PDA

View Full Version : মটর সাইকেলের যত্ন....



expkhaled
2018-07-04, 12:56 PM
আমাদের অনেকের বাইক আছে এবং আমরা এটা প্রতিদিন ব্যবহার করি। কিন্ত অনেকেই আছেন বাইকটিকে সঠিক যত্ন করতে পারেন না বা করেন না। এবং সেই কারনে কিছুদিন পরপর মেকানিকের কাছে যেতে হয়, এবং আপনার মূলবান সময় এবং টাকা দুটোই খরচ হয়। তাই আজকে আমি বাইকারদের জন্য কিছু টিপস দিতে চাই। প্রতিদিন সকালে যখন বাইক স্টার্ট করবেন তখন সেল্প স্টার্ট না দিয়ে প্রথম স্টার্ট কিক্ দিয়ে করুন, ব্যাটারীর সার্ভিস অনেক বছর পাবেন। ১০০ সিসি বাইক হলে ৪০ গ্রেড মবিল ব্যবহার করবেন ১২৫/১৫০ সিসি বাইক হলে ৫০ গ্রেড মবিল ব্যবহার করবেন। আর একবার মবিল ১২০০ কিমি এর বেশী চালাবেন না। আর মবিল মাঝে মাঝে চেক করবেন কতটুকু কালো হলো যদি বেশী কালো হয়, ইন্জিন রিফ্রেস করবেন মবিল চেন্জ করার সময়। মাঝে মাঝে টায়ারের হাওয়া চেক করবেন, তেল খরচ কমবে। চলবে.....ইন্জিন রিফ্রেস এর জন্য একটি পোষ্ট লিখবো....

rafiuqlislam
2018-07-04, 06:52 PM
দুঃখীত ভাই আমার মটর সাইকেল নাই্।সে কারনে মোটর সাইকেলের যত্ন নেওয়ার বিষয়ে মন্তব্য করব কিভাবে।

hasem79
2018-07-09, 11:05 PM
দরকারি নয় তার পরে বেশ ভাল একটা পোস্ট। আপনাকে সময় দিয়ে লেখার জন্য আসলেই ধন্যবাদ দিতে হল। যাই হোক - আমরা আপনার কাছ থেকে আরও জ্ঞানগর্ভ লেখা আশা করছি। ভবিষ্যতে আর ও গুরুত্ব পুর্ণ বিষয় নিয়ে লিখবেন।

rafiuqlislam
2018-07-10, 11:03 AM
ভাই আমার মটর সাইকেল নেই। সে কারণে মটর সাইকেলের যত্ন বুঝে আমার কি লাভ? ফরেক্সের সফল ট্রেডার হতে পারলে কেনার চেষ্টা করবো ।ইনশা-আল্লাহ।