PDA

View Full Version : Uber কার রাইডিং



Tofazzal Mia
2018-06-18, 03:40 PM
Uber ট্যাক্সি বা রাইড শেয়ারিং এর মাধ্যমে অন্যের অব্যবহৃত প্রাইভেট কার স্মার্টফোনের অ্যাপস এর মাধ্যমে নিদিষ্ট গন্তব্যে স্বল্পমুল্যে ভাড়ায় নেয় যায়। আর এটার ফলে সকল মধ্যবিত্তদের প্রাইভেট কার চড়ার সুযোগ তৈরী হয়েছে।
Uber কার রাইডিং সম্পর্কে আপনাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করুন এই থ্রেডটিতে।

FXBD
2018-06-20, 02:03 PM
কোন সন্দেহ নেই যে ঢাকায় অ্যাপসভিত্তিক পরিবহন ভাড়া করার সেবা উবার কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। কেননা এর মুল সুফল হল স্বল্প খরচে ভাল মানের সেবা পাওয়া যাচ্ছে। সম্প্রতি উবার বাংলাদেশে চালক ও রাইডারদের জন্য পাইওনিয়ার ইন্স্যুরেন্স এর মাধ্যমে ইন্স্যুরেন্স সুবিধা চালু করেছে। মানে উবার অ্যাপস ব্যবহারকালে যদি কোনও দুর্ঘটনা ঘটে এবং উবার ব্যবহারকারী বা চালক মৃত্যুবরণ করেন, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অথবা হাসপাতালে চিকিৎসা নেন তাহলে তারা ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার ব্যবহারকারীর মৃত্যু হলে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

BDFOREX TRADER
2018-07-04, 02:16 PM
উবার অ্যাপের সাহায্যে আমার স্মার্টফোনের ব্যবহার করে ঘরে বসেই ট্যাক্সি ডেকে নিতে পারছি এবং ভাড়াও অত বেশি নয়। এছাড়া তাদের বিভিন্ন ডিসকাউন্ট অফার তো রয়েছেই। মুলত বর্তমানে উবারের গাড়িতে ওঠালেই মুল ভাড়া ৫০ টাকা এবং তারপর থেকে প্রতি কিলোমিটার ২১ টাকা হিসাবে ভাড়া নেওয়া শুরু হয়। যদিও মাঝে মাঝে টেকনিক্যাল সমস্যার কারণে ভাড়া বেশি আসে। তবে আমি মনে করি আমাদের মত সাধারন মানুষের উবার এর কারনে সহজেই ট্যাক্সি ভাড়া করতে পারছি।

Rakib Hashan
2018-07-24, 04:49 PM
উবার অনলাইন ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস, যা সম্প্রতি রাজধানী ঢাকায় চালু হয়েছে। ফলে কোথাও যাওয়ার জন্য নিকটবর্তী চালককে অর্ডার করলেই কয়েক মিনিটের মধ্যে সামনে এসে হাজির হবে উবার ট্যাক্সি বা হোন্ডা। যাইহোক এখনো কারো উবার ইনস্টল/ইউজ করা না হয়ে থাকলে আমার ফ্রি রাইড কোড https://uber.com/invite/apus292ue টি ইউজ করতে পারেন। এতে করে আপনার ফার্স্ট রাইড এর উপর ২৫০ টাকা ডিসকাউন্ট পাবেন এবং আপনি যেদিন ফার্স্ট রাইড দিবেন ... এই সুবিধা আর আন্তরিক গ্রাহক সেবার অপব্যবহার না হলেই হল …

SUROZ Islam
2018-11-28, 01:47 PM
https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAll/2018September/uber-1-20181127133255.jpg
বাংলাদেশে কার/মোটর বাইক রাইড শেয়ারিং এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছ। বিশ্বখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি উবার ২ বছর আগে থেকে বাংলাদেশে পথচলা শুরু করে কিন্তু এখন তারা বলছে বাংলাদেশই এখন তাদের সবচে বড় মোটো মার্কেট। দেশে সেবাটি চালুর এক বছরের মাথায় ভারতের দিল্লী ও মিশরের কায়রোকে পেছনে ফেলে দিয়েছে ঢাকা। সবমিলিয়ে বাংলাদেশে উবারের ২য় বর্ষপূর্তিতে কোম্পানিটি বলছে, এ পর্যন্ত এক লাখেরও বেশি চালক তাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সপ্তাহে আরও প্রায় আড়াই হাজার নতুন চালক সাইন আপ করছেন। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কোম্পানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে।

SUROZ Islam
2019-02-17, 06:07 PM
উবার এর নতুন প্রধান নির্বাহী দারা খসরুশাহির নেতৃত্বে গ্রহন করার পর এক বছর পার করল যুক্তরাষ্ট্রভিত্ িক বিশ্বের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। গত শুক্রবার প্রকাশিত প্রতিষ্ঠানটির একটি আর্থিক হিসাব থেকে জানা যায়, গত এই এক বছরে অর্থাৎ ২০১৮ সালে প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ কোটি ডলার। উবারের নতুন প্রধানের দায়িত্ব গ্রহণের আগের বছর প্রতিষ্ঠানটির লোকসানের পরিমাণ ছিল ২২০ কোটি ডলার। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি লোকসানে থাকলেও পরিমাণ অনেকটা কমেছে। গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ ছিল ৩০০ কোটি ডলার, যা কিনা আগের প্রান্তিকের চেয়ে ২ শতাংশ বেশি এবং আগের বছরের একই সময়ের চেয়ে ২৫ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে উবারের আয় আগের বছরের চেয়ে ৩৮ শতাংশ বেড়েছে এবং জুন প্রান্তিকের আয় আগের বছরের চেয়ে ৬৩ শতাংশ বেড়েছে।

Rassel Vuiya
2019-04-21, 12:04 PM
http://forex-bangla.com/customavatars/838999696.jpg
যুক্তরাষ্ট্রের রাইড শেয়ারিং কোম্পানি উবারে ১০০ কোটি ডলার বিনিয়োগ করছে জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা ও বিনিয়োগ তহবিল সফটব্যাংক ভিশন ফান্ড। উবারের স্বচালিত গাড়ি প্রকল্পে এ বিনিয়োগ করা হচ্ছে। বিনিয়োগ পাওয়ার পর উবারের স্বচালিত গাড়ি ইউনিটের মূল্যমান হয়েছে ৭৩০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এ বিনিয়োগের পুরো অর্থ হাতে পাবে উবার। মে মাসে উবারের শেয়ারবাজারে আসার সম্ভাবনাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে বহুল প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন এ বিনিয়োগ নিশ্চিতভাবে কোম্পানিটির আইপিও নিয়ে বিনিয়োগকারীদের উৎসাহের পারদ আরো বৃদ্ধি করবে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর উবারের বাজারমূল্য হতে পারে ১০ হাজার কোটি ডলার, অথচ কোম্পানিটি এখনো লোকসানে রয়েছে এবং শিগগিরই মুনাফার দেখা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

FXBD
2019-06-12, 06:30 PM
http://forex-bangla.com/customavatars/2056534097.jpg
আমেরিকার অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় উড়ন্ত ট্যাক্সি সেবা উবার এয়ার চালু করবে তারা। আমেরিকার ডালাস ও লস অ্যাঞ্জেলসের পর তৃতীয় শহর হিসেবে অস্ট্রেলিয়ার বাণিজ্য শহর মেলবোর্নকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। পাইলট প্রকল্প হিসেবে ২০২০ সালে এখানে উড়ন্ত ট্যাক্সি চালু করতে চায় উবার। আর ২০২৩ সালে চূড়ান্তভাবে উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করবে প্রতিষ্ঠানটি।

Montu Zaman
2019-09-02, 05:16 PM
স্মার্টফোন না থাকলেও মিলবে উবার ডাকার সুবিধা, আর এটা মিলবে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে। কাঁধে ব্যাগ চাপিয়ে নামার পর গন্তব্যে যেতে যানবাহন পাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না যাত্রীদের। উবারের গত ১০ বছরের ইতিহাসে এই প্রথম স্মার্টফোন ছাড়া উবার ডাকার সুবিধা মিলবে। গত আগস্টে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে কিয়াস্ক স্থাপন করেছে উবার। বিমান থেকে অনেক যাত্রী ভাষা ও কারিগরি কারণে উবার ডাকতে গিয়ে সমস্যায় পড়েন। তাদের সহায়তা করতেই কিয়াস্কগুলো তৈরি করা হয়েছে। কিয়াস্ক হলো লম্বা একটি স্ট্যান্ডের ওপর বসানো ডিসপ্লে। সেখান থেকে নানা তথ্য ও সেবা পাওয়া যায়। কিছু কিয়াস্ক থেকে টিকিটও কেনা যায়। ভালো মানের কিয়াস্কে থাকে টাচ স্ক্রিন মনিটর, ইন্টারনাল মনিটর ও কিয়াস্ক এনক্লোজার। সাধারণত ভিড়ভাট্টা বেশি—এরকম জায়গাতেই কিয়াস্ক বসানো হয়।পৃথিবীর আর কোনো দেশে এই সেবা চালু হবে কি না—সে ব্যাপারে উবার কিছু জানায়নি। তবে ধীরে ধীরে কিয়াস্কের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে তারা।

Shole33
2020-08-27, 12:29 PM
Uber কার রাইডিং
স্মার্টফোন না থাকলেও মিলবে উবার ডাকার সুবিধা, আর এটা মিলবে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে। কাঁধে ব্যাগ চাপিয়ে নামার পর গন্তব্যে যেতে যানবাহন পাওয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না যাত্রীদের। উবারের গত ১০ বছরের ইতিহাসে এই প্রথম স্মার্টফোন ছাড়া উবার ডাকার সুবিধা মিলবে। গত আগস্টে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্টে কিয়াস্ক স্থাপন করেছে উবার। বিমান থেকে অনেক যাত্রী ভাষা ও কারিগরি কারণে উবার ডাকতে গিয়ে সমস্যায় পড়েন। তাদের সহায়তা করতেই কিয়াস্কগুলো তৈরি করা হয়েছে। কিয়াস্ক হলো লম্বা একটি স্ট্যান্ডের ওপর বসানো ডিসপ্লে। সেখান থেকে নানা তথ্য ও সেবা পাওয়া যায়। কিছু কিয়াস্ক থেকে টিকিটও কেনা যায়। ভালো মানের কিয়াস্কে থাকে টাচ স্ক্রিন মনিটর, ইন্টারনাল মনিটর ও কিয়াস্ক এনক্লোজার। সাধারণত ভিড়ভাট্টা বেশি—এরকম জায়গাতেই কিয়াস্ক বসানো হয়।পৃথিবীর আর কোনো দেশে এই সেবা চালু হবে কি না—সে ব্যাপারে উবার কিছু জানায়নি। তবে ধীরে ধীরে কিয়াস্কের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে তারা।

BDFOREX TRADER
2020-11-26, 04:08 PM
চালকদের জন্য ‘অন ডিমান্ড ক্যাশ-আউট’ ফিচার নিয়ে এসেছে উবার ইন্ডিয়া। নিজেদের মটো, অটো এবং গাড়ি অংশীদারদেরকে এ সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফিচারটি ভোগ করতে অবশ্য শর্ত পূরণ করতে হবে। ন্যূনতম দুইশ’ রুপি আয় করতে হবে চালকদেরকে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, সপ্তাহে যে কোনো দিন নিজেদের আয় করা অর্থ তোলার সুযোগ থাকবে। উবার জানিয়েছে, চালকদের অর্থবহ উপার্জনের সুযোগ করে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। চালকদের জন্য ‘উবার কেয়ার’ নিয়ে এসে হাজারো চালককে জীবন বীমা ও আরও অনেক সেবাতে প্রবেশাধিকার দিয়েছে উবার।
“এই চ্যালেঞ্জিং সময়ে চালকদের সহযোগিতা করার লক্ষ্যে, আমরা ‘অন ডিমান্ড ক্যাশ-আউট ফিচার’ নিয়ে এসেছি, যা তাদেরকে সাপ্তাহিক অর্থ উঠানোর বদলে সপ্তাহের যে কোনো দিন অর্থ উঠাতে দেবে। উবার প্ল্যাটফর্মের চালকরা সবসময়ই আমাদের জন্য অতিরিক্ত শ্রম দিয়েছেন, আমরাও চালকদেরকে আরও পুরস্কারবান্ধব অভিজ্ঞতা দিয়ে তাদের কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করা অব্যাহত রাখব।” – বলেছেন উবার ইন্ডিয়া সাউথ এশিয়া’র সরবরাহ ও চালনা কার্যক্রম বিভাগীয় প্রধান পাভান ভাইশ।
গত কয়েক মাসে উবার কয়েকটি সুরক্ষা পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে একটি হল ‘গো অনলাইন চেকলিস্ট’, যাত্রীদের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক নীতি আরোপ, চালকদের জন্য যাত্রার পূর্বে মাস্ক পরার প্রমাণ হিসেবে সেলফি, এবং কোভিড সংশ্লিষ্ট সুরক্ষা প্রটোকলের ব্যাপারে চালকদেরকে বাধ্যতামূলক শিক্ষাদান।
http://forex-bangla.com/customavatars/578939661.jpg

এমনকি কোনো পক্ষ মাস্ক না পড়লে যাত্রী বা চালকের কোনো জরিমানা ছাড়াই ট্রিপ বাতিল করার সুবিধা নিয়েও হাজির হয়েছিল উবার।

FXBD
2020-12-03, 07:03 PM
নিজেদের ‘উডুক্কু ট্যাক্সি’ ব্যবসা ‘উবার এলেভেট’ বিক্রি করে দিচ্ছে উবার। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আলোচনা অনেক দূর গড়িয়েছে। অ্যারোস্পেস প্রতিষ্ঠান ‘জোবি অ্যাভিয়েশন’ এর সঙ্গে চলছে ওই আলোচনা। উবার অবশ্য এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে খবরটি প্রথমে জানিয়েছে অনলাইন সংবাদদাতা অ্যাক্সিওস। খবর প্রকাশের পরপরই উবার এলেভেটের শেয়ার দর ছয় শতাংশ বেড়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বৈদ্যুতিক উডুক্কু ট্যাক্সি তৈরির পরিকল্পনা নিয়ে জানুয়ারিতে উবার এলেভেটের সঙ্গে চুক্তিতে যাওয়ার খবর জানিয়েছিল হিউন্দাই মোটর। সাম্প্রতিক মালিকানা হাতবদল সম্পর্কিত খবর আসার পর তারাও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। কোভিড-১৯ মহামারীর প্রভাব পড়েছে উবারের ব্যবসাতেও। চলতি বছরের মে মাসে খরচ কমাতে গিয়ে জনশক্তির ২৩ শতাংশ ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। শুধু ‘রাইড-হেইলিং’ ও খাবার সরবরাহ ব্যবসাতে মনেযোগী হওয়ার কথাও জানিয়েছিল তারা। উবারের স্ব-চালিত গাড়ি ব্যবসাও রয়েছে। খবর এসেছে, ওই ব্যবসাটিও বিক্রি করে দেওয়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
13034

BDFOREX TRADER
2020-12-09, 05:30 PM
অবশেষে নিজেদের উড়ুক্কু ট্যাক্সি ব্যবসা ‘উবার এলিভেট’ বিক্রি করে দিলো উবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভি ্তিক প্রতিষ্ঠান ‘জোবি এভিয়েশন’ এই ট*্যাক্সি প্রকল্পের নতুন মালিক। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উড়ুক্কু ট্যাক্সি ব্যবসা বিক্রির খবর জানিয়েছে উবার। তবে, এতে আর্থিক লেনদেন কত হয়েছে, সে ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক বিবৃতি এসেছে জোবি এভিয়েশনের পক্ষ থেকেও। মঙ্গলবার জোভি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোবেন বিভারট বলেছেন, “আমরা গত বছর উবার এলিভেটের সঙ্গে অংশীদারিত্বে যেতে পেরে গর্বিত বোধ করেছি। এখন আমরা আরও বেশি গর্বিত বোধ করছি তাদেরকে আজ জোবি টিমে স্বাগতম জানাতে পেরে।” অন্যদিকে, উবার প্রধান নির্বাহী দারা খোসরোশাহি বলেছেন, “এই চুক্তি আমাদেরকে জোবি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব দৃঢ় করতে এবং এ প্রযুক্তি বাজারজাতের রাস্তা তৈরিতে সহায়তা করবে।” জোবি এরই মধ্যে ‘ভিটিওএল এয়ারক্রাফট’ বা উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম এমন উড়ুক্কু যান নিয়ে কাজ করছে। এজন্যই উবারের এরিয়াল রাইড-হেইলিং বিভাগ কিনছে তারা। এতে করে উবারের অ্যাপ কাঠামোতে প্রবেশাধিকার পাবে প্রতিষ্ঠানটি। ঠিক একইভাবে জোবি’র কাঠামোতেও প্রবেশাধিকার পাবে উবার। ফলে প্রয়োজনীয় এফএএ সনদ পাওয়ার পর একত্রিত হয়ে যাবে দুটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাপস। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে এ ধাপ সম্পন্ন হয়ে যাবে এবং ২০২৩ সাল নাগাদ পূর্ণতা লাভ করবে। লেনদেনের বিস্তারিত না জানালেও, জোবি ঘোষণা দিয়েছে, উবার “আরও বিস্তর লেনদেন ... এবং দুই মূল প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব প্রসারের অংশ হিসেবে জোবি’তে সাত কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করবে।”
http://forex-bangla.com/customavatars/1458393083.jpg