PDA

View Full Version : ক্যান্ডেলস্টিক কোর্স- পর্ব-2



Nishpap Papi
2018-07-06, 01:05 PM
১ম পর্বে আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আজ আমরা আলোচনা করব কিভাবে ক্যান্ডেলস্টিক চিন্তে পারব আমরা। আশা করি সকলের ভালো লাগবে।

6015

১ম পর্ব পড়তে এখানে (http://forex-bangla.com/showthread.php?20334-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A 7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%8D% E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%A7-(%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0% A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A 6%BE)&p=288595#post288595) ক্লিক করুন।

পোস্ট টি পরে কিছু বঝতে পারলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগ্লে অবশ্যই লাইক দিবেন।

Mamun13
2018-08-08, 07:58 AM
ভাই ক্যান্ডেলস্টিক গুলো সঠিকভাবে চেনার জন্য বুঝার জন্য আপনি যেভাবে ছবিসহ এত সুন্দর ভাবে বিস্তারিত পোষ্ট লিখেছেন সে জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই৷আমাদের এই ফোরাম এ যারা একদম নতুন আসছেন তাদের সবাইকে বলবো- আপনারা সবাই এই ক্যান্ডেলস্টিক পরিচিতি গুলো সর্বপ্রথমে খুব ভালোভাবে জেনে নিন দেখে নিন বুঝে নিন৷কারণ এই ক্যান্ডেলস্টিক গুলো এনালাইসিস করেই ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷আপনারা সবাই ক্যান্ডেলস্টিক এনালাইসিসের উপর বিশেষ নজর দিয়ে খুব ভালভাবে স্টাডি করতে শুরু করুন৷আশা করি আপনার এই ক্যান্ডেলস্টিক পরিচিতি পর্ব গুলো ধারাবাহিক ভাবে আরোও বিস্তারিত এবং আরো তথ্য সংবলিত পোস্ট আমাদের জন্য উপহার দিতে থাকবেন৷এজন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই৷

SaifulRahman
2018-08-08, 06:17 PM
ক্যান্ডেলস্টিক যেকোনো টাইমফ্রেমে ব্যবহার করা যায়। এমন কি দিন, ঘণ্টা বা কয়েক মিনিট’এর জন্যও। ক্যান্ডেলস্টিক ব্যবহার করা হয় নির্দিষ্ট টাইমফ্রেমের মধ্যে দামের উঠা-নামা দেখানোর জন্য। ক্যান্ডেলস্টিক এই ক্যান্ডেল তৈরি হয় নিদির্ষ্ট টাইমফ্রেমে ওপেন, হাই, লো এবং ক্লোজিং প্রাইস দিয়ে। ক্লোজিং প্রাইস যদি ওপেন প্রাইসের উপরে হয়, তাহলে একটি ফাঁকা (সাদা) ক্যান্ডেলস্টিক দেখা যায়। ক্লোজিং প্রাইস যদি ওপেন প্রাইসের নীচে হয়, তাহলে একটি ভর্তি (কালো) ক্যান্ডেলস্টিক দেখা যায়। ফাঁকা বা ভর্তি জায়গাটাকে “রিয়েল বডি“ বা শুধুই “বডি” বলা হয়। বডির উপরে যে সরু লেগ গুলি দেখা যায়, সেগুলোকে “শ্যাডো“ বলে।
6156

alamsat
2018-08-09, 11:55 AM
এভাবে একের পর এক ক্যান্ডেল সম্পর্কে যদি আপনি নিয়মিত আলোচনা করতে থাকেন তাহলে আপনিও উপকৃত হবেন সাথে সাথে আমরাও ক্যান্ডেল সম্পর্কে বিস্তারিত জানতে পারব। কারন যে শেখায় তার চর্চাটা কিন্তু বেশি হয়ে থাকে। তাই যেহেতু আপনি আমাদের শিক্ষা দিচ্ছেন সে ক্ষেত্রে আপনি শিখতে পারবেন আগে পরে আমরা। তবে ক্যান্ডেল চ্যাট সম্পর্কে যদি কেউ একবার ভাল ধারনা নিতে পারে তাহলে তার আর অন্যকোন এন্ডিকেটর এর প্রয়োজন পড়ে না। কারন ক্যান্ডেল চ্যাটের মধ্যে মার্কেটের সকল তথ্য লুকিয়ে থাকে। তাই একবার ক্যান্ডেল চ্যাট শিখতে পারলে ট্রেডিং খুব ভালভাবে করা যাবে।

expkhaled
2018-08-09, 12:08 PM
আসলে ক্যান্ডেস্টীক এনালাইসিস বুঝার জন্য আমাদের ক্যান্ডেস্টীক এর লজিক বুঝতে হবে। যেমন কিভাবে একটি ক্যান্ডেস্টীক গঠিত হয়, বুলিশ রির্ভাসাল বা বেয়ারিশ রির্ভাসাল কিভাবে হয় এই সব জানার জন্য ক্যান্ডেস্টীক এর লজিক বুঝার চেষ্টা করতে হবে। ক্যান্ডেস্টীক এর পরিবর্তন গুলো লক্ষ্য করার জন্য আমাদের সাপোর্ট এন রেজিস্ট্যান্স এড়িয়া গুলোতে লক্ষ্য রাখতে হবে। কারণ আসল পরিবর্তন গুলো আসে কিন্তু সাপোর্ট এন রেজিস্ট্যান্স এড়িয়াতে। যাই হোক আমাদের ক্যান্ডেস্টকি আয়ত্ব করতে হলে অনেক সময় নিয়ে এটার ব্যপারে জ্ঞান অর্জন করতে হবে।

DhakaFX
2018-08-12, 04:36 PM
প্রফিটেবল ট্রেডিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলষ্টিকের ফরর্মেশন ট্রেডারদের মুখস্থ করতে হবে বা দেখার সাথে সাথে ট্রেডারকে চিনতে হবে। এগুলোর মধ্যে Bullish Engulfing, Bearish Engulfing, Bullish Harami, Bearish Harami, Hammer, Hanging Man, Shooting Star, Dark Cloud Cover, Piercing Pattern, Inverted Hammer, Gravestone Doji, Dragon fly Doji, Long Legged Doji, Morning Star, Evening Star, Three white shoulders, Three Black Crows. Tri star, Harami Cross, Bearish Kicking, Tweezer Top এবং Tweezers Bottom অন্যতম। এখানে প্রায় ২৩ টার মত ক্যন্ডেল ফরমেশান উল্লেখ করা হয়েছে। যতক্ষণ না ট্রেডাররা ক্যান্ডেলষ্টিকের এই ফরমেশানগুলো পুরোপুরি না শিখবন ততক্ষন ট্রেডারদের এই ট্রিলিয়ন ডলারের ফরেক্স মার্কেটে ট্রেডিং না করাই ভাল।
6171

Rokibul7
2020-02-24, 09:43 AM
ভাই ছবিসহ ক্যান্ডেলস্টিক এর চার্জ দিয়ে আপনি অনেক উপকারী করেছেন আমি আসলে ক্যান্ডেলস্টিক সম্পর্কে কোন ধরনের ধারনাই নেই আজ আমি আপনার পোস্ট পড়ে ক্যান্ডেলস্টিক সম্পর্কে কিছুটা ধারনা নেব আশা করি এভাবেই আপনারা আমাদের মত নতুনদের প্রতিনিয়ত সাহায্য করবেন ভাই অবশ্যই আপনাদের কথা আমার আজীবন মনে থাকবে ফরেক্স এর যতটুকু শিখেছি ততটুকুই ফোরামের মাধ্যমে সে শিখেছি আপনারা না থাকলে হয়তো আমার এই ফরেক্স স্বপ্নটা দূরে থেকে যেত দোয়া করি আপনারা যেন দীর্ঘজীবী হোন এবং আমাদের সাথে ফোরামে থেকে আমাদের ছোট ছোট এডভাইস দিতে পারেন ধন্যবাদ

Rokibul7
2020-07-23, 12:33 AM
ধন্যবাদ ভাই আপনাকে,এই ধরনের পোষ্ট শেয়ার করার জন্য।আপনাদের কাছ থেকেই ফরেক্স টেডিং শিখবো।আশা করি।আপনাদের পাশে থাকতে পারলে ফরেক্স শিক্ষা অনেক সহজ হয়ে যাবে।