PDA

View Full Version : ব্রিকস ব্যাংক ও বিশ্বব্যাংক সমাচার



Tofazzal Mia
2018-05-16, 04:32 PM
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি দেশের নামের প্রথম অক্ষর নিয়ে ব্রিকস গঠিত হয় এবং ব্রিকস উন্নয়ন ব্যাংক প্রতিষ্টা করা হয় যার মুল উদ্দেশ্য হল সদস্য দেশগুলোকে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী আইএমএফ ও বিশ্বব্যাংক প্রভাব থেকে মুক্ত করা ছাড়াও উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থ রক্ষা করা। ফলে ব্রিকস ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্বব্যাংককে চিন্তায় ফেলে দিয়েছে এবং বর্তমানে ব্রিকস উন্নয়ন ব্যাংক এর সফল কার্যক্রমে বারবার আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী আইএমএফ ও বিশ্বব্যাংকের সংস্কারের কথা উঠে আসছে।

SumonIslam
2018-05-17, 12:39 PM
বিশ্ব পুঁজিবাদে ধারানায় বিশ্বব্যাংকের একচেটিয়া আধিপত্যকে দমন করতে এই বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী পাঁচটি দেশ-ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও সাউথ আফ্রিকা- সংক্ষেপে ব্রিকস ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ বা ‘এনডিবি’ নামে এক ব্যাংকের শুরু করেছে। প্রথমদিকে আইএমএফ এর বিকল্প হিসেবে প্রায় দশ হাজার কোটি ডলারের নিয়ে এই উন্নয়ন ব্যাংক যাত্রা শুরু করে যা সদস্য দেশগুলোর জরুরী সঙ্কট মোকাবেলার পাশাপাশী কাজ করার কথা ছিল এবং এবং মোট পুঁজি ছিল পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের । কিন্তু সম্প্রতি ব্রিকসের বিভিন্ন সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব-প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবার কারনে বর্তমানে এই ব্যাংকের উপর গভীর প্রভাব পড়ছে।