PDA

View Full Version : ন্যানোটেকনোলজি



FXBD
2018-06-25, 01:40 PM
ন্যানোটেকনলজি বা সংক্ষেপে ন্যানোটেক বর্তমানে খুবই গুরত্বপূর্ণ বিষয় এবয় পৃথিবীর বহু দেশে ন্যানোপ্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা চলছে। সাধারণত ন্যানোপ্রযুক্তিত এমন সব জিনিসপত্র বা যন্ত্রপাতি নিয়ে কাজ করে যা অন্তত অতি মাত্রায় ছোট। ন্যানো স্কেলে একটি অ্যাটকে ০.১ ন্যানোমিটার ধরা হয়। আর ন্যানোটেকনলজির ক্ষেত্রে প্রতিটি জিনিস সাধারাণত ১০০ ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং দিনদিন এর সাইজ আরো কমানো হচ্ছে আর এই সবই সম্ভব হচ্ছে ন্যানো টেকনোলজির ফলে। বর্তমানেই আপনি অলরেডি ন্যানো টেকনোলজি ব্যবহার করছেন, যেমন কম্পিউটার প্রসেসর, ফ্ল্যাট স্ক্রীন এচডি টিভি, স্মার্টফোন, আইপড ইত্যাদি সব গুলোতেই ন্যানোটেকনোলজি ব্যবহার করে চিপ লাগানো থাকে। ন্যানো টেকনোলজি ভবিষ্যৎতে রাজত্ব করবে।
ন্যানো টেকনোলজি সম্পর্কে আপনার মতামত জানাতে এবং এই প্রযুক্তি সম্পর্কে আপনার আরো তথ্য জানা থাকলে নিচে শেয়ার করতে পারেন।
5958