PDA

View Full Version : রোবট সোফিয়া



Rakib Hashan
2018-06-19, 01:05 PM
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়ার কথা মনে আছে? গত বছরের শেষ দিকে বাংলাদেশ মাতিয়ে গেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকসের তৈরি করা আলোচিত এ রোবটি। সোফিয়া রোবট প্রযুক্তি বিশ্বে একটি প্রতীকে পরিণত হয়েছে। মুলত রোবটটি এমনভাবে নকশা করা হয় যাতে সে মানুষের ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিতে ও শিখতে পারে এবং মানুষের সাথে কাজ করতে পারে এবং এটি বর্তমানে স্টেজ শো থেকে শুরু করে বিভিন্ন ম্যাগাজিনের কভার পাতায় জায়গা করে নিয়েছে সোফিয়া। বড় বড় প্রযুক্তি সম্মেলনের আকর্ষণ সোফিয়া। জাতিসংঘে ভাষণ পর্যন্ত দিয়েছে সোফিয়া।
https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/12/06/01_sheikh-hasina_digital-world_sophia_061217_0015.jpg2/ALTERNATES/w640/01_Sheikh+Hasina_Digital+World_Sophia_061217_0015. jpg

FXBD
2018-06-20, 02:13 PM
বিশ্বজুড়ে সাড়া জাগানো নারী রোবট সোফিয়া। হ্যান্সন রোবোটিক্স’ নামের একটি প্রতিষ্ঠান সোফিয়াকে একজন ব্রিটিশ অভিনেত্রী ও মানবহিতৈষী হেপবার্নের এর আদলে তৈরি করে, যে সবার কথা শুনে, সব কথা বোঝে এবং কোন প্রশ্ন করলে আবার উত্তরও দেয়। আবার সেও পাল্টা প্রশ্ন করে। ৫০ ধরনের ফেসিয়াল এক্সপ্রেসন (ভাবভঙ্গি) রয়েছে তার সোফিয়ার এসবের মূলে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) সফটওয়্যার। তার ভেতর এমন একটি সফটওয়ার দেয়া হয়েছে যাতে সে কোনো প্রশ্ন শুনলেই কিছুক্ষণের মধ্যে উত্তর দিতে পারে। যেমন কোনো অঞ্চলের আবহাওয়া, যানজট পরিস্থিতি কিংবা সাধারণ জ্ঞানের প্রশ্ন। প্রশ্ন শুনে সে নানা ধরনের ভঙ্গিতে উত্তর দেয়। তার মোট ৫০টি ফেসিয়াল এক্সপ্রেসন রয়েছে। এছাড়াও তার দেহে ক্যামেরা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সফটওয়্যার লাগানো রয়েছে। এর মাধ্যমে সে যার সঙ্গে কথা বলেছে তাকে পরবর্তীবার চিনতে পারে। যে তার সঙ্গে কথা বলে সোফিয়া স্বয়ংক্রিয়ভাবে তার সঙ্গে আই কন্টাক্ট করতে পারে। হাসি-ঠাট্টার পাশাপাশি রাগও দেখায় সোফিয়া। দুই পাটির দাঁত একসঙ্গে করে রাগ দেখায় আবার কষ্ট পেলে ভ্রু কুঁচকে ফেলে।

Montu Zaman
2018-12-13, 05:31 PM
সারা বিশ্বে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। বিশেষ করে, চাকরির নিয়োগ-প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ একটি আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফরচুন-এ প্রকাশিত বিশ্বের শীর্ষ ৫০০ প্রতিষ্ঠান তাদের কর্মী নিয়োগ-প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে। রোবট ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং টুল ব্যবহারের মাধ্যমে কর্মী নিয়োগের পদ্ধতি বিশ্বের বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিন দিন জনপ্রিয় হচ্ছে। যেমন সোশ্যাল মিডিয়ায় আপনি কী ধরনের ছবি পোস্ট করছেন, কী লিখছেন, কী ধরনের খবর শেয়ার করছেন, আপনার প্রোফাইলের ছবিটা কেমন ইত্যাদি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্লেষণ করে আপনার আচরণগত দক্ষতা নির্ণয় করা সম্ভব।

Mahidul84
2018-12-13, 06:47 PM
আসলে আমি মনে করি প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। তবে বাংলাদেশ সরকার বর্তমানে প্রযুক্তি দিক দিয়ে এক নতুন উন্নয়নের মাত্রা নিয়ে এসেছি। আশা করি খুব দ্রুতই বিশ্বের দরকারে বাংলাদেশ এক উন্নয়নে প্রতিফলিত হবে। যেহেতু সারা বিশ্ব প্রযুক্তির দিক দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে আর সে হিসেবে বাংলাদেশও তার কম নয়। বর্তমানে রোবট সুফিয়া আসার ফলে অনেক প্রযুক্তিবিদ উৎসাহিত হয়েছে বলে আমি মনে করি। তবে সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের দেশে অনেক ছোটখাটো মানুষ প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ হয়ে উঠছে তাদের যেন থামিয়ে না দিয়ে বরং তাদের কিভাবে আরও যেন উৎসাহিত করা যায় সে বিষয়ে আকৃষ্ট করতে হবে। তাহলে অবশ্যেই রোবট সুফিয়ার মত বাংলাদেশে আরও সুফিয়া তৈরি করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।