PDA

View Full Version : একজন অদক্ষ ট্রেডার এর ঘটনা



alamsat
2018-07-12, 10:53 PM
একজন ৬ বছরের অভিজ্ঞ ট্রেডার ফরেক্স মার্কেটে ট্রেড করে আর প্রতিনিয়ত লস করতে থাকে কিন্তু তিনি কোন ক্রমে হাল ছাড়তে রাজি নয় এমনকি ট্রেড করতে করতে তিনি ২ লক্ষ টাকার মত লস করেছে যখন তার কাছে শোনা হল ট্রেড লাইন কি? তিনি ট্রেড লাইন কি বলতে পারলেন না। তাই যিনি ট্রেড লাইন কি বলতে পারলেন না তিনি কিভাবে একজন সফল ট্রেডার হতে পারবে। তিনি সারা জীবন ট্রেড করলেও কখন লাভ করতে পারবে না। তাই ট্রেডিং করতে হলে প্রথম শর্ত হল নিজেকে ট্রেডিং সম্পর্কে পাকাপোক্ত করা তা না হলে এই ব্যক্তির মত হয়ত আপনিও সারা জীবন লস করতে থাকবেন।

rafiuqlislam
2018-07-13, 10:39 AM
ফরেক্স হলো অভিজ্ঞ ও দক্ষ লোকদের পারফেক্ট ইনকামের জায়গা।আর অনভিজ্ঞ ও অদক্ষ লোকদের পুজি হারানোর জায়গা।ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই আপনাকে ফরেক্সের খূটিনাটি সমস্থ জ্ঞান অর্জন করতে হবে।আপনি দক্ষতা অর্জন করতে না পারলে কোন দিনই সফলতার মুখ দেখতে পাবেন না অর্থাৎ প্রফিট পাবেন না

expkhaled
2018-07-13, 10:45 AM
ফরেক্স মার্কেট এ দক্ষতা অর্জন করতে হলে প্রতিনিয়ত স্টাডি চালিয়ে যেতে হবে এবং বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করতে হবে। আমার মনে হয় যারা লস করেন তারা আসলে সঠিক ভাবে শিক্ষা না নিয়ে ট্রেড করতে শুরু করে দেন। এমনও অনেক ট্রেডার আছেন যারা প্রতিনিয়ত লস করছেন কিন্ত তারপরও শিখতে চান না বা কারও কাছ শিক্ষা গ্রহন করতে নারাজ। আমাদের যখনই লস হবে মনে করতে হবে নিজের মধ্যে কোন প্রকারের গোলমাল আছে তাই ট্রেড বন্ধ রেখে আগের দেখতে হবে কোথায় আমার সমস্যা, সঠিক সমাধান বের করে কয়েকদিন ডেমো ট্রেড করে আবার নতুন করে রিয়েল ট্রেড করতে হবে।

Mamun13
2018-08-08, 07:33 AM
আলম ভাই,আসলে তিনি এই ৬ বছরে তেমন কিছুই শিখেন নাই তাই তিনি কখনোই নিজেকে ৬ বছরের অভিজ্ঞ বলে দাবি করতে পারেন না৷এটা হয়তো তিনি ৬ বছর যাবত একটু একটু করে এলোমেলো উল্টাপাল্টা ট্রেড করছেন আর ক্রমাগত লসই করে যাচ্ছেন,তিনি শেখার চেষ্টা করেন নাই,তাই তিনি জানেন না,যার ফলে তিনি বলতে পারেন না trendline বিষয়টা কি ? এই কথার প্রসঙ্গে আমি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আমাদের সমাজে এবং আমার আশেপাশে আমি এই ধরনের বেশ কয়েকজন ব্যক্তির সাক্ষাত পেয়েছি যারা নিজেকে ঠিক এই ধরনের ৬/৭ বছরের অভিজ্ঞ ট্রেডার বলে দাবি করে থাকেন৷অথচ প্রকৃতপক্ষে তিনি ফরেক্স ট্রেড এর বেসিক কিছুই জানেন না৷কারণ আমার জানা মতে যে ব্যক্তি ফরেক্স মার্কেটের লেখাপড়া গুলো মাত্র ১ বছর একটানা নিয়মিত স্টাডি করতে পারেন সে ব্যক্তি দ্বিতীয় বছর থেকে অবশ্যই লস না করে বরং অতি অল্প হলেও প্রফিটের দিকেই যাবেন৷আর ৫/৬ বছরের প্রকৃত বাস্তব অভিজ্ঞ হলে তিনি অবশ্যই নিয়মিত পর্যাপ্ত প্রফিট করার যোগ্যতা রাখবেন৷

rafiuqlislam
2018-08-08, 11:27 AM
ফরেক্স হলো অভিজ্ঞ ও দক্ষ লোকদের ট্রেড করার ক্ষেত্র।এখানে অদক্ষ লোকদের টিকে থাকা অসম্ভব্।দুনিয়ায় দক্ষতা অর্জন ছাড়া অনেক কিছুই সম্ভব,তবে ফরেক্স ট্রেডিংয়ে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না।সুতরাং আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন তারপর টেডিংয়ে আসুন ,সেটাই আপনার জন্য প্রফিটেবল হবে।

lanzuu
2018-08-08, 06:08 PM
এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ৬ বছরের অভিজ্ঞতাটা কিসের উপর সেটা দেখতে হবে। অনেকে একই ভুল বার বার করে থাকে। যেমন আমি নিজেই বার বার একাউন্ট জিরো হওয়া সত্তেও একসময় এসএল ব্যবহার করতাম না, অভারট্রেডিং করতাম। এটা ঠিক হতে বেশ ভালো সময় লেগেছে। দেখা গেছে সুন্দর একটা একাউন্ট ট্রেড করছি নিয়মিত হঠাত একটা ট্রেডের জন্য সব গোলমাল হয়ে গেছে। অনেকে বার বার ছ্যাকা খাবার পরেও শিক্ষা হয় না। আবার অনেকে অল্প কিছুদিনেই ভুল শুধরে ঠিক হয়ে যায়। উনিও হয়ত বিগত ৬ বছর এরকম কোন ভুল বারংবার করেছেন, অথবা তার ট্রেডিং সিস্টেম ঠিকঠাক ছিল না।

Sakib42
2021-09-21, 09:55 PM
একজন অদক্ষ ট্রেডার কখনোই ফরেক্সে বেশিদিন টিকে থাকতে পারবেন না। সে হয়তো কয়েক দিন শুধু ঘোরাফেরা করতে পারে ফরেক্সে এবং অন্যের করা এনালাইসিস অনুযায়ী কিছু এন্ট্রি নিতে পারে এবং তা থেকে হয়তো লাভবান হতে পারে আবার ক্ষতির সম্মুখীন হতে পারে যেকোনো কিছু সমস্যা হতে পারে। একজন অদক্ষ ট্রেডার কয়দিন পর পর সমস্যার সম্মুখীন হয়। সে কোন কূলকিনারা পাই না শুধু শুধু ফরেক্স মার্কেটের ঘুরে বেড়ায় এবং অভিজ্ঞদের মতামত এর আশায় থাকে সব সময়। কোন অভিজ্ঞ ব্যক্তির সিগন্যাল ব্যবহার করে সে মার্কেটে টিকে থাকার চেষ্টা করে কিন্তু বেশিদিন টিকে থাকতে পারে না যখন মার্কেট তার বিপক্ষে যায় এবং সব অর্থ হারিয়ে তখন সে ফরেক্স থেকে অনেক দূরে সরে যায়।

samun
2021-10-25, 05:47 PM
আমি যদি নিজের দিক থেকে হিসাব করি তাহলে আমি এখনো পর্যন্ত একজন নতুন টিউনার এবং খুব একটা দক্ষতা অর্জন করতে পারিনি প্রথম দিক থেকেই ফরেক্স মার্কেটে আমি একাধিকবার লস করে আসছে বরাবরের মতো এবারও আমি ফরেক্স মার্কেটে ব্যালেন্স 0 করেছি আসলে আমি প্রতিবার আমার লস এর কারণ বের করার পরেও দেখা যাচ্ছে বরাবরই একই ভুল করে আমি আবার পুনরায় ব্যালেন্স 0 করে ফেলি এটা আসলে কি সমাধান আমার সঠিক জানা নেই