PDA

View Full Version : মনের কথা শুনবেন না!



hasem79
2018-05-23, 10:27 PM
গতকাল আমার দুইটা ট্রেড রানিং ছিল ডলার/কানাডা পেয়ারে। দুইটাই বাই ট্রেড। মার্কেট বেশ ফ্লাকচুয়েট করছিল। রাত সাড়ে দশটার দিকে দুইটা ট্রেডই বেশ একটা প্রফিটে চলে আসে এবং আমি টেনশনে ক্লোজ করে দিয়ে বের হয়ে যাই। আমার টিপি ছিল ২৯০০ যেখানে আমার এনালাইসিস মত মার্কেট কে যেতেই হবে। যাই হোক আজকে বেশ খারাপ লাগল মার্কেট এর মূভমেন্ট দেখে। বেশ ভাল একটা প্রফিট নিয়ে বের হতে পারতাম।

souravkumarhazra6763
2018-06-22, 08:14 PM
মনের কথার উপর ডিপেন্ড করে কখনো ফরেক্স মার্কেট এ এন্ট্রি নিতে নেয়,কারণ মার্কেট আমাদের মত চলে না,আমাদের এন্যালাইসিস এর উপর ডিপেন্ড করে ট্রেড করতে হবে সফলতা পেতে হলে,মনের কথা শুনে এন্ট্রি নিলে লস নিশ্চিত,যে যত ভালো এন্যালাইসিস করতে পারবে তারাই সফল হবে।

rafiuqlislam
2018-06-23, 09:56 AM
ফরেক্স কারো মনের কথা শুনার জন্য আসে নি।ফরেক্স চলে নিজস্ব ফর্মুলা অনুযায়ী।আপনি যদি মার্কেটের মুভমেন্ট অনুযায়ী চলতে পারেন তাহলে প্রফিট পাবেন।আর যদি মনের কথা অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাহলে আপনাকে পস্তাতে হবে ।

riponinsta
2018-06-23, 01:18 PM
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ নিজের মনের কথা সুনা যাবে না মার্কেট কি বলছে তা আপনাকে সুনতে হবে ফরেক্স মার্কেট এ লস এর ট্রেড গুল ধরে রাখতে হয় না আর লাভ এর ট্রেড গুল ধরে রাখতে হয় কিন্তু ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডার আছে তারা এর উলটো করে তার কারন এ ফরেক্স মার্কেট এ ভাল করতে পারে না তাই এমন একটা ট্রেডিং সিস্টেম এ আপনি ট্রেড করুন যেই ট্রেডিং সিস্টেম এ আপনি অনেক বেশি লাভ করতে পারবেন

expkhaled
2018-06-23, 01:50 PM
আসলে মার্কেট সম্পূর্ন বাস্তবতা নিয়ে চলে। এখানে আমাদের মনের মত করে চলার মত কোন সুযোগ নেই। যদি আপনার এনালাইসিসের উপর আস্থা থাকে তাহলে আপনাকে ট্রেড ধরে রাখতে হবে। আর এই ধরনের সমস্যা তখনই হয় যখন ঘন ঘন মার্কেট দেখা হয়। মার্কেট যত কম দেখবেন তত বেশী ভাল। আমাদের যত ভয় তা আসে সাধারনত মার্কেটর উত্থান-পতন দেখতে থাকলে। আমাদের ট্রেড করা উচিত সাধারণত অটো সিস্টেম এ যেমন স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করে। যদি স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করলে এই ধরনের সমস্যা থাকবে না।

rafiuqlislam
2018-06-23, 05:17 PM
ফরেক্স ট্রেড এমন কোন প্রানী নয় যে আপনার মনের কথা শূনবে।ফরেক্সের নীতিমালা আছে যার আলোকে আপনি চলতে পারলে লাভবান হবেন,আর যদি নীতিমালার বাইরে চলেন তাহলে আপনি ফকির হবেন।আপনার মন যদি বলে আপনি কোটিপতি হবেন সেটা আপনার মনের ব্যাপার। এখানে ফরক্সে মার্কেটের কিছু যায় আসে না।

Gforp
2018-06-23, 08:31 PM
গতকাল আমার দুইটা ট্রেড রানিং ছিল ডলার/কানাডা পেয়ারে। দুইটাই বাই ট্রেড। মার্কেট বেশ ফ্লাকচুয়েট করছিল। রাত সাড়ে দশটার দিকে দুইটা ট্রেডই বেশ একটা প্রফিটে চলে আসে এবং আমি টেনশনে ক্লোজ করে দিয়ে বের হয়ে যাই। আমার টিপি ছিল ২৯০০ যেখানে আমার এনালাইসিস মত মার্কেট কে যেতেই হবে। যাই হোক আজকে বেশ খারাপ লাগল মার্কেট এর মূভমেন্ট দেখে। বেশ ভাল একটা প্রফিট নিয়ে বের হতে পারতাম।

alamsat
2018-06-24, 12:38 PM
আসলে আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে আগে ভাগে সব কিছু জানতে পারতাম তাহলে কতই না ভাল হইত। মার্কেট কখন কোন দিকে যাবে কেউ বলতে পারে না। তাই আমরা যখন লাভ করে থাকি সামান্য লাভ নিয়ে বের হয়ে যাই কারন যদি মার্কেট আবার বিপরীতে চলে যায় এই ভয় মনে কাজ করতে থাকে, ফলে আমরা কম লাভ নিয়ে ট্রেড বন্ধ করতে বাধ্য হই। কিন্তু দেখা যায় মার্কেট আরও অনেক বেশি মুভ করছে হয়ত আমার ট্রেডটি চালু থাকলে আমি আরও লাভ করতে পারতাম এমটা মনে হয়। কিন্তু তখন আর কিছুই করার থাকে না।

hasem79
2018-06-24, 09:50 PM
আসলে মার্কেট সম্পূর্ন বাস্তবতা নিয়ে চলে। এখানে আমাদের মনের মত করে চলার মত কোন সুযোগ নেই। যদি আপনার এনালাইসিসের উপর আস্থা থাকে তাহলে আপনাকে ট্রেড ধরে রাখতে হবে। আর এই ধরনের সমস্যা তখনই হয় যখন ঘন ঘন মার্কেট দেখা হয়। মার্কেট যত কম দেখবেন তত বেশী ভাল। আমাদের যত ভয় তা আসে সাধারনত মার্কেটর উত্থান-পতন দেখতে থাকলে। আমাদের ট্রেড করা উচিত সাধারণত অটো সিস্টেম এ যেমন স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করে। যদি স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করলে এই ধরনের সমস্যা থাকবে না।

ভাই, আমি কোন সমস্যার কথা এখানে বলি নি। আমি বলতে চেয়েছি যে আমি ট্রেডগুলো ম্যানুয়ালি ক্লোজ না করে যদি আমার টিপি পযন্ত অপেক্ষা করতাম তবে বেশ ভাল একটা প্রফিট নিয়ে বের হতে পারতাম। এখানে অটোট্রেড/স্টপলস/টেকপ্রফিট ইত্যাদি কোথা থেকে আসল আমার বোধগম্য হল না।

hasem79
2018-06-24, 09:52 PM
আসলে আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে আগে ভাগে সব কিছু জানতে পারতাম তাহলে কতই না ভাল হইত। মার্কেট কখন কোন দিকে যাবে কেউ বলতে পারে না। তাই আমরা যখন লাভ করে থাকি সামান্য লাভ নিয়ে বের হয়ে যাই কারন যদি মার্কেট আবার বিপরীতে চলে যায় এই ভয় মনে কাজ করতে থাকে, ফলে আমরা কম লাভ নিয়ে ট্রেড বন্ধ করতে বাধ্য হই। কিন্তু দেখা যায় মার্কেট আরও অনেক বেশি মুভ করছে হয়ত আমার ট্রেডটি চালু থাকলে আমি আরও লাভ করতে পারতাম এমটা মনে হয়। কিন্তু তখন আর কিছুই করার থাকে না।

আসলেই তাই। আমাদের হাতে আসলেই কিছু নেই। আপনি আমি এই মার্কেট এর কিছুই আমরা করতে পারব না এবং করার ও সামথ্যও নাই। যাই হোক আমরা মার্কেট এর ট্রেন্ড এর সাথে গা মিলিয়ে ট্রেড করতেই থাকব যদি কিছু প্রফিট এই মার্কেট আমাদেরকে দেয়।

hasem79
2018-06-24, 09:54 PM
গতকাল আমার দুইটা ট্রেড রানিং ছিল ডলার/কানাডা পেয়ারে। দুইটাই বাই ট্রেড। মার্কেট বেশ ফ্লাকচুয়েট করছিল। রাত সাড়ে দশটার দিকে দুইটা ট্রেডই বেশ একটা প্রফিটে চলে আসে এবং আমি টেনশনে ক্লোজ করে দিয়ে বের হয়ে যাই। আমার টিপি ছিল ২৯০০ যেখানে আমার এনালাইসিস মত মার্কেট কে যেতেই হবে। যাই হোক আজকে বেশ খারাপ লাগল মার্কেট এর মূভমেন্ট দেখে। বেশ ভাল একটা প্রফিট নিয়ে বের হতে পারতাম।

ভাইজান কি ব্যান খাবার জন্য চেষ্টা করছেন? যদি নিজের ঘিলুর মধ্যে কিছু থাকে সেটা প্রসব করেন। অন্যের লেখা কপি করেন কেন?
রিপোর্ট খাবেন কিন্তু, মাইন্ড ইট!

rafiuqlislam
2018-06-25, 01:02 PM
ফরেক্সে মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর স্টাডি করে মার্কেটের মুভমেন্ট,মানি ম্যনেজমেন্ট বুঝতে হবে।মনের কথা শুনে ট্রেড করলে আপনাকে পস্তাতে হবে।কারন ফরেক্স মার্কেটের সিস্টেম মেনে ট্রেড করলে আপনি প্রফিট পাবেন।আর মনের কথা শুনলে পুজি হারাবেন।

Mamun13
2018-08-12, 08:16 AM
আমরা অনেকেই এই ধরনের ভুল কাজ করে থাকি৷আমি নিজেও বহুবার অজ্ঞতার কারণে,অদক্ষতার কারণে,অনভিজ্ঞতার কারণে এসব ভূল করেছি৷খুব সামান্য প্রফিট হতেই তাড়াতাড়ি ক্লোজ করে মার্কেট থেকে বেরিয়ে যেতাম এবং পরে আফসোস করতাম৷এই ধরনের বিভিন্ন ভুল আমরা স্বাভাবিক ভাবে সবাই কমবেশী করে থাকি৷কারণ আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে এখনও তেমন একটা অভিজ্ঞ হয়ে উঠি নাই৷তাছাড়া আমাদেরকে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ ট্রেইনার কেউই কোনোও হাতে কলমে শিক্ষা দান করেন না৷আমরা এই ধরনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার কারণে এখনোও অনেক পিছিয়ে রয়েছি৷এই ভুলগুলো করে করেই আমরা নিজেরা ফরেক্স ট্রেড শিখতে বাধ্য হই৷ফরেক্স মার্কেটে প্রচুর প্রফিট করার অফুরন্ত সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের নিজেদের শিক্ষার দুর্বলতার কারনে আমরা পর্যাপ্ত profit অর্জন করতে পারি না বরং লস করি৷

sanwar04
2018-08-12, 03:13 PM
আপনার এন্ট্রি ক্লোজ করার পর অনেক মুভ করেছিলো এজন্য আপনি এইকথা বলছেন। কিন্তু যদি বিপরীত দিকে মুভ করতো তাহলে ওটাকেই ঠিক মনে হতো। এগুলোই সেন্টিমেন্ট।

iloveyou
2018-08-21, 02:52 PM
ভাই ট্রেডিং এর সময় মনের কথা কখনই শোনা যাবে না। কারন আমাদের মনের মধ্যে শয়তান সবসময় চুলকানি দেয়, আর সে কারনেই মন বলে, মন চায় যেখানে - সেখানে ট্রেড নিতে।কিন্তু এটা কখনই করা ঠিক হবে না, আপনাকে আপনার সিস্টেমের বাইরে কোন কিছু করা যাবে না। কেননা ফরেক্সে ডেবলাভ করতে হলে আপনাকে একটা সিস্টেমের মধ্য দিয়ে অনেক ধৈর্য সহকারে সামনে অগ্রসর হতে হবে।

amreta
2020-02-26, 05:53 PM
আপনি যদি সোনায় বাণিজ্য করেন তবে আপনি সোনায় আরও দক্ষ হতে পারেন এবং আপনি যদি বাণিজ্য করেন তবে আমার এক্সপোজার অনুযায়ী আমিও নেমে এসেছি এবং এটি উপরের দিকে চলে যাবে। তাই আপনাকে আপনার ভাইয়ের প্রতি পোকামাকড় হতে হবে।

Hredy
2020-03-20, 02:38 PM
আসলে মার্কেট সম্পূর্ন বাস্তবতা নিয়ে চলে। এখানে আমাদের মনের মত করে চলার মত কোন সুযোগ নেই। যদি আপনার এনালাইসিসের উপর আস্থা থাকে তাহলে আপনাকে ট্রেড ধরে রাখতে হবে। আর এই ধরনের সমস্যা তখনই হয় যখন ঘন ঘন মার্কেট দেখা হয়। মার্কেট যত কম দেখবেন তত বেশী ভাল। আমাদের যত ভয় তা আসে সাধারনত মার্কেটর উত্থান-পতন দেখতে থাকলে। আমাদের ট্রেড করা উচিত সাধারণত অটো সিস্টেম এ যেমন স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করে। যদি স্টপলস-টেকপ্রফিট ব্যবহার করলে এই ধরনের সমস্যা থাকবে না।

Kane
2020-03-20, 02:48 PM
মনের কথার উপর ডিপেন্ড করে কখনো ফরেক্স মার্কেট এ এন্ট্রি নিতে নেয়,কারণ মার্কেট আমাদের মত চলে না,আমাদের এন্যালাইসিস এর উপর ডিপেন্ড করে ট্রেড করতে হবে সফলতা পেতে হলে,মনের কথা শুনে এন্ট্রি নিলে লস নিশ্চিত,যে যত ভালো এন্যালাইসিস করতে পারবে তারাই সফল হবে।