Log in

View Full Version : বোনাস কেন পাই ?



Mamun13
2018-06-07, 09:07 AM
বোনাস যখন-তখন বাতিল অথবা প্রফিট উইথড্র বাতিল অথবা একাউন্ট ব্লক করে দেওয়া যদি ইন্সটা ফরেক্স ব্রোকারের ইচ্ছা স্বাধীন হয়ে থাকে তাহলে আমাদেরকে বোনাস দেওয়ার অর্থ কি ? বোনাস দেওয়া ইন্সটাফরেক্সের সম্পূর্ণই দয়া-দাক্ষিণ্যের ব্যাপার না কি আমরা অনেক কষ্ট করে ভালো ভালো পোস্ট লেখার বিনিময়ে এই বোনাস অর্জন করে থাকি ? কোনটা সঠিক ? আমি বিশ্বাস করেছিলাম আমরা সবাই এখানে পোস্ট লিখছি এবং পোস্টের বিনিময়েই বোনাস অর্জন করছি এবং এটা আমাদের নিজেদের অর্জন৷কিন্তু বাস্তবে দেখলাম এটা সম্পূর্ণই ভুল৷অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার ক্ষমতা ইন্সটাফরেক্সের, প্রফিট উইথড্র বাতিল করাও ইন্সটাফরেক্সের এবং বোনাস বাতিল করাও ইন্সটাফরেক্সের অধীন- তাহলে আমরা এই বোনাস নিয়ে এত কষ্ট করে ট্রেড করি কেন ?

expkhaled
2018-06-07, 02:52 PM
আসলেই এটা দু:খ জনক যে, কষ্টকরে পোষ্ট লিখে বোনাস পাওয়ার পর আবার সেই বোনাস দিয়ে অনেক কষ্ট করে ট্রেড করে লাভ করার পরও যদি লাভ না দেয়। তাহলে এটা কেমন ধরনের সিস্টেম হলো ভাই। আমি তো পুরাই নিরাশ হয়ে গেলাম। তাহলে আমাদের এত কষ্ট করার দরকার কি? বুঝলাম না এটা কেমন ধরনের কাজ। আমি কখনও আশা করিনি ইন্সট্রাফরেক্স এমন করতে পারে। যাই হোক ভবিষ্যতের জন্য আমাদের অনেক চিন্তা ভাবনা করে আগাতে হবে।

rafiuqlislam
2018-06-07, 03:08 PM
আমরা যারা ফোরামে লিখি তারা অনেক কষ্ট করেই লিখি বিনিময়ে আমাদের কিছু বোনাস দেওয়া হয়্।কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় প্রায়ই অভিযোগ দেখা যায় সামান্য কারনে ফরেক্স ফোরামের সদস্যদের এসব বোনাস বন্ধ করে দেওয়া হয়।এমনটি করলে আমরা যারা নতুন তারা আগ্রহ হারিয়ে ফেলবো।কর্তৃপক্ষে কাছে বিনীত প্রার্থনা বিষয়টির প্রতি সদয় দৃষ্টি রাখবেন।

FXBD
2018-06-07, 06:42 PM
ফোরাম বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য দেয়া হয়, কেননা নতুন অবস্থায় করো ডিপোজিট করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যখন সে ট্রেডার একজন পুরোপুরি প্রফেশনাল ট্রেডার হয় ফোরাম বোনাসের কারনে সে ডিপোজিট যে করতে হবে সেটাই ভুলে যায়। আপনি বোনাসের টাকা দিয়ে প্রফিট উত্তোলন করা যায় কিন্তু অতিরিক্ত প্রফিট উইড্রো করাটা সত্যিই বেমানান, কেনান এটা বোঝায় সে তার ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়েই ট্রেড করে। অথচ একজন প্রফেশনাল ট্রেডার হিসাবে ডিপোজিট করার পরিস্কার বোঝায় যে সে ট্রেডার শুধুমাত্র বোনাস ফান্ড ব্যবহার করেই ট্রেডিং করে এবং প্রফিট করে। তখন যদি ইন্সটাফরেক্স তার অ্যকাউন্টের নামের সাথে মিল আছে একন কোন তথ্য আরো অ্রকাউন্টে খুজে পায় তাহলে সেই অ্যকাউন্ট ডিজেবল করে দেয়। বা বোনাস বাতিল করে দেয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

Mamun13
2018-06-08, 09:17 PM
ফোরাম বোনাস অফারগুলো মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য দেয়া হয়, কেননা নতুন অবস্থায় করো ডিপোজিট করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যখন সে ট্রেডার একজন পুরোপুরি প্রফেশনাল ট্রেডার হয় ফোরাম বোনাসের কারনে সে ডিপোজিট যে করতে হবে সেটাই ভুলে যায়। আপনি বোনাসের টাকা দিয়ে প্রফিট উত্তোলন করা যায় কিন্তু অতিরিক্ত প্রফিট উইড্রো করাটা সত্যিই বেমানান, কেনান এটা বোঝায় সে তার ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়েই ট্রেড করে। অথচ একজন প্রফেশনাল ট্রেডার হিসাবে ডিপোজিট করার পরিস্কার বোঝায় যে সে ট্রেডার শুধুমাত্র বোনাস ফান্ড ব্যবহার করেই ট্রেডিং করে এবং প্রফিট করে। তখন যদি ইন্সটাফরেক্স তার অ্যকাউন্টের নামের সাথে মিল আছে একন কোন তথ্য আরো অ্রকাউন্টে খুজে পায় তাহলে সেই অ্যকাউন্ট ডিজেবল করে দেয়। বা বোনাস বাতিল করে দেয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ,আপনার উল্লেখিত এইসব কোনোও ত্রুটিতে আমাকে ফাঁসাতে পারবেন না৷আমার এই ট্রেডিং একাউন্টে দুইবার ১০ ডলার করে ডিপোজিট করেও ট্রেড করেছিলাম৷আমি সকল শর্তগুলো মনে রেখেই ট্রেড করেছি৷তাই ডিপোজিট করতে ভুলি নাই,দুই বার ডিপোজিট করেছি৷আমার মোট প্রফিটের ৩,৭০০ ডলারের মধ্যে মাত্র ১১১ ডলার উইথড্রো রিকোয়েষ্ট করেছিলাম৷৩,৭০০ ডলারের তুলনায় ১১১ ডলার অত্যন্ত কম যা কখোনোই কোনো ভাবেই বেমানান বা অতিরিক্ত প্রফিট উইথড্রো নয়৷আবার আমার নামের বা এড্রেসের সাথে বা আমার নিজের অন্য কোনোও তথ্যের সাথে সামান্যতমও মিল আছে এমন কোনোও তথ্য বা একাউন্ট খুঁজে পাবেন না- আমি 100% নিশ্চিত৷তাইতো আমি ইন্সটাফরেক্সের বা ফোরামের সাথে অবশ্যই মুক্ত কন্ঠে চিৎকার করে এই বিষয়ে চ্যালেন্জ করছি৷ ইন্সটাফরেক্সের উচিৎ আমার শর্তখেলাপ বা নিয়ম ভঙ্গের যথাযথ প্রমাণ করা৷আপনি নিজে বুঝার চেষ্টা করুন আমি কী বলছি ?

rafiuqlislam
2018-06-08, 10:01 PM
মামুন ভাইয়ের দুঃখে আমরা ও ব্যাথিত।কিন্ত দুঃখ প্রকাশ ছাড়া আর করার কি আছে আমাদের ? ফরেক্স কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত প্রার্থনা কি কারনে মামুন ভাইয়ের একাউন্ট ডিজেবল করা হলো বিষয়টি জানান।তাহলেআমরা সে বিষয়ে সতর্ক হতে পারবো।ধন্যবাদ।

souravkumarhazra6763
2018-06-15, 08:42 PM
সাধারণত ফোরাম এ পোস্ট করার জন্য আমরা বোনাস পেয়ে থাকি,এই বোনাস নতুনদের ফরেক্স এ উৎসাহিত করার জন্য প্রদান করা হয়ে থাকে,ফোরাম এর বোনাস প্রতেক মাস এর ১০ তারিখ এর ভিতর পেইড করে দেয়,উক্ত বোনাস ব্যবহার করে আমরা নিয়ম মাফিক ট্রেড করে প্রফিট উঠাতে পারি।

rafiuqlislam
2018-06-15, 11:10 PM
ফরেক্স ফোরামে আমরা যারা পরিশ্রম করে লিখি,এই লেখার পারিশ্রমিক হিসাবে আমাদের কিছু বোনাস দেওয়া হয়।সিস্টেমটা এ জন্য যে, যাতে করে ফরেক্স ট্রেডের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়।তবে মামুন ভাইয়ের সাথে যেটা করা হযেছে সেটার সুস্পষ্ট কারন জানালে আমরা বিষয়টি সম্পর্কে সচেতন হতে পারতাম।

alamsat
2018-06-15, 11:41 PM
এমন বড় আকারের ক্ষতি হলে অবশ্যয় মন খারাপ হওয়ার কথা। কিন্তু কোন ব্রোকার তাদের কোন ট্রেডারের এমন ক্ষতি করে আমার জানা ছিল না। হয়ত আপনার কোন বড় আকারের ভুল হতেও পারে যেটি সিষ্টেম এ ধরা পড়েছে। মামুন ভাই আপনি লাইভ চ্যাটে এর কোন ভাল সমাধান পাবেন না। আপনি সরাসরি dealer@instaforex.com এ আপনার যাবতীয় সমস্যা মেইল করে দেখতে পারেন। আমি একটি সমস্যার কথা বলার সাথে সাথে সমাধান পেয়েছিলাম। আপনি ও দেখতে পারেন। আপনার সমস্যাগুলি বিস্তারিত এই মেইল এ পাঠান ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন।

shohedullaearn
2023-07-27, 10:46 PM
আসলে সুন্দর একটি পোষ্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম আমরা বোনাস কেন পাই বোন াস কি কারণে আমাদের দেওয়া হয়। কিন্তু আরও পড়লাম যে মাঝে মাঝে আইডি পান করে দেয়া হয় কিন্তু কেন এইটা আমারা কষ্টকর অর্জন করার পর হয়ে যায় অনেক খারাপ লাগে আশা করি আমাদের সাথে আর এরকম হবে বলে কি না হয়। 🙂