PDA

View Full Version : দক্ষিণ কোরিয়ায় ক্রিপ্টোকারেন্সী আবারও হ্যাক করা হয়েছে!



FXBD
2018-06-11, 01:15 PM
দক্ষিণ কোরিয়ায় কিছু ক্রিপ্টোকারেন্সী আবারও হ্যাক করা হয়েছে! ফলে হ্যাকিংয়ের কারণে দক্ষিণ কোরিয়ার মার্কেটে বেশ কয়েকটি ক্রিপ্টোকারেন্সী মূল্য আবারও পড়ে গেছে। মার্কেটের মধ্যে প্রায় কয়েক ঘন্টার মধ্যে প্রায় ১৪ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে এবং সবত্র এর আতঙ্ক ছড়িয়ে পড়ছে।এটা কি কাকতালীয় কোন ঘটনা?
5902

rafiuqlislam
2018-06-11, 02:31 PM
বিশ্ব আবার ও একটা অর্থনীতির খারাপ সংবাদ পেল।দক্ষিন কোরিয়ার বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি আবার হ্যাকিংএর স্বীকার হলো সে জন্য কোরিয়ার অর্থনৈতিক মার্কেটে মন্দা ভাব লক্ষ করা যাচ্ছে।ফলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।বিষয় বড় রহস্য জনক বলে মনে হচ্ছে।

Montu Zaman
2018-06-12, 11:02 AM
বিশ্ব আবার ও একটা অর্থনীতির খারাপ সংবাদ পেল।দক্ষিন কোরিয়ার বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি আবার হ্যাকিংএর স্বীকার হলো সে জন্য কোরিয়ার অর্থনৈতিক মার্কেটে মন্দা ভাব লক্ষ করা যাচ্ছে।ফলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে।বিষয় বড় রহস্য জনক বলে মনে হচ্ছে।

এই হ্যাকিং এর পর থেকেই সব ধরনের ক্রিপ্টো কারেন্সীর দাম কমতে শুরু করেছে। কেননা ক্রিপ্টো কারেন্সী হাকিংয়ের এর নিউজটি ট্রেডারদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে, যেহেতু ক্রিপ্টো কারেন্সী ট্র্যাকিং করে চুরি বা হ্যাকিং করা খুব কঠিন ও অসম্ভব একটি কাজ মনে করা হত। যদিও এই জিনিসটি ঘটছে, তাই এখন পর্যন্ত ক্রিপ্টো কারেন্সী এর প্রতি মানুষের আস্থা অনেক কমতে শুরু করেছে। তাই ক্রিপ্টো কারেন্সী এর দাম নিচে নামানোর জন্য আমার কাছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।

souravkumarhazra6763
2018-06-13, 01:24 PM
ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং এর ফলে ক্রিপ্টোকারেন্সি বাজারে ব্যাপক ভাবে মূল্যপতন হয়েছে, হ্যাকিং ফলে ক্রিপ্টোকারেন্সি এর উপর মানুষদের আস্তা কমে গেল,ক্রিপ্টোকারেন সি তে আমরা ভবিষ্যৎ এর জন্য বিনিয়োগ করে থাকি,কিন্তু হ্যাকিং এর ফলে এর ব্যাপক দরপতন আমাদের অনেক লস এর সন্মূখীন করবে।

Montu Zaman
2018-06-14, 04:06 PM
দক্ষিণ কোরিয়ায় ক্রিপ্টোকারেন্সী হ্যাকিং এর পর থেকে শুধু খারাপ খবর পাচ্ছি, যেমন গত বুধবার থেকে একটি গুজব চারদিকে ছাড়াচ্ছে যে গুগল সকল ধরনের ক্রিপ্টো কারেন্সীর বিজ্ঞাপন নিষিদ্ধ করবে যা বিটকয়েন সহ সকল ক্রিপ্টো কারেন্সীর অন্য চরম একটি ধাক্কা লাগবে যদিও এখনও পর্যন্ত কোন কিছুই নিশ্চিত নয়। এছাড়াও গতকাল রাতে চীনের কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি বলেছে যে তিনি বিটকয়েন এর মাধ্যমে পেমেন্ট বাতিল করবে যার অর্থ বিটকয়েনের জন্য আরো আরেকটি খারাপ খবর।

rafiuqlislam
2018-06-14, 09:53 PM
দক্ষিন কোরিয়ার ক্রিপ্টোকারেন্সী আবারো হ্যাকিং এর সংবাদে বিশ্ব বানিজ্যে ক্রিপ্টোকারেন্সী বিরাট ধাক্কা খেল ।বিশ্ব বানিজ্যে যারা ক্রিপ্টোকারেন্সী জণ্য বিনিয়োগ করে তারা থমকে গেল।বিশ্ববাসির জন্য ক্রিপ্টো কারেন্সী আস্তা হারালো।এটা এক গভীর ষড়যন্ত্রের অশনি সংকেত।