PDA

View Full Version : ক্যান্ডেলস্টিক কোর্স- পর্ব-১ (প্রারম্ভিক আলোচনা)



Nishpap Papi
2018-05-29, 08:00 AM
ফরেক্স ট্রেডিং এ যত ধরণের চার্ট ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় চার্ট হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট. প্রায় সকল দেশের অভিজ্ঞ ট্রেডার মাত্রই এই ক্যান্ডেলস্টিক চার্ট ব্যবহার করে থাকেন. কারন, এই ক্যান্ডেলস্টিক এর কিছু বৈশিষ্ট আছে যার ধারা ট্রেডিং মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের আচরণ, ভবিষ্যৎ কর্মপন্থা ইত্যাদি চার্ট এ প্রস্ফুটিত হয়. ক্যান্ডেলস্টিক সম্পর্কে আমরা মোটামোটি সকলেই কম-বেশি কিছু জানি. এই থ্রেড টিতে আমি মূলত চেষ্টা করব ক্যান্ডেলস্টিক এর গঠন, বিভিন্ন বৈশিষ্ট, বিভিন্ন প্যাটার্ন এবং এই প্যাটার্নগুলো কখন কোন সিগন্যাল দিয়ে থাকে আপনাদের সামনে তা তুলে ধরার. আশা করি আমরা সকলেই বিষয়টি উপভোগ করব.


আবার কথা হবে আগামীকাল পর্ব-২ তে

rafiuqlislam
2018-08-08, 07:55 PM
ভাই ফরেক্স মার্কেট সম্পর্কিত যে ক্যান্ডেলস্টিক চিত্র আপনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অতুলনীয়্। আপনার এই সুন্দর প্রয়াসের জন্য অসংখ্য ধন্যবাদ।আমরা আপনার লেখা থেকে আরও সুন্দর আলোচনা চাই।

alamsat
2018-08-09, 10:55 AM
আমরা সবাই আপনার এই প্রচেষ্টাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। কারন এমন একটি ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা ফরেক্স সম্পর্কে জানতে পারব। সেই সাথে সাথে আপনি কিছু ইন্ডিকেটর সম্পর্কেও যদি বিস্তারিত আলোচনা করেন তাহলে আমরা ভালভাবে ট্রেড করতে পারব আর অন্য কারো কাছে ধন্যাদিয়ে কিছু শেখার প্রয়োজন পড়বে না। আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগের জন্য।

expkhaled
2018-08-09, 11:27 AM
খুবই ভাল একটি উদ্দ্যেগ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা রাখি আমরা এই শিক্ষামূলক পোষ্ট থেকে অনেক ভাল কিছু পাবো ক্যান্ডেস্টীক এর ব্যপারে। আমরা সবাই এই কোর্সে অংশ গ্রহন করবো এবং আমরা সবাই যা জানি ক্যান্ডেস্টীক এর ব্যপারে সব কিছু এখানে শেয়ার করা চেষ্টা করবো। আসলে সবাই মিলে যদি এক সাথে ভাল কিছু শেখার চেষ্টা করা হয় তাহলে সেটা আরও ভাল কিছুতে রুপান্তরিত হতে বেশী সময় লাগে না। তাই আমরা সবাই ক্যান্ডেস্টীক এর বিষয়ে গবেষনালব্দ এবং বাস্তব সম্মত প্রয়োগ গুলি দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।

Mamun13
2018-09-03, 08:57 AM
কেন্ডেলস্টীকগুলো এনালাইসিস করা অপরিহার্য বিষয়৷তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদেরকে প্রথমেই ক্যান্ডেল গুলোর বিভিন্ন ফর্মেশান বা প্যাটার্ণ সম্পর্কে পরিচিত হওয়া অত্যাবশ্যক৷আমরা যখন কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করি তখন ঐ টাইমফ্রেমগুলোতে নির্দিষ্ট সময়ে এক একটি ক্যান্ডেল পরিলক্ষিত হয়,এগুলো মার্কেটের ঐ নির্দিষ্ট সময়র ক্ষেত্রে প্রাইসের মুভমেন্টের একেকটি চেহারা ফুটিয়ে তোলে৷এইসব কেন্ডেলগুলোর open,close,high,low ইত্যাদি এনালাইসিস করেই পরবর্তী ক্যান্ডেল গুলোর শুরুতে এন্ট্রি করতে হয়৷আমরা মার্কেটে কি দেখে এন্ট্রী করি ? সকলকে তা জানা উচিত৷এইসব কেন্ডেলগুলোর প্যাটার্ণ দেখেই সাধারণত ট্রেড করা হয়৷তাই ক্যান্ডেল গুলোর বিভিন্ন ফর্মেশান বা প্যাটার্ণ জানা অত্যন্ত জরুরি৷আমি আশা করবো আপনি ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলসহ অন্যান্য বিষয়গুলো চিত্রসহকারে ধারাবাহিকভাবে তুলে ধরবেন৷এতে আমরা সবাই উপকৃত হবো৷আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই৷

expkhaled
2018-09-03, 05:40 PM
ক্যান্ডেলস্টীক এর ব্যপারে মাস্টারিং করতে হলে বেশ কয়েক বছর লাগে এবং অনেক বেশী পরিমানে ক্যান্ডেলস্টী নিয়ে একসঙ্গে কাজ করা যাবে না। প্রথমে যেকোন একটি বা দুটি ফর্মেশন নিয়ে শুরু করতে হবে এবং সেটা দিয়েই দীর্ঘদিন বিভিন্ন মুভমেন্টে দেখতে হবে। যেমন : একটি ক্যান্ডেলস্টী হলো পিনবার এই এক পিনবার দিয়ে যদি শুরু করা যায় তাহলে একপিন বার দিয়ে অনেক ধরনের ফর্মেশন পাওয়া যাবে যেগুলো প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। এভাবেই ধীরে ধীরে ক্যান্ডেলস্টীক গুলোর ব্যপারে জেনে ডেমোতে এন্ট্রি করে প্র্যাকটিস করতে হবে। তবে আশা করি অভিজ্ঞরা একটু চিত্র সহকারে বুঝিয়ে দিবেন যাতে আমরা যারা নতুন আছি তারা কিছু শিখতে পারি।

Rokibul7
2020-02-24, 09:37 AM
ধন্যবাদ ভাই আপনাকে এই ধরনের পোষ্ট শেয়ার করার জন্য এ ধরনের পোস্ট সবার জন্য উপকারী আমি আসলে জানিনা ক্যান্ডেলস্টিক এর আচরণ সম্পর্কে তবে আমি শুনেছি অনেক ট্রেডার নাকি শুধু ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই ট্রেড করে থাকে এবং তারা নাকি প্রচুর পরিমানে লাভ করে থাকে অপরের কথা শুনলে ভাই নিজের মনে চায় যে অনেক অনেক লাভ করি আপনারা পাশে থাকলে এবং নিয়মিত এভাবে প্রচার করলে অবশ্যই আমার স্বপ্ন একদিন পূরণ হবে আমি একটা উইথড্র পাওয়ার পর থেকে ফরেক্সের প্রতি আমার এতটা আগ্রহ তা বেড়ে গেছে যে ভাবতেই কেমন লাগতেছে

Mahmud1984fx
2020-06-30, 09:37 AM
ফরেক্স চার্ট ফরেক্স ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ পার্ট।ফরেক্সে বিভিন্ন ধরণের চার্ট দেখা যায় যেমন- লাইন চার্ট,ক্যান্ডেলস্ িক চার্ট,বার চার্ট,কাগি চার্ট,টিক টার্ট,হেইকিন-আশি চার্ট,রেনকো চার্ট,পয়েন্ট এবং ফিগার চার্ট ইত্যাদি। এগুলোর মধ্যে বেশী ব্যবহার হয় তিনটি চার্ট : লাইন চার্ট,বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট। বিশেষ করি ক্যান্ডেলস্টি চার্টই ফরেক্স ট্রেডিংয়ে ট্রেডাররা বেশী ব্যবহার করে। কারণ উক্ত চার্ট দিয়ে সহজে বোঝা যায় হাই-লো এবং ওপেন -ক্লোজ প্রাইস ।

Rokibul7
2020-07-23, 12:21 AM
ফরেক্স মাকেটে বহু টেডাররা আছে যারা শুধু এই ক্যান্ডেলস্টিক এর উপর ভিত্তি করে টেড করে এবং প্রচুর প্রফিটও করে।তাই টেকনিক্যাল এনালাইসিস এর মধে এই ক্যান্ডেলস্টিক চেনা সব চাইতে ভাল এইটা স্ট্রটেজি।তাই ক্যান্ডেলস্টিক এনালাইসিসটা সব চাইতে জরুরি।