PDA

View Full Version : বিটকয়েন থেকে বিকাশে টাকা ট্রান্সফার



SaifulRahman
2018-06-27, 12:58 PM
বিটকয়েনের টাকা Coinbase এর মাধ্যমে বিকাশ অথবা রকেটে ট্রান্সফার করা যায়। যদিও এর জন্য বেশ কয়েকটি সাইট রয়েছে, যেখানে অ্যকাউন্ট তৈরী করে সহজেই বিটকয়েনে বা যে কোন ক্রিপ্টোকারেন্সি ক্রয় ও বিক্রয় করা যায়। বিশ্বাসযোগ্য সাইগুলো হল: robikex.com, paymentmela.com, tdbsewallet.com, paidbd.com , যেখান থেকে সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যেই পেমেন্ট পাবেন এবং এখানে ডলার প্রতি রেট ৮০-৮৩ টাকা পর্যন্ত হতে পারে। কিভাবে বিটকয়েনের টাকা বিকাশ অথবা রকেটে ট্রান্সফার করবেন তার একটা ভিডিও দেখুন:
https://www.youtube.com/watch?v=bpjkKQvgQss

Montu Zaman
2019-01-14, 04:51 PM
অনেকেই বিটকয়েন ক্যাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে (BTC-e, Localbitcoin etc.) রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করেন। এতে টাকা পাওয়া সাবার জন্য সহজ হয়না অথবা অনেক দেরি হয়। খুব সহজে বিটকয়েন উইথড্র(ক্যাশ) করা যাবে বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে। যেমন- ডাচ বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক ইত্যাদি। এজন্য প্রথমে একটি Payza অকাউন্ট থাকতে হবে। তারপর https://goldux.com সাইট থেকে বিটকয়েনকে ডলারে কনভার্ট করে Payza একাউন্টে পাঠাতে হবে।

nurulazim
2019-09-23, 11:38 PM
অনেকেই বিটকয়েন ক্যাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে (BTC-e, Localbitcoin etc.) রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করেন। এতে টাকা পাওয়া সাবার জন্য সহজ হয়না অথবা অনেক দেরি হয়। খুব সহজে বিটকয়েন উইথড্র(ক্যাশ) করা যাবে বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে। যেমন- ডাচ বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক ইত্যাদি। এজন্য প্রথমে একটি Payza অকাউন্ট থাকতে হবে। তারপর https://goldux.com সাইট থেকে বিটকয়েনকে ডলারে কনভার্ট করে Payza একাউন্টে পাঠাতে হবে।

FREEDOM
2020-04-15, 09:31 PM
বিটকয়েন এর টাকা সরাসরি বিকাশে ট্রান্সফার করা যায় না। এজন্য আপনাকে কয়েনবেজ অথবা ব্লোকচেইন একাউন্ট থেকে বায়ার কে সেন্ড করতে হবে। বাংলাদেশে এখন অনেক ট্রাস্টেড সাইট রয়েছে যেখানে আপনি বিটকয়েন বা অন্য যেকোন ওয়ালেট থেকে ডলার সেন্ড করে তাদের কাছ থেকে বিকাশে পেমেন্ট নিতে পারেন। আমি মুলত এভাবেই ডলার বাই সেল করে থাকি। তবে যে সাইটে বিক্রি করবেন তা অবশ্যই চেক করে দেখবেন কতোটা ট্রাস্টেড।

BDFOREX TRADER
2020-06-16, 05:29 PM
অনেকেই বিটকয়েন ক্যাশ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে (BTC-e, Localbitcoin etc.) রেজিস্ট্রেশন করে সময় নষ্ট করেন। এতে টাকা পাওয়া সাবার জন্য সহজ হয়না অথবা অনেক দেরি হয়। তাই আমি আপনাদের জন্য নতুন পদ্ধতি নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বিটকয়েন উইথড্র(ক্যাশ) করতে পারবেন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে। যেমন- ডাচ বাংলা ব্যাংক, ইউসিবি ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক………… ইত্যাদি সকল অনলাইন ব্যাংক(শুধু বাংলাদেশ নয়, অন্নান্য দেশেও এই পদ্ধতি কাজ করবে)। টাকা ক্যাশ আউট/উইথড্র পদ্ধতিঃ
১ম ধাপঃ Payza:
বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনার অবশ্যই একটি Payza একাউন্ট থাকতে হবে। কারন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য এটিই সবচেয়ে বেশি ব্যাবহার করা নির্ভরযোগ্য একটি সাইট।
ধাপ ২: Exchange E-Currency:
এরপর আবার এই লিংকে ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। এটি অনলাইনে কারেন্সি এক্সচেঞ্জ করার নির্ভরযোগ্য একটি মাধ্যম। মূলত এই সাইটের মাধ্যমে আপনার বিটকয়েন ডলারে পরিনত হয়ে Payza একাউন্টে যাবে।
এরপর (1) Buy & Sell E-Currency তে ক্লিক করুন। তারপর (2)I send from =Bitcoin এবং I want to receive =Payza USD নির্ধারণ করে দিন। তারপর আপনার বিটকয়েন পরিমান (minimam 0.1 BTC) লিখে (3) Send বাটনে ক্লিক করুন।
বি.দ্রঃ আপনার coinbase একাউন্টে যে পরিমান BTC জমা হয়েছে তা উপরের দেখানো বিটকয়েন পরিমানে লিখবেন। কম বেশি হলে হবেনা। তারপর নিচের মত একটি পেজ আসবে। এখানে আপনার Payza একাউন্টে যে ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করেছেন সে ইমেইল আইডি লিখে Send বাটনে ক্লিক করুন।নিচের চিত্রের মত দেখাবে।
11273
এখানে আপনাকে একটি বিটকয়েন এড্রেস দেয়া হবে। এটি কপি করে রাখুন, একটু পর কাজে লাগবে।
ধাপ ৩: Send Money:
এখন আপনার Coinbase একাউন্টে লগইন করুন। তারপর My Wallet=>Send Money তে ক্লিক করুন।নিচের মত একটি পেজ দেখাবে।
http://forex-bangla.com/customavatars/2091314893.jpg
এখানে To: তে কিছুক্ষন আগে যে বিটকয়েন এড্রেস পেয়েছেন তা Paste করুন। Amount এ আপনার বিটকয়েনের পরিমান (যা GOLDUX সাইটে লিখেছিলেন) লিখে Send Moneyতে ক্লিক করুন। এখানে সার্ভিস চার্জ হিসাবে আপনার একাউন্ট থেকে কয়েনবেসে 0.002BTC কেটে রাখা হবে। তাই হিসাব করে Amount লিখুন। আপনাকে Confirmation মেসেজ জানানো হবে।
আপাতত আপনার কাজ শেষ। অপেক্ষা করুন এবং চেক করে দেখুন আপনার Payza একাউন্টে টাকা জমা হয়েছে কিনা। বেশিক্ষণ লাগার কথা নয়। যখন আপনার Payza তে ডলার জমা হবে তখনি আপনি বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
ধাপ ৪: Payza ক্যাশআউট পদ্ধতিঃ
এবার আপনার Payza একাউন্টে লগইন করে Withdraw Funds এ ক্লিক করে Bank Transfer সিলেক্ট করুন।
http://forex-bangla.com/customavatars/1697980051.jpg
তারপর ধাপে ধাপে আপনার নিজস্ব ব্যাংক একাউন্ট সেটআপ করতে থাকুন। তারপর Accept, add bank account এ ক্লিক করুন। ভাবে পরের/৩য় ধাপে একাউন্ট সেটআপ সম্পন্ন করুন। তারপর আবার Withdraw Funds এ গিয়ে আপনার ব্যাংক ট্রান্সফার সম্পন্ন করুন। Account processing হতে কিছু সময় লাগবে। কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। এভাবেই আপনি আপনার বিটকয়েন হতে টাকা উইথড্র(ক্যাশ) করতে পারবেন।

zubair
2020-08-24, 09:22 PM
বিটকয়েনকে নগদে রূপান্তর করার এবং চূড়ান্তভাবে এটি একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করার বিভিন্ন উপায় রয়েছে: কুইনবেস বা ক্রাকেনের মতো একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে বিটকয়েন বিক্রয় করুন। আপনি যদি বিটকয়েন বিক্রয় করতে চান এবং ফলস্বরূপ নগদ সরাসরি কোনও অ্যাকাউন্টে প্রত্যাহার করতে চান তবে এটি সবচেয়ে সহজ পদ্ধতি। ... আপনার অ্যাকাউন্টে বিটিসি জমা (বা কিনুন)।

sagar0835
2020-08-28, 07:27 PM
বিটকয়েন কিনে নেয় এমন অনেক ওয়েবসাইট আছে।
এছাড়াও অনেক মেম্বার যারা ক্রিপ্টো ট্রেড করে তাদের কাছে বিক্রি করা যেতে পারে।