Log in

View Full Version : একাউন্ট ব্লক অথচ কারন জানি না !!!



Mamun13
2018-06-07, 06:31 PM
ফোরামে সংযুক্ত আমাদের ট্রেডিং একাউন্টগুলি হঠাৎ ডিজেবল বা ব্লক হওয়ার যতগুলো শর্ত আমার জানা রয়েছে সেগুলো হলো-# ফোরামে সংযুক্ত এই ট্রেডিং একাউন্টটি বোনাস নেওয়ার উদ্দেশ্যে যদি একাধিক ফোরামের সাথে সংযুক্ত থাকে৷#ফোরামে একই ব্যাক্তির এবং একই আই.পি (ডিভাইস) থেকে যদি একাধিক প্রোফাইল বা ফোরাম পোষ্টিং আই.ডি ব্যাবহার করা হয়৷#আপনার একটি ট্রেডিং একাউন্টের বোনাস সহ প্রফিট যদি অন্যের নামের কোনোও একটি ট্রেডিং একাউন্টে উইথড্রো বা ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠান তাহলেও আপনার নিজের বর্তমান ট্রেডিং একাউন্ট ডিজেবল হতে পারে৷#নিউজ আওয়ারে যদি বড় ভলিয়ম দিয়ে অল্প সময়ে ট্রেড করে প্রচুর প্রফিট করে সেই প্রফিট যদি উইথড্রো রিকোয়েস্ট করেন৷# কারেন্সী বাদে গোল্ড বা অন্যান্য কমোডিটি দিয়ে যদি ট্রেড করেন৷#সবগুলো রানিং ট্রেড যদি ক্লোজ করে নেওয়া না হয় তাহলে৷#প্রায়ই যদি বড় বড় ভলিয়ম দিয়ে ট্রেড করেন৷#সম্পূর্ণ প্রফিট একসাথে যদি উইথড্রো রিকোয়েস্ট করেন তাহলে৷#আপনার এই ট্রেডিং একাউন্টে যদি কখোনোও কোনোও ডিপোজিট না করেন তাহলে৷#ডিপোজিট করার ঐ নির্ধারিত লিংক ব্যাতীত অন্য নতুন কোনো লিংকে যদি উইথড্রো রিকোয়েস্ট করেন৷#ফোরামে সংযুক্ত ট্রেডিং একাউন্টটি যদি ননভেরিফাইড হয়-তাহলে৷এইসব কারনেই সাধারনত ফোরামে সংযুক্ত ট্রেডিং একাউনটটি ইন্সটাফরেক্স ব্রোকার ডিজেবল বা ব্লক করে দেয়৷আপনাদের যদি জানা থাকে এসব কারনের বাইরেও আরোও কারন রয়েছে-তাহলে সবাই বিষয়টা সকলের জ্ঞ্যাতার্থে জানিয়ে দিবেন৷এতে সবাই সতর্ক ও উপকৃত হবো৷

mdsakil
2018-06-08, 09:07 AM
আমার কয়েকটা প্রশ্ন আপনার কাছে কত মাস পর্যন্ত ডিপোজিট না করলে একাউন্ট থাকবে। আমার ইচ্ছা ৩০০ ডলার হলে ট্রেড করবো, এখন সেই পর্যন্ত কি একাউন্ট থাকবে। আমার ফোন আর কম্পিউটার দুইটা ডিভাইস দিয়া দুইটা একাউন্ট খুলে আমার দুইটি আলাদা আলাদা একাউন্টে বোনাস নিলে কি একাউন্ট ডিজেবেল হবে? একাউন্ট ডিজেবেল হলে কি এনাবেল করার কোন উপায় আছে?

souravkumarhazra6763
2018-06-08, 09:16 AM
ধন্যবাদ আপনাকে,একাউন্ট ব্লক করে দেওয়ার সু স্পষ্ট তথ্য গুলো জানতে পেরে আমরা সকল নতুন ট্রেডার উপকৃত হলাম,তাই আমরা সকলে এই ধরণের কাজ হতে বিরত থেকে একাউন্ট টা সেফটি রাখবো,আশা করি আমাদের সকলের উপরিক্ত তথ্য গুলো মেনে চলবো।

Mamun13
2018-06-08, 11:43 PM
আমার কয়েকটা প্রশ্ন আপনার কাছে কত মাস পর্যন্ত ডিপোজিট না করলে একাউন্ট থাকবে। আমার ইচ্ছা ৩০০ ডলার হলে ট্রেড করবো, এখন সেই পর্যন্ত কি একাউন্ট থাকবে। আমার ফোন আর কম্পিউটার দুইটা ডিভাইস দিয়া দুইটা একাউন্ট খুলে আমার দুইটি আলাদা আলাদা একাউন্টে বোনাস নিলে কি একাউন্ট ডিজেবেল হবে? একাউন্ট ডিজেবেল হলে কি এনাবেল করার কোন উপায় আছে?

আপনার সংযুক্ত ট্রেডিং একাউন্টটি সারা বছরই থাকবে আশা করি৷তবে আপনার নিজের একটি একাউন্টই এই ফোরামে সংযুক্ত রাখবেন৷যেহেতু আপনি ব্যাক্তি একজন তাই দুইটা ডিভাইস দিয়ে আলাদা একাউন্ট তৈরী হলেও একাউন্ট অবশ্যই ডিজেবল হয়ে যাবে-সাবধান এটা কখোনোই করবেন না৷চিহ্নিত ও প্রমাণিত ডিজেবল একাউন্ট কখোনোই এনাবেল করা যায় না৷একজন ব্যাক্তি একটিমাত্র ট্রেডিং একাউন্টই ব্যাবহার করতে পারবে৷দুইটা একাউন্টের চিন্তা কখোনোই করবেন না৷

iloveyou
2018-09-19, 11:58 AM
হ্যা ভাই আপনি এখানে একাউন্ট ব্লক হওয়ার অনেকগুলো কারন তুলে ধরেছেন এবং এগুলোর কোন একটা যদি কোন ট্রেডার এর ব্যতিক্রম করেন তবে আজ অথবা কাল তার একাউন্ট অবশ্যই ডিজেব্যল হয়ে যাবে। কাজেই আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে। নিয়েমর বাইরে কোন কিছু করা যাবে না, তবে তার আগে আমাদেরকে এই নিয়মগুলো সম্পর্কে ভাল ধারণা নিতে হবে।

alamsat
2018-09-19, 12:43 PM
প্রিয় মামুন ভাই আপনার গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। এ ব্যাপারে আপনার নিকট আমার একটি প্রশ্ন আছে। আমি কি আমার আর একটি ভেরিফাই করা একাউন্ট ফোরামে যুক্ত করে ফোরাম থেকে বোনাস নিয়ে ট্রেড করতে পারব। দয়াকরে একটি বিস্তাারিত জানাবেন। কারন আমার বর্তমান একাউন্টের অবস্থা খুব একটা ভাল না। অনেক লস করে ফেলেছি। তাই নতুন একটি একাউন্ট ফোরামে যুক্ত করে সেখানে বোনাস নিয়ে ট্রেড করতে চাই।