PDA

View Full Version : অনলাইন শপিং ও বাংলাদেশ



FXBD
2018-06-28, 01:19 PM
বাংলাদেশ তরুনরা এখন অনলাইন শপিংয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে, কেনানা তারা ঘরে বসেই নিজের বাসার কম্পিউটারে নিজের জন্য পোশাক ও আনুষাঙ্গিক জিনিস এর পাশাপাশি তার পরিবারের জন্যও সহজেই পছন্দ করেতে পারছে এবং সেটা হোম ডেলিভারি পাচ্ছে। এছাড়া বাইরে শপিং করাটা অনেক ঝামেলাপুর্ণ্, কেনানা ব্যবস্ততায় সময় পাওয়া যায় না, বাইরে ভ্যাপসা গরম বা বৃষ্টি ছাড়াও রাস্তায় যানজট আর ভিড় রয়েছে। আর এখন একটি ই-কমার্স সাইট থেকে সে সবকিছু নিজের প্রয়োজন মত কাঙ্খিত পণ্যটি যাচাই করে কিনতে পারছে।
http://s3.amazonaws.com/somewherein/assets/images/Jewel1best_1313798789_1-2011-08-18-17-51-06-044495400-untitled-30.jpg

rafiuqlislam
2018-06-28, 04:36 PM
বর্তমান বাংলাদেশে এখন অনলাইনের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব।ঘরে বসে আপনার পছন্দনীয় জিনিস অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন।মার্কেটে গিয়ে একটা জিনিস কিনতে সময়ের প্রয়োজন।কিন্ত আপনার পছন্দনীয় জিনিস ঘরে বসে ডেলিভারি পাবেন যা আগে ছিল কল্পনার অতীত।শুধু শপিং নয় এখন ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে ভাল ইনকামের সুযোগও রয়েছে।

Rakib Hashan
2018-07-15, 03:31 PM
দেশে গৃহবধু থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত সবাই অনলাইন ওয়েবসাইট এবং ফেসবুক ব্যবহার করে অনলাইন শপিংয়ের বিজনেজ শুরু করেছে। আর তথ্যপ্রযুক্তি বিশ্লেষক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) তথ্য অনুসারে এই ওয়েবভিত্তিক অনলাইন শপগুলো থেকে প্রতি বছর বাংলাদেশে এখন প্রায় এক হাজার কোটি টাকার পণ্যসাগ্রীর ক্রয় বিক্রয় করা হয়, যেখানে প্রায় প্রতিদিন ২০ হাজার পর্যন্ত অনলাইন অর্ডার হোম ডেলিভারি দেয়া হয়। তাই সহজে ঘরে বসে কাঙ্ক্ষিত পণ্য পেতে অনলাইন শপিংসাইটগুলো ধীরে ধীরে শক্তিশালী প্লাটফর্ম হয়ে উঠছে।

Montu Zaman
2018-07-22, 04:44 PM
সম্প্রতি বাংলাদেশ সরকার ই-কমার্স খাতে একটি নীতিমালা করেছে, নীতিমালায় বলা হয়েছে, ‘ডিজিটাল কমার্স বা ই-কমার্স খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানি ও অনুরূপ বিদেশি কোম্পানি ৫১:৪৯ ইক্যুইটি ভিত্তিক মালিকানা ব্যবস্থায় প্রযোজ্য হবে।’ এর মানে হল কোন দেশীয় কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া অন্য কোন বিদেশী কোম্পানী বাংলাদেশের ই-কমার্স খাতে ব্যবসা করতে পারবে না। যার কারনে অনলাইন শপিং খাতে দেশীয় উদ্যোক্তা বা দেশীয় কোম্পানীগুলো সুরক্ষা ও বিকশিত হওয়ার সুযোগ পাবে বলে আমার মনে হচ্ছে।

rafiuqlislam
2018-07-22, 05:02 PM
অনলাইন শপিং এখন আর তেমন কিছু নয়।আমি বলি- এখন অনলাইনে রান্না-বান্না,খাওয়া-দাওয়া সবকিছুই সম্ভব। আমরা যা আগে কল্পনা করতে পারতাম না, তা আজ আমাদের কাছে এক সহজসাধ্য ব্যাপার।আপনার একটা পোষাক প্রয়োজন, বাড়ীতে বসে পছন্দণীয় পোষাক অর্ডার করলেই আপনার দোর গোড়ায় উপস্থিত।

Rassel Vuiya
2018-10-28, 03:31 PM
দেশের সবচেয়ে বড় লাইফ স্টাইল ব্যান্ড হল আড়ং। সারাদেশে ২১ টি আউটলেট ছাড়াও অনলাইন শপ রয়েছে। সম্প্রতি এর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পরিচালক তামারা হাসান আবেদ বলেছেন আগামী দিনগুলোতে গ্লোবাল ই কমার্স ডেলিভারির উপর জোর দিতে চায় প্রতিষ্ঠানটি। ফলে এই্*বোর দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় লাইফ স্টাইল ব্র্যান্ড আড়ং। যা আগামী ছয় মাসের মধ্যেই এ সংক্রান্ত প্রস্তুতি শেষ করবে তারা।

Rassel Vuiya
2018-11-29, 11:37 AM
আসন্ন বড়দিন উপলক্ষ্যে আমেরিকাতে কেনাকাটার ধুম পড়েছে, চলছে বিভিন্ন অফার। তার মধ্যে ব্লাক প্রাই ডে ও সাইবার মান-ডে তে পণ্য বিক্রির দিক থেকে নতুন রেকর্ড গড়েছে আমেরিকায়। ছাড়ে কেনা-কাটার বিশেষ এই দিনটিতে বিক্রি হয়েছে ৭'শ ৯০ কোটি ডলারের পণ্য। ছাড়ে কেনা-কাটার আরেক আয়োজন ব্ল্যাক ফ্রাইডের বিক্রি পৌঁছেছে ৬'শ ২ কোটি ডলার।

SHARIFfx
2018-11-29, 11:53 AM
অনলাই শপিং এর পাশাপাশি আপনি ফরেক্স ট্রেড করে প্রফিট উত্তলন করে অনলাইল ব্যাংকে ট্রান্সফার করে সেই টাকা দিয়ে ঘরে বসে আনলাইন শপিং করতে পারেন। এটা আলাদা মজার বেপার। দেশে এখন অনেক অনলাইন শপিং সাইড আছে যেমন দারাজ, বিক্রয় ডটকম আরো অনেকে।

BDFOREX TRADER
2019-11-26, 03:21 PM
9404
বিশ্বজুড়ে ই-কমার্সের মাধ্যমে শুধুমাত্র ২০১৯ সালে এখন পর্যন্ত মোট কেনাকাটার পরিমান প্রায় সাড়ে ৩ ট্রিলিয়ন ইউএস ডলার❗️*মিলিয়ন বা বিলিয়ন না। একেবারে ট্রিলিয়ন*এবং ধারনা করা হচ্ছে, ২০২২ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে সাড়ে ৬ ট্রিলিয়নেরও বেশি!!*আর, ২০২১ সাল নাগাদ, বিশ্বব্যাপী অনলাইনের মাধ্যমে পন্য বা সেবা ক্রয় করা ক্রেতার সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে পারে ২.১৪ বিলিয়নের বেশি! এই ইন্টারনেটের যুগে এবং এই বিশাল গ্রোয়িং ইন্ডাস্ট্রির একটা অংশ হল বাংলাদেশ। বর্তমানে ঘরে বসেই অনেক উদোক্তা ফেইসবুক বা অনলাইন ব্যবহার করে নিজের স্বাধীনতায় ব্যবসায় করছে এবং নিজেকে একজন সফল অনলাইন উদোক্তা হিসাবে দাড় করিয়েছে।

Rassel Vuiya
2019-12-02, 05:44 PM
http://forex-bangla.com/customavatars/2144333886.jpg
প্রযুক্তির ছোঁয়ায় পুরনো অভ্যাস ভেঙে তৈরি হচ্ছে নতুন অভ্যাস। যুক্তরাষ্ট্রের এবারের ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটায় এর প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ করা গেছে। এ মৌসুমে জমকালো দোকানপাট বা শপিংমলের চেয়ে দেশটির অনলাইন লেনদেন এ ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড গড়েছে। দেশটিতে এ ব্ল্যাক ফ্রাইডেতে ৭৪০ কোটি ডলার অনলাইন লেনদেন হয়েছে বলে জানিয়েছে অ্যাডব অ্যানালিটিকস। ফোনসেট, কম্পিউটার বা ট্যাবলেটের মাধ্যমে এসব লেনদেন সম্পন্ন হয়েছে। এবারের ব্ল্যাক ফ্রাইডেতে খেলনাসামগ্রীর মধ্যে ‘ফ্রোজেন টু’র চাহিদা ছিল সবচেয়ে বেশি। অন্য উপহারসামগ্রীর মধ্যে ভিডিও গেমস ও অ্যাপল ল্যাপটপের চাহিদা ছিল শীর্ষে। আগের তুলনায় ক্রেতারা অনলাইন কেনাকাটায় বেশি ঝোঁকায় ব্ল্যাক ফ্রাইডের আনন্দমুখর শপিংমলগুলোয় এবার ভিড় কমেছে।

Rokibul7
2020-02-25, 01:16 PM
অনলাইনে কেনাকাটায় অনেক সুবিধা পাওয়া যায় তবে দামটা একটু বেশি রাখলেও পছন্দ অনুসারে পণ্য পাওয়া যায় এবং কিছু কিছু মার্কেটপ্লেস আছে যারা খুবই ভালো পণ্য ডেলিভারি করে থাকে তবে আমাদের বাংলাদেশ দারাজ অনলাইন মার্কেটপ্লেস বর্তমানে হয়েছে একদম পুরোপুরি ভুয়া বিগত একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু আমাকে একটা প্যাকেট দিয়েছে প্যাকেটের ভিতরে একটা 30 টাকার হেডফোন তার একটা নষ্ট আমাকেও দিতে চাইলাম পাইলাম হেডফোন তবে তবে দারাজবদ বাংলাদেশে অনেক অনলাইন মার্কেটপ্লেস আছে সেগুলো নেই মোটামুটি খুব ভালো পণ্যই দেয় তবে অনেক দাম রাখে আর শুধু বাংলাদেশের নিজস্ব মার্কেটপ্লেসগুলো বাংলাদেশ থেকে এখন দেখা যাচ্ছে যে আলিবাবা অ্যামাজন বড় বড় মার্কেটপ্লেসগুলো ে থেকেও মাল ডেলিভারি নেওয়া যাচ্ছে ঘরে বসে শপিং করার মজাই আলাদা আমাদের দেশ ডিজিটাল শুরু করতেছে তো তবে বাংলাদেশ ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে

HASIBURRAHMAN
2020-04-11, 05:30 AM
বাংলাদেশ তরুনরা এখন অনলাইন শপিংয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে, কেনানা তারা ঘরে বসেই নিজের বাসার কম্পিউটারে নিজের জন্য পোশাক ও আনুষাঙ্গিক জিনিস এর পাশাপাশি তার পরিবারের জন্যও সহজেই পছন্দ করেতে পারছে এবং সেটা হোম ডেলিভারি পাচ্ছে। এছাড়া বাইরে শপিং করাটা অনেক ঝামেলাপুর্ণ্, কেনানা ব্যবস্ততায় সময় পাওয়া যায় না, বাইরে ভ্যাপসা গরম বা বৃষ্টি ছাড়াও রাস্তায় যানজট আর ভিড় রয়েছে। আর এখন একটি ই-কমার্স সাইট থেকে সে সবকিছু নিজের প্রয়োজন মত কাঙ্খিত পণ্যটি যাচাই করে কিনতে পারছে।
http://forex-bangla.com/customavatars/1068714828.jpg

বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। অনলাইনে কেনাবেচা বাইরের রাষ্ট্রগুলোতে ব্যাপক প্রচলন রয়েছে। এই অনলাইন মার্কেট বিভিন্ন দেশে যথেষ্ট জনপ্রিয় ও বটে। অনলাইন মার্কেট আমাদের জন্য যথেষ্ট সুবিধাজনক। তাই অনলাইন মার্কেটে আপনিও এগিয়ে আসতে পারেন। ক্রেতা-বিক্রেতা যে কোন ভূমিকায় এখানে যথেষ্ট প্রফিট আশা করা সম্ভব।

Tofazzal Mia
2020-05-13, 02:04 PM
http://forex-bangla.com/customavatars/1054509492.jpg
করোনাভাইরাস সুসময় নিয়ে এসেছে অনলাইন-ভিত্তিক পণ্য বিক্রেতাদের জন্য। আক্রান্ত হওয়ার ভয়ে অনেকে বিপণিবিতান ও বাজারে না গিয়ে অনলাইনে পণ্য কেনা বাড়িয়েছেন। হঠাৎ বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর মধ্যে যারা এত দিন অনলাইনে সামান্য পণ্য সরবরাহ করত, তারাও এখন সক্ষমতা বাড়িয়েছে। কেউ কেউ নতুন করে অনলাইনে বিক্রি শুরু করেছে। কারও কারও দোকান বন্ধ থাকলেও বাসায় পণ্য পৌঁছে দিচ্ছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর অনলাইনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার চাপ শুরু হয়। ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর পর অনলাইনে বেচাকেনা বেশ ভালো হয়েছে। এখন শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতরের পোশাক কেনাকাটা। তার সঙ্গে মুঠোফোন, মুঠোফোনের সরঞ্জাম, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, গৃহস্থালীর বিভিন্ন উপকরণ অনলাইনে বিক্রি হচ্ছে অনেক বেশি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার ঈদে মোট কেনাবেচায় একটি উল্লেখযোগ্য হিস্যা দখল করবে অনলাইন।

BDFOREX TRADER
2020-06-25, 04:20 PM
করোনাভাইরাস এর সময় অনলাইন বিজনেস অনেকটাই জমজমাট ও লাভের হার দিন দিন দ্বিগুণ হচ্ছে। গত ১ বছরে বিশ্বব্যাপী অনলাইনে বিক্রয় হয়েছে প্রায় ২.৩০৪ ট্রিলিয়ন ডলার। অনলাইন বিজনেস সারা বিশ্ব জুড়ে থাকা খুচরা বাজারের একটি বড় অংশ দখল নিতে চলছে। এমনকি, ধারণা করা হচ্ছে ২০১৮ সালে বিশ্বব্যাপী মোট জনসংখ্যার ৪৭.৩% মানুষ অনলাইনে পণ্য ক্রয় করবে। Hostingfacts এর মতে, বর্তমানে বিশ্বে ৯৬৬ মিলিয়ন ওয়েবসাইট রয়েছে এবং এর মধ্যে সারা বিশ্বে ১০০ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট অনলাইন বিজনেস পরিচালনা করছে। আর বিশ্বব্যাপী অনলাইন বিজনেসগুলোর সফলতা দেখে আমাদের দেশেও অনলাইন বিজনেসের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। খুবই আনন্দের খবর যে, আমাদের অনেক অনলাইন ব্যবসা উদ্যোক্তাই দারুণ সফলতা পেয়েছে। সেই সাথে, দ্রুত প্রসারিত হচ্ছে এই ধরণের ব্যবসা। মানুষ এখন দোকানে দোকানে গিয়ে জিনিস-পত্র কেনার থেকে ঘরে বসে পেতেই বেশি পছন্দ করছে। তাছাড়া, জীবনযাত্রায় যে পরিবর্তণ আসছে, তাতে এখন আর ট্র্যাডিশনাল বিজনেসে নতুন করে সফলতা পাওয়া অনেকের জন্যেই কঠিন হয়ে যাচ্ছে। যাইহোক, দ্রুত পরিবর্তিত আমাদের জীবনযাপনের সাথে সম্পৃক্ত এই অনলাইন বিজনেসের প্রতি যদি আপনারও আগ্রহ থেকে থাকে, তবে আসুন অনলাইন বিজনেস কি ও কয়েকটি বিজনেস আইডিয়া জেনে নেই।
http://forex-bangla.com/customavatars/1257921708.jpg
অনলাইন বিজনেস কি?
অনলাইন বিজনেস হল, যখন কোন ব্যবসায়িক ক্রিয়াকলাপ ইন্টারনেটে ঘটে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে খুব বেশী মূলধন বিনিয়োগ করতে হবে না। এছাড়া এসব ব্যবসায় আপনি পার্ট-টাইম এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকে পরিচালনা করতে পারবেন। অনলাইন বিজনেসকে সাধারণত ২টি ভাগে ভাগ করা যায়-
১. পণ্য ভিত্তিক
২. সেবা ভিত্তিক
অনলাইন বিজনেসের ব্যাপারে আপনি যদি এই ছোট ভূমিকা পড়ে কিংবা আগে থেকে মনস্থির করে রাখেন কিন্তু কি ভাবে বা কোন ধরণের ব্যবসায় দিয়ে শুরু করবেন তা মনস্থির করতে না পারেন, তবে আপনার জন্য ২০টি অনলাইন বিজনেস আইডিয়া নিয়ে আমি আজকে হাজির হলাম।
১. ই-কর্মাস
অনলাইন বিজনেস আইডিয়ার কথা বললে, প্রথমেই ই-কমার্সের কথা আসবে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে প্রথম কাতারে আছে এই ই-কমার্স। আপনি চাইলে ই-কমার্স দিয়ে আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে:
লাভজনক বাজার খুঁজে বিনিয়োগ করুন
প্রথম দিকে ব্যয়বহুল পণ্য নিয়ে শুরু করবেন না
পণ্যের বাজার চাহিদা যাচাই করুন
অনান্য ই-কমার্স সাইটগুলো থেকে আইডিয়া নিন
২. হস্তশিল্প
সেই প্রাচীনকাল থেকে আজকের এই আধুনিক সমাজে হস্তশিল্পের চাহিদা একটুও হ্রাস পায়নি। সৌখিনতা কিংবা নিত্য প্রয়োজনীয় অনেক অভাব পূরণের ক্ষেত্রে মানুষ এখনও হস্তশিল্পের উপর নির্ভরশীল। আপনি চাইলে অনলাইনে এই বিজনেস শুরু করতে পারেন।
যারা হস্তশিল্পের কারিগর তাদের নিকট থেকে আপনি সরাসরি পণ্য ক্রয় করে বিক্রয় করতে পারলে লাভের পরিমাণ স্বভাবতই বেশী হবে।
৩. বই বিক্রিয়
যদিও বাজারে নতুন বই বিক্রয়ের অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ সফল ব্যক্তিরা সাধারণ মানুষের মতো চিন্তা করে, তবে একটু ভিন্নভাবে। আপনি চাইলে পুরাতন বই বিক্রয় করতে পারেন। পুরাতন বইয়ের চাহিদা কতটা বেশি, আপনি ঢাকার নীলক্ষেতে ঘুরে আসলেই বুঝতে পারবেন।
আরো জানুন: বই বিক্রয় করে অনলাইনে আয় করার জনপ্রিয় ৩টি উপায়
পুরাতন বই ক্রয় বিক্রয় করেও আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারেন। প্রথমদিকে আপনি ফেসবুকের পেইজ কিংবা গ্রুপ দিয়ে শুরু করতে পারেন। পরবর্তীতে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেলে, আপনি একটি ওয়েব সাইট খুলে আপনার ব্যবসাকে আরও সম্প্রসারণ করতে পারেন।

৪. মৌসুমি পণ্য বিক্রয়
আপনি অনলাইন বিজনেসকে লোকাল বিজনেস এর সাথে তুলনা করতে পারেন। বর্তমানের লোকাল বিজনেস থেকে অনলাইন বিজনেসে মানুষের আস্থা-বিশ্বাস অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি চাইলে মৌসুমি পণ্য অনলাইনে বিক্রয় করতে পারেন।বিষয়টা আরেকটু পরিষ্কার করলে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি গ্রীষ্মকালে আমের ব্যবসা করতে পারেন। সরাসরি রাজশাহী থেকে ফরমালিন মুক্ত আম এনে আপনি তা অনলাইনে বিক্রি করতে পারেন। এছাড়া বিভিন্ন মৌসুমে যে-সব ফল কিংবা পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, আপনি সে-সব পণ্য অনলাইনে বিক্রি করতে পারেন।

৫. পাইকারি পণ্য বিক্রয়
পাইকারি মূল্যে পণ্য বিক্রয় করতে পারলে অনলাইনে গ্রাহক চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাবে। যেমন ধরুন, আপনি গ্রাম থেকে চাল ক্রয় করে ঢাকায় অনলাইনে চাল বিক্রি করতে পারেন। আর চাল সাধারণত মানুষ ১ কেজি বা ২ কেজি কিনে না বরং বস্তা বা মন অনুযায়ী কিনে। তাই এই ধরনের বিজনেস আপনার জন্য উপযোগী হতে পারে।

৬. ওষুধ বা চিকিৎসা সামগ্রী
অধিকাংশ সময় দেখা যায় মানুষ ফার্মেসীতে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পায় না, সেক্ষেত্রে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। আবার অনেক আবাসিক এলাকায় ফার্মেসি থাকে না, জরুরী প্রয়োজনে তখন ওষুধ পাওয়া যায় না।আর এসব ক্ষেত্রে অনলাইন সাইট, ফার্মেসির থেকে বেশী ভূমিকা রাখে। কারণ মানুষ জরুরী প্রয়োজনে অনলাইনে ওষুধের অর্ডার করে, ঘরে বসে ওষুধ পেতে পারে। আর তাই এখনই এই অনলাইন বিজনেস শুরু করে দিতে পারেন।

৭. পুরাতন জিনিস বেচা কেনা
পুরাতন জিনিসের চাহিদা সম্পর্কে ধারণা পেতে আপনি বিক্রয় ডট কমে ঘুরে আসতে পারেন। ওয়েবসাইট খুলে কিংবা প্রাথমিকভাবে আপনি ফেসবুকে পুরাতন জিনিস ক্রয় বিক্রয় করতে পারেন।

৮. ঘরে বানানো খাবার
যান্ত্রিক জীবনে যন্ত্রের উপর মানুষ নির্ভরশীল হলেও মানুষের ভালোবাসা এখনো সে হাতে তৈরি খাবারের প্রতি রয়ে গেছে। আপনি ঘরে আচার, পিঠা কিংবা অন্যান্য সুস্বাদু খাবার তৈরি করে অনলাইনে, ফেসবুকে কিংবা ওয়েবসাইটে প্রচার-প্রচারণা করতে পারেন।

শহুরে জীবনের কর্মব্যস্ততায় হাতে তৈরি খাবারের চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি থাকবে। তাই এ ধরনের অনলাইন বিজনেস আপনার সাফল্যের পথের সিঁড়ি হতে পারে।

৯. লন্ড্রি
শহুরে জীবনে ব্যস্ততা ছাড়া অবসর সময় কল্পনা করা যায় না। আর কর্পোরেট লেবেলে তো ছুটি কালেভদ্রে পাওয়া যায়। মানুষ কাপড় ধোয়া কিংবা ইস্ত্রি করার সময়ও পায় না। আবার অনেক সময়, অলসতার কারণে দোকানেও দিয়ে আসে না। তাই আপনি চাইলে এই সুবর্ণ সুযোগ ব্যবহার করতে পারেন। প্রাথমিকভাবে মহল্লা বা এলাকা ভিত্তিক এই সার্ভিস চালু করতে পারেন এবং আপনি অনলাইনের অর্ডারগুলো মহল্লায় থাকা লন্ড্রি দোকানের সাথে চুক্তি করে কাজ করতে পারেন।

১০. অনলাইন ক্লাস
“অনলাইনে ক্লাস” কথাটা শুনে আপনার হাসি আসতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি চাইলে, এটা আপনার অনলাইন বিজনেসের সবচাইতে বড় মাধ্যম হতে পারে।

Shole33
2020-07-11, 12:26 AM
অনলাইন শপিং ও বাংলাদেশ:writer:
বাংলাদেশ এর অনলাইন মার্কেটিং সার্ভার খুব ভালো পরিবর্তন ঘটেছে কিন্তু এখানের সার্ভিস এর অবস্থা তেমন ভালো কিছু নেই এখানে অনেক মানুষ এখানে প্রতারিত হয় তাই এর অনলাইন পরিবর্তন ঘটলেও সার্ভিস এর অবস্থা তেমন ভালো না থাকায় এর পরিচিত তেমন হয়ে উঠে নি এবং এই সকল কারনে আমার অনলাইন এ তেমন সাড়া নেই।

DhakaFX
2020-11-08, 05:25 PM
দেশের ই-কমার্স বাজার এখন ১৭ হাজার কোটি টাকা, প্রযুক্তির আধুনিকতার ফলে দেশের ই-কমার্স এর বাজার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দিন দিন মানুষ কেনাকাটার জন্য অনলাইনমুখী হচ্ছে।ফলে যারা স্বল্প মুলধনে ব্যাবসায় করে তাদের জন্য এইটা আশীর্বাদ। ধারনা করে হচ্ছে এই খাতে ২০২৩ সালে ই-কমার্সের বাজার হবে ২৬ হাজার কোটি টাকা এবং ২০২৫ সালে ৩০ হাজার কোটি টাকা ছাড়াবে।যা প্রায় ৩ বিলিয়ন ড়লার এরও অনেক বেশী। এই প্লাটফর্ম এইভাবে গতি ধরে রাখতে পারলে দেশের হাজারো বেকার ই-কমার্সের মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরীর পাশাপাশি বৃহৎ পরিসরে ব্যাবসায় করলে অন্যদের কর্মসংস্থান ও তৈরী করতে পারবে।
12803

AbdulRazzak
2021-01-25, 08:24 PM
বাংলাদেশ সরকার ই-কমার্সের ক্ষেত্রে সম্প্রতি একটি নীতি জারি করেছে, যার মধ্যে বলা হয়েছে: “যখন ডিজিটাল বাণিজ্য বা ই-বাণিজ্য ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ করা হয়, তখন বাংলাদেশী সংস্থাগুলি এবং অনুরূপ বিদেশি সংস্থাগুলির ৫১ টি শেয়ার থাকতে হবে: ৪৯।" যদি না হয় যৌথ উদ্যোগ, কোনও বিদেশি সংস্থা বাংলাদেশের ই-বাণিজ্য খাতে ব্যবসা পরিচালনা করতে পারে না। অতএব, আমার মতে, স্থানীয় উদ্যোক্তা বা স্থানীয় ব্যবসায় অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সুরক্ষিত এবং বিকাশের সুযোগ পাবে।

Julia111
2021-06-28, 02:00 PM
Hello. Thank you very much