PDA

View Full Version : এই সমস্যাটা আপনারও থাকলে আসেন বুক মিলাই!



hasem79
2018-05-29, 10:31 PM
আমি ট্রেডার হিসেবে একেবারেই খারাপ না। মোটামুটি বলতে পারেন। সেদিন ফরেক্স ফ্যাকটরিতে আমার একুরেশি দেখলাম কম বেশি ৮৫%। এই হিসেবে আমি আসলে সফল ট্রেডারের খাতায়ই থাকার কথা। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আমি আসলে বলতে গেলে একেবারে একরকম জগন্য অবস্থার মধ্যে আছি। আমি আসলে ফ্রিকুয়েন্ট লস করি না। বেশ কয়েকমাস সুপার ট্রেড করে ভূল করে বসি। কিন্তু আসলেই আমার এনালাইসিস সঠিক থাকে। আমার একটাই সমস্যা থাকে তা হল আগে এন্ট্রি আর দেরিতে এক্সিট করা। এই সমস্যায় আমার মত জর্জরিত কে কে আছেন হাত তুলেন

uzzal05
2018-05-30, 05:26 AM
অ্যানলাইসিস যদি ঠিক থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না। কারন অ্যানলাইসিস করে মার্কেট এর ভবিষ্যৎ প্রাইচ নির্ধারন করা হয়। মার্কেট এখন কোথায় যেতে পারে সেটা অনুমান করে আমদের ট্রেড করতে হবে। তারপর প্রফিট এর অপেক্ষা করতে হবে।

Mamun13
2018-08-18, 08:35 AM
বিগত দিনগুলোতে এই ধরনের সমস্যায় আমি অধমও ছিলাম কিন্তু এখন অনেকটা ধৈর্যশীল হয়েছি৷তাই এখন আর আগের মতো আমার লস হচ্ছে না বরং প্রতিনিয়ত অল্প করে হলেও প্রফিটই হচ্ছে৷আপনার মতো এই ধরনের সমস্যা অনেকেরই ছিল এবং এখনও আছে,থাকবে... এটার মূল কারণ হচ্ছে অস্থিরতা৷আমরা সবাই ফরেক্স মার্কেটের ট্রেডিং চার্টে যখন প্রাইস মুভমেন্ট দেখি তখন আমাদের ভেতরে এক ধরনের পালপিটিশন শুরু হয়ে যায়,আমরা বেশ অস্থিরতা বোধ করি৷আমাদের লোভ অনেক বেশি বেড়ে যায়৷কারণ হলো চোখের সামনে নগদ ডলার উঠানামা করছে আর আমরা হতদরিদ্র, ক্ষুদার্থ,শিক্ষিত বেকার বসে রয়েছি নগদ টাকা রোজগার করার জন্য৷কিন্তু আমাদের সকলেরই স্মরণ রাখা উচিত এই মার্কেটে কখনোই অস্থির হওয়া যাবে না বরং যত বেশি সম্ভব ধৈর্যশীল হতে হবে৷তাই অত্যন্ত ঠাণ্ডা মাথায় খুব ভালো ভাবে এনালাইসিস করে সঠিক সময়ে এন্ট্রি করতে হবে এবং সঠিক সময়ে ক্লোজ করতে হবে৷কখনোই তাড়াহুড়া করা উচিত নয়, তাড়াহুড়া করবেন তো লস অবধারিত৷

expkhaled
2018-08-18, 11:04 AM
যে সমস্যার কথা আপনি এখানে বললেন সেটা সবারই হয় এবং এটা সাধারন। কিন্ত আমরা যদি আমাদের করা ভূল গুলো থেকে শিক্ষা নিতে পারি তাহলে আর সমস্যার কিছু থাকে না। অধিকাংশ সময় আমরা ভূলগুলোকে রিপিট করতে থাকি এবং এখান থেকেই শুরু হয় আমাদের পতনের মূল। যাই হোক আমাদের ধৈর্য্য ধারন পূর্বক মার্কেট এ ট্রেড করার জন্য যাবতীয় শিক্ষা নিতে হবে তাহলে আর সমস্যা থাকবে না। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখন মানিম্যানেজমেন্ট এর বাইরে গিয়ে ট্রেড করি তখনই লসটা বেশী হয়।

iloveyou
2018-08-20, 11:10 PM
ভাই ফরেক্স মার্কেটে এরকম অসংখ্য ও অগণিত ট্রেডার রয়েছেন, যারা কি না এ ধরণের বিব্রতকর পরিস্থিতির মধ্যে তাদের ট্রেডগুলো করছেন। আমারও আগে এরকমি হতো, তবে এখানে সমস্যা যেমন আছে এর সমাধানও রয়েছে। তাই এক্ষেত্রে আপনি যদি আগের থেকেই টেক প্রফিট সেট করে কাজ করেন, তাহলে আর কখনই সমস্যায় পড়তে হবে না আশা্ করা যায়। কেননা আপনার এ্যানালাইসিস যদি সঠিক থাকে তাহলে আপনাকে অবশ্যই সঠিক সময়ে ট্রেডগুলো নিতে হবে।

fxjaman
2019-07-22, 04:15 PM
না ভাই আমার এরকম কোন সমস্যা নেই। কারন আমি যখন এন্ট্রি নেই, তার আগেই আমি হিসাব নিকাশ করে, ভালভাবে এ্যানালাইসিস করে তারপর একটা ডিসিসনে যাই। তবে ট্রেড নেওয়ার সাথে সাথেই আমি স্টপ লস এবং টেক প্রফিট লেবেল নির্ধারণ করে দেই। কারন অযথা ঝামেলায় পড়ার কোন প্রয়োজন নেই।

Hredy
2020-03-20, 02:40 PM
অ্যানলাইসিস যদি ঠিক থাকে তাহলে সমস্যা হওয়ার কথা না। কারন অ্যানলাইসিস করে মার্কেট এর ভবিষ্যৎ প্রাইচ নির্ধারন করা হয়। মার্কেট এখন কোথায় যেতে পারে সেটা অনুমান করে আমদের ট্রেড করতে হবে। তারপর প্রফিট এর অপেক্ষা করতে হবে।