PDA

View Full Version : রাজকীয় ব্যবসা ফরেক্স



alamsat
2018-07-16, 03:15 PM
ফরেক্স একটি রাজকীয় ব্যবসা, কারন ফরেক্স পৃথিবীর অনেক ধনী ব্যক্তিরা করে থাকেন। অনেকে ফরেক্স থেকে প্রচুর ইনকান করতে পেরেছেন এবং অনেকে এখনও অনেক ইনকাম করছেন তাই ফরেক্স কে আমরা রাজকীয় ব্যবসা বলতে পারি আমরা যারা ফরেক্স এ ট্রেড করি তাহারা কিন্তু এই রাজকীয় ব্যবসার সাথে জড়িত। তাই নিজেকে এই ব্যবসার সাথে থাকতে পেরে আমি অনেক গর্বিত মনে করি। আপনাদের মতামত আশা করছি।

iloveyou
2018-07-16, 05:53 PM
ভাই আপনি একদম মনের কথাই বলেছেন। আমিও আপনার সাথে একমত। কেননা এই ব্যবসাটা যদি কোন ট্রেডার একটু যত্ন সহকারে বুঝে শুনে করতে পারে তাহলে সে রাজকীয়ভাবে জীবন যাপন করবে। কারন পৃথিবীতে এর থেকে আরামদায়ক ব্যবসা আর হয না। এবং এই মার্কেট থেকে আপনার চাহিদা মোতাবেক আপনি উপার্জন করে বেরিযে আসেতে পারেন যখন তখন।

rafiuqlislam
2018-07-16, 06:09 PM
ফরেক্স ট্রেডিং আসলেই একটা রাজকীয় ব্যবসা।কারন ফরেক্সে ট্রেড করতে হলে, আপনি যদি অভিজ্ঞও দক্ষ হতে পারেন তাহলে বাস্তবিকই রাজার হালে চলতে পারবেন।সুতরাং ফরেক্সকে রাজকীয় ব্যবসা বললে অত্যুক্তি হবেনা।কিছুদিন আগেও ফরেক্সে সাধারন লোকের ট্রেড করার অনুমতি ছিলনা।শুধুমাত্র বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা এখানে ট্রেড করতেন্।

Mamun13
2018-08-07, 07:59 AM
ফরেক্স মার্কেট হচ্ছে সারা বিশ্বব্যাপী সর্ববৃহৎ স্বাধীন ও মুক্ত বাজার এবং সর্বাধুনিক স্মার্ট ব্যবসা৷এই মার্কেটে সারা বিশ্বের সকল বড় বড় Super bank,central bank,commercial bank, export/import company,investment company,insurance company,বড় বড় প্রাইভেট fund সহ বিশ্বের বহু সংখ্যক ধনী ব্যবসায়ীগণ বিনিয়োগ করছেন৷তাই অবশ্যই ফরেক্স ব্যবসা কে রাজকীয় ব্যবসা বলা যেতে পারে৷এখানে নির্দিষ্ট কোনোও বয়সের প্রয়োজন হয়না,কোনোও সার্টিফিকেটের প্রয়োজন হয় না,কোনোও অফিসের প্রয়োজন হয়না,কোনোও প্রকার জামা-জুতা-টাই-কোটের প্রয়োজন হয় না,এই মার্কেটে ব্যবসা করতে হলে রাস্তায় জ্যামে পড়তে হয় না,রোদ বৃষ্টি ঝড় তুফান হরতাল-অবরোধ যানবাহন ইত্যাদি কোনো কিছুরই কবলে পড়তে হয় না,এমনকি কাউকে স্যার ডাকতে হয় না,বস বলতে হয়না,নিয়মিত অফিস টাইমে আসা যাওয়া করতে হয়না,এখানে আপনি আপনার ব্যক্তিগত সুযোগ-সুবিধা অনুযায়ী 100% স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন৷এখানে ব্যবসা করতে হলে ছেলে-মেয়ে কোনোও ভেদাভেদ নাই,শিক্ষিত,চাকুরি জীবি,ব্যবসায়ী,ছাত ্র ছাত্রী, অবসরপ্রাপ্ত শিক্ষিত ব্যক্তিগণ অথবা শিক্ষিত গৃহিনীগণ তাদের সকল কাজের ফাঁকে ফাঁকে এই মার্কেট থেকে আয় রোজগার করতে পারেন৷এত বিশাল সুযোগ পৃথিবীর আর অন্য কোনোও ব্যবসায় আছে কিনা আমি অধমের জানা নাই৷তাই আমি এই ফরেক্স ব্যবসাকে অবশ্যই রাজকীয় ব্যবসা বলবো৷

rafiuqlislam
2018-08-07, 10:23 AM
ফরেক্স সম্পর্কে একটা বাস্তব সম্মত কথা বলেছেন।ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক সার্বজনীন রাজকীয় ব্যবসা। আপনি এখানে রাজার হালে ইনকামের পথ পেতে পারেন।কিছুদিন আগেও ফরেক্সে বড় বড় ব্যাংকার/বানিজ্যিক প্রতিষ্ঠান ট্রেড করার সুযোগ পেত।এখন আমাদের মত সাধারন লোক ট্র্রেডকরার সুযোগ পাওয়া যা রাজকীয় ছাড়া আর কি বলা যায় ?

lanzuu
2018-08-07, 12:46 PM
মানলাম রাজকীয় ব্যবসা। রাজাদের মত ভালো ফান্ডও কিন্তু থাকা চাই। তা না হলে দেখা যাবে সেই ভাব টা আসবে না। আমি নতুনদের বার বার তাগিদ দেই যেন রিস্ক না বাড়িয়ে ফান্ড বাড়ানো হয়। ফান্ড বেশি হলে প্রফিটও বেশি আসবে। তবে হ্যা মানতেই হবে যে ফ্রিল্যান্সিংয়ে অন্যান্য পেশার চেয়ে ফরেক্স বেশ রাজকীয়। যেকোন স্থান থেকে বসেই ট্রেড করা যায়, মনিটর করা যায়। সঠিক পথে চলছে প্রতিমাসেই একটা স্মার্ট ইনকাম করা যায়।