Log in

View Full Version : এন্টিক জিনিসপত্র সংগ্রহ



FXBD
2018-06-25, 01:23 PM
অনেকের বিভিন্ন এন্টিক জিনিসপত্র সংগ্রহের শখ রয়েছে, যার মধ্যে কয়েন, ডাকটিকিট, পুরনো ছবি, বই, আসবাব পত্র, কাপ, ঝাড়লন্ঠন, মোমদানি, কেটলি, হ্যারিকেন, পুরনো ক্যামেরা ইত্যাদি ইত্যাদি। এন্টিক মানে তো শুধুই পুরনো জিনিস নয়, এক পুরনো স্মৃতি, তাই প্রতিটি এন্টিক সামগ্রীর এক নিজস্ব গল্প আছে, নিজস্ব চরিত্র আছে এবং ঐ জিনিসটির দাম পুরোপুরি এন্টিক ভ্যেলুর উপর নির্ভর করে। এন্টিক এ সকল জিনিসের মুল্য নির্ধারনে আপনার কাছে হয়তো সামান্য , কিন্তু আন্য জনের কাছে এর মুল্য অ-সামান্য এবং বহু মুল্য। তাই এই সামান্য জিনিসগুলোর দাম কখনো কখনো কোটি কোটি টাকা মুল্যের হতে পারে। যাদের এন্টিক যিনিস নিয়ে ধারনা আছে তারা এখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেবেন
5957
কেউ কি বলবেন, এ রকম একেটি পয়সার দাম আসলেই কত হতে পারে?