PDA

View Full Version : ধৈর্য এবং ইচ্ছাশক্তি



alamsat
2018-07-17, 12:30 PM
ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে আপনাকে অনেক ধৈর্যের পরিক্ষা দিতে হবে কারন ফরেক্স মার্কেট অনেক রিস্কি মার্কে এখানে যারা ধৈর্য ধরে থাকতে পারবে তারাই এই মার্কেটে টিকে থাকতে পারবে। আর এর পাশাপাশি আপনার ফরেক্স মার্কেট থেকে যে ভাবেই হোক ইনকাম করতেই হবে এই মনমানশিকতা নিয়ে কাজ করতে হবে। এ জন্য আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে ১০০% না হলে আপনি এই মার্কেট থেকে ইনকাম করতে পারবেন না। অনেক লস ও হতে পারে তার মধ্যদিয়ে আপনাকে লাভের টাকা বাহির করে আনতে হবে। তবেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। আর এর জন্য আপনার যেটি দরকার সেটি হল আপনার ধৈর্য এবং ইচ্ছাশক্তি।

Mamun13
2018-08-06, 08:41 AM
আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফলতার জন্য আমাদের প্রচন্ড ধৈর্য এবং ইচ্ছাশক্তি থাকা অত্যাবশ্যক৷তেমনি ভাবে ফরেক্স মার্কেটেও প্রতিষ্ঠিত হতে চাইলে অবশ্যই আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং ধৈর্য ধারণ করতে হবে৷ফরেক্স মার্কেটে কেবলমাত্র ধৈর্যশীল ব্যক্তিগণই টিকে থাকতে পারেন৷এ কথা 100% বাস্তব সত্য৷আপনি যদি মনে করেন আপনি অস্থির প্রকৃতির মানুষ-সাবধান !! তাহলে কখনোই এই মার্কেটে টিকে থাকতে পারবেন না এবং এই মার্কেটে আসা আপনার উচিত নয়৷কারণ এখানে শুরু থেকেই আপনাকে ক্রমাগত লস গুনতে হবে এবং হয়তো কয়েক বছর নিয়মিত লস গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন৷যদি এসব লসের ধাক্কা সামলাতে পারেন তাহলে এই মার্কেটে আসতে পারেন৷তাছাড়া ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে দীর্ঘ সময় দিয়ে ট্রেডিং কলাকৌশলগুলো শিখতে হয়৷কারণ এই মার্কেটে ট্রেড করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷তাই এই মার্কেটে প্রতিষ্ঠিত হতে চাইলে অবশ্যই আপনাকে অত্যন্ত ধৈর্যশীল এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকতে হবে৷নতুবা পারবেন না৷

rafiuqlislam
2018-08-06, 10:09 AM
ধৈর্য এবং ইচ্ছাশক্তি ছাড়া কারও পক্ষে সফলতা লাভ করা সম্ভব নয়।ফরেক্স ট্রেডিং ও তদ্রূপ ধৈর্য ধারন করার ক্ষমতা ও প্রবল ইচ্ছাশক্তি না থাকলে আপনি এখানে সফলতা পাবেন না।ফরেক্সে এ দুটি জিনিস থাকলে যে কোন লোক প্রফিট করে লাভবান হতে পারে।

expkhaled
2018-08-06, 11:48 AM
যেকোন কাজে সফলতা পাওয়ার জন্য ধৈর্য্য এবং ইচ্ছাশক্তির গুরুত্ব সবচেয়ে বেশী। ফরেক্স মার্কেট অত্যান্ত জটিল এবং কঠিন একটি মার্কেট এখান থেকে ভাল কিছু নিতে হলে অত্যান্ত নিষ্ঠার সাথে দীর্ঘদিন প্র্যাকটিস করে আগের ট্রেড কে ভালভাবে আয়ত্ব করার পরই আয় করা সম্ভব। তাই কেউ যদি ফরেক্স মার্কেট এ ভালভাবে মনোযোগ সহকারে লেগে থাকেন তাহলে ভাল করতে পারবেন তাতে কোন সন্দেহ নেই। তারাতারি ভাল কিছু পাওয়ার আশা করলে ফরেক্স মার্কেট লস করা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তাই ধৈর্য্য ধারন পূর্বক শিখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন।

iloveyou
2018-10-02, 10:22 PM
আসলে ধৈর্য্য এবং ইচ্ছাশক্তি এ দুটো জিনিস যার মধ্যে বিরাজমান থাকবে সেই হবেন ভবিষ্যতের জন্য একজন আদর্শবান প্রফেশনাল ট্রেডার। কারন ধৈর্য্য মানুষের কুপ্রবৃত্তিগুলোক দমন করে থাকেন এবং সে অনুপাতে সে তার ইচ্ছাশক্তিকে সঠিকভাবে সঠিক জায়গাতে প্রয়োগ করার ক্ষমতা রাখেন, যেটা এখানে প্রতিটি ট্রেডারের ফরেক্স ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Mahidul84
2018-10-04, 06:12 PM
আমি বিশ্বাস করি যে ব্যক্তি প্রচন্ড ধৈর্য্যশীল ও প্রবল ইচ্ছা শক্তি যার আছে সেই একমাত্র যে কোন কাজে সফল হতে পারবে। কারণ ধৈর্য্যই হলে সকল সুখের মূল। আপনি যদি ধৈর্য্য সহকারে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা ও আত্মপ্রত্যয় হয়ে সঠিকভাবে কৌশলগুলো শিখতে পারেন। তাহলে অবশ্যই আপনি একদিন ফরেক্স থেকে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। এজন্য প্রত্যেক ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটে ধৈর্য্যসহকারে মার্কেট অনুধাবন করুন তারপর ট্রেড করুন। তাহলে অবশ্যেই আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন।

Sakib42
2021-09-28, 10:10 PM
আমাদের ইচ্ছাশক্তি জাগে বলে আমরা ফরেক্স সম্পর্কে কাজ করতে আগ্রহী প্রকাশ করি এবং ফরেক্সে এসেছি। সুতরাং আমরা যেহেতু আমাদের ইচ্ছাশক্তির কারণে ফরেক্স করছি তাই এখানে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে অনেক। ধৈর্য ছাড়া আমাদের ইচ্ছাশক্তির কোন মূল্য নেই সুতরাং ফরেক্স থেকে সাফল্য অর্জন করতে হলে আমাদের অবশ্যই ধৈর্যের পাশাপাশি ইচ্ছাশক্তি রেখেই তবে কাজ করতে হবে। ফরেক্স এ কর্মরত অবস্থায় আপনাকে বারবার ধৈর্যের পরীক্ষা দিতে হবে তখন ধৈর্যধারণের মাধ্যমে আপনি কতটুকু ইচ্ছাশক্তি দিয়ে ফরেক্সে টিকে থাকতে পারেন সেই দিকে সময় দিতে হবে। ফরেক্স একটি অনিশ্চিত ব্যবসা সুতরাং যে কোন সময় আপনাকে যেকোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে আর এই পরিস্থিতি খারাপ বা ভালো দুটি হতে পারে তাই আপনার পরিস্থিতি যদি খারাপ হয় তখন সেই খারাপ পরিস্থিতিতে অবশ্যই আপনাকে ধৈর্যশীল এবং ইচ্ছাশক্তি জোর দিয়ে তবে ফরেক্স এ কাজ করতে হবে।

Starship
2021-09-28, 11:34 PM
ফরেক্সে ধৈর্য এবং ইচ্ছাশক্তি হলো একজন সফল ট্রেডার হওয়ার ক্ষেত্রে মূল চালিকাশক্তি। আপনার মাঝে যদি সফল হওয়ার জন্য আগ্রহ বা ইচ্ছা থাকে সে ক্ষেত্রে সেই ইচ্ছা শক্তির দ্বারা ফরেক্স সফল হওয়ার পদক্ষেপগুলো আপনি ধীরে ধীরে আয়ত্ত করতে থাকবেন একসময় আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। ফরেক্সে লস করার পরও আপনি ঘুরে দাঁড়ানোর শক্তি ভাবেন যদি আপনার মাঝে সফল হওয়ার পর্যাপ্ত ইচ্ছা শক্তি থাকে। ইতিপূর্বে যারা লস করে ঝরে পড়েছেন তারা ইচ্ছাশক্তির অভাবেই লস করে অল্পতেই আশাহত হয়ে ফরেক্স থেকে ছেড়ে পরেছেন।

EmonFX
2021-09-29, 09:43 AM
প্রচুর ধৈর্যশীলতা এবং হেরে না যাওয়ার অদম্য ইচ্ছাশক্তি পারে আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে। ফরেক্সে সফলতার জন্য ধৈর্যের বিকল্প নেই। ফরেক্সে সফল হতে হলে প্রচুর ধৈর্যের অনুশীলন করতে হবে। ফরেক্স থেকে 90% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র তাদের অধৈর্যতার কারণে। বারবার হেরে যাওয়ার পরেও হাল ছেড়ে না দেওয়ায় অদম্য ইচ্ছাশক্তি থাকতে হবে যদি সফলতাকে বরণ করতে হয়। ফরেক্সে তাড়াহুড়ো করে কোন ট্রেড নেয়া যাবে না। তাড়াহুড়োর ফল কখনোই ভালো হয় না। একটি ট্রেড নেয়ার আগে অবশ্যই সে বিষয়ে অনেকে স্টাডি ও এনালাইসিস করে ট্রেড নিতে হবে। অনেকেই সময় না নিয়ে অধৈর্য হয়ে তাড়াহুড়ো করে ট্রেড নিয়ে বসে ফলে লস করে। দেখা যায় অনেকে দু-একটি ট্রেডে লস করে সেই লস পুষিয়ে নেয়ার জন্য প্রোপার অ্যানালাইসিস ছাড়াই তাড়াহুড়ো করে বড় লটে ট্রেড নিয়ে বসে। ফলে আবারও লস করে। আবার অনেকে পরপর দু চারটি ট্রেডে ভালো করতে পারলে অতি উৎসাহী হয়ে বড় বড় লটে ট্রেড নিয়ে থাকেন। সঠিকভাবে মার্কেটের মুভমেন্ট মূল্যায়ন না করার দরুন এখানেও লস করেন। এসবের সব কিছুর কারণ হলো অধৈর্যতা। তাই বলব ফরেক্স ট্রেডিংয়ে সফলতার জন্য প্রচুর ধৈর্যশীলতার অনুশীলন করতে হবে।