View Full Version : প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে
alamsat
2018-07-12, 10:45 PM
ফরেক্স ট্রেড এ সফলতা অর্জন করতে হলে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেটি মার্কেটে প্রয়োগ করতে হবে। তা না হলে কোন ভাল ফল পাওয়া যাবে। প্রতিনিয়ত কিছু শিখতে শিখতে দেখবেন একদিন আপনি একটি ভাল জায়গায় পৌছে গেছেন, এখন আপনি যত ট্রেড করেন না কেন আর লস হয় না। যদিও হয় সেটি সামান্য। তাই এখন ইন্টারনেটের যুগে বাড়ি বসে সব কিছু শেখা যায়। শুধু বিষয়বস্তুর নাম লিখে গুগোল এ খুজলে সব কিছু সামনে চলে আসে। তাই এমন আধুনিক যুগে ফরেক্স শিখতে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। যদি আমরা একটু মন দিয়ে শেখার চেষ্টা করি।
rafiuqlislam
2018-07-13, 10:47 AM
ফরেক্সে মার্কেটে আপনি অভিজ্ঞতা অর্জন করে প্রফিট করতে চাইলে ধৈর্য সহকারে একটু একটু করে নতুন বিষয়গুলো শিখতে হবে।আপনার শেখার কাজ যখন এগোবে তখন ডেমোতে প্রাকটিস করে সামনের দিকে অগ্রসর হতে হবে।তারপর আপনি যখন দক্ষ হবেন তখন রিয়েল ট্রেড করলে পফিট পাবেন।
iloveyou
2018-07-13, 12:45 PM
হ্যা আপনি সঠিক কথা বলেছেন, আমিও আপনার সাথে একমত। কেননা এখানে প্রতিটি ট্রেড আপনাকে প্রতিনিয়তই নতুন কিছু শিখতে যথেষ্ট সহায়তা প্রদান করবে। কারন আপনি এই মার্কেটে যত সময় ব্যায় করবেন, যত এ্যানালাইসিস করবেন ততই এখানে আপনার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেতে থাকবে। আর এভাবে যখন আপনার অভিজ্ঞতা পুরোপুরি পরিপূর্ণতা পাবে তখন আপনি নিজেকে এখানে প্রফেশনাল হিসেবে দাবি করতে করতে পারবেন।
expkhaled
2018-07-13, 01:00 PM
ফরেক্স ট্রেড এমন এক পেশা যাতে আমাদের সবসময় কিছু না কিছু শিখতে হয়। আসলে এই পেশায় সাড়াজীবন পড়াশুনা করতে হয়, তাই প্রতিদিন কিছু না কিছু শিখতে হয়। অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের শিখতে হবে এবং জানতে হবে। একজন লাভবান ট্রেডার হওয়ার জন্য জানতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেজন্য যত বেশি দিন যেতে থাকবে একজন ট্রেডার অভিজ্ঞতা অর্জন করতে থাকেন নিজস্ব আইডিয়া দিয়ে এবং ভূল সংশোধন করতে করতে শিখতে থাকেন অভিজ্ঞ ট্রেডার গন।
rafiuqlislam
2018-07-13, 06:24 PM
ফরেক্স মার্কেটে সফলতা চান ? আর দেরি নয়, প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকুন। একদিন সফলতা আপনার হাতের নাগালে চলে আসবে।কারন ফরেক্স মার্কেটে অভিজ্ঞতাও দক্ষতা অর্জনের বিকল্প কোন পথ খোলা নেই।
hasem79
2018-07-13, 11:10 PM
শেখার কোন শেষ নেই তাই এখন আর শিখি না। এখন খালি ট্রেড করার জন্য হাত পা নিশপিশ করে। এখন মাথার মধ্যে একটা জিনিসই বার বার ঘুরে যে কোন ভাবে মার্কেট থেকে প্রফিট করতেই হবে। আর কোন কিছু মাথার মধ্যে থাকলে হবে না। এখন আর আগের মত করে পড়াশোনার পিছনে সময় নষ্ট করি না।
riponinsta
2018-07-14, 11:52 AM
ফরেক্স মার্কেট সব সময় পরিবর্তন হয় আর আপনাকে এই পরিবর্তন এর সাথে মিলিয়ে ট্রেড করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল ট্রেড করতে পারবেন অনেকে আছে যে তার ট্রেডিং সিস্টেম এ সে অনেক দিন ধরে ট্রেড করে আসছে সে তার ট্রেডিং সিস্টেম এ অনেক সময় তার ট্রেডিং সিস্টেম এ ট্রেড থাকে না সেই সময় এ সে ট্রেড করে না তাই মার্কেট যতই পরিবর্তন হোক ট্রেডিং সিস্টেম এ ট্রেড এলেই ট্রেড করতে হবে
Mamun13
2018-08-07, 08:28 AM
ভাই,এই মার্কেটে দাঁড়াতে দাঁড়াতে এমনিতেই কি আর কমপক্ষে পাঁচ বছর লেগে যায়৷ফরেক্স মার্কেটে যেহেতু আমরা নিজেরাই শিখতে বাধ্য হই তাই আমাদেরকে বিভিন্ন সোর্স থেকে একটু একটু করে খুঁজে খুঁজে বের করে জানতে হয় এবং সেই বিষয়গুলো ডেমো একাউন্টে প্রয়োগ করে করে যাচাই-বাছাই করতে হয়৷একটি বাস্তব সম্মত,কার্যকরী এবং সঠিক ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করার প্রয়োজনে অসংখ্য সিস্টেম বা কলাকৌশল প্রয়োগ করে করে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হয়,নিজেদেরকে পরিষ্কার বুঝতে হয়,কোন কোন কৌশল গুলো আপনার জন্য উপযুক্ত এবং কোন কোন কৌশলগুলো আপনার জন্য সঠিক নয়- এই বিষয়গুলো যাচাই বাছাই করতে করতেই কয়েক বছর সময় লেগে যায়৷এইজন্য শুরু থেকেই অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করে ফরেক্স ব্যবসার বিভিন্ন বিষয় আয়ত্ত করতে হয়৷যে যত বেশি ঘেঁটে ঘেঁটে বের করতে পারবেন সে ততো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন৷ইউটিউবে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো থেকে আপনারা আপনাদের পছন্দমত ট্রেডিং সিষ্টেম বা কৌশলগুলো খুঁজে খুঁজে বের করে প্র্যাকটিস করতে পারেন৷এভাবে বিভিন্ন পদ্ধতির বা কৌশলগুলোর সমন্বয়ে আপনি আপনার সঠিক ট্রেডিং স্ট্রাটেজি একসময় দাঁড় করাতে পারবেন যা আপনাকে পরবর্তীতে নিয়মিত কম বেশি প্রফিট দিতে সক্ষম হবে৷তাই এখন থেকেই কষ্ট করে লেগে পড়ুন৷
rafiuqlislam
2018-08-07, 09:49 AM
মানুষের জীবনে শিক্ষার শেষ নেই।তাই তো দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহনের কথা বলা হয়েছে।আর ফরেক্স যেহেতু অভিজ্ঞতা ও দক্ষতার ব্যাপার, সেহেতু আপনি ফরেক্সে নতুন অথবা পুরাতন হোন না কেন ?অবশ্যই আপনাকে নতুন নতুন বিষয়ের অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে একদিন সফলকাম ট্রেডার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন।
lanzuu
2018-08-07, 04:00 PM
শেখার কোন বিকল্প নেই। হোক সেটা ইউটিউব থেকে বা কোন পিডিএফ বই থেকে। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে যে কোন সিস্টেমের ব্যাকটেস্টের জন্য ডেমো কিন্তু আদর্শ। ডেমো থেকেই সব কিছু গুছিয়ে নিয়ে সেটা রিয়েল ট্রেডে প্রয়োগ করতে হবে। পুরোপুরি না শিখে রিয়েল ট্রেডে না যাওয়াই উত্তম।
fxjaman
2019-07-15, 02:44 PM
ফরেক্স মার্কেটে শেখার কোন শেষ নেই। আপনাকে ট্রেডিং এর ফাঁকে দিয়ে প্রতিনিয়তই নতুন কিছু শিখতে হবে, যাতে অপনার ট্রেডিং দক্ষতা আরও বৃদ্ধি পেতে থাকে। আর এভাবে মার্কেট থেকে প্রতিনিয়ত একটু একটু করে জ্ঞান ও অভিজ্ঞতাই আপনার ট্রেডিংকে আরও শক্তিশালী রুপ প্রদান করবে। আর এ চেষ্টাই আপনাকে দক্ষ ও প্রফেশনাল ট্রেডারে পরিণত করবে।
samun
2019-07-15, 03:35 PM
যেকোনো কাজে সফলতা অর্জন করতে হলে সে কাজের জন্য নতুন নতুন পথ আবিষ্কার করতে হবে। প্রতিটি কাজে নতুন কিছু শিখে কাজ করলে তা কাজকে আর সহজ করে দেয়।ফরেক্সে অনেক অভিজ্ঞতার প্রয়োজন। এখানে সকল পোষ্ট পড়া,নিউজ দেখা,নতুন আপডেট সম্পর্কে যানা। মার্কেট এনালাইসিস সম্পর্কে খুব ভালো ধারণা অর্জন করা ইত্যাদি। এই নতুন শিখার ফলে যেমন ফরেক্সে সফল হওয়া যায়। তেমনি অনেক কিছু শেখাও যায়।
sofiz
2019-07-15, 05:02 PM
ফরেক্সে ভালো ট্রেডার হতে হলে আমাদের ফরেক্স সম্পর্কে অবশ্যই ভালো করে জানতে হবে।কারন যত শিখবো ততো বেশি করে তা কাজে লাগাতে পারবো। এখানে টিকে থাকতে হলে আমাদেরকে প্রতিনিয়ত শিখে যেতে হবে।কারন যত শিখবেন ততো ভালো ফল আশা করবেন।
MDRIAZ777
2019-07-15, 08:49 PM
আমি আজ প্রায় সাত বছর যাবত ফরেক্স মার্কেট এর সঙ্গে যুক্ত রয়েছি সাত বছর সময় খুব অল্প সময় না তথাপি তারপরেও মনে হয় যে ফরেক্স ট্রেডিং এর বিষয়ে এখনো অনেক অজানা বিষয় রয়েছে যা আমাকে অর্জন করতে এখনো অনেক সময় ব্যয় করতে হবে এবং অনুশীলন করে যেতে হবে। ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান অর্জনের কোন শেষ নেই প্রতিনিয়ত আমরা ফরেক্স মার্কেট থেকে কিছু না কিছু নতুন ভাবে শিখছি এবং যে শিক্ষা পরবর্তীতে আমাদের ট্রেডিং প্লাটফর্ম অনেক ভালো সাফল্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের এমন অনেক নবীন ট্রেডাররা রয়েছে যারা নতুন অবস্থায় মনে করে যে ফরেক্স ট্রেডিং ট্রেডিং কয়েক মাসের ব্যবধানেই পুরোপুরি শিখে ফেলা সম্ভব আসলে আমার কাছে মনে হয় এটি একটি ভুল ধারণা ফরেক্স ট্রেডিং বিষয়ক শিক্ষা কখনোই শতভাগ অর্জন করা সম্ভব নয় যে যত বেশি ট্রেডিং বিষয়ে অভিজ্ঞ ধীরে ধীরে একটু একটু করে শিখে সে দিনকে দিন আরো অধিক অভিজ্ঞতা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফলে ফরেক্স ট্রেডিং বিষয়ে চূড়ান্ত শিক্ষা নির্দিষ্ট সময়ের ব্যবধানে অর্জন করা সম্ভব এটা ভাবার কোন যৌক্তিক কারণ আছে বলে আমার কাছে মনে হয় না।
TanjirKhandokar1994
2019-07-18, 05:54 PM
আমি যখন ফরেক্স ট্রেডিং এ কাজ শুরু করি তখন একেবারেই কিছু জানতাম না। আর এটাই সত্যি যে কেউই কোন কাজ আগে থেকে জানেনা কাজ করতে করতেই জানা যায়। আর এখানে কাজ করে আমি প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি এবং জানতে পেরেছি। আর আমি এটাও মনে করি ফরেক্স ট্রেড এ সফলতা অর্জন করতে হলে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে হবে এবং সেটি মার্কেটে প্রয়োগ করতে হবে। তা না হলে কোন ভাল ফল পাওয়া যাবে। প্রতিনিয়ত কিছু শিখতে শিখতে দেখবেন একদিন আপনি একটি ভাল জায়গায় পৌছে গেছেন। এখন আপনি যত ট্রেড করেন না কেন আর লস হয় না। কারন এখানে আপনি বা আমি এখন দক্ষ ও অবিজ্ঞ। আর যদিও লস হয় সেটি খুবই সামান্য। তাই এখন ইন্টারনেটের যুগে বাড়ি বসে সব কিছু শেখা যায়। তাই এই আধুনিক যুগে ফরেক্স শিখতে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। একটু চেষ্টা করলেই সব কিছু সম্ভব। ধন্যবাদ
ARIFULISLAM1996
2019-07-19, 10:36 PM
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ বিজনেস। যার যত ধৈর্য ধারণ ক্ষমতা বেশি আমার মনে হয় সে ফরেক্স থেকে ততো ভালো কিছু পাবে। ফরেক্স শেখার কোন শেষ নেই।ফরেক্স এর কিছু কিছু খুঁটিনাটি জিনিস আছে যা সম্পর্কে আপনাকে জানতে হবে। ফরেক্স পুরোপুরি আপনার আয়ত্তে আনতে হবে। ফরেক্স থেকে ভালো কিছু পাবার আগে নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। আর ফরেক্সে ভালো কিছুর করার জন্য ডেমো প্লাটফর্মে অনুশীলনের বিকল্প কিছু নেই। মানুষ মাত্রই ভুল হবেই। আর এই প্রতিটি ভুল এর পেছনে কিছু শিক্ষনীয় বিষয় আছে যা পরবর্তীতে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।মনে রাখবেন আপনি যত বেশি ভুল করবেন তত বেশী শিখবেন। ফোরামের পোষ্টের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারি এবং সেই শিক্ষাটা পরবর্তীতে মার্কেট এনালাইসিস এ প্রয়োগ করতে পারি। ধৈর্যসহকারে যদি আপনি ফরেক্স করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। ফরেক্স করার আগে নিজেকে আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল হিসেবে গড়ে তুলতে হবে। মার্কেটের এনালাইসিস সম্পর্কে অনেক কিছু শেখার এবং জানার আছে।প্রয়োজনে অভিজ্ঞ ট্রেডারদের সহযোগিতা নিতে হবে। তাই আমি মনে করি যে ফরেক্সে শেখার কোন শেষ নেই।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.