PDA

View Full Version : রোবটের প্রলোভন থেকে বিরত থাকুন!



Montu Zaman
2018-07-09, 05:43 PM
এখন বেশিরভাগ মানুষ আপনাকে প্রলোভন দেখায়, আমার থেকে রোবট কিনুন মাসে ডাবল হবে, আমার থেকে সিগনাল নেন মাসে ২০০% হবে, আমার ইন্ডিকেটর কিনুন ৯০%-১০০% একুরিসি। মনে করবেন সে আপনাকে স্কামের শিকার করতেছে। আপনি জেনে বুঝে তাদের শিকার হবেন কেন? কখনো যদি আমি নিজেও আপনাকে এমন অফার দেই লোভে পড়ে তখনো আপনি সেটা ইগনোর করবেন। মনে করবেন এটা কখনো সম্ভবনা। আমি কখনো কাউকে ফরেক্স এ আসতে উৎসাহিত করিনা। বিশেষ করে নন ম্যাচিউরডদের তো নয়ই। কারণ আমি নিজে জানি এ সেক্টর কতটুকু রিস্কি। সবার জন্য ফরেক্স না। এখানে টিকাটা অনেক কঠিন।

expkhaled
2018-07-09, 06:40 PM
ফরেক্স মার্কেট এ রোবটের ব্যবসা একধরনের আই ওয়াস। আর সিগ্ন্যাল বিক্রি করেন যারা তারা নিজেরাই দেখবেন ভাল ট্রেড করতে পারেন না। আপনি মনে করুন যে, কেউ যদি ভাল ট্রেডার হয় তার কি এই সব সিগ্ন্যাল, রোবট এই সব বিক্রি করার সময় থাকে তার হাতে। তার তো মার্কেট নিয়ে এনালাইসিস করতে করতেই সময় চলে যায়। আসলে যদি কোন ভাল ট্রেডার হন তার কোন প্রকারের এদিক সেদিক তাকাতে হয় না, সে নিজেই তারজন্য যথেষ্ঠ আয় করতে পারেন। তাই আমাদের সবাই যারা নবাগত তারা এইসব স্ক্যামারদের হাত থেকে বাচতে হলে সঠিক জ্ঞান আহরন করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে আয় কিন্ত এত সহজ নয়।

Nishpap Papi
2018-07-10, 07:33 AM
একটা যন্ত্র কীভাবে জানবে মাড়কেট কখন বাই-সেল মোডে যাবে। রোবট দিয়ে ট্রেড করা আর আর ভাগ্যের উপর ছেড়ে দিয়ে জূয়া খেলা একই কথা।

rafiuqlislam
2018-07-10, 10:59 AM
ফরেক্স মার্কেটে আপনি রোবট থেসোবধান থাকবেন।কারন আপনাকে অনেকেই রোবটের লোভ দেখাবে , বলবে রোবট তোমাকে প্রফিট এনে দেবে ,সাবধান আপনি নিজের বুদ্ধিতে ফকির হবেন।কিন্ত...........কার ন রোবট সব সময় সঠিক সিগন্যাল দেয় না, অনেক সময় ভুল সিগন্যাল দিয়ে থাকে।

riponinsta
2018-07-10, 11:04 AM
আমি ফরেক্স মার্কেট এ যত রোবট দেখছি তাদের বেশির ভাগ রোবট ভাল কাজ করে না আর যে রোবট গুল ভাল কাজ করে সেই রোবট গুলোর অনেক দাম তাও আবার আপনাকে জানতে হবে কখন আপনার রোবট চালু রাখতে হবে আর এটা যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট এ লস হতে পারে তাই সব থেকে ভাল হয় রোবট দিয়ে ট্রেড না করে নিজে নিজে ট্রেড করতে এটা করলে আপনি ভাল লাভ ও করতে পারবেন আবার মার্কেট কে বুঝতে পারবেন

Mamun13
2018-08-08, 07:38 AM
আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি একটি চমৎকার সুন্দর কথা আমাদের সকলের জন্য পরিষ্কারভাবে তুলে ধরেছেন৷আমিও আমার গত পাঁচ বছরের ট্রেডিং অভিজ্ঞতায় দেখেছি বিভিন্ন সাইটে এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে৷ফেসবুকে আমি প্রায়ই দেখি অনেকেই সিগন্যাল বিক্রি করছেন অতি অল্প মূল্যে,রোবট বিক্রি করছেন, অতি সামান্য চুক্তির মাধ্যমে ইন্ডিকেটর বিক্রি করছেন অতি স্বল্প মূল্যে৷আমার প্রশ্ন হলো আপনারা যদি আমাদেরকে এসব রোবট,signal,indicator এত অল্প মূল্যে দিতে চান আর সেগুলো আমরা ব্যবহার করে মাসে 100% প্রফিট করে ফেলতে পারি এবং এটা যদি সত্যিই বাস্তব হতো তাহলে আমরা তো সবাই অনেক ধনী হয়ে যেতাম৷এটা কি কখনো সম্ভব যে আপনারা আমাদেরকে এত সহজেই ধনী করে দিতে চান ? আর আপনারা নিজেরা ঘরে বসে এত স্বল্পমূল্যে রোবট,signal,indicator বিক্রি করবেন ? যদি এগুলো সত্যিই হতো তাহলে আপনারা আমাদেরকে না দেখিয়ে এগুলো আপনারা নিজেরাই ব্যবহার করে অনেক বড় বড় ধনী ব্যক্তি হয়ে যেতেন৷এটা অনেকটা ফুটপাতের পাশে বসে থাকা ভাগ্য গণক বা হাতুড়ে জ্যোতিষী বা পাথর বিক্রেতাদের মতোই মনে হয়৷এসব বিজ্ঞাপনদাতা, প্রতারকদের চটকদার বিজ্ঞাপন দেখে না হেসে পারি না৷

rafiuqlislam
2018-08-08, 11:09 AM
ফরেক্স একটা আন্তর্জাতিক ট্রেড প্রতিষ্ঠান।এখানে ভাল করার একমাত্র পথ হলো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন।তবে অনেকে ফরেক্স ট্রেডিংয়ে রোবটের কথা বলে থাকেন।যা প্রলোভন ছাড়া আর কিছুই না ,যদি রোবটে ভাল প্রফিট করে দিতে পারতো, তাহলে যারা রোবটের এ্যাড দেয়, তারা রোবট দিয়ে ইনকাম করেই বড়লোক হয়ে যেত্।আসলে রোবট কিছুই করতে পারে না।তাই রোবটের প্রলোভন থেকে নিজেকে বিরত রাখুন।

lanzuu
2018-08-08, 12:15 PM
সবার মন্তব্য পড়লাম। আসলে অন্যের কোন ট্রেডিং সিস্টেম, রোবট, ইন্ডিকেটর দিয়ে ট্রেড না করাই উত্তম। তবে হ্যা রোবট নিজে বানাতে পারলে বা বানিয়ে নিতে পারলে সেটা ভালো একটা ট্রেডিং টুল হিসেবে ব্যবহার করতে পারবেন। ২০১২ সাল থেকে ৩৫০ ডলারের মত খরচ করেছি mql5 এ। বিভিন্ন সময় নানামুখী রোবট তৈরি করেছি। কিন্তু রোবট ২৪ ঘন্টা রান করে রাখলে লস হবেই। কারন মার্কেট কন্ডিশনের সাথে সাথে রোবট কিন্তু বদলাবে না। যাইহোক আগামীতে আমার বানানো রোবটগুলো নিয়ে একে একে আলোচনা করব। কারো দরকার হলে ডাউনলোড করে সেটা ব্যবহারও করতে পারবেন ট্রেডিং এ সহায়ক হিসেবে। যেমন ধরেন আপনি মুভিং এভারেজ ক্রসওভারে ট্রেড দেন। যখন ক্রসওভার হয় তখন খেয়াল করেন না। সে সময় আপনি রোবটকে ব্যবহার করতে পারেন যে শুধু ট্রেডিংয়ে অন্যান্য *টুলের মত ব্যবহার করতে। আমি কাউকে উৎসাহিত করছি না রোবট ব্যবহার করেন। কিন্তু জানা থাকা তো ভালো। পরবর্তী পোস্ট থেকে আমি এক এক করে আমার বানানো রোবটগুলো শেয়ার করব। আমি জানি আমার তৈরিকরা রোবটগুলো কেমন, প্র্রতিটা হার্টবিট সম্পর্কে আমার ধারনা আছে। কিন্তু বাইরে যে রোবট বিক্রির কথা বলা হয় আপনি তো সেটার ভেতরের সিস্টেম সম্পর্কে অবগত থাকবেন না। তখন সেটা হয়ে যাবে জুয়াখেলা। সামনের পোস্টগুলোতে আশা করি আপনাদের মন্তব্য ও উৎসাহ পাব। ধন্যবাদ।

Rakib Hashan
2018-08-12, 03:45 PM
একটি উদাহরন দেই, ধরুন আপনাকে একটা গাড়ী দেয়া হল, কিন্তু আপনে গাড়ী চালানো না শিখে যদি রাস্তায় যান তাহলে ১০০% সিউর দুর্ঘটনা হবেই। কারন আপনে গাড়ী চালানো জানেন না। রোবট কিনলেন আর ট্রেডিং করলেন, তাহলে লস তো হবেই। মুলত প্রতিটা রোবটের একটা স্ট্যাটেজি থাকে আর সেটা না মানলে লস হবেই। অনেকে ট্রেডার অবশ্য বলে থাকতে পারেন যে রোবট যত বেশি ভাল দিবে তত বেশি লস্ করবে। আপনার সাথে আমি একমত। রোবট কোন একজন ট্রেডার একটি প্রফিটেবল স্ট্যাটেজি ফলো করে তৈরী করে তাই আপনাকে অবশ্যই সেই স্ট্যাটেজি ফলো করতে হবে।
অনেকে হয়তো ভাবছেন আমি রোবট সেল করার জন্য এই পোস্ট দিলাম । ভাই এতোই সহজ কি? রোবট তো আমার না আমি নিজেই অনলাইন থেকে বাই করেছি। আরে ভাই রোবট তো মানুষই বানাইছে নাকি। আপনার সিধান্ত ভুল হবে কিন্তু রোবট এর ভুল হবে না, আমি এখন যেই রোবট ব্যবহার করি এইটা সপ্তাহে ২০% থেকে ৪০% পর্যন্ত প্রফিট দেয়।

rafiuqlislam
2018-08-12, 04:24 PM
রোবট বিক্রেতারা মানুষকে প্রলোভন দেখায়, বলে রোবট আপনাকে অমুক করে দেবে ,তমুক করে দেবে আসলে এটা রোবট বিক্রেতাদের একটা ইনকামের একটা ধান্দাবাজী ছাড়া আর কিছুই না।আসলে রোবট যদি প্রকৃত কিছু ইনকাম করেদিতে পারতো তাহলে যারা রোবট বিক্রয় করছে তারা কোটি টাকা দিলেও একটা রোবট আপনাকে দিত না।সুতরাং রোবটের প্রলোভন থেকে সাবধান থাকুন।

shohedullaearn
2023-07-29, 12:38 PM
রোবট আমাদের অনেক সময়ই লাভ করিয়ে দেয় কিন্তু হঠাৎ হঠাৎ এক সময় দেখা যাবে যে এমন ভাবে মার্কেট ক্র্যাশ করেছে রোবটের কারণে আপনি বরফ লোকসানের সম্মুখীন হয়েছেন পরবর্তীতে আপনি এটা আর ঠেকাতে পারবেন না এবং যার কারণে আপনার নিজের প্রতি একটা খুব তৈরি হতে থাকবে এবং আপনি ট্রেনিং থেকে দূরে চলে যেতে থাকবেন দিনে দিনে। এবং আপনি ওদের মার্কেট এনালাইস না করে ট্রিট করেন এবং রোবটের সাহায্য নেন তাহলে আপনি মার্কেট সম্পর্কে ধারণা নিতে পারবেন না।

FRK75
2024-01-03, 10:45 PM
ফরেক্স মার্কেটে আপনি রোবট থেসোবধান থাকবেন।কারন আপনাকে অনেকেই রোবটের লোভ দেখাবে , বলবে রোবট তোমাকে প্রফিট এনে দেবে ,সাবধান আপনি নিজের বুদ্ধিতে ফকির হবেন।করন ন্রোবট সব সময় সঠিক সিগন্যাল দেয় না, অনেক সময় ভুল সিগন্যাল দিয়ে থাকে।

Mas26
2024-01-04, 05:28 PM
ফরেক্স মার্কেট এ রোবটের ব্যবসা একধরনের আই ওয়াস। আর সিগ্ন্যাল বিক্রি করেন যারা তারা নিজেরাই দেখবেন ভাল ট্রেড করতে পারেন না। আপনি মনে করুন যে, কেউ যদি ভাল ট্রেডার হয় তার কি এই সব সিগ্ন্যাল, রোবট এই সব বিক্রি করার সময় থাকে তার হাতে। তার তো মার্কেট নিয়ে এনালাইসিস করতে করতেই সময় চলে যায়। আসলে যদি কোন ভাল ট্রেডার হন তার কোন প্রকারের এদিক সেদিক তাকাতে হয় না, সে নিজেই তারজন্য যথেষ্ঠ আয় করতে পারেন। তাই আমাদের সবাই যারা নবাগত তারা এইসব স্ক্যামারদের হাত থেকে বাচতে হলে সঠিক জ্ঞান আহরন করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে আয় কিন্ত এত সহজ নয়।

Starship
2024-01-05, 12:38 PM
আমি পড়েছি শুরু থেকে এ পর্যন্ত কখনোই ফরেক্স রোবটের মাধ্যমে ট্র্রেড করা সাপোর্ট করতাম না এখনো করিনা। কারণ রোবটের মাধ্যমে আমরা ক্ষণস্থায়ী প্রফিট করলেও সেটা অভিজ্ঞতা ক্ষণস্থায়ী তাই দীর্ঘতায়ের অভিজ্ঞতা অর্জন করার জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই রোবটের মাধ্যমে ট্রেড এড়িয়ে চলতে হবে।

Mas26
2024-01-06, 03:31 PM
ফরেক্স মার্কেট এ রোবটের ব্যবসা একধরনের আই ওয়াস। আর সিগ্ন্যাল বিক্রি করেন যারা তারা নিজেরাই দেখবেন ভাল ট্রেড করতে পারেন না। আপনি মনে করুন যে, কেউ যদি ভাল ট্রেডার হয় তার কি এই সব সিগ্ন্যাল, রোবট এই সব বিক্রি করার সময় থাকে তার হাতে। তার তো মার্কেট নিয়ে এনালাইসিস করতে করতেই সময় চলে যায়। আসলে যদি কোন ভাল ট্রেডার হন তার কোন প্রকারের এদিক সেদিক তাকাতে হয় না, সে নিজেই তারজন্য যথেষ্ঠ আয় করতে পারেন। তাই আমাদের সবাই যারা নবাগত তারা এইসব স্ক্যামারদের হাত থেকে বাচতে হলে সঠিক জ্ঞান আহরন করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে আয় কিন্ত এত সহজ নয়।