PDA

View Full Version : Gbpjpy পিনবার ২২০+ রানিং (update 25 may 2018)



uzzal05
2018-05-25, 08:55 AM
আমি আগে সারিাদিন ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতাম। আসলে ইন্ডিকেটর গুলো প্রাইচকে ফলো করে সিগ্নাল দেয়। সেজন্য সিগ্নাল পরে দেয় এবং এন্ট্রি নিতে দেরী হয়ে যেত্ কিন্তু এখন আমি প্রাইচ একশন ফলো করে সাথে সাথে ক্যান্ডলস্টীক এ লিমিট এব তাৎক্ষনিক অর্ডার দিয়ে থাকি। আমি বর্তমানে gbpjpy পিনবার সিগ্নাল এ ২২০+ রানিং প্রফিট এ আছি। আশা রাখি এই পেয়ারটি ২০০ পিপ ডাউন হতে পারে। প্রফিট রানিং হলে ব্রেক ইভেন অর্থাৎ স্টপ লস এন্ট্রি পয়েন্ট নিয়ে আসাটাই উত্তম।
http://prntscr.com/jmb9ae

SumonIslam
2018-05-28, 01:45 PM
২৮শে মে ২০১৮, সোমবার সাপ্তাহের ২য় দিনে ফ্লোরিডা সেশনের সময় ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েনের বিপরীতে আবারও কমতে শুরু করেছে, কিন্তু আমি ইয়েনে 145.50 লেভেরের কাছাকাছি একটি সাপোর্ট দেখতে পাচ্ছি। আমি মনে করি মার্কেট বর্তমানে মুল আপট্রেড লাইনের নীচের একটা ব্রেকিংয়ের পরিকল্পনা নিয়ে যুদ্ধ করছে, কিন্তু এখন পর্যন্ত এটা বলা যেতে পারে যে এটি সম্ভবত এখানে থেকে আরো কিছুটা কমতে থাকবে।
https://image.ibb.co/kDzOCd/Screen_Shot1819.jpg

alamsat
2018-06-03, 10:28 PM
ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েন কম হইতে পুনরায় বাড়তে শুরু করেছে। আমি বর্তমানে বাই ট্রেড করে বসে আছি। আমি আশা করছি মার্রেট যথেষ্ট উপরে উঠবে। তাই আমি বাই মোডে ৩ টি ট্রেড চালু করে রাখছি। মার্কেট আমার কাঙ্খিত সিমানা পর্যন্ত উঠলে সর্বনিম্ন ২০ থেকে ৩০ ডলার লাভ নিতে পারব।