PDA

View Full Version : ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া



DhakaFX
2018-07-12, 05:15 PM
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেনকে ফেভারিট দল মনে করা হলেও এবার রাশিয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স-ক্রোয়েশিয়া মুখোমুখি হবে। ফ্রান্সের অবশ্য বিশ্বকাপ জেতার ইতিহাস থাকলেও এই প্রথমবারের মত ক্রোয়েশিয়া কোন ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে। যদিও দুই দলেই শক্তি সামথ্য প্রমান করেই ফাইনালে উঠেছে এবং উভয় দলের রয়েছে সেরা কিছু খেলোয়ার। ফ্রান্সের এমবাপে, গ্রিজম্যান, পল পগবা, এন’গোলো কান্তে, মাতুইদিরা রয়েছেন মাঝমাঠে বল দখলের লড়াইয়ে। ক্রোয়েশিয়ার তেমনই রয়েছেন লুকা মদরিচ, ইভান রাকিতিচরা। ফ্রান্স সামনে রাখছে জিহুকে, ক্রোয়েশিয়া মাঞ্জুকিচকে। ফ্রান্স অবশ্য গোলের জন্য কোনও একজনের ওপর নির্ভর করছে না। রক্ষণের ফুটবলাররাও গোল করে যাচ্ছেন। দুই দলের গোলরক্ষকই নির্ভরযোগ্য। ফ্রান্সের লরিস, ক্রোয়েশিয়ার সুবাসিচ।
প্রশ্ন হল শেষ হাসিটি হাঁসবে কে?

rafiuqlislam
2018-07-12, 07:36 PM
বিশ্বকাপ ফুটবল-২০১৮ রাশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।সারা বিশ্ব যখন আর্জেন্টিনা-ব্রাজিল জরে আক্রান্ত, ঠিক তখনই চমকে দিল ক্রোয়েশিয়া-ফ্রান্স।আমার প্রত্যাশা ছিল আর্জেন্টিনা-ব্রাজিল বাদে অন্য কেউ আসুক এবারের বিশ্বকাপে।ধন্য ক্রোয়েশিয়া,ধন্য ফ্রান্স।১৫ তারিখ বাংলাদেশ সময় রাত ৯ টায় কে ছ্যাম্পিয়ন হয় সে প্রত্যাশায়.................... .।

Rakib Hashan
2018-07-15, 02:52 PM
আজ ফুটবলের ঐতিহাসিক দিন, আজকের ফাইনাল বিশ্বকাপ ইতিহাসের ৯০০তম ম্যাচে নিজেদের ফুটবল ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ ফাইনালে আজ মাঠে নামবে ফ্রান্স। আর ক্রোয়েশিয়া এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। তাই ইতিহাসের ফ্রেমে ঠাঁই পাওয়ার ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া লড়াইয়ে ক্রোয়েশিয়া জিতলে তৈরী হবে নতুন ইতিহাস। আবার ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম এবং ৬ গোল করার সুবাদে গোল্ডেন বুটটি কেইনেরই জেতার কথা।

rafiuqlislam
2018-07-15, 04:47 PM
বহু প্রতিক্ষিত দিন আজ ১৫ জুলাই।রাশিয়ায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায় ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল।আজই নির্ধারিত হবে কোন দেশ এবারের বিশ্বকাপের শিরোপা লাভ করবে ?ক্রোয়েশিয়া ,না ফ্রান্স ।ক্রোয়েশিয়া জিতলে আজ তৈরি হবে নতুন ইতিহাস।