PDA

View Full Version : চীনের অর্থনীতিতে ধীর গতির লক্ষণ।বাণিজ্য যুদ্ধ সহায়তা করেনি।



habibi
2018-06-24, 01:24 PM
চীনের অর্থনীতিতে ধীর গতির লক্ষণ।বাণিজ্য যুদ্ধ সহায়তা করেনি।
চীনের অর্থনীতির জন্য একটি অসুবিধাজনক সময় আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন মধ্যে বাণিজ্য যুদ্ধের শুরুর কারণে।সাম্প্রতিক সপ্তাহগুলিতে, উদ্বেগ বাড়ছে যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের প্রবৃদ্ধি আগের তুলনায় শিথিল হচ্ছে। দুর্বল চীনের প্রবৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বড় ব্যবসায়িক অংশীদারদের জন্য এবং বিশ্বব্যাপী কোম্পানিগুলি সেখানে ব্যবসা করার জন্য বিপর্যয়ের সম্মুখীন হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনা অর্থনীতি প্রবৃদ্ধি গত বছর 6.9% ছিল। এই বছরের শুরুতেও এই প্রবৃদ্ধি অব্যাহত ছিল, কিন্তু অনেক অর্থনীতিবিদ সন্দেহ করছে যে চীন এই প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে কিনা। এটি প্রবৃদ্ধির মন্থর গতি চিহ্ন দেখাতে শুরু করেছে।

Tofazzal Mia
2018-11-05, 05:08 PM
সম্প্রতি চীন বৈশ্বিক আমদানিকারক হিসেবে নিজেদের ব্র্যান্ডিং করছে। সাংহাইয়ে আজ শুরু হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)। অভ্যন্তরীণ অর্থনীতির শ্লথগতি এবং ওয়াশিংটনের সঙ্গে অব্যাহত বাণিজ্যযুদ্ধের কারণে এবারের বাণিজ্য মেলাটি চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আমদানিকারক হিসেবে নিজস্ব ব্র্যান্ডকে আবারো পরিচয় করিয়ে দেয়ার সুযোগ পেয়েছে দেশটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার কোম্পানি অংশ নিচ্ছে এবারের মেলায়। তবে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা এতে যোগ দিচ্ছেন না এবং ইউরোপের দেশগুলো থেকেও তুলনামূলক কমসংখ্যক প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

Rassel Vuiya
2019-01-22, 04:47 PM
বিশ্লেষকদের বিশ্লেষন মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড ওয়ার ও স্থানীয় দুর্বল চাহিদার কারনে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি হিসাবে খ্যাত চীনের অর্থনীতি গত বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি মন্থর করে তুলেছে। গতকাল প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের শেষ প্রান্তিকে অর্থনীতি দুর্বল হওয়ায় ২০১৮ সালে তিন দশকের মধ্যে সবচেয়ে মন্থর প্রবৃদ্ধির দেখা পেয়েছে চীন। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের পরিসংখ্যান অনুসারে, অর্থনীতিবিদদের প্রত্যাশা অনুযায়ী ২০১৭ সালের একই সময়ের তুলনায় গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি মন্থর হয়ে ৬ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী প্রান্তিকের ৬ দশমিক ৫ শতাংশের নিচে এবং ২০০৯ সালে বৈশ্বিক আর্থিক সংকটকালীন প্রবৃদ্ধির সমান। এর ফলে ২০১৮ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০১৭ সালের সংশোধিত ৬ দশমিক ৮ শতাংশের কম এবং ১৯৯০ সালের পর সর্বনিম্ন। এখন চীনের অর্থনীতিকে মন্থর হয়ে যাবার কারনে চাঙ্গা করার জন্য পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে বেইজিংয়ের জন্য।

SUROZ Islam
2019-02-05, 02:11 PM
ট্যারিফ নিয়ে ট্রেড ওয়ারের উদ্বেগ এবং চীনের বাজারে চাহিদা কিছুটা হ্রাস পাওয়ায় কয়েক বছরের মধ্যে কারখানা কার্যক্রম বেশ দুর্বল, যাকে বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য বড় হুমকি হিসেবে ভাবা হচ্ছে। ফলে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) দুর্বল হওয়ার পরিপ্রেক্ষিতে আশা করা হচ্ছে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি বছরে সুদের হার বাড়ানো থেকে বিরত থাকবে। চীন, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশগুলোতে এমনকি সুদের হার হ্রাস করার ব্যাপারে কথা চলছে। বাণিজ্যকেন্দ্রিক এশিয়া এখন পর্যন্ত লক্ষণীয়ভাবে তার গতি হারিয়েছে। ইউরোজোনের অর্থনীতিও নিম্নমুখী এবং অনেক উদীয়মান বাজারের অবস্থাও নাজুক আকার ধারণ করেছে।

SaifulRahman
2019-03-06, 03:00 PM
বেশ কিছুদিন ধরেই ধীরগতিতে রয়েছে চীনা অর্থনীতি। চলতি বছর দেশটির শ্লথগতি প্রায় ৩০ বছরের সর্বনিম্নে দাঁড়িয়েছে। এ অবস্থায় অর্থনীতি চাঙ্গা করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে চীন সরকার। এর মধ্যে রয়েছে বড় আকারে কর ও ফি কর্তন, অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য ঋণ প্রদানে গতি বৃদ্ধি। ২০১৯ সালে ৬ থেকে ৬ দশমিক ৫০ শতাংশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে চীন। চীনা সংসদের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানান, গত বছর জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬০ শতাংশের নিচে ছিল।

BDFOREX TRADER
2019-03-28, 12:05 PM
চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প মুনাফা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ২০১১ সালের পর এই প্রথম মুনাফায় সর্বোচ্চ পতন দেখল বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এই দেশটির শিল্প খাত। সাম্প্রকিত সময়ের বিভিন্ন ডাটা-উপাত্তে দেখা যাচ্ছে চীনসহ সারা বিশ্বে চাহিদার ধীরগতির ফলে চাপের মুখে আছে চীনা অর্থনীতি। আর এ কারণেই বড় ধরনের পতনের মুখে পড়ল দেশটির ইন্ডাস্ট্রিয়াল প্রফিট। আর এটা পতন থেকে বোঝা যাচ্ছে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি নতুন সংকটে পড়তে যাচ্ছে। গত বছর দেশটির অর্থনীতি তিন দশকের সর্বনিম্ন গতিতে সম্প্রসারিত হয়। দেশটির সরকার এরই মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৬ থেকে ৬ দশমিক ৫০ শতাংশ করেছে। ২০১৮ সালে চীনের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬০ শতাংশ।