PDA

View Full Version : মটর সাইকেলের ইন্জিন রিফ্রেস..



expkhaled
2018-07-04, 06:42 PM
মোটর সাইকেলের ইন্জিন রিফ্রেস করার জন্য, যখন মবিল অনেক কালো হবে তখন মবিল সব ফেলে দিতে হবে। এখন ইন্জিন যখন খালি, তখন আপনাকে ৪০ গ্রেড এর সাদা মবিল আধা লিটার ইন্জিনে দিতে হবে তারপর চিপি লাগিয়ে ইন্জিন স্টার্ট করতে হবে এবং ১০/১৫ মি. ইন্জিন চালিয়ে রাখতে হবে। তবে আরও ভাল হয় যদি ইন্জিন চালু অবস্থায় বেশ কয়েক বার এক্সিলারেশন করলে। তারপর আবার সব মবিল ফেলে দিতে হবে, এখন ভাল মবিল ১লি. দিয়ে বাইক চালাবেন এবং দেখবেন পারফমেনস্। আগের চেয়ে ভাল পারফরমেন্স পাবেন এবং ইন্জিনের স্থায়িত্ব বাড়বে, ইন্জিন গরম কম হবে আগের তুলনায়।

hasem79
2018-07-09, 11:11 PM
মোটর সাইকেলের ইন্জিন রিফ্রেস করার জন্য, যখন মবিল অনেক কালো হবে তখন মবিল সব ফেলে দিতে হবে। এখন ইন্জিন যখন খালি, তখন আপনাকে ৪০ গ্রেড এর সাদা মবিল আধা লিটার ইন্জিনে দিতে হবে তারপর চিপি লাগিয়ে ইন্জিন স্টার্ট করতে হবে এবং ১০/১৫ মি. ইন্জিন চালিয়ে রাখতে হবে। তবে আরও ভাল হয় যদি ইন্জিন চালু অবস্থায় বেশ কয়েক বার এক্সিলারেশন করলে। তারপর আবার সব মবিল ফেলে দিতে হবে, এখন ভাল মবিল ১লি. দিয়ে বাইক চালাবেন এবং দেখবেন পারফমেনস্। আগের চেয়ে ভাল পারফরমেন্স পাবেন এবং ইন্জিনের স্থায়িত্ব বাড়বে, ইন্জিন গরম কম হবে আগের তুলনায়।

ভাই জান কিছু মনে করবেন না- আমি মোটর সাইকেল এর ব্যাপারে জানি খুবই কম। তারপরও বলতে হয় আপনি যে বিষয় এখানে আলোক পাত করেছেন একে ইন্জিন রিফ্রেশ এর নামকরণ কি আপনি নিজেই করেছেন? আমার জানামতে এটাকে বলে ইন্জিন ফ্লাস। যখন একজন বাইকার সিনথেটিক লূভ থেকে সেমি বা মিনারেল এ সুইচ হয়ে থাকে তখন যে প্রসেস টা ফলে