PDA

View Full Version : ফরেক্স ট্রেডিংয়ের ইতিহাস:



DhakaFX
2018-07-15, 04:34 PM
প্রাচীনকাল থেকেই স্বর্ণ দিয়ে বিভিন্ন দেশের মানুষের মধ্যে লেনদেনের পদ্ধতি চালু থাকলেও কাগজে কলমে ১৮৭৬ সালে থেকে স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা শুরু হয়, ফলে কোন দেশের মোট কাগুজে মুদ্রার সমপরিমাণ মূল্যর স্বর্ণ মজুদ রাখা হত। কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্যবৃদ্ধিতে এটা বেশ সমস্যায় পড়তে হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বর্ণ ভিত্তিক এই মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয়। পরবর্তীতে ব্রেটন উডস এর প্রস্তাবিত আমেরিকান ডলার ভিত্তিক এই মুদ্রা ব্যবস্থা চালু হলেও ১৯৭১ সালে হবে সমস্যার কারনে একইরকমভাবে এই পদ্ধতি বাতিল করা হয়। মুলত ১৯৯০ সাল থেকে আধুনিক যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার চালু হয় যা এখনো চলছে।

Montu Zaman
2018-07-17, 12:41 PM
স্বভাবতই, এক দেশের মুদ্রা অন্য দেশে আর কাজ করত না। তাই ২০০ খ্রিস্টাব্দ থেকে মানুষ কিছু কমিশনের বিনিময়ে স্বর্ণ বা রুপা কিনে অন্য আর একটি দেশের মুদ্রায় পরিবর্তন করে নেবার ব্যবস্থা চালু হয়। তারপর ৪০০ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের সরকার কারেন্সি এক্সচেঞ্জ এর জন্য একটি সরকারি প্রতিষ্ঠানই চালু করেছিল। তারপর প্রায় ১০০০ হাজার বছরেরও বেশি সময় পর্যন্ত মুদ্রা পরিবর্তনের জন্য আর তেমন কোন বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি। অবশেষে ১৪ শ শতাব্দীতে ১৩৯৭ সালে ইতালীর প্রভাবশালী মিদিচি পরিবার মিদিচি ব্যাংক প্রতিষ্ঠিত করে, যা প্রায় ১০০ বছর টিকে ছিল। নিজেদের ব্যবসা এবং টেক্সটাইল মার্চেন্টদের প্রয়োজনে বিদেশের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ওপেন করে ব্যাংকটি। তারা লোকাল কারেন্সিতে তাদের ব্যালেন্স ও বৈদেশিক ব্যাংকের বৈদেশিক ব্যালেন্স, দুটোই দেখাত, আর সুবিধা দিত কারেন্সি একচেঞ্জ এরও। এভাবে ১৪৭২ খ্রিষ্টাব্দে আরেকটি বড় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইতালির তুস্কানীতে। মন্টে দেই পাস্কি দি সিয়েনা নামের এই ব্যাংকটি কিন্তু আজও টিকে আছে। শুধু তাই নয়, এটি বর্তমানে ইতালির তৃতীয় বৃহত্তম ব্যাংক এবং টিকে থাকা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যাংক। ১৭০০ ও ১৮০০ খ্রিস্টাব্দতে নেদারল্যান্ডের আমস্টারডামে একটি সক্রিয় ফরেক্স মার্কেট ছিল। ইংল্যান্ড ও নেদারল্যান্ডের মধ্যে তখন বিপুল পরিমানে বৈদেশিক বাণিজ্য হত। এই ফরেক্স মার্কেটে দেশদুটির মার্চেন্ট ও এজেন্টদের মধ্যেই মূলত কারেন্সির আদান প্রধান হত।
https://bdforexworld.weebly.com/uploads/5/7/1/1/57111651/bdpips-1462518472-anicient-forex_orig.png
যদিও তখন ইন্টারনেট ছিল না আর ঘরে বসে ট্রেড করার সুবিধাও ছিল না। ফলে কিছু ব্যাংক ও প্রভাবশালী পরিবার থেকে ফরেক্স লেনদেন করার সুবিধা পেত। অবশেষে ১৯৯০ সালের দিকে ফরেক্স বর্তমান কম্পিউটার ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।

Rakib Hashan
2018-07-23, 04:52 PM
ফরেক্স এর ইতিহাস প্রাচীন কিন্তু আধুনিক ফরেক্স মার্কেট এর ইতিহাস খুব বেশি দিনের নয়। ১৯৯০ সালেও ফরেক্স মার্কেটে লেনদেন করাটা অনেকটা বেশি কঠিন ছিল কারন তখন লেনদেনের খরচ অনেক বেশী ছিল এবং তখনকার সময় সব সরকার পক্ষ থেকে কারেন্সী এক্সচেঞ্জ এর উপর অনেক কঠিন বিধি নিষেধ ছিল। যদিও ১৯৭৪ সালে CFTC বা Commodities Futures Trade Commission যেটা U.S. Regulatory Agencies নামে পরিচিত ছিল এবং তারা কিছু বিল পাস করে যেগুলোর নাম হচ্ছে Commodity Exchange Act এবং Commodity Futures Modernization Act চালু করেছিল। আর যার হাত ধরেনই আধুনিক অনলাইন ফরেক্স ব্রোকারদের যাত্রা শুরু হয়। যেহেতু সবাই ইন্টারনেটে যুক্ত হতে পারে এ কারনে যেকোনো ফরেক্স ব্রোকারে একাউন্ট ওপেন করা অনেক বেশী সহজ হয়। ফরেক্স মার্কেটের এই সফলতাকে কাজে লাগানর জন্য অনেক ফরেক্স ব্রোকার তাদের কাজ করা শুরু করে তবে আগের সময়ে এত সুযোগ সুবিধা ছিল না যেটা আমরা এখন পেয়ে থাকি। এখন আমাদের কাছে অনেক অপশনও আছে একটি ভালো ব্রোকার পছন্দ করে ট্রেড শুরু করার।

rafiuqlislam
2018-07-23, 06:26 PM
স্বর্ণ দিয়ে শুরু হয় ফরেক্স ট্রেডিংয়ের্।এরপর একসময় বড় বড় বানিজ্যিক প্রতিষ্ঠান এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ ফরেক্স ট্রডিংয়ের সুযোগ পেতেন।কিন্ত বর্তমানে যে কোণ লোক পৃথিবীর যে কোন প্রান্তে বসে এখন ট্রেড করে ইনকামের পথ পেতে পারেন।

BDFOREX TRADER
2018-09-23, 05:41 PM
১৮৭৬ সালে স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা( gold exchange standard) চালু করা হয়েছিল।এই ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। ফলে মোট স্বর্ণের মূল্যর সমপরিমাণ কাগুজে মুদ্রা কোন দেশের জন্য রাখা হত। এই পদ্ধতি বেশ ভালই ছিল। কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে এই পদ্ধতির ত্রুটি ধরা পরে এবং একে বিদায় নিতে হয়। এই স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় যখন ইউরোপীয় দেশগুলোতে তাদের বিশাল সব প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার মতো টাকা ছিলোনা। কারণ তাদের স্বর্ণের মজুদ ঐ পরিমাণ টাকা ছাপার জন্য খুবই অপ্রতুল ছিল। যদিও এই স্বর্ণ ব্যবস্থা বাতিল হয়ে গেছে, তবুও স্বর্ণ তার মূল্য এবং মুদ্রামানে নিজের অবস্থান ভালভাবেই ধরে রেখেছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে, সকল মুদ্রার মান নির্দিষ্ট হবে এবং আমেরিকান ডলার হবে মুদ্রার জন্য নির্ধারিত সংরক্ষিত ভিত্তি যা স্বর্ণ এর বিপরীতে একমাত্র পরিমাপকৃত মুদ্রা। এই ব্যবস্থাকে বলা হয় ব্রেটন উডস ব্যবস্থা ( Bretton Woods System) যা ১৯৪৪ সালে কার্যকর হয়। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে তারা আর স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময় এ আগ্রহী নয় যা বৈদেশিক সংরক্ষণ হিসেবে রাখা আছে। এর ফলে ব্রেটন উডস ব্যবস্থাও বাতিল হয়ে যায়।
১৯৭৬ সালে এই ব্যবস্থা অকার্যকর হয় যার মাধ্যমে মূলত সর্বসম্মতভাবে পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়েছিল। এর মাধ্যমেই আধুনিক ফরেক্স মার্কেট তৈরী করা হয় যা ১৯৯০ সালের দিকে বর্তমান যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়।

fxjaman
2018-12-06, 12:10 PM
বর্তমান বিশ্বে ফরেক্স ট্রেডিং হলো একটি গ্লোবাল মার্কেট। ১৭৬৩ সালে জর্জ বেন্থাম নামক এক ব্যক্তি অন্য দেশের সাথে মুদ্রা বিনিময়ের মাধ্যমে এর প্রচলন ও প্রসার লাভ করে। কিন্তু ৯০ এর দশকে,ফরেক্স ট্রেডিং শুধু বড় বড় আর্থিক প্রতিষ্ঠাগুলোতেই সীমাবদ্ধ ছিল। তবে বর্তমানে ইন্টারনেটের ব্যপকতার কারনে এর প্রসার এখন সমগ্র বিশ্বে বিস্তার লাভ করেছে।

Rokibul7
2020-05-13, 08:09 PM
ফরেক্স টেডিং এর ইতিহাস বা পরিধি যাই বলেন না কেন।আজকে এই পোষ্ট পরে অবেক কিছু জানলাম।কিভাবে ফরেক্স টপডিং শুরু বা বৈদেশিক বিনিময়ের প্রথা সম্পকে জানলাম।বেশ ভালই লাগলো এই স্বর্ন মূদ্রার ইতিহাস জানলাম,ফোরামে না আসলে হয়তো এসব জানার কোন কারনই ছিল না।

DhakaFX
2021-06-21, 05:03 PM
14719
পৃথিবীর সর্ববৃহত অর্থনৈতিক মার্কেটের নাম ফরেন এক্সচেঞ্জ; যাকে আমরা সংক্ষেপে Forex অথবা "FX” নামে জানি । এখানে প্রতিদিন ৪ ট্রিলিয়ন (১০০০ বিলিয়ন এ ১ ট্রিলিয়ন) ডলারের অধিক লেনদেন হয়। পৃথিবীর সবগুলি শেয়ার মার্কেট মিলেও প্রতিদিন এত লেনদেন হয়না । নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের একদিনের গড় লেনদেন ৩০ বিলিয়ন ডলার। যেহেতু মার্কেটটি এত বড়, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও এককভাবে সহজে একে নিয়ন্ত্রিত করতে পারেনা ।
আর একটু পিছনের দিকে তাকালে দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্পোন্নত দেশগুলো বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের জন্য Bretton Woods System-এর উদ্ভাবন করে, যার মাধ্যমে মুদ্রা তথা কারেন্সির অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত অবস্থাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। এর তিন দশক পরে ১৯৭০ সালের দিকে সরকারগুলোর কঠোর তদারকির মাধ্যমে আধুনিক Forex ট্রেডিংয়ের পথ চলা শুরু হয়। প্রথম দিকে দেশের কেন্দ্রীয় ব্যাংকই শুধু Forex ট্রেডিংয়ে অংশ নিত এবং এটা প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য বাধ্যতামূলক ছিল ও আছে। পরে সেই দেশের অন্যান্য ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলোও এতে অংশ নিতে পারত। মাত্র এক দশক আগে এটি বিশ্বের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর ফলে বিশ্বের শত কোটি মানুষের জন্য ঘরে বসে আয় করার আরেকটি দুয়ার খুলে যায়।
Forex বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আপনি Forexশিখে ইন্টারনেট এর মাধ্যমে ঘরে বসেই ইনকাম করতে পারেন । ফরেক্সের ভালো ভালো সব বই ই মূলত ইংরেজিতে লিখা । তবে আশার কথা হোল, Forexবাঙলা সাইটটা সম্পূর্ণ বাংলা ভাষায় লিখা যা আমাদের বাঙ্গালীদের জন্য অনেকটা হেল্পফুল ।
Forex সম্পর্কে আপনি ইন্টারনেট এ ই ভালো রিসোর্স পাবেন, যা পড়া ও প্র্যাকটিসের মাধ্যমে কোন প্রতিষ্ঠান বা বেক্তিবিশেসের কাছ থেকে ট্রেনিং করা ছাড়াই আপনি একসময় ফোরেক্সে দক্ষ ট্রেডার হতে পারবেন । Forex বাঙলা সাইটটা পিডিএফ ফরম্যাটে নিয়ে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে। Forexএর বই বাংলায় হলে অনেক সুবিধা, তাইনা ? বৈদেশিক মুদ্রা অথবা Forexবাজার হল বিশ্বের সর্ববৃহত অর্থনৈতিক বাজার |এটি একটি চলমান নগদ বাজার যেখানে বাজারের বাইরে দালালদের মাধ্যমে বিভিন্ন রাস্ট্রের মুদ্রাগুলির ব্যবসা হয়ে থাকে |
হিসাব করে দেখা গেছে যে বিশ্বের বৈদেশিক মুদ্রার বাজার গুলিতে প্রতিদিন গড়ে প্রায় $3.6 ট্রিলিয়ান ব্যবসা হয়ে থাকে | সিংহভাগ Forex ব্যবসা একটি বিশেষ কেন্দ্রীভুত অথবা সংগঠিত এক্সচেঞ্জ না হয়ে দালালদের মাধ্যমে আন্তঃব্যাঙ্ক মুদ্রার বাজারে হয় | আন্তব্যাঙ্ক মুদ্রা বাজার একটি ২৪ ঘন্টার বাজার যেটি সারা পৃথিবীর সূর্যকে অনুসরণ করে | অস্ট্রেলিয়ায় খোলে এবং মার্কিন যুক্তরাস্ট্রে বন্ধ হয় | যখন বিনিময় ঝুঁকি সহ সংস্থাগুলির জন্যও বাজার বিদ্যমান, ফাটকাকারীরাও বিনিময় মূল্য হারের অবস্থান পরিবর্তনের থেকে তাদের আশানুরূপ মুনাফা অর্জনের জন্য Forex বাজারে অংশগ্রহণ করে |

DhakaFX
2021-11-08, 11:41 AM
আমি সেই ২০০ খ্রিস্টাব্দের কথা বলছি … ঈসা (আঃ) এর আগমনের দুই শতাব্দী পরেও যখন ইহুদীদের ধর্মগ্রন্থ তাল্মুদ সংকলনের কাজ চলছিল, তখনকার কথা। ইহুদীদের ৭ টি পবিত্র দিন ফিস্টের সময়গুলোতে ইসরাইলের জেরুজালেমের টেম্পলস কোর্ট অফ দ্যা জেন্টাইলসের কাছে কিছু লোককে বসে থাকতে দেখা যেত। কিছু কমিশনের বিনিময়ে এই লোকগুলো উৎসবে আগত মানুষদেরকে মুদ্রা পরিবর্তন করে দিত। ইতিহাস বলছে, মুদ্রা পরিবর্তন থেকেও যে লাভ করা যায়, এমন ধারনার সূচনা এখান থেকেই সর্বপ্রথম এসেছে।
চতুর্থ খ্রিষ্টাব্দে তো পূর্ব রোমান সাম্রাজ্যের সরকার কারেন্সি এক্সচেঞ্জ এর জন্য একটি প্রতিষ্ঠানই চালু করেছিল। শুধুমাত্র ওই প্রতিষ্ঠানটিই মুদ্রা পরিবর্তন করতে পারত বলে তা সরকারের মনোপলি ব্যবসায় পরিণত হয়েছিল।
আপনার কৌতূহলী মন হয়ত ইতিমধ্যেই জানতে চাচ্ছে, এত এত বছর আগে মানুষের কি দরকার পড়ত মুদ্রা পরিবর্তনের? আর তখনকার দিনে মুদ্রা পরিবর্তনের রেটই বা কিভাবে নির্ধারিত হত?
তখনকার মানুষও কিন্তু ব্যবসার প্রয়োজনে এক দেশ থেকে অন্য দেশে যেত। স্বভাবতই, এক দেশের মুদ্রা অন্য দেশে আর কাজ করত না। তাই, দেশ ত্যাগের পূর্বে মানুষ স্বর্ণ বা রুপা কিনে নিয়ে তা অন্য দেশে বিক্রি করে ওই দেশের কারেন্সি কিনে নিত। আর এই বিড়ম্বনা দূর করার জন্যই কমিশনের বিনিময়ে কিছু লোক সরাসরি এক দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় পরিবর্তন করে দিত। আর দর নির্ধারিত স্বর্ণ বা রুপার বিনিময়ে কোন দেশের মুদ্রা কতখানি পাওয়া যায়, তার ভিত্তিতে।
এরও ১০০০ হাজার বছরেরও বেশি সময় পর্যন্ত তেমন কোন বৈপ্লবিক পরিবর্তন ঘটেনি মুদ্রা পরিবর্তন বাজারে। এর জন্য দরকার ছিল একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার।
ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে পৃথিবীতে সবচেয়ে ভূমিকা রেখেছে ইতালিয়রা। ১৪ শ শতাব্দীতে ইতালীর বিভিন্ন প্রভাবশালী ধনী পরিবার অনেকগুলো ব্যাংক ওপেন করে। এগুলোর মধ্যে ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বোধহয় ১৩৯৭ সালে মিদিচি পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত Medici Bank, যা প্রায় ১০০ বছর টিকে থাকে। এই পরিবারটি কত ধনী ছিল, তা বোঝানোর জন্য একটি বাক্যই যথেষ্ট। একটি নির্দিষ্ট সময় জুড়ে পুরো ইউরোপের সবচেয়ে সম্পদশালী পরিবার ছিল মিদিচি পরিবার।
নিজেদের ব্যবসা এবং টেক্সটাইল মার্চেন্টদের প্রয়োজনে বিদেশের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ ওপেন করে ব্যাংকটি। ব্যবসায়ীদের ব্যবসার সুবিধার্থে চালু করে “Nostro” অ্যাকাউন্ট বুক, ইতালীয় ভাষায় Nostro শব্দের অর্থ “আমরা”। এই “Nostro” অ্যাকাউন্ট বুক ব্যবসায়ীদের লোকাল কারেন্সিতে তাদের ব্যালেন্স ও বৈদেশিক ব্যাংকের বৈদেশিক ব্যালেন্স, দুটোই দেখাত, আর সুবিধা দিত কারেন্সি একচেঞ্জ এরও। ফলে, ব্যবসায়ীদের পক্ষে বিদেশে ব্যাবসা করা আরও সহজ হয়ে উঠে।
১৪৭২ খ্রিষ্টাব্দে আরেকটি বড় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইতালির তুস্কানীতে। মন্টে দেই পাস্কি দি সিয়েনা নামের এই ব্যাংকটি কিন্তু আজও টিকে আছে। শুধু তাই নয়, এটি বর্তমানে ইতালির তৃতীয় বৃহত্তম ব্যাংক এবং টিকে থাকা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যাংক।
১৭ ও ১৮ খ্রিস্টাব্দতে নেদারল্যান্ডের আমস্টারডামে একটি সক্রিয় ফরেক্স মার্কেট ছিল। ইংল্যান্ড ও নেদারল্যান্ডের মধ্যে তখন বিপুল পরিমানে বৈদেশিক বাণিজ্য হত। এই ফরেক্স মার্কেটে দেশদুটির মার্চেন্ট ও এজেন্টদের মধ্যেই মূলত কারেন্সির আদান প্রধান হত।
আপনি এতক্ষন জেনেছেন ফরেক্স ট্রেডিং এর প্রাচীন যুগের কথা, যেখানে না ছিল ইন্টারনেট, না ছিল ঘরে বসে ট্রেড করার সুবিধা। মূলত ব্যবসায়ীরাই নিজেদের ব্যাবসার প্রয়োজনে ফরেক্স মার্কেট থেকে এক দেশের মুদ্রা পরিবর্তন করে অন্য দেশের মুদ্রা নিতেন। লিকুইডিটি সুবিধা ছিল না, ছিল না যখন তখন ট্রেড করার সুবিধাও। এমনকি এখনকার মত এত দেশের কারেন্সিও একজায়গায় এক্সচেঞ্জ করা যেত না। দ্বিতীয় শতাব্দী থেকে অস্টদশ শতাব্দী পর্যন্ত যেখানে শামুকের গতিতে ফরেক্স মার্কেটের উন্নয়ন ঘটেছে সেখান থেকে কিভাবে মাত্র দুই শতাব্দি পরে এতটা সহজ হয়ে গিয়েছে ফরেক্স ট্রেড করা?
15882