PDA

View Full Version : আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ফ্যান



Tofazzal Mia
2018-06-18, 03:56 PM
https://i2.wp.com/bangla.playpavilion.com/wp-content/uploads/2018/03/noticia-messi-neymar.jpg?fit=825%2C464
ফুটবল বিশ্বকাপ শুরু হলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের দ্বন্দ্ব শুরু হয়। এটা শুধু বাংলঅদেশেই না বরং পুরো বিশ্বেই এই দুটি দলের সমর্থকদের মধ্যে এই দ্বন্দ্ব হয়ে থাকে যাকে অনেকে ব্যাটেল অফ দি সাউথ আমেরিকেন্স বলে থাকে। যদিও আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলে প্রথম মুখোমুখি হয় ১৯১৪ সালে এবং এরপর থেকে এখন পর্যন্ত দল দুইটি ৯৫টি খেলায় অংশগ্রহণ করেছে। আর এই ৯৫টি খেলার মধ্যে আর্জেন্টিনা ৩৬টিতে জিতে আর বাকী ৩৬টিতে ব্রাজিল জয় পায় এবং বাঁকি ২৪টি খেলা ড্র হয়েছিল। যতগুলো খেলা হয়েছে তার মধ্যে আর্জেন্টিনা ১৫১টি করেছে এবং ব্রাজিল ১৪৭টি করেছে। শুধুমাত্র বিশ্বকাপের খেলা হিসাব করলে তাতে ব্রাজিল ২টি জয় নিয়ে এগিয়ে আছে, একটি খেলা হয়েছে ড্র এবং অন্যটি জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে, কোপা আমেরিকায় বেশি জয় পেয়েছে আর্জেন্টিনা। তারা জিতেছে ১৫টি খেলায়, ৮টি খেলা ড্র হয়েছে এবং ৯টি জিতেছে ব্রাজিল। দল দুইটির মধ্যে এখন পর্যন্ত ৫০টি প্রদর্শনী খেলা অণুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯টি জিতেছে ব্রাজিল, ১৯টি জিতেছে আর্জেন্টিনা এবং ড্র হয়েছে ১৪টি

FXBD
2018-06-19, 01:33 PM
আর্জেন্টিনা ও ব্রাজিল ড্র করার পর তাদের পরবর্তি একাদশে অনেক পরিবর্তন নিয়ে আসছে! যেমন আর্জেন্টিনা একাদশে ডি মারিয়া, লুকাস বিগলিয়া, মার্কোস রোহো ও ম্যাক্সি মেজা তাদের জায়গা হারাতে পারেন, আর তার পরিবর্তে আসবে ক্রিস্তিয়ান পাভন, মার্কোস আকুনা, গাব্রিয়েল মার্কাদো ও এনজো পেরেজ। এছাড়া ব্রাজিল একাদশে বর্তমানে আলিসন, দানিলো, থিয়াগো, মিরান্দা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, কুতিনহো, উইলিয়ান, নেইমার ও জেসুস থকালেও নেইমার বাদ দিয়ে ডি কস্তাকে জায়গা করে দিবে।

souravkumarhazra6763
2018-06-19, 08:36 PM
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল এর দুই পরাশক্তি,এই দুই দল ছাড়া ফুটবল বিশ্বকাপ এর উওেজনা থাকে না,কিন্তু দুই দল তাদের প্রথম ম্যাচ এ ড্র করাই স্বস্তিতে নেই,তাই নেক্সট ম্যাচ এ প্রতেক টিম এর ব্যাপক পরিবর্তন আসবে,আশা করি দুই দল তাদের নেক্সট ম্যাচ এ ঘুরে দাঁড়াবে।

rafiuqlislam
2018-06-20, 09:40 AM
বিশ্বকাপ ফুটবল জ্ররে আক্রান্ত আজ সারা বিশ্ব।চির প্রতিদ্বন্ধী আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে তাদের সমর্থকদের মাঝেও আজ টান টান উত্তেজনা।বাংলাদে ের অলিতে গলিতে শোভাপাচ্ছে দুই দেশের পতাকা।

Tofazzal Mia
2018-06-21, 05:22 PM
আজ বৃহস্পতিবার রাত ১২ টায় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ আর কাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ব্রাজিল-কোস্টারিকা। দুই দলের কোন দলই যদি এই ম্যাচগুলোতে জয় না পায় তাহলে তাহলে ২য় রাউন্টে যাওয়াটা কস্টসাধ্য হতে পারে এমনকি তারা ১ম রাউন্ড থেকেই বাদ হয়ে যেতে পারে। তবে আমি বললো এই দুটি দলই যেন ফাইনালে মুখোমুখি হয়, নয়তো বাংলাদেশে এই রাশিয়া বিশ্বকাপের আসরটি মুল্যহীন হয়ে পরবে। তারপরও দেখা যাক ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে কারা পৌছায় এবং বিশ্বকাপটা কার হাতে যায়।

rafiuqlislam
2018-06-21, 06:29 PM
আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল বিশ্বের দুই পরাশক্তির নাম।এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে দুই দলই ড্র করার ফলে দোটানার মধ্যে আছে।আজ বৃহস্পতিবার আর্জেন্টিনার ম্যাচআর কাল শুক্রবার ব্রাজিলের ম্যাচ দুই দলকেই এই ম্যাচে জিততে হবে ২য় রাঊন্ডে যাওয়ার জন্য।আজ ও আগামী কালের ম্যাচে হারলে সে দলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে।

SUROZ Islam
2018-06-24, 04:56 PM
আর্জেটাইন গভমেন্ট দেশের ইকোনোমি ধ্বংস করছে, ঠিক তেমনি হোসে সাম্পাওলি ফুটবল ধ্বংস করে দিছে আর্জেন্টিনার। যেমন আর্জেন্টিনা যেহুতু ক্রোয়েশিয়ার কাছে হারছে আর আর্জেন্টিনার ব্যাংক রেট ২৭.২৫ এবং মুদ্রাস্ফিতি গত ১২ মাসে ২৫.২৪% মানে পুরাই হাইপার ইনফ্ল্যাশন এর মদ্ধে আছে।

Rakib Hashan
2018-06-26, 05:49 PM
আর্জেটাইন গভমেন্ট দেশের ইকোনোমি ধ্বংস করছে, ঠিক তেমনি হোসে সাম্পাওলি ফুটবল ধ্বংস করে দিছে আর্জেন্টিনার। যেমন আর্জেন্টিনা যেহুতু ক্রোয়েশিয়ার কাছে হারছে আর আর্জেন্টিনার ব্যাংক রেট ২৭.২৫ এবং মুদ্রাস্ফিতি গত ১২ মাসে ২৫.২৪% মানে পুরাই হাইপার ইনফ্ল্যাশন এর মদ্ধে আছে।

হোর্হে সাম্পাওলির খেলার ধরনে ফুলব্যাকে থাকা প্লেয়ারদের গুরুত্বপুর্ন ভুমিকা থাকে কিন্ত আর্জেন্টিনার উইং দিয়ে কখনোই জোড়ালো আক্রমন হয় না। মেসি যখন তার ডান পাশ ছেড়ে মধ্যমাঠে এসে আক্রমনের সুযোগ তৈরি করার দায়িত্ব নেন তখন তার পজিশনের শুন্যতা কোন ফুলব্যাক এসে পূরন করে না। কারন আর্জেন্টিনার কোচ বরাবরই জেনে এসেছে বর্তমানে যে সকল আর্জেন্টাইন ফুলব্যাক আছে তাদের কারোরই এমন স্ট্রেন্থ নেই যে উইং এ এসে এ্যাটাকিং এ এসে পরক্ষনে রক্ষনের দায়িত্ব নিতে পারবে। তাই আর্জেন্টিনার ফুলব্যাকের দায়িত্ব শুধু রক্ষনের। বিশ্বকাপ ২০১৮ তে আইসল্য্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচে এমনটাই হচ্ছিল

rafiuqlislam
2018-06-26, 06:21 PM
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলেই শুরু হয় বাংলদেশের আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে তুমুল বাকযুদ্ধ।বাংলার অলিতে গলিতে শোভাপায় দুই দেশের ভিন্ন ভিন্ন সাইজের পতাকা ।কে কত উপরে তুলতে পারে তার দলের পতাকা সে প্রতিযোগিতা চলে সারা বাংলায় ।গতকাল তো আমাদের এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির সৃষ্টি হয়।

FXBD
2018-06-28, 01:08 PM
বিশ্বকাপ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে গেল। কিন্তু কেমন খেললো ব্রাজিল? যদিও ব্রাজিলের প্রত্যেকটি খেলোয়াড়কে বেশ চাঙ্গা মনে হয়েছে কিন্তু তারা নিজেদের মেলে ধরতে পারেনি এবং আস্তে-আস্তে তারা ফর্মে ফিরে আসছে। অন্যদিকে মঙ্গলবার আর্জেন্টিনার নাইজেরিয়াকে ২-১ গোলে হারানোর পর তারা অবশেষে শেষ ষোলতে জায়গা পেয়েছে এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বাদ পরে গেছে। সত্যিই সামনের দিনগুলোতে ব্রাজিল বা আর্জেন্টিনার মত ফেবারিট দলগুলো কতটা সাফল্য দেখাতে পারে সেটাই এখন দেখার বিষয়।

rafiuqlislam
2018-06-28, 05:00 PM
বিশ্বকাপ ফুটবল-২০১৮ রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। কিন্ত বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনা সমথর্কদের যে অবস্থা তাতে মনে হয় আমাদের গ্রামে বিশ্বকাপ খেলা চলছে ।যে দিন আর্জেন্টিনা/ব্রাজিলের খেলা হয় সে দিন ঘুমানো দায় হয়ে যায়।খেলার শেষে আবার ঢোল,বাশির আওয়াজের সাথে চলে মুহুমুহ মিছিল সে এক আজব ব্যাপার।বাংলাদেশ সমার্থকদের ব্যাপারে মেসি আবার শুভেচ্ছা জানিয়েছেন।

alamsat
2018-06-30, 03:10 PM
আমি ব্রাজিল কে খুব ভালবাসি। কারন তারা খুব ভালই খেলে। আস্তে আস্তে হলেও তারা অনেক খেলায় জিতবে এবং শেষ পর্যন্ত হয়ত কাপ নিতেও পারে। তাই আমি ব্রাজিলকে খুব ভালবাসি।

AbdulRazzak
2021-01-25, 07:58 PM
ড্রয়ের পরে আর্জেন্টিনা ও ব্রাজিলের পরের এগারোটি অনেক পরিবর্তন আনবে! উদাহরণস্বরূপ, ডি মারিয়া, লুকাস বিগলিয়া, মার্কোস রোজো এবং ম্যাক্সি মেজা আর্জেন্টিনা একাদশে হেরে যেতে পারেন পজিশনের পরিবর্তে ক্রিশ্চিয়ান পাভিন, মার্কোস আকুনা, গ্যাব্রিয়েল মার্কাডো এবং এনজো পেরেজ জায়গা পাবেন। এছাড়াও, অ্যালিসন, ড্যানিলো, থিয়াগো, মিরান্ডা, মার্সেলো, ক্যাসিমিরো, পলিনহো, কৌতিনহো, উইলিয়ান, নেইমার এবং যীশু টেকার বর্তমানে ব্রাজিলে রয়েছেন একাদশতম অধিবেশন থাকলেও নেইমারকে ডি কোস্টার বদলে নেওয়া হবে।