Log in

View Full Version : ট্রেড করুন নিজের যোগ্যতায়



alamsat
2018-06-27, 03:26 PM
ফরেক্স ট্রেড এ অনেকে আছেন বিভিন্ন সিগনাল এর পিছনে ছুটতে থাকেন, বিভিন্ড ইন্ডিকেটর টাকার বিনিময়ে কিনে ট্রেড করতে থাকেন তবুও ভাল ইনকাম করতে পারছেন না কারন একটি ফরেক্স এ ভবিষ্যৎ মার্কেট কোনদিকে যাবে এটি ১০০% কেউ ই দিতে পারে না। তাই যদি হত তাহলে যারা এ সকল ইন্ডিকেটর বা সিগনাল বিক্রি করছে তারা তো প্রতিদিন ট্রেড করে কোটি কোটি টাকা আয় করতে পারবে তাহলে এত সিগনাল বিক্রির দরকার কিসের। তাই যারা নবীন বা পুরাতন ট্রেডারভাই আছেন নিজেকে ট্রেডিং এ পাকাপোক্ত করে ট্রেড করুন এ সব সিগনাল এর পিছনে সময় দিবেন না।

souravkumarhazra6763
2018-06-27, 05:03 PM
নিজের যোগ্যতাই ট্রেড করে লস করাও ভালো,কিন্তু অন্যর ট্রেড কপি আর সিগনাল ইউজ না করায় ভালো,এতে আপনি অন্যর উপর নির্ভরশীল হয়ে যেতে হয় এবং নিজের উপর আস্থা হারিয়ে যাই,তাই আমাদের উচিত মার্কেট এর চার্ট এন্যালাইসিস করে নিজের মত করে এন্ট্রি নেওয়া।

rafiuqlislam
2018-06-27, 05:03 PM
ফরেক্স মার্কেটে ট্রেডকরে আপনি যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত স্টাডি করে যোগ্যতা অর্জন করতে হবে।যোগ্যতা অর্জন করতে না পারলে আপনি এক সময় মার্কেট থেকে হারিয়ে যাবেন বহুদুরে।কারন আপনি যদি নিজের যোগ্যতায় মার্কটে না বোঝেন তাহলে প্রফিটের বদলে আপনি আপনার পুজি খোযাবেন।

Mamun13
2018-08-11, 08:18 AM
আমিও আমার ট্রেডিং লাইফে শুরুর দিকে mt4 ট্রেডিং টার্মিনালের অসংখ্য ইন্ডিকেটর বিভিন্নভাবে ব্যবহার করে করে দেখেছি৷আসলে এইসব ইন্ডিকেটরগুলো কখনোই প্রাইস মুভমেন্ট এর ভবিষ্যৎ নির্দেশনা নিশ্চিত ভাবে দিতে পারে না৷ইন্ডিকেটরগুলো মূলত টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রয়োজনে সামান্য কিছু ব্যবহার করা হয়ে থাকে৷তবে আপনারা যদি price action trading strategy ব্যবহার করে ট্রেড করতে পারেন তাহলে কোনোও প্রকার ইন্ডিকেটরের প্রয়োজন পড়বে না এবং অন্য কারোর trading signal ক্রয় করার বা দেখার প্রশ্নই আসে না৷আপনি নিজে তখন অন্যের কাছে সিগনাল বিক্রি করতে পারবেন৷তাই indicator নির্ভর ট্রেড না করে অথবা অন্য কারোর Trading signal এর উপর নির্ভর না করে বা কোনোও প্রকার রোবটের দ্বারস্থ না হয়ে আপনি নিজে নিজেই এনালাইসিস করতে শিখুন৷মনে রাখবেন নিজের যোগ্যতা নিজেকেই অর্জন করতে হয়,অন্যের দ্বারা কখনোই এক টাকাও প্রফিট অর্জন করতে পারবেন না-এটা 100% বাস্তব সত্য কথা৷

sanwar04
2018-08-11, 08:41 AM
ফরেক্সে ডেমো ট্রেড করে আগে নিজের যোগ্যতাকে জানা জরুরী

sanwar04
2018-08-11, 09:03 AM
অন্যর উপর নির্ভর না ক*রে নি*জে আ*গে ভা*লো ভা*বে শি*খে ফ*রে*ক্সে বি*নি*য়োগ করা উ*চিত।

rafiuqlislam
2018-08-11, 09:53 AM
ফরেক্স একটা আন্তর্জাতিক ট্রেড মার্কেট।এখানে ট্রেড করে সাফল্য পেতে হলে অব্শ্যই নিজের যোগ্যতায় সামনে অগ্রসর হতে হবে।তার জন্য অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেই ট্রেডিংয়ের কাজ করতে হবে।তাহলে আপনি সফলতার পথ পেতে পারেন।

riponinsta
2018-08-11, 10:10 AM
আপনি ঠিক কথা বলছেন ফরেক্স মার্কেট এ নিজে নিজে ট্রেড করা অনেক ভাল কারন আপনি যখন নিজে নিজে ট্রেড করবেন তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন আমি ফরেক্স মার্কেট এ অনেক অনেক খারাপ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করতে দেখছি সেই ট্রেডিং সিস্টেম এ সে ট্রেড করে নিয়মিত লাভ করছে তাই ট্রেড করার জন্য ট্রেড ভাল করে বুঝে ট্রেড করতে হবে যে যত ভাল করে মার্কেট বুঝে ট্রেড করতে পারবে সে তত বেশি লাভ করতে পারবে

iloveyou
2018-08-20, 12:01 AM
আসলে এখানে নিজের কোন যোগ্যতা না থাকলে মার্কেটে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়, তাই এখানে আমাদের সেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দক্ষতার সাথে ট্রেড করতে হবে। আর যখন কোন ট্রেডার এভাবে তাদের কর্মক্ষমতা প্রদর্শন করতে পারেন, তখন তিনি হবেন একজন যোগ্য ট্রেডার। তাই আমাদের সকলকে আগে সেই যোগ্যতা অর্জন করতে হবে এই মার্কেটের মধ্য থেকে, একমাত্র তাহলেই আমরা গর্বিত হতে পারব।

edottc
2019-03-25, 07:00 AM
আমি মনে করি ফরেক্সে নিজের যোগ্যতায় ট্রেড করে লস করা ভাল ।কারন আপনি যখন নিজ অভিজ্ঞতায় ট্রেড করে লস করবেন তখন আপনি আর ঐ রকম ভুল করবেন না । তাছাড়া মানুষ ভুল থেকে শিক্ষা নেয় ।আপনি যত ভুল করবেন আপনি তত বেশি শিখতে পারবেন । এক সময় আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে যাবেন ।

babubd
2019-04-16, 01:08 PM
আমি মনে ফরেক্সে সবসময় নিজের যোগ্যতায় ট্রেড করা উচিত । কারন আপনি নিজের যোগ্যতায় ট্রেড করে যদি লস করেন তাহলে আপনি এই লস থেকে অনেক কিছু শিকতে পারবেন । এবং আপনি পরে কখনও আর এই রকম ভুল করবেন না । মানুষ ভুল থেকে অনেক কিছূ শিখে থকে । তাই আমার মতে ফরেক্সে নিজের যোগ্যতায় ট্রেড করা উচিত ।

bdunity
2019-04-16, 03:45 PM
যে কোন কাজ যে কোন মাধ্যমে শেখা যায় । কিন্তু শেখার পর যখন নিজে ঐকাজ করবেন তখন নিজের শুবিধা মত করবেন । আর নিজ যোগ্যতায় কোন কাজ করলে সে কাজের তৃপ্তিই আলাদা হয় । তাই ফরেক্স ট্রেড ও নিজ যোগ্যতায় করা ভাল । তাহলে লাভ লসের একটা ভিন্ন তৃপ্তি থাকবে ।

expkhaled
2019-04-16, 04:43 PM
নিজের অন্তগর্ত গুরু হলো সবচেয়ে বড় গুরু। আপনি নিজে যেটা শিখতে পারবেন সেইটা অন্যে কেউ শেখাতে পারবেনা। যদি নিজে নিজেই ফরেক্স মার্কেট এনালাইসিস করা শিখতে পারেন তাহলে সবচেয়ে ভাল কিছু করতে পারবেন। আসলে নিজে নিজে শিখতে অনেক সময়ের ব্যপার এবং অনেক ধৈর্য্যর ও প্রয়োজন। তাই অনেক এ এই পন্থায় ট্রেড শিখতে পারেন না। অন্য কেউ আপনাকে ফরেক্স শেখাতে পারবেন না যতক্ষন না নিজে নিজে শিখতে পারবেন।

NasirMollah739
2019-04-16, 09:33 PM
ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত ট্রেড করে প্রকৃত অর্জনের জন্য অবশ্যই প্রতিটি ট্রেডার কে পরিপূর্ণ ট্রেডিং স্ট্রাটেজি থাকতে হয়।এই প্লাটফর্মে এমনও অনেক ট্রেডার আছে যারা অন্যের কাছ থেকে সিগন্যাল ব্যবহার করে বা অন্যের দেওয়া বুদ্ধি নিয়ে ট্রেডে এন্ট্রি করেন। যদিও এতে মাঝেমধ্যে প্রফিট হয় কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। ফরেক্স ট্রেডিং করতে অবশ্যই প্রতিটি ট্রেডার কে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন এনালাইসিস এর মাধ্যমে নিজের জন্য সুবিধাজনক ট্রেডিং স্ট্রাটেজি উন্নয়ন করতে হয়। এজন্য অবশ্যই ট্রেডে নিজের যোগ্যতার মাধ্যমে প্রফিট অর্জনের চেষ্টা করলে ভবিষ্যতে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা খুবই সহজ হয়।

sumon918
2019-04-16, 11:46 PM
অবশ্যই ফরেক্স নিজের যোগ্যতায়ই করা উচিত তার কারন অন্যের দেওয়া ডিরেকশন সবসময় যে সঠিক হবে তা কিন্তু নয় আর অন্যের সিগনালের উপর ভরসা করলে নিজে কিছুই শিখতে পারবেন না তাই নিজে স্টাডি করে নিজের যোগ্যতায় ট্রেড করুন একদিন অনেক ভাল কিছু করতে পারবেন।

RASELRANA562917
2019-04-17, 01:18 AM
ফরেক্স মার্কেট এ আমার মনে হয় সব থেকে ভাল বিষয় যেটা হল সেটা হল নিজ যোগ্যতায় ট্রেড করা।এর থেকে ভাল কিছু আর হয় না।আপনি যদি নিজ যোগ্যতায় লস ও করেন ভাববেন সেটাই আপনার লাভ।আপনি যদি অন্য কারো সহায়তায় কিংবা সিগন্যাল অনুসরণ করে ট্রেড করেন আপনি কিছুই শিখতে পারবেন না আর আপনি পরনির্ভরশীল হয়ে যাবেন।আপনি একটু চিন্তা করেন দেখেন যারা এই সিগন্যাল,ইন্ডিকেট বিক্রি করে এই সিগন্যাল এ যদি এতই ভাল রেজাল্ট দিত তারাই তো লাখ লাখ ডলার আয় করতে পারত আপনার কাছে সিগন্যাল কেন বিক্রি করবে।আর একটা কথা মাথায় রাখবেন ফরেক্স মার্কেট এ কোন কিছুই ১০০% রেজাল্ট কখনোই দিতে পারবে না সো বি কেয়ারফুল।আপনি নিজের যোগ্যতায় ট্রেড করা শিখুন তাতে ভবিষ্যৎ এ ফরেক্স এ আপনি ভাল করতে পারবেন।

Sid
2020-12-10, 10:28 AM
নিজের যোগ্যতাই ট্রেড করে লস করাও ভালো,কিন্তু অন্যর ট্রেড কপি আর সিগনাল ইউজ না করায় ভালো,এতে আপনি অন্যর উপর নির্ভরশীল হয়ে যেতে হয় এবং নিজের উপর আস্থা হারিয়ে যাই,তাই আমাদের উচিত মার্কেট এর চার্ট এন্যালাইসিস করে নিজের মত করে এন্ট্রি নেওয়া।

EmonFX
2020-12-10, 11:30 AM
ফরেক্স ট্রেড এ অনেকে আছেন বিভিন্ন সিগনাল এর পিছনে ছুটতে থাকেন, বিভিন্ড ইন্ডিকেটর টাকার বিনিময়ে কিনে ট্রেড করতে থাকেন তবুও ভাল ইনকাম করতে পারছেন না কারন একটি ফরেক্স এ ভবিষ্যৎ মার্কেট কোনদিকে যাবে এটি ১০০% কেউ ই দিতে পারে না। তাই যদি হত তাহলে যারা এ সকল ইন্ডিকেটর বা সিগনাল বিক্রি করছে তারা তো প্রতিদিন ট্রেড করে কোটি কোটি টাকা আয় করতে পারবে তাহলে এত সিগনাল বিক্রির দরকার কিসের। তাই যারা নবীন বা পুরাতন ট্রেডারভাই আছেন নিজেকে ট্রেডিং এ পাকাপোক্ত করে ট্রেড করুন এ সব সিগনাল এর পিছনে সময় দিবেন না।

আপনি যথার্থই বলেছেন। আমাদের নিজের যোগ্যতায় বা নিজের মতামত এবং এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেডিং করা উচিত। প্রাথমিক পর্যায়ে নিজের এনালাইসিস যদি ভুলও হয় তাও ভালো কারন এর মাধ্যমে আপনি আপনার ভুলগুলো সংশোধন করে নিজেকে দক্ষ ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেকেই মুখিয়ে থাকেন অন্য কারো সিগন্যাল বা এনালাইসিস এর আশায়, সেটা দিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করার চেষ্টা করে। আমি মনে করি সেটা নিজের প্রতিভাকে ধ্বংস করারই নামান্তর। আর তাছাড়া ফরেক্স মার্কেটে এমন কোন এনালিস্ট নেই যে শতভাগ নিশ্চিত করে বলতে পারে ভবিষ্যৎ মার্কেট কেমন হতে পারে। ভবিষ্যৎ মার্কেট সম্পর্কে হয়তো কিছুটা ধারণা দিতে পারে।

অন্যের এনালাইসিস বা সিগন্যালের উপরে নির্ভর না করে নিজেই নিজের প্রতিভাকে বিকশিত করুন এবং নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেষ্টা করুন তাতে করে দেখা যাবে আপনি নিজেই একসময় ভালো ট্রেডিং সিগনাল তৈরি তৈরি করতে পারছেন যেটা দিয়ে আপনি ট্রেডিং করে খুব ভালো উপার্জন করতে পারছেন।

md mehedi hasan
2020-12-13, 08:40 AM
ফরেক্স মার্কেটে নিজের যোগ্যতায় ট্রেড করা একান্ত জরুরী।আমরা বেশি ভাগ ট্রেডারা নিজে ফরেক্স মার্কেটে সফল হতে না পেরে সিগন্যাল কেনার জন্য টাকা দিয়ে থাকি।এতে করে অনেকেই প্রতারিত হচ্ছে।এই প্রতারণার শিকার না হয়ে আমরা যদি একটু কষ্ট করে মনোযোগ সহকারে ফরেক্স শিখতে থাকি।ইনশাল্লাহ একদিন সফল হবো।

Tapujyoti
2020-12-13, 09:18 AM
ফরেক্সে টিকে থাকতে আন্তর্জাতিক মুদ্রাবাজার বিশ্লেষণ করতে শেখাটা খুবই জরুরী। এছাড়া ডেমোট্রেড করাটাও বাঞ্ছনীয়। সিগনাল হয়তো আমাদেরকে বাজার সম্পর্কেও ধারণা দিতে পারে কিন্তু ১০০% নিশ্চয়তা কখনোই দিতে পারেনা। কারণ এই বাজারে কখন কোন মুদ্রার দাম পড়ে যাবে বা বৃদ্ধি পাবে এটা কারো পক্ষেই পুরোপুরিভাবে সম্ভব না।

Mahidul84
2020-12-13, 09:55 AM
ফরেক্সে টিকে থাকতে আন্তর্জাতিক মুদ্রাবাজার বিশ্লেষণ করতে শেখাটা খুবই জরুরী। এছাড়া ডেমোট্রেড করাটাও বাঞ্ছনীয়। সিগনাল হয়তো আমাদেরকে বাজার সম্পর্কেও ধারণা দিতে পারে কিন্তু ১০০% নিশ্চয়তা কখনোই দিতে পারেনা। কারণ এই বাজারে কখন কোন মুদ্রার দাম পড়ে যাবে বা বৃদ্ধি পাবে এটা কারো পক্ষেই পুরোপুরিভাবে সম্ভব না।

ভাই আপনার কথা ঠিক আছে তবে আপনি যদি কঠোর পরিশ্রম এবং দক্ষতার সাথে এই ফরেক্স মার্কেটে যদি সঠিক ভাবে ঠিকে থাকতে পারেন এবং পাশাপাশি নিয়মিত ডেমো ট্রেডিং দ্বারা আবদ্ধ থাকেন তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল দক্ষ হয়ে উঠতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং বিভিন্ন ধরনের কৌশল সম্পর্কে ভাল ভাবে দক্ষ হয়ে উঠতে হবে। আর এর জন্য আপনাকে অবশ্যই নিয়মিত ফরেক্স মার্কেটের সাথে লেগে থাকতে হবে। তাহলে অবশ্যই পুরোপুরি ফরেক্স মার্কেটে একদিন যোগ্য হয়ে উঠতে পারবেন।

sss21
2020-12-13, 02:25 PM
অবশ্যই ফরেক্স নিজের যোগ্যতায়ই করা উচিত তার কারন অন্যের দেওয়া ডিরেকশন সবসময় যে সঠিক হবে তা কিন্তু নয় আর অন্যের সিগনালের উপর ভরসা করলে নিজে কিছুই শিখতে পারবেন না তাই নিজে স্টাডি করে নিজের যোগ্যতায় ট্রেড করুন একদিন অনেক ভাল কিছু করতে পারবেন।

Starship
2020-12-13, 11:51 PM
হ্যাঁ আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করিলাম।
সব সময় নিজের যোগ্যতায় ট্রেড করা উচিত। কোন সফলতা এক ধাপে সফল হওয়া সম্ভব নয়। আপনি যদি প্রথমদিকে ট্রেড করে ব্যর্থও হন তাহলে পরবর্তীতে আপনি একসময় একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে পারবেন। কেননা আমরা সবাই জানি আমরা কখন থেকে যা শিক্ষা অর্জন করে তা কখনো ভুলে যাওয়ার মতো নয়। তাই সবসময় আমাদের নিজে এনালাইসিস করে নিজের দক্ষতা নিজের অভিজ্ঞতা ট্রেড করা উচিত এর জন্য আমাদের জন্য মঙ্গলকর হবে।

Md.shohag
2020-12-14, 06:43 AM
আসলে এখানে নিজের কোন যোগ্যতা না থাকলে মার্কেটে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়, তাই এখানে আমাদের সেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দক্ষতার সাথে ট্রেড করতে হবে। আর যখন কোন ট্রেডার এভাবে তাদের কর্মক্ষমতা প্রদর্শন করতে পারেন, তখন তিনি হবেন একজন যোগ্য ট্রেডার। তাই আমাদের সকলকে আগে সেই যোগ্যতা অর্জন করতে হবে এই মার্কেটের মধ্য থেকে, একমাত্র তাহলেই আমরা গর্বিত হতে পারব।

Hridoy6763
2020-12-14, 09:55 AM
অন্যদের উপর নির্ভর না করে ট্রেড নিজের যোগ্যতায় করা উচিত,এতে আপনার ভুল হলে পরে আপনি লাভ হবেন,আপনি যদি নিজের উপর নির্ভর করে ট্রেড করেন তাহলে আপনি আপনার ওই এন্ট্রি থেকে অনেক কিছু শিখতে পারবেন,কিন্তু অন্য ট্রেডার এর উপর নির্ভর করে ট্রেড করলে আপনি কোন কিছু শিখতে পারবেন না,তাই মার্কেট এন্যালাইসিস করে নিজের যোগ্যতায় ট্রেডিং করুন।

ANIK918
2020-12-14, 12:01 PM
কথায় আছে অন্যের ধন আর অন্যের জ্ঞান কখনো নিজের হয় না। নিজে প্রচেষ্টা করে যে সফলতা লাভ করার মাধ্যমে যতটুক আনন্দ হয় তা অন্য কোনভাবে সম্ভব নয়। যারা বিভিন্ন সিগন্যালের পিছনে ঘুরছেন আমি মনে করি তারা বৃথা চেষ্টা করছে না কারণ ফরেক্স মার্কেট কোন দিকে যাবে এটা শতভাগ নিশ্চয়তা কেউ দিতে পারে না অন্যের কথায় লস করার চেয়ে নিজের প্রচেষ্টা বৃথা হওয়া ও ভালো কেননা এর মধ্যেও শিক্ষণীয় থাকে। আর যারা সিগনাল বিক্রি করে থাকে তাদের সিগন্যাল যদি সঠিক হতো তাহলে তো তারাই পারত কোটি কোটি টাকা ইনকাম করতে।কিন্তু তারা সেটা করে না তারা সিগন্যাল বিক্রি করে এতে তাদের কোনো লাভ নেই লস হলে আপনার হবে। এই কারণে কোন সিগন্যাল এর উপর ভরসা রেখে নিজে এনালাইসিস করুন নিজের স্কিল ডেভলপমেন্ট করুন এবং নির্দ্বিধায় ট্রেড করুন।

FRK75
2021-06-20, 09:52 PM
ফরেক্স একটা আন্তর্জাতিক ট্রেড মার্কেট।এখানে ট্রেড করে সাফল্য পেতে হলে অব্শ্যই নিজের যোগ্যতায় সামনে অগ্রসর হতে হবে।তার জন্য অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেই ট্রেডিংয়ের কাজ করতে হবে।তাহলে আপনি সফলতার পথ পেতে পারেন।তাছাড়া মানুষ ভুল থেকে শিক্ষা নেয় ।আপনি যত ভুল করবেন আপনি তত বেশি শিখতে পারবেন । এক সময় আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে যাবেন ।

Sakib42
2021-06-21, 11:01 PM
সাধারণত একজন নতুন ট্রেডার এর ক্ষেত্রে নিজের যোগ্যতা অনুযায়ী ট্রেডিং করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন তারা অভিজ্ঞ ট্রেডারের দিকে লক্ষ্য রাখে এবং তাদের সিগন্যাল ব্যবহার করে অর্থ উপার্জন করে। কিন্তু এই সিগনাল দিয়ে সে বেশিদিন লাভবান হতে পারবে না তার জন্য তাকে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেডার হতে হবে এবং সবকিছু তাঁর অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন হয়ে যদি সে লসের সম্মুখীন হয় তখনও তার একটি শান্তি লাগবে যে সে মার্কেট এনালাইসিস করেও ব্যর্থ হয়েছে কিন্তু যদি অন্যের সিগন্যাল ব্যবহার করে তার লসের সম্মুখীন হতে হয় তখন তার বেশি হতাশা কাজ করবে।

FRK75
2021-08-12, 07:20 PM
এখানে নিজের কোন যোগ্যতা না থাকলে মার্কেটে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়, তাই এখানে আমাদের সেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দক্ষতার সাথে ট্রেড করতে হবে। আর যখন কোন ট্রেডার এভাবে তাদের কর্মক্ষমতা প্রদর্শন করতে পারেন, তখন তিনি হবেন একজন যোগ্য ট্রেডার। তাই আমাদের সকলকে আগে সেই যোগ্যতা অর্জন করতে হবে এই মার্কেটের মধ্য থেকে, একমাত্র তাহলেই আমরা গর্বিত হতে পারব।

samun
2021-10-22, 06:13 PM
নিজের যোগ্যতায় ট্রেড করে যদি লস করেন তাহলে আপনি এই লস থেকে অনেক কিছু শিকতে পারবেন । এবং আপনি পরে কখনও আর এই রকম ভুল করবেন না । মানুষ ভুল থেকে অনেক কিছূ শিখে থকে । তাই আমার মতে ফরেক্সে নিজের যোগ্যতায় ট্রেড করা উচিত ।ফরেক্স ট্রেডিং করতে অবশ্যই প্রতিটি ট্রেডার কে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন এনালাইসিস এর মাধ্যমে নিজের জন্য সুবিধাজনক ট্রেডিং স্ট্রাটেজি উন্নয়ন করতে হয়। এজন্য অবশ্যই ট্রেডে নিজের যোগ্যতার মাধ্যমে প্রফিট অর্জনের চেষ্টা করলে ভবিষ্যতে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা খুবই সহজ হয়।

Smd
2022-01-24, 06:41 AM
আমাদের সেই জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দক্ষতার সাথে ট্রেড করতে হবে। আর যখন কোন ট্রেডার এভাবে তাদের কর্মক্ষমতা প্রদর্শন করতে পারেন, তখন তিনি হবেন একজন যোগ্য ট্রেডার। আপনি যখন নিজে নিজে ট্রেড করবেন তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন আমি ফরেক্স মার্কেট এ অনেক অনেক খারাপ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করতে দেখছি সেই ট্রেডিং সিস্টেম এ সে ট্রেড করে নিয়মিত লাভ করছে তাই ট্রেড করার জন্য ট্রেড ভাল করে বুঝে ট্রেড করতে হবে।

samun
2022-02-12, 12:26 PM
ফরেক্সে টিকে থাকতে আন্তর্জাতিক মুদ্রাবাজার বিশ্লেষণ করতে শেখাটা খুবই জরুরী। এছাড়া ডেমোট্রেড করাটাও বাঞ্ছনীয়। সিগনাল হয়তো আমাদেরকে বাজার সম্পর্কেও ধারণা দিতে পারে। নিজের যোগ্যতায় বা নিজের মতামত এবং এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেডিং করা উচিত। প্রাথমিক পর্যায়ে নিজের এনালাইসিস যদি ভুলও হয় তাও ভালো কারন এর মাধ্যমে আপনি আপনার ভুলগুলো সংশোধন করে নিজেকে দক্ষ ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। অনেকেই মুখিয়ে থাকেন অন্য কারো সিগন্যাল বা এনালাইসিস এর আশায়, সেটা দিয়ে ট্রেড করে প্রফিট অর্জন করার চেষ্টা করে।অন্যর ট্রেড কপি আর সিগনাল ইউজ না করায় ভালো,এতে আপনি অন্যর উপর নির্ভরশীল হয়ে যেতে হয় এবং নিজের উপর আস্থা হারিয়ে যাই,তাই আমাদের উচিত মার্কেট এর চার্ট এন্যালাইসিস করে নিজের মত করে এন্ট্রি নেওয়া।

FRK75
2022-03-26, 03:54 PM
ফরেক্সে সবসময় নিজের যোগ্যতায় ট্রেড করা উচিত । কারন আপনি নিজের যোগ্যতায় ট্রেড করে যদি লস করেন তাহলে আপনি এই লস থেকে অনেক কিছু শিকতে পারবেন । এবং আপনি পরে কখনও আর এই রকম ভুল করবেন না । মানুষ ভুল থেকে অনেক কিছূ শিখে থকে । তাই আমার মতে ফরেক্সে নিজের যোগ্যতায় ট্রেড করা উচিত ।ফরেক্সে টিকে থাকতে আন্তর্জাতিক মুদ্রাবাজার বিশ্লেষণ করতে শেখাটা খুবই জরুরী। এছাড়া ডেমোট্রেড করাটাও বাঞ্ছনীয়। সিগনাল হয়তো আমাদেরকে বাজার সম্পর্কেও ধারণা দিতে পারে কিন্তু ১০০% নিশ্চয়তা কখনোই দিতে পারেনা। কারণ এই বাজারে কখন কোন মুদ্রার দাম পড়ে যাবে বা বৃদ্ধি পাবে এটা কারো পক্ষেই পুরোপুরিভাবে সম্ভব না।

IFXmehedi
2022-03-28, 11:48 AM
আমি মনে করি ফরেক্সে নিজের যোগ্যতায় ট্রেড করে লস করা ভাল ।কারন আপনি যখন নিজ অভিজ্ঞতায় ট্রেড করে লস করবেন তখন আপনি আর ঐ রকম ভুল করবেন না । তাছাড়া মানুষ ভুল থেকে শিক্ষা নেয় ।আপনি যত ভুল করবেন আপনি তত বেশি শিখতে পারবেন । এক সময় আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে যাবেন ।

অবশ্যই আমাদের সকলের উচিত নিজের যোগ্যতায় ফরেক্স মার্কেটে ট্রেড করা । কারণ একজন মানুষ যখন ফরেক্সের কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে তখন অবশ্যই তাকে আগে ফরেক্স এর কাজের জন্য যাবতীয় বিষয় সম্পর্কে অবগত হতে হয় এবং সেই ধারণা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় । মনোযোগ ও ধৈর্য সহকারে যখন একজন মানুষ কাজ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে তখন তার কাজের ক্ষেত্র অনেক সহজ হয়ে ওঠে এবং সেখান থেকে অনেক ভাল ফলাফল সে আশা করতে পারে । আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের সকলের উচিত নিজের জ্ঞান দিয়ে ট্রেড করা । কখনোই ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং সিস্টেম চুরি করা উচিত নয় । এক্ষেত্রে নিজের উপর থেকে আত্মবিশ্বাস চলে যায় এবং লস হলে কোন কিছু করার থাকে না । তাই আমি সকলকে বলব যে সবাই আগে আমরা নিজের যোগ্যতা অর্জন করি, নিজেদের দক্ষতা কে বৃদ্ধি করে এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করে তারপর ফরেক্স মার্কেটে ট্রেডিং করি ।