PDA

View Full Version : উত্তর কোরিয়া ও আমেরিকার বরফ কি গলছে?



Tofazzal Mia
2018-05-27, 02:38 PM
আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়া কিম জং-আন এর সাথে ২০১৭ সালের চরম বাকযুদ্ধের পর টানটান উত্তেজনায় দু'দেশের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ বেধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। যদিও ২০১৮ সালের শুরু থেকেই দুজনের মন্তব্যে ১২ই জুনে একটি সমযোতা বৈঠক হবার কথা ছিল। এখন উত্তর কোরিয়ায় পারমানবিক মুল কেন্দ্র ধংসের পরও দক্ষিন কোরিয়া ও যুক্তরাষ্টের সামরিক মহড়ায় উত্তর কোরিয়া এই বৈঠকটি বাতিলের হুমকি ধামকির পর দুই দেশ আবারও একটি বৈঠক হবার সম্ভাবনার দরজা খোলা দেখছেন।
http://cdn-rr1mu0hhwzsuhkwd.stackpathdns.com/media/imgAll/2016October/bg/bg20170417061915.jpg

rafiuqlislam
2018-05-27, 02:53 PM
ঊত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে তুমুল বাকযুদ্ধ চলছিল অনেক দিন যাবত ।মনে হচ্ছিল দুই দেশের মধ্য যুদ্ধ বুঝি লেগে গেল।কিন্ত ইদানিং দেখা যাচ্ছে দুই দেমের মধ্যে সমযোতার একটা সুর যা বিশ্ববাসিকে আসস্ত করেছে।

Rassel Vuiya
2018-05-28, 12:53 PM
মাত্র ১ মাসের মধ্যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দু'নেতার দুই দফা বৈঠক করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে এই বৈঠকটির কারনে ট্রাম্প বলছে যে আমেরিকা উত্তর কোরিয়া নেতা কিম জং-আন এর সাম্প্রতিক কিছু মন্তব্যের ভাল এবং তাদের মধ্যে ১২ই জুনে এই শীর্ষ বৈঠকটি আবারও হতে পারে। বৈঠকটি হলে উত্তর কোরিয়ার ও আমেরিকার ব্যবসায় নতুন দিগন্ত খুলে যাবে বলে আমার ধারনা। যার প্রভাব ফরেক্স ও স্টক মার্কেটে তীব্রভাবে পরবে।
http://0oo.site/matome/wp-content/uploads/2018/05/be48139f.jpg

FXBD
2018-05-29, 05:40 PM
আমরা জানি ট্রাম্প একজন ব্যবসায়ী এবং ধনকুবের। তাই আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগে তার কোম্পানি জন্য তিনি ইতিমধ্যে অনেক টাকা আয় করেছেন। যদিও এখন তিনি ক্ষমতায় আছেন, তাই তিনি নিজের সুবিধা জন্য উত্তর কোরীয়ার সাথে এই বৈঠকটি করতে পারেন যা মার্কি নিদের ব্যবসায় সম্প্রসারনের জন্য এটি করতে পারেন, তবে আমি মনে করি যখন সে কিছু বলবে সেটা অনর্থ ক নয় এবং সে সোজা পথেই এগোবে।

mdsakil
2018-05-30, 09:50 AM
এই দুই দেশ খুবই শক্তিশালী তাই এদের মধ্যে বিরোধ খুব একটা অর্থনীতির জন্য ভালো নয়। ট্রাম্প ব্যাবসা ভালোবুঝেন, আর তার নীতি সমূহ আমার ভালো লাগে। তার বুজতে হবে যুদ্ধ রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনে না। সুষ্ট অর্থনীতি অনুকূল পরিবেশ ব্যাবসার জন্য ভালো। ট্রামপকে দেখতে হবে তার দেশের উপর নির্ভর করে অধিকাংশ রাষ্ট ব্যাবসা বানিজ্য করে থাকে এরুপ অবস্থায় একটা। সুষ্ট পরিবেশ আমরা চাই।

SUROZ Islam
2019-02-26, 04:39 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এর মধ্যে ২০১৮ সালের জুন মাসে সিঙ্গাপুরে দুজনের মধ্যে প্রথম ঐতিহাসিক বৈঠক হয় এবং সম্প্রতি দ্বিতীয়বারের মতো তারা বৈঠক করতে যাচ্ছেন ভিয়েতনামে, ইতিমধ্যে এই বৈঠকের জন্য কিম জং-উন ট্রেনে চেপে ৪ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভিয়েতনামে পৌঁছেছেন। বৈঠকে যোগ দিতে ট্রাম্পের মঙ্গলবার ভিয়েতনামে পৌঁছানোর কথা। বৈঠকের সময়সূচি নিয়ে বিস্তারিত কিছু আগে থেকে জানানো না হলেও হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, কাল বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও কিম একান্তে বৈঠক করবেন এবং এরপর তারা নিজেদের উপদেষ্টাদের সঙ্গে নিয়ে রাতের খাবার খাবেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে মূল বৈঠকটি হবে।