PDA

View Full Version : আজকের মুভমেন্ট ( ৩০-০৫-১৮)



hasem79
2018-05-30, 11:42 PM
আমার গত তিন সপ্তাহ ধরে বেশ কিছু ট্রেড রানিং ছিল বা আছে। আমি অজি/ডলার থেকে গত সপ্তাহে ক্লোজ করে বের হয়ে গিয়েছিলাম কিন্তু নিউ/ডলার থেকে বের হবার কোন চান্সই পাচ্ছিলাম না। কারণ এই পেয়ারটা খালি তলানির দিকেই মুভ করতেছিল। আজকে ব্রেক আউট এসেছিল সেই লেভেলের। এখন মনে হচ্ছে যদি ব্রেক ইভেন এ ক্লোজ করে বের হয়ে যাই তাও খারাপ হবে না যদিও এই মাসের টার্গেট ফিল আপ হতে অনেক দেরী হয়ে গেছে।

Mamun13
2018-08-17, 07:30 AM
হাসেম ভাইয়ের লেখাগুলো থেকে আমার ধারণা হচ্ছে শুধু আমিই এইসব ভূল করি নাই সবাই এই ধরনের ভূল গুলো করছেন৷আমি অবশ্য এইসব ভূল কমিয়ে আনতে পারছি,এখন আর আগের মতো এসব ভূল হয় না৷আসলে এর কারন হচ্ছে- ট্রেডিং চার্টের সঠিক ট্রেন্ড,সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো নিশ্চিত হতে পারছেন না এবং আপনি আপনার ট্রেডিং চার্টটি স্থির রেখে ট্রেড করতে পারছেন না৷অর্থাৎ আপনি বিভিন্ন টাইমফ্রেম পরিবর্তন করে করে ট্রেড করে থাকেন৷এজন্য আপনার ট্রেডে ভুল এন্ট্রী হচ্ছে- ফলে রানিং ট্রেডগুলো লসের দিকে যায়৷এর সমাধান হলো- আপনি আপনার ট্রেডিং চার্টটি নির্দিষ্ট স্হির করুন এবং নির্দিষ্ট ট্রেডিং চার্টে সঠিক ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো ভালোভাবে দেখে শুনে বুঝে নিশ্চিত হয়ে এন্ট্রি করুন৷অবশ্যই ট্রেড সেটাপ করার পর পিসিতে বসে থাকার প্রয়োজন নাই,দূরে কোথাও অন্য কোনো কাজে চলে যেতে পারেন এবং কখনোই আপনার রানিং ট্রেডগুলো আগেই অস্থির হয়ে ক্লোজ করে দিবেন না৷আমাদের সকলেরই অত্যন্ত ধৈর্য্যের সাথে চেষ্টা করা উচিত৷

saraa
2020-03-16, 11:13 AM
শেখা এবং অভিজ্ঞতা ব্যতীত কোনও সাফল্য সম্ভব হয় না কারণ আমরা যখন কোনও কিছুর মধ্যে সফল হতে চাই তখন প্রথমে আমরা এটি সম্পর্কে জ্ঞান পাই এবং তারপরে আমরা সেই সম্পর্কে কিছু ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করি। সুতরাং ফরেক্সে আমাদেরও শেখার উপর ফোকাস করতে হবে এবং তারপরে আরও এটি সফল এবং পেশাদার হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং কঠোর পরিশ্রম।