PDA

View Full Version : ফটোগ্রাফি



Rakib Hashan
2018-06-19, 12:48 PM
ফটো একটি গ্রীক শব্দ যার অর্থ হলো Light বা আলো এবং Graphos যার অর্থ হলো ড্রেইং মানে আঁকা…..তাহলে ফটোগ্রাফি অর্থ হল আলো দিয়ে আঁকা। প্রফেশনালি কিংবা শখের বসে অনেকেই ফটোগ্রাফি করতে ভালবাসেন, আর ফটোগ্রাফি করাটা তাদের কাছে নেশা মত হয়ে যায়। শুধুমাত্র একটি ডিএসএলআর ক্যামেরা বা মেবাইল দিয়ে ফটোগ্রাফি শুরু করা যেতে পারে। যদিও ভাল ফটোগ্রাফার হতে হলে অবশ্যই ফটোগ্রাফি শিখেতে হয় কেননা আলো বা ইলেক্ট্রোম্যাগনে িক রেডিয়েশন কাজে লাগিয়ে সুন্দর ছবি তোলাটা একটা শিল্প, বিজ্ঞান ও পদ্ধতি। ফটোগ্রাফি বা আলোকচিত্রশিল্প কাজে চাকরির পাশাপাশি নিজ বাড়িতে পোর্টফোলিও বানিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করা যায়। তাই অনেকে গতানুগতিক পেশার পেছনে না ছুটে সৃজনশীল এই পেশাকে বেছে নিচ্ছেন।

Tofazzal Mia
2018-06-21, 05:41 PM
5950
সবার হাতে হাতে ক্যামেরা আর স্মার্টফোনে, তােই ফটোগ্রাফী নিয়ে সারা বিশ্বই এখন মাতাল, কেউ হয়তো ফেসবুকে ছবি ভাইরাল করার জন্য, কেউ হয়তো বিভিন্ন সাইটে ছবি বিক্রি করার জন্য অথবা কেউবা প্রফেশনাল ফটোজার্নালিস্ট। ফটোগ্রাফীর খুব একটা কঠিন নয় কিন্তু ফটোগ্রাফিতে কম্পোজিশান, আলো, শার্পনেস অনেক বেশি গুরত্বপূর্ণ বিষয় এবং এই কৌশলগুলো ভাল করে অবশ্যই রপ্ত করতে হবে। অনেককেই আমি দেখেছি ক্যামেরা কেনার পর দু’ একমাস ছবি তোলেন…এর পর ‘ভাল হচ্ছেনা, আমার হবে না’ বলে হাল ছেড়ে দেন। আমার ধারনা এর মূল কারন এই বেসিকস এর অভাব। যেকোন শিল্পমাধ্যমেই যন্ত্র/রং/তুলি/ম্যাটেরিয়াল এর চেয়ে শিল্পী বেশি গুরুত্বপূর্ণ। ফটোগ্রাফীতে গুরুত্বপূর্ণ হল একটা বিষয় কে অন্যরকম ভাবে দেখার চোখ এবং সঠিক মুহূর্তকে ধরে ফেলার সতর্ক মানসিকতা। হ্যা, ক্যামেরার খুটিঁনাটি অবশ্যই জানতে হবে, কেননা ক্যামেরা এবং লেন্স দিয়ে আলো, জুম ইত্যাদি নিয়ন্ত্রন করেই তো আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে একটা ছবিতে ফুটিয়ে তুলবেন। এই মনের চোখ আর ক্যামেরার চোখের মধ্যে যোগসূত্র স্থাপনটাই শিখতে হবে। এটা হয়ে গেলে আপনাকে আর ভাবতে হবেনা, ছবি তুলতে থাকুন।

SUROZ Islam
2018-06-24, 05:30 PM
আমি প্রথমেই ঠিক করি কী ধরনের ছবি চাইছি আর কখন আর কিভাবে তুলবো। তারপর চাহিদানুসারে ক্যামেরা, লেন্স, ট্রাইপড, এক্সপোজার, ব্যাগ সবকিছু নিয়ে তৈরী হই। তারপর ছবির তোলার সময় যতটা সম্ভব কম ঝাঁকুনি দিয়ে আমার কাঙ্খিত লাটিংয়ে ছবিটি তোলার চেটা করি। যেহেতু আমি ফটোগ্রাফীর ক্ষেত্রে বিশেষজ্ঞ নই, তাই প্রশেশনাল ছবি তুললে নানা কারণে সেগুলো ভালো আসেনা। মাছামাঝে ছবির সব কিছুই ঠিক থাছে কিন্তু শুধু কন্ট্রাস্ট আর শার্পনেস কম থাকে, তখন একটু এডিট করে নিই।

BDFOREX TRADER
2018-07-04, 02:27 PM
কিছু পুরস্কার পাওয়া ফটোগ্রাফী
https://ichef.bbci.co.uk/news/304/cpsprodpb/B51B/production/_97236364_mediaitem97235802.jpg
এক নারীর ছবি, দ্রুতগ্রামী একটি ট্রেনে বসে আছে সে। ট্রেনটির দুটো বগির সংযোগস্থলের ওপরে বসে এই নারী যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কারণ-কোনো টিকিট না কেটেই ভ্রমণ করছে সে।

https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/43D3/production/_97236371_d0b8b2d8-85fb-45ba-953d-7655615adade.jpg
অত্যাধিক গরমের মধ্যে শীতল বাতাস আসার পর তা নিয়ে উচ্ছ্বাস এক কিশোরের। ২০০৪ সালে মালির কোলেঞ্জে-তে ছবিটি তুলেছেন ফ্রান্সের ফটোগ্রাফার রেমি বেনালি।

https://ichef.bbci.co.uk/news/660/cpsprodpb/3631/production/_97237831_e81ca774-0c41-44cb-9782-5edcbb03f06c.jpg
২০১৫, লুইজিয়ানা , যুক্তরাষ্ট্র। নেদারল্যন্ডসের ফটোগ্রাফার মার্শেল ভ্যান ওস্টেন "যুক্তরাষ্ট্রের বৃহৎ' জলাভূমি অ্যাচাফালায়া উপত্যকায় কায়াকিং করা চ্যালেঞ্জের কাজ"।

DhakaFX
2018-08-02, 06:53 PM
আলোকচিত্র শিল্পীর জীবনে ফটোগ্রাফী একটা নেশা এবং সব থেকে গুরুত্বপূর্ণ। একজন আলোকচিত্রীর ক্যামেরা, ম্যাগাজিন, লেন্স, ডার্করুম সব সময় আনন্দ দেয় এবং সব কিছু তুচ্ছ মনে হয়। প্রতিটা ছবি সৃজনগুণে কতটা নান্দনিক করা যায় সেটার উপর মনোযোগ থাকে সব থেকে বেশি। এছাড়া অসাধারন ছবি ও নিত্য নতুন ভাবনা নিয়ে নিরলস চেষ্টা তো থাকেই।
http://paimages.prothom-alo.com/contents/cache/images/640x429x1/uploads/media/2018/07/31/06331178ffcb1559367e7e89405d995e-5b600dffd5bd5.gif

ahmed shohag
2019-10-06, 12:19 AM
I love photograpy

MdRubelShaikh
2019-11-17, 09:52 PM
ফটোগ্রাফিঃ
ফটোগ্রাফি প্রতিটা মানুষের জীবনের শখ।আমারও শখ আছে যে আমিও একদিন ফরেক্সের মাধ্যমে আয় করে ভালো দেখে একটা কেমেরা কিনব। এই কেমেরা দিয়ে আমি ফটোগ্রাফি করব।আমার অনেক জায়গাই ঘুরে বেড়ানোর শখ এবং সাথে একটা কেমেরা থাকবে সেটা দিয়ে অনেক ফটোগ্রাফি কনব।

sagar0835
2020-08-25, 06:49 PM
আমাদের তো কতকিছুরই না শখ থাকে বিভিন্ন সময়! ডাকটিকিট সংগ্রহ করা, কয়েন জমানো, আরো ছবি তোলা, সাইকেল চালানো সহ আরও কত কী! কিন্তু সময়ের সাথে সাথে তো আমরা বড় হতে থাকি এবং বাস্তবতার আকাশে আছে আমাদের এই রঙিন শখগুলো কোথায় যেন হারিয়ে যায়। আর পাই না।

পড়ালেখার পাঠ চুকিয়ে অনেকেই জীবিকার টানে নিজেদের শখকে বিসর্জন দিয়ে গতানুগতিক পেশাগুলোর দিকে ঝুঁকে পড়ে। কিন্তু কেমন হতো, যদি আপনার ছোটবেলার শখকে পেশায় পরিণত করতে পারতেন? নিজের শখ পূরণের পাশাপাশি যদি দুই-চার পয়সা আয় হয়, তাহলে তো সোনায় সোহাগা। ছোটবেলায় শখের বশে ঘাস, পাখি, ফুলদের ছবি তোলা আপনিই কিন্তু চাইলেই হতে পারেন প্রফেশনাল ফটোগ্রাফার।

এখনকার তরুন প্রজন্মের কাছে ফটোগ্রাফি ব্যাপারটা তুমুল জনপ্রিয়। এর পেছনে কারণও রয়েছে অনেক। পেশা হিসেবে ফটোগ্রাফিতে রয়েছে বৈচিত্র, তাই গতানুগতিক পেশার মতো এখানে একঘেয়েমি অনুভব করার সম্ভাবনা নেই। আর আপনি যদি সৃষ্টিশীল কাজ করে আনন্দ পান, তাহলে ফটোগ্রাফি আপনার জন্য উপযুক্ত পেশা।

Shole33
2020-08-27, 12:24 PM
ফটোগ্রাফি
কয়েন জমানো, আরো ছবি তোলা, সাইকেল চালানো সহ আরও কত কী! কিন্তু সময়ের সাথে সাথে তো আমরা বড় হতে থাকি এবং বাস্তবতার আকাশে আছে আমাদের এই রঙিন শখগুলো কোথায় যেন হারিয়ে যায়। আর পাই না।

পড়ালেখার পাঠ চুকিয়ে অনেকেই জীবিকার টানে নিজেদের শখকে বিসর্জন দিয়ে গতানুগতিক পেশাগুলোর দিকে ঝুঁকে পড়ে। কিন্তু কেমন হতো, যদি আপনার ছোটবেলার শখকে পেশায় পরিণত করতে পারতেন? নিজের শখ পূরণের পাশাপাশি যদি দুই-চার পয়সা আয় হয়, তাহলে তো সোনায় সোহাগা। ছোটবেলায় শখের বশে ঘাস, পাখি, ফুলদের ছবি তোলা আপনিই কিন্তু চাইলেই হতে পারেন প্রফেশনাল ফটোগ্রাফার।

এখনকার তরুন প্রজন্মের কাছে ফটোগ্রাফি ব্যাপারটা তুমুল জনপ্রিয়। এর পেছনে কারণও রয়েছে অনেক। পেশা হিসেবে ফটোগ্রাফিতে রয়েছে বৈচিত্র, তাই গতানুগতিক পেশার মতো এখানে একঘেয়েমি অনুভব করার সম্ভাবনা নেই। আর আপনি যদি সৃষ্টিশীল কাজ করে আনন্দ পান, তাহলে ফটোগ্রাফি আপনার জন্য উপযুক্ত পেশা।