন চেঞ্জ করা ভাল। আবার সিসিআই -১০০ এর নিচে চলে গেলে বুঝা যায় ডাউনট্রেন্ড চলছে, সেল করার পাওয়া যাচ্ছে।*.আবার -১০০ এর রেঞ্জের ভেতর চলে গেলে পজিশন চেঞ্জ করা উচিৎ।