PDA

View Full Version : ট্রেডিং না শিখে ইনভেষ্ট করবেন না।



alamsat
2018-07-02, 11:53 AM
ফরেক্স ট্রেডিং যেহেতু একটি রিস্কি ব্যাবসা তাই এটি ভাল করে না শিখতে পারলে বার বার ই লস হতে থাকবে তাই আগে ট্রেডিং কৌশলগুলি ভালভাবে আয়ত্ব করতে হবে এবং সেগুলি ডেমোতে প্রয়োগ করে ভাল ফল পেলে তারপর অল্প অল্প করে টাকা ইনভেষ্ট করতে হবে। তা না হলে প্রাথমিক অবস্থায় কিছু না শিখে নিজের টাকা ইনভেষ্ট করলে শুধু শুধু টাকা গুলি নষ্ট হয়ে যাবে। তাই আমার নতুন ট্রেডারভাইদের প্রতি অনুরোধ ভাল করে ট্রেডিং শিখে তারপর নিজের টাকা ইনভেষ্ট করবেন।

expkhaled
2018-07-02, 12:08 PM
আপনি সঠিক শিক্ষামূলক পোষ্ট করেছেন। তারজন্য প্রথমে ধন্যবাদ জানাই। আসলে ফরেক্স মার্কেট হলো একধরনের মায়াজাল যার ব্যপারে যেকেউ লোভে পড়ে। কিন্ত আসল কথা হলো মায়া কাটাতে শিখতে হবে আগে ফরেক্স মার্কেট এর ব্যপারে, যদি মায়া কাটাতে পারেন তাহলেই একমাত্র ভাল কিছু করা সম্ভব। তাই ফরেক্স এ ইনভেষ্ট করার আগে ডেমোতে ১ বছর কাটান দেখুন কিছু বুঝতে পারেন কিনা যদি না বুঝেন তাহলে ভাই শিখতে থাকেন। একজন ট্রেডার হওয়ার জন্য অনেক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। যা আপনাকে বের করে নিতে হবে। কেউ আপনাকে ট্রেড করা শিখাতে পারবেনা এটা সম্পূর্ন আপনার নিজে থেকেই করতে।

souravkumarhazra6763
2018-07-03, 05:49 PM
ফরেক্স ট্রেডিং না শিখে ইনভেস্ট করা উচিত না,আর কেও এমন ভুল করবেন না,আপনি যদি না শিখে ট্রেড এর জন্য ইনভেস্ট করেণ আপনার ব্যালেন্স জিরো হতে সময়য় নেবে না,ফরেক্স ট্রেড খুব কঠিন ব্যাপার আপনি না শিখে জইন করে থাকলে আপনার ইনভেস্ট বিফল এ যাবে।

Mamun13
2018-08-09, 06:37 AM
কোনো ব্যবসায় ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা সেই ব্যবসা সম্পর্কে কতটুকু অভিজ্ঞ ও দক্ষ ? আমরা কি সেই ব্যবসা নিজেরা পুরোপুরি নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করেছি ? আমাদের কি সেই সামর্থ্য রয়েছে কখন কিভাবে লসকে নিয়ন্ত্রণ করে নিয়মিত profit করা যায় ? আমরা কি সংশ্লিষ্ট ব্যবসার নিয়ম কানুন পদ্ধতি মোটামুটি সবকিছুই আয়ত্ত করতে পেরেছি ? এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরেই ওই ব্যবসায় আমাদের নিজেদের পকেটের টাকা ইনভেস্ট করা উচিত নতুবা আপনার আমার এই পকেটের কষ্টের টাকা অকারণে জলে ভেসে যাবে৷তাই সবাই সাবধান থাকবেন,ব্যবসায় ইনভেস্ট করা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু সেই ইনভেস্টের অর্থ প্রফিট আকারে তুলে আনা খুবই কঠিন ব্যাপার৷যারা পেশাদার ব্যবসায়ী তাদের সাথে কথা বলে দেখুন তারা তাদের অনেক কষ্টের তিক্ত অভিজ্ঞতাগুলো আপনাদের কে জানিয়ে দিবে- ব্যবসা করা কত কঠিন ব্যাপার !!!

sumon918
2019-06-25, 01:25 AM
আপনি একটি সঠিক কথা বলেছেন। ট্রেডিং কৌশল না শিখে ট্রেড করলে লস হবে এটাই স্বাভাবিক। আপনি একটা জিনিসই অনভিজ্ঞ সেই কাজটা যদি করতে যান ভুল হবে। তাই আমাদের সবারই উচিত ফরেক্স সম্পর্কে জানা এবং ট্রেডিং কৌশল আয়ত্ত করা এবং দীর্ঘ দিন সে গুলোকে প্র্যাকটিস করা। ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন নিজে কনফিডেন্ট হবেন তখনই রিয়েল অ্যাকাউন্ট এ অল্প অল্প করে ডিপোজিট করে ট্রেড করা তাহলে আপনার সফলতা সম্ভাব্য। নতুবা আপনার লসই হবে আর পরে সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে তাই ভালভাবে ট্রেডিং কৌশল আয়ত্ত করে ট্রেড করুন এবং সফলতা পান।

KaziBayzid162
2019-06-25, 07:54 PM
এত ভালো একটা পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ফরেক্স মার্কেট হচ্ছে একটি লাভজনক, ঝুঁকিপূর্ণ ব্যবসা।এখান থেকে যেমন খুব সহজে ব্যবসা করার মাধ্যমেই লাভ করে ভালো আয় করা যায় ।তেমনি লস করে ব্যালেন্স জিরো করে ফেলার সম্ভাবনা অনেক বেশি থাকে। ফরেক্স মার্কেটে যদি কেউ নতুন ট্রেডার হয়, তাহলে অবশ্যই তাদের খুব ভালো করে ফরেক্স না শিখে ইনভেস্ট করা উচিত না, কারণ তাদের যদি অনেক সম্পর্কে উপযুক্ত জ্ঞান ও দক্ষতার না থাকে, তাহলে তারা ইনভেস্ট করা মূলধন লস এর মাধ্যমে জিরো করে ফেলতে পারে। তাই আমি বলব ফরেক্স মার্কেটে এসেই ইনভেস্ট না করে আগে ফরেক্স সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করুন, এবং ততদিন পর্যন্ত ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন, যতদিন না পর্যন্ত ডেমোতে ট্রেড করে লস এ এড়িয়ে লাভ করতে পারছেন,অর্থাৎ আপনি যদি ডেমোতে ট্রেড করে লাভ করতে পারেন তাহলে রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করেও লাভ করতে পারবেন। তাই যখন আপনি ডেমো অ্যাকাউন্টে নিয়মিত লাভ করতে পারবেন তখনই রিয়েল একাউন্টে ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারেন।

TanjirKhandokar1994
2019-07-23, 05:44 PM
ভাই আপনি সঠিক কথাই বলেছেন। এখানে ট্রেডিং কৌশল না শিখে ট্রেড করলে লস হবে এটাই স্বাভাবিক।কারন ফরেক্স ট্রেডিং সবাই যতোটা সহজ মনে করে আসলে কিন্তু এটা ততটা সহজ না। আপনি জদি কোন কাজ অভিজ্ঞতা ছাড়া করতে যান তাহলে সেই কাজটা ভুল হবে। তাই আমাদের সবারই উচিত ফরেক্স সম্পর্কে জানা এবং ট্রেডিং কৌশল আয়ত্ত করা এবং দীর্ঘ দিন সে গুলোকে প্র্যাকটিস করা। আর এর জন্য ডেমোতে প্র্যাকটিস করার পরে যখন নিজে কনফিডেন্ট হবেন তখনই রিয়েল অ্যাকাউন্ট এ অল্প অল্প করে ডিপোজিট করে ট্রেড করা উচিত। তাহলে আপনার সফলতা সম্ভাব্য। নতুবা আপনার লসই হবে আর লাভের মুখ দেখা যাবে না।

ARIFULISLAM1996
2019-07-23, 08:55 PM
ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত। ট্রেডিং ভালোভাবে না শিখে ট্রেড করা উচিত নয়।মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাবসা যার সামান্য ভুল আপনার ব্যালেন্স শূন্য করে দিতে পারে। ফরেক্স খুব সোজা আবার খুব কঠিন কিছুও না। ট্রেড করার আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স এর কিছু নিয়ম কানুন আছে যা সঠিক ভাবে পালন করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। ফরেক্স এর মার্কেটের অবস্থা সম্পর্কে দক্ষ হতে হবে। ফরেক্স এর বিভিন্ন এনালাইসিস গুলো সঠিকভাবে করতে হবে। সময় নিয়ে ধৈর্যের সাথে লোভ ত্যাগ করে ফরেক্স ট্রেড করতে হবে।মনে রাখবেন ফরেক্স আপনি যত বেশি সময় দিবেন ততই বেশি কিছু শিখতে পারবেন। ফরেক্স শেখার কোন শেষ নেই। ফরেক্স দীর্ঘমেয়াদি একটি ব্যবসা। ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। ফরেক্স সম্পর্কে ভালোভাবে জানার জন্য ডেমো অ্যাকাউন্ট খুলে তাতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ফরেক্সে ভালো কিছু করার জন্য ডেমো প্র্যাকটিস এর বিকল্প কিছু নেই বলে আমি মনে করি।রিয়েল ট্রেড করার আগে ডেমোতে অনুশীলনের দ্বারা নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে সর্বপ্রথম এ গড়ে তুলতে হবে। মনে রাখবেন অল্প বিদ্যা ভয়ংকর।তাই আমি বলব যে ট্রেড করার জন্য ভালো ট্রেডার হওয়া দরকার।

KF84
2019-07-24, 12:00 AM
যে কোন বিজিনেস করতে হলে সেই বিজনেস সম্পর্কে সবার আগে জানতে হয় বুজতে হয় । না বুঝে কেউ যেমন কোন বিজনেদ শুরু করে না, ঠিক তেমনি না বুঝে কেউ বিনিয়োগও করে না । ফরেক্স হল একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক মুদ্রা বাজার । এখানে কোন কিছু না শিখে বিনিয়োগ করা আত্মহত্যার শামিল । কারন আপনি আপনার পুর মূলধন রিস্কে ফেলে দিচ্ছেন । তাই সবার আগে ফরেক্স শিখতে হবে তারপর বিনিয়োগ করতে হবে ।

KANIZFATEMA1997
2019-07-24, 06:40 PM
সাতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যখানে অসহায়।
অভিজ্ঞতা হলো সবচেয়ে বড় শিক্ষক। না জেনে, বা বুঝে কোন কাজ করা ঠিক না।আর ফরেক্স একটা রিস্কি বিজনেস এখানে না শিখে না বুঝে ট্রেড করা যেমন ঠিক না তেমনি ইনভেস্ট করাও উচিত নয়।এতে ফল ভালো হয়না।না বুঝে কোন কাজ করলে অন্ধের মতো কাজ করা হবে।তাই ইনভেস্ট করার আগে ভালো করে ভাবতে হব।
কোনো ব্যবসায় ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আমাদেরকে চিন্তা করা উচিত যে আমরা সেই ব্যবসা সম্পর্কে কতটুকু অভিজ্ঞ ও দক্ষ ? আমরা কি সেই ব্যবসা নিজেরা পুরোপুরি নিয়ন্ত্রণ করার যোগ্যতা অর্জন করেছি ? আমাদের কি সেই সামর্থ্য রয়েছে কখন কিভাবে লসকে নিয়ন্ত্রণ করে নিয়মিত profit করা যায় ? আমরা কি সংশ্লিষ্ট ব্যবসার নিয়ম কানুন পদ্ধতি মোটামুটি সবকিছুই আয়ত্ত করতে পেরেছি ? এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরেই ওই ব্যবসায় আমাদের নিজেদের পকেটের টাকা ইনভেস্ট করা উচিত নতুবা আপনার আমার এই পকেটের কষ্টের টাকা অকারণে জলে ভেসে যাবে৷তাই সবাই সাবধান থাকবেন,ব্যবসায় ইনভেস্ট করা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু সেই ইনভেস্টের অর্থ প্রফিট আকারে তুলে আনা খুবই কঠিন ব্যাপার৷যারা পেশাদার ব্যবসায়ী তাদের সাথে কথা বলে দেখুন তারা তাদের অনেক কষ্টের তিক্ত অভিজ্ঞতাগুলো আপনাদের কে জানিয়ে দিবে- ব্যবসা করা কত কঠিন ব্যাপার । না বুঝে ট্রেড করা মানে নিজের লস নিজে আনা।ইনভেস্ট করার আগে ভেবেনি আপনি সবঠিক মতো জানেন কি