View Full Version : শুধুমাত্র চ্যাট দেখে ট্রেড
alamsat
2018-06-26, 10:47 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেকে অনেক ইন্ডিকেটর ব্যবহার করেন অনেক ফান্ডামেন্টাল এ্যানালিসিস করেন কিন্তু ভুলে যান চ্যাটের কথা। কারন ক্যান্ডেল স্টিক চ্যাট ভাল করে বুঝতে অনেক সময় লাগে এবং বুঝতেও অনেক কষ্ট করতে হয়। কিন্তু একমাত্র ক্যান্ডেল স্টিক চ্যাট ভাল করে শিখতে পারলে কোন ইন্ডিকেটর ছাড়া আপনি ভালভাবে ট্রেড করতে পারবেন কারন প্রতিটি ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল কি হবে সে সম্পর্কে বার্তা প্রদান করে থাকে তাই তো এটি বিশ্বে এত জনপ্রিয়। তাই একটু কষ্ট হলেও ক্যান্ডেল স্টিক চ্যাট সম্পর্কে ভাল ধারনা নিতে পারলে অবশ্যয় ভাল ট্রেডার হওয়া যাবে। হ্যা তবে বড় বড় নিউজ এর সময় ক্যান্ডেল স্টিক না ও কাজ করতে পারে তাই এ সময় ট্রেড বন্ধ রাখাটা ভাল।
riponinsta
2018-06-26, 11:33 AM
ফরেক্স মার্কেট এ শুধু চার্ট দেখে ট্রেড করা অনেক কঠিন কারন আপনি যদি শুধু ট্রেড দেখে ট্রেড করতে চান তাহলে আপনার ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখতে অনেক সময় লাগবে আমি অনেক বড় বড় ট্রেডার কে দেখছি যারা শুধু চার্ট দেখে ট্রেড করে না ইনডিকেটর ও ব্যবহার করে তবে তারা অনেক কম ইনডিকেটর ব্যবহার করে তাই আপনি শুধু চার্ট দেখে ট্রেড করতে সমস্যা হলে আপনি দুই একটা ইনডিকেটর ব্যবহার করে দেখতে পারেন তাহলে মার্কেট ভাল বুঝেতে পারবেন
expkhaled
2018-06-26, 12:09 PM
শুধু মাত্র চার্ট দেখে ট্রেড করার জন্য আমাদের সময় লাগে। তবে শিখতে পারলে আর কিছুর প্রয়োজন হয় না। যাকে সবাই প্রাইজ একশন বলে। প্রাইজ একশন হলো একমাত্র নির্ভরযোগ্য পন্থা যা দিয়ে আপনি ট্রেড করতে পারেন। আসলে প্রাইজ একশনে যা করতে হয় সেটা মার্কেট এর লজিক বুঝতে হয়। ক্যান্ডেস্টীক এর লজিক যদি একবার আপনি ধরতে পারেন তাহলে প্রাইজ একশনের মূলমন্ত্র আপনার জানা হয়ে যাবে। তারপর ডেমোতে দীর্ঘদিন প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবেন পাকাপোক্ত।
rafiuqlislam
2018-06-26, 12:36 PM
ফরেক্স মার্কেটে সুন্দর ভাবে ট্রেড করতে চাইলে ইন্ডিকেটর ছাড়া শুধুমাত্র চ্যাট দেখে ট্রেড করা শিখতে হবে।তবে চ্যাট ভাল করে বুঝতে অনেক সময়ের প্রয়োজন।একটু কষ্ট করে ক্যন্ডেল স্টিক চ্যাট শিখতে পারলে আপনি ভাল ট্রেডার হতে পারবেন।কারন ক্যন্ডেল স্টিক পরবর্তী ক্যন্ডেল কি হবে তা নির্দেশ করে।
Mamun13
2018-08-11, 08:51 AM
আপনারা যদি আপনাদের ট্রেডিং চার্টে indicator ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই শুধুমাত্র কেন্ডেলস্টীক অ্যানালাইসিস করে ট্রেড করতে পারবেন৷ কেন্ডেলস্টীক অ্যানালাইসিস করে ট্রেড করা টা সত্যি অনেক দীর্ঘ সময়ের ব্যাপার এবং যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার৷ কেন্ডেলগুলোর বিভিন্ন formation জানতে হবে বুঝতে হবে শিখতে হবে,কেন্ডেলগুলো কোথায় ওপেন হয়েছে, কোথায় close হয়েছে,কত হাই হয়েছে,কত লো হয়েছে... এভাবে প্রত্যেকটি কেন্ডেলকে সঠিকভাবে এনালাইসিস করে করে ট্রেড করতে হয়৷আপনারা যারা price action trading strategy নিয়ে গবেষণা করছেন তারা অবশ্যই কেন্ডেলস্টীক অ্যানালাইসিস করবেন৷কারণ price action trading strategy এর মূল বিষয়ই হচ্ছে ক্যান্ডেলস্টিক গুলো সঠিক ভাবে এনালাইসিস করা,কেন্ডেলস্টীক অ্যানালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারলে আপনি নিশ্চিত ভাবে প্রফিটেবল ট্রেডাররূপে প্রতিষ্ঠিত হতে পারবেন-এটা কেবল সময়ের ব্যাপার মাত্র৷
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.