PDA

View Full Version : আমেরিকার আসন্ন 'শ্রম ঘাটতি' শ্রমিকদের জন্য সুসংবাদ



jasminbd
2018-07-08, 04:42 PM
আমেরিকার আসন্ন 'শ্রম ঘাটতি' শ্রমিকদের জন্য সুসংবাদ

এখনকার জন্য, আমেরিকার আসন্ন 'শ্রম ঘাটতি' শ্রমিকদের জন্য সুসংবাদ দিচ্ছে। এটি নিঃসন্দেহে কিছু মালিক এবং পরিচালকদের জন্য একটি মাথাব্যথা কারন হতে পারে। অ্যানি লোরে সম্প্রতি আটলান্টিকেলের আইওয়া থেকে পোর্ট করেছেন, "শ্রম ঘাটতি" আমেরিকার শ্রম ঘাটটি অনেক বেশি তীব্র হচ্ছে।

যখন বেকারত্ব বেশি হয়, তখন প্রতিষ্ঠানগুলি তাদের প্রত্যশা অনুযায়ী ডিগ্রির দক্ষ জনবল কম পারিশ্রমিকে নিয়োগ দিতে পারে। আর যখন বেকারত্বের হার কমে যায় তখন শ্রমিকের অপ্রতুল দেখা দেয়, এবং নিয়োগকর্তারা বেশি মজুরীদিয়ে শ্রমিক নিয়োগ দিতে হবে এতে প্রতিষ্ঠানের ব্যম বৃচ্ছি পায়।

rafiuqlislam
2018-07-08, 04:49 PM
নিউজে প্রকাশ- আমেরিকার শ্রম ঘাটতি ম্রমিকদের জন্য সুসংবাদ।এটা আমাদের দেশের জন্যও কল্যান বয়ে আনতে পারে ।কারন আমাদের দেশ থেকে যদি কিছু শ্রমিক আমেরিকায় যেতে পারে তাহলে কিছু বেকার কর্ম করে দেশের জন্য রেমিটেন্স সহ নিজের কল্যান ভাল করতে পারবে।