PDA

View Full Version : ৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না?



majeed
2018-05-18, 05:23 PM
ফরেক্স একটা ব্যবসা। একটা পন্যের দাম বাড়তেই পারে আবার কমতেই পারে। একটা পন্যের বা কারেন্সির দাম ১০-২০% বাড়তে বা কমতেই পারে। আপনার আশেপাশের পন্যের কথাই বিবেচনা করুন। কাঁচামরিচ, পেয়াজ, রসুন, চিনি, ইত্যাদি। এগুলো বছরে কত % বাড়ে কমে জানেন? ১০০,২০০,৩০০,৪০০ এমনকি ৫০০% পর্যন্ত এগুলো বাড়া কমা করে। এমনকি সেফটি চাউল, ডাউল, গম, ভুট্টা এগুলোর দাম ও ২০-৩০% বাড়ে অথবা কমে। এই ব্যবসা করে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে ফরেক্স থেকেও আপনি আয় করতে পারবেন। শুধু কনসেপ্ট টা পরিবর্তন করুন। আপনার ধারণা টা পাল্টান। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এই কনসেপ্ট ৯০-৯৫% ট্রেডার নিতে পারে না বলেই এ মার্কেট এ টিকে থাকতে পারে না। খেয়াল করে দেখুন মার্কেট কিন্তু ২-৩% মুভ করলেই ৫০% ট্রেডার নাই হয়ে যায়। আর ৫% মুভ করলে ৮০% ট্রেডার। বাকি যেই ২০% ট্রেডার থাকে তাদের ভিতরো ১০-১৫% ট্রেডার নাই হয়ে যায় আরকেটু মুভ করলে। টিকে থাকে লাস্ট ৫-১০% ট্রেডার। আর এই ৫-১০% ট্রেডার ই মার্কেট এ অভিজ্ঞতা সম্পন্ন আর এরাই সারাজিবন টিকে থাকে। এরা জানে মার্কেট যখন তখন ১০-২০% মুভ করতে পারে। আর সেই ব্যাকআপ রেখেই এরা ট্রেড করে বলে আজিবন টিকে থাকতে পারে। বলে রাখি eurusd ১১০ পিপ্স মুভ করলে কারেন্সির ১% মুভ আর ৫৫০ পিপ্স মুভ করলে তার ৫% মুভ হয়। তবে কেন এই ৫% মুভ এই একাউন্ট জিরো হয়। কারণ ধরতে হবে পরে মানতে হবে। লট সাইজ সে অনুপাতে সেট করে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি থাকবেন সেই সফল ৫-১০% এর দলে। এখন ভাবুন আপনি এই দলে থাকবেন নাকি ১০০-৫০০ পিপ্স মুভমেন্ট এ একাউন্ট জিরো করে সেই দলে থাকবেন। সফলতার চাবি আপনার হাতে।

souravkumarhazra6763
2018-05-18, 05:58 PM
৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না ফরেক্স বিজিনেস এর বিভিন্ন কারণ রয়েছে,বেশিভাগ ট্রেডার রা সঠিক ভাবে ফরেক্স স্ট্যান্ডি এবং সঠিক ভাবে ডেমো অনুশীলন না করে মুনাফা আয় করার নেশায় মার্কেট এর ট্রেন্ড এর বিপরীতে ট্রেড নেই এবং লোকসান এর সন্মুখীন হয়ে থাকে,এই কারণে বেশি ভাগ ট্রেডার লস করে।

expkhaled
2018-05-19, 02:32 PM
অধিকাংশ নবাগত ট্রেডারদের মনে থাকে অস্বাভাবিক আশা এবং চিন্তা যার কারনে মার্কেট এ টিকে থাকতে পারেন না। ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে দরকার সঠিক শিক্ষা সাথে সঠিক মাইন্ডসেট। এখন কেউ যদি কোন সফল ফরেক্স ট্রেডারের ব্যপারে শুনেন তিনি অনেক টাকা আয় করেন এবং সাথে সাথে নিজের ভেতরে একটা লোভ কাজ করে। কিন্তু এইটা যদি বুঝতো যে, প্রতিষ্ঠিত ট্রেডার কত কাঠখর পুরিয়ে বছরের পর বছরে মার্কেট এর সঙ্গে লেগে থেকে, অনেক ধৈর্য্য ধারন করে একটি সিস্টেম দার করানোর পর তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তাহলে প্রথম অবস্থায়ই অধের্ক নবাগত অনীহা পোষন করতো ট্রেডিং এ আসার জন্য। কারন বেশী ভাগই আসেন অল্প সময়ে বেশী আয় করতে এবং ফরেক্স মার্কেট এ সেটা সম্ভব নয়।

uzzal05
2018-05-23, 09:45 PM
এটা একটা প্রচলিত কথা যে ৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না। আসলে এরা হয়তো নতুন ট্রেডার। যাার পুরাতন তারা কখনোই শূণ্য হয় না। আর মার্কেট এ যারা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে তারা কখনোই অন্তত একাউন্ট জিরো করে না।

Mamun13
2018-08-23, 08:40 AM
ফরেক্স ট্রেড আমাদের সামনে বলতে গেলে এখোনোও নতুন,অজানা,কঠিন, দুর্বোধ্য,রহস্যময়, জটিল৷এখোনোও আমরা অনেকেই এই ব্যাবসার টোটাল কলাকৌশলগুলো পরিষ্কার বুঝে উঠতে পারছি না৷আমাদের আরোও সময়ের প্রয়োজন,আরো মনোযোগ দিয়ে ভালো ভাবে স্টাডি করা উচিত,আরোও ডেমো প্র্যাকটিস করা দরকার৷মানি মেনেজমেন্টকে সঠিকভাবে প্রয়োগ করা উচিত,রিস্ক রিওয়ার্ড রেশিও যথাযথ বুঝে প্রয়োগ করা উচিত৷আমাদের একাউন্টের ব্যালেন্স কত ? তা দেখে বুঝে কম রিস্ক নিয়ে ট্রেড করা উচিত৷এই মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷একটু ভূল এনালাইসিস হলেই লস আর লস !!! অনেক বিষয় জেনে বুঝে খুব ধীরে ট্রেড করতে হবে৷মার্কেটে ভলাটিলিটী পরিষ্কার বুঝতে হবে৷এগুলো তো আর সবাই বুঝতে পারবে না তাই লুজারদের সংখ্যা শতকরা 90-95% থাকে৷

Devdas
2021-07-20, 11:38 PM
ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডারগন টিকে না থাকার পিছনে অনেক কারন আছে, যেমন: ধৈর্য্য না ধরা, পরিশ্রম না করা, লোভ করে ফরেক্স এ আসা, অধিক লাভের জন্য তারাহুরা করে ফরেক্স করা, মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ইত্যাদি কারনে ফরেক্স থেকে ঝরে যায়। ফরেক্স এ টিকে থাকাটা অনেকটা নিজের পরিশ্রম ও ধৈর্য্য ব্যাপার। ফরেক্স থেকে আয় করাটা অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন। ফরেক্স এ বেশীর ভাগ ই ট্রেডার গন টিকে না থাকার কারন আছে। ফরেক্স এ টিকে থাকতে হলে ফরেক্স এ অনেক নিয়মকানুন আছে যেগুলো আমাদের ট্রেডাদের মাঝে খুব কম আছে। আবার যারা ফরেক্স এ অনেক পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে ফরেক্স এ দিন রাত সমান ভাবে খেটে যাচ্ছেন তারাই ফরেক্স এ সাফলতা দিতে এগিয়ে যাচ্ছেন।

Sakib42
2021-07-20, 11:55 PM
মূলত ট্রেডাররা প্রফিট করতে ব্যর্থ হয় যার ফলে তারা টিকে থাকতে পারে না এবং তখন তারা চিন্তা ভাবনা করে যে ফরেক্স থেকে তারা দূরে সরে যাবে এবং আর কোন ডিপোজিট করবে না। আমাদের মাঝে অনেক ট্রেডার আছে যারা সম্পূর্ণ ফরেক্স এনালাইসিস সম্পর্কে জানেনা। উৎসাহের মাধ্যমে ফরেক্স এসেছে এবং অন্যের করা এনালাইসিস দেখে তারা কাজ করে যেটি এইসব ট্রেডারদের ব্যর্থতার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি প্রশিক্ষিত না হয়ে ট্রেডিং করতে আসেন সেই ক্ষেত্রে আপনাকে ব্যর্থতার সাথে মোকাবেলা করতেই হবে। এবং সেই মোকাবেলায় আপনাকে হারতে হবে এটি প্রায় নিশ্চিত আর যখন আপনি হেরে হতাশায় ভোগেন তখন আপনি চিন্তা করবেন যে আর ফরেক্স করবেন না এবং তখন আপনি ফরেক্স থেকে ব্যর্থ হয়ে চলে যান।

মূলত আপনি যদি কিছু সময় ফরেক্সে দেন শিক্ষিত হওয়ার জন্য তাহলে কয়েক দিন পর আপনি সবকিছু সম্বন্ধে ভালো-মন্দ বুঝতে পারবেন। এরপর আপনি যা শিখেছেন তা যদি ডেমো অ্যাকাউন্ট এ প্র্যাকটিস করেন তখন আপনি একদম অন্য দশজন দক্ষ ট্রেডারের মত একজন দক্ষ ট্রেডার হয়ে যাবেন। তাই যদি নিয়মিত প্র্যাক্টিস করতে পারেন তখন দেখবেন আপনি প্রফিট অর্জন করছেন এবং আপনাকে আর ব্যর্থ হতে হচ্ছে না, আবার ব্যর্থ হলেও আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা পুনরায় গঠিত করতে পারছেন।

EmonFX
2021-07-21, 09:52 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা বেশিরভাগ ট্রেডাররাই টিকে থাকতে পারেন না বিশেষ করে নতুন ট্রেডাররা। আজকাল যে কাউকে বলতে শুনি সে ফরেক্স ট্রেডার, প্রফিটেবল ট্রেডার, শুধু দেবে লাভ আর লাভ। ফরেস্কে কি আসলেই এমন ঘটে আর এই বিজনেস কি টাকা তৈরির ফরমূলা, যদি হয় তাহলে কেন সবাই প্রফিটেবল নয় কথাটা চলে আসে উওর গুলোও কমন উওর গুলো হয় ৯৫% লুজার ৫% গেইনার। এখন কথা হল কেনভাই জানা সত্বেও ৯৫% লুজারের ক্ষেএে নাম লিখাতে আসেন, কারন কি? প্রশ্ন আসতে পারে আসুন এসম্পর্কে কথা বলি :-

ফরেস্ক একটা স্মার্ট বিজনেস, আপনার লক্ষ সুনিশ্চিত না হলে এর মাধ্যমে আপনার আয় ব্যায় অনিশ্চিত হয়ে পরবে, এই মার্কেট এ কেনা বেচা করা হয় চার্ট, সুচক এর মাধ্যমে, এই সুচকের পরিবর্তন হয় বিভিন্ন মাধ্যমে যা আপনাকে জানতে হলে ফরেস্ক সম্পর্কে যথেষ্ট পরিমান জানতে হবে, আপনাকে যদি শুধু লাভ নিতে হয় তাহলে যে পরিশ্রম করতে হবে তা আপনার একার দ্বারা সম্ভব হবে কিনা আমার জানা নাই, আর বিশ্বে এমন কেউ নাই একা একা কিছু করতে পারছে কারন রিটেল ট্রেডারদের হাতে কোন নিয়ন্ত্রণ থাকে না, সবই স্মার্ট মানি এর উপর আর স্মার্ট মানি বুঝতে বুজতে আপনার চুল দাড়ি পেকে যাবে। মার্কেটে এসেই আপনি এটা বুঝে যাবেন এটা ভাবা বিশাল বড় বোকামী।

এখন আপনি বলতে পারেন কার কাছে যাবো, কার কাছে শিক্ষা নেব,নাকি ফরেস্ক বাদ দিয়ে দেবো? সবাইতো লুজার, এখানে সবাই লুজার না, রিট্রেল ট্রেডারাই লুজার বেশি হয়ে থাকে, রিট্রেল ট্রেডার লুজার হয় নানা কারনে লস হোল্ড করে রাখে মার্কেট না বুজে একাউন্টে র ১২/১৩ টা বাজায়, তাছাড়া এসএল টিপি না নেওয়ার কারনে, একাউন্টের ব্যালেন্স এর উপর নজর না দিয়ে লট নির্ধারন করে, ইত্যাদি কারনে মার খায়। ফরেস্কে উন্নতি করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট টাইটলি মানতে হবে, রিস্ক রেশিও ও এসএল টিপি মানতে হবে, আপনি যদি ধৈর্য না রাখেন এ মার্কেট থেকে আপনি ১ পয়সাও বাড়ি নিয়ে ফিরতে পারবেন না ১০০% গ্যারান্টি, ১০ দিন কামিয়ে আমাকে বলবেন দেখেন এতদিন কি ভয়টাই না আমাকে দেখালেন আমি পারি কিন্তু যে দিন আপনি জিরো করবেন আমাকে তা দেখানো তো দূরের কথা বলতেও লজ্জা লাগবে আপনার। কারন এ মার্কেট এর কাজ ম্যানুপুলেটেট, কাজ করতে গেলে আপনার চিন্তাশক্তির প্রযোগ করতে হবে নয় হাতে হেরিকেন।

ফরেস্ক শিক্ষতে আপনি নানা মাধ্যম ব্যাবহার করতে পারেন শিক্ষকের সাহায্য নিতে পারেন, অনলাইনের সাহায্যে নিতে পারেন, বই পুস্তকের সাহায্য নিতে পারেন। আমরা বাঙ্গালি তো বই পুস্তক আর অনলাইনের প্রোপারলি শিক্ষা নিতে পারবেন না কারন আপনার ধৈর্য নাই, তাই ধৈর্য না থাকলে ভালো বুজমান ব্যাক্তির কাছ থেকে শিক্ষা গ্রহন করেন, প্রাকটিস করেন, শুধু প্রাকটিস করেন।

Starship
2021-07-21, 08:58 PM
একটা সত্য যে নতুন ফরেক্স ট্রেডারদের মধ্যে শতকরা খুবই সীমিত পরিসরে বা ৯০% বা ৯৫% ট্রেডার ব্যর্থ হয় বাকি ৫-১০% সফল হয়ে থাকেন। আর এ ৯৫% নতুন ফরেক্স ট্রেডারদের লসের মূল কারণ হলো ফরেক্স এ সম্পর্কে জানার এবং আগ্রহের খুব কম থাকা এবং খুব অল্প সময়ে ফরেক্স থেকে আয় করার মনোভাব বা চিন্তা চেতনা নিয়ে শুরু করে থাকেন। যার ফলে এখানে থেকে তারা খুব দ্রুত সটকে পড়েন এবং পরিশেষে ব্যর্থ হিসেবে পরিগণিত হয়। তাই সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে সকল প্রকার নিয়মাবলী জানতে হবে সকল নিয়ম মেনে ট্রেড করতে হবে তাহলেই সব সম্ভব।

samun
2021-10-03, 10:37 AM
নতুন ফরেক্স ট্রেডারদের মধ্যে শতকরা খুবই সীমিত পরিসরে বা ৯০% বা ৯৫% ট্রেডার ব্যর্থ হয় বাকি ৫-১০% সফল হয়ে থাকেন। ট্রেডাররা প্রফিট করতে ব্যর্থ হয় যার ফলে তারা টিকে থাকতে পারে না এবং তখন তারা চিন্তা ভাবনা করে যে ফরেক্স থেকে তারা দূরে সরে যাবে এবং আর কোন ডিপোজিট করবে না। আমাদের মাঝে অনেক ট্রেডার আছে যারা সম্পূর্ণ ফরেক্স এনালাইসিস সম্পর্কে জানেনা। উৎসাহের মাধ্যমে ফরেক্স এসেছে এবং অন্যের করা এনালাইসিস দেখে তারা কাজ করে যেটি এইসব ট্রেডারদের ব্যর্থতার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি প্রশিক্ষিত না হয়ে ট্রেডিং করতে আসেন সেই ক্ষেত্রে আপনাকে ব্যর্থতার সাথে মোকাবেলা করতেই হবে। ফরেক্স থেকে আয় করাটা অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন। ফরেক্স এ বেশীর ভাগ ই ট্রেডার গন টিকে না থাকার কারন আছে। ফরেক্স এ টিকে থাকতে হলে ফরেক্স এ অনেক নিয়মকানুন আছে যেগুলো আমাদের ট্রেডাদের মাঝে খুব কম আছে। আবার যারা ফরেক্স এ অনেক পরিশ্রম ও ধৈর্য্য নিয়ে ফরেক্স এ দিন রাত সমান ভাবে খেটে যাচ্ছেন তারাই ফরেক্স এ সাফলতা দিতে এগিয়ে যাচ্ছেন।

Mas26
2021-10-03, 09:21 PM
এটা একটা প্রচলিত কথা যে 90-95% ট্রেডার টিকে থাকতে পারে না। আসলে এরা হয়তো নতুন ট্রেডার। যাার পুরাতন তারা কখনোই শূণ্য হয় না।তা দেখে বুঝে কম রিস্ক নিয়ে ট্রেড করা উচিত৷এই মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷একটু ভূল এনালাইসিস হলেই লস আর লস অনেক বিষয় জেনে বুঝে খুব ধীরে ট্রেড করতে হবে৷মার্কেটে ভলাটিলিটী পরিষ্কার বুঝতে হবে৷এগুলো তো আর সবাই বুঝতে পারবে না তাই লুজারদের সংখ্যা শতকরা 90-95% থাকে৷আর মার্কেট এ যারা স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে তারা কখনোই অন্তত একাউন্ট জিরো করে না। মাঝে অনেক ট্রেডার আছে যারা সম্পূর্ণ ফরেক্স এনালাইসিস সম্পর্কে জানেনা। উৎসাহের মাধ্যমে ফরেক্স এসেছে এবং অন্যের করা এনালাইসিস দেখে তারা কাজ করে যেটি এইসব ট্রেডারদের ব্যর্থতার অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়ায়।

FRK75
2021-12-07, 10:17 PM
আমাদের সামনে বলতে গেলে এখোনোও নতুন,অজানা,কঠিন, দুর্বোধ্য,রহস্যময়, জটিল৷এখোনোও আমরা অনেকেই এই ব্যাবসার টোটাল কলাকৌশলগুলো পরিষ্কার বুঝে উঠতে পারছি না৷আমাদের আরোও সময়ের প্রয়োজন,আরো মনোযোগ দিয়ে ভালো ভাবে স্টাডি করা উচিত,আরোও ডেমো প্র্যাকটিস করা দরকার৷মানি মেনেজমেন্টকে সঠিকভাবে প্রয়োগ করা উচিত,রিস্ক রিওয়ার্ড রেশিও যথাযথ বুঝে প্রয়োগ করা উচিত৷আমাদের একাউন্টের ব্যালেন্স কত ? তা দেখে বুঝে কম রিস্ক নিয়ে ট্রেড করা উচিত৷এই মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷একটু ভূল এনালাইসিস হলেই লস আর লস !!! অনেক বিষয় জেনে বুঝে খুব ধীরে ট্রেড করতে হবে৷মার্কেটে ভলাটিলিটী পরিষ্কার বুঝতে হবে৷এগুলো তো আর সবাই বুঝতে পারবে না তাই লুজারদের সংখ্যা শতকরা 90-95% থাকে৷

SaifulRahman
2021-12-08, 12:58 PM
ফরেক্স বিশ্বের সর্ববৃহৎ ট্রেডিং মার্কেট এটি আমরা সবাই জানি। কিন্তু কয়জন ব্যাক্তি এ মার্কেট প্লেসে সফলতা পেয়েছে, এ প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই মাত্র ৫ থেকে ১০% ব্যাক্তিই এখানে সফল, বাকি ৯০-৯৫% লোকই ব্যর্থ।আশ্চর্যজন বিষয় হচ্ছে এত বৃহৎ মার্কেট প্লেস হিসেবে এখানে ট্রেডারদের সফলতার পরিমাণ বেশি হওয়ার কথা। কিন্তু হয়েছে উল্টো । অর্থাৎ মার্কেটপরিধি আর ট্রেডারদের অবস্থান সম্পূর্ন বিপরীতমুখী।সে যাইহোক এখন প্রশ্ন হচ্ছে কেন বৃহৎ অংশ ফরেক্স মার্কেটে ব্যর্থ হচ্ছে? অবশ্যই এর পিছনে ভিন্ন ভিন্ন মূল্যায়ন থাকলেও আমার দীর্ঘ ৮ বছরের ট্রেডিং অভিজ্ঞতা থেকে কিছু বিষয় পয়েন্ট আউট করেছি যা আপনাদের জন্য শেয়ার করলাম।০১। ভাল কোন ট্রেনিং ইনস্টিটিউট না থাকা। যেখান থেকে একজন নবীন যথাযথ প্রস্তুতি নিতে পারে।
০২। ডিপোজিট উত্তেজনাঃ অর্থাৎ ট্রেডিং কনসেপ্ট ভাল করে আয়ত্ত করার পূর্বে নিজের সঞ্চয়,ব্যবসায়িক পুঁজি বা হেল্প লাইন থেকে ধার-দেনার মাধ্যমে ডিপোজিট করে নিজের ভাগ্য পরীক্ষায় নেমে পড়া।
৩। নিজেকে সর্বজ্ঞ ভাবাঃ অর্থাৎ দুয়েকটি বিষয় জেনে বা দুই তিন মাসের ডেমো প্রেক্টিস কিংবা দু’একটি একাউন্ট জিরো হওয়ার পর নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবতে শুরু করা।
৪। একাকিত্বঃ আত্মঅহমিকা বা সংকীর্ণ মনোভাব।

Ronaldray
2021-12-08, 04:41 PM
সত্যি বলতে অধিকাংশ নবাগত ট্রেডাররা মনে অনেক অস্বাভাবিক আশা এবং চিন্তা নিয়ে ফরেক্স মার্কেট এ আসে । ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে দরকার সঠিক শিক্ষা সাথে সঠিক মাইন্ডসেট। এখন কেউ যদি কোন সফল ফরেক্স ট্রেডারের ব্যপারে শুনেন তিনি অনেক টাকা আয় করেন এবং সাথে সাথে নিজের ভেতরে একটা লোভ কাজ করে। আর নবাগত ট্রেডার যায় কারণে হয়ে পরে ধৈর্য হারা। যেটি তাদের ট্রেডিং ক্যারিয়ার সুতু হওয়ার আগে শেষ করে দেয়.

যাইহোক, শুনলাম Lite Finance অনেক আকর্ষণীয় অফার দিচ্ছে। আপানি চাইলে ঘুরে আস্তে পারেন "Lite Finance" এ.

SumonIslam
2021-12-09, 10:31 AM
ফরেক্স মার্কেটের এর সাথে প্রায় এক বছরের মতো আছি,এর মধ্যে অনেক কিছু শিখেছি৷ পেইড থেকে শুরু করে ফ্রি,অনেক ডিফারেন্ট টাইফের স্ট্রেটেজি,ট্যাকন ক্যাল,ফান্ডামেন্ াল ও সেন্টিমেন্টাল এ্যানালাসিস ইত্যাদি ইত্যাদি৷ এইসব কৌশল ব্যাবহার করে প্রথম দিন লাভ পাচ্ছি তো পরেরদিন দেখি একাউন্ট ফাঁকা৷ অন্য ভাবে ট্রাই করি ও মা একই অবস্থা,হাল ছেড়ে দেবার মতো অবস্থা৷
16165