PDA

View Full Version : সিএফডি ট্রেডিং



Tofazzal Mia
2018-07-17, 03:13 PM
আপনি যদি অনলাইনে অ্যাপল, গুগল অথবা ফেসবুকের শেয়ার কিনতে চান বা বিশ্বের বড় বড় নামিদামীর কোম্পানীরগুলোর শেয়ার পৃথিবীর সবচেয়ে বড় বড় স্টক এক্সচেঞ্জ থেকে লেনদেন করতে চান তাহলে ফরেক্স মার্কেটে সিএফডি ট্রেডিং করতে পারেন। ইন্সটাফরেক্স ব্রেকার ​আন্তর্জাতিক ট্রেডিং কম্পিউটারাইজড পদ্ধতির মাধ্যমে প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে ফরেক্স সিএফডি ট্রেডিং করতে পারবেন। যেমন Apple Inc. কোম্পানীর কোড হচ্ছে #AAPL এবং ইন্সটাফরেক্স ব্রোকারে এ রকম আরো ৭২ টি সিএফডি ট্রেডিং উপরকন রয়েছে। বিস্তারিত দেখার জন্য নিন্ম লিংকটি ভিজিট করুন: https://goo.gl/usFE2l ধন্যবাদ

Montu Zaman
2018-10-08, 04:09 PM
সিএফডি (কনট্র্যাক্টস ফর ফিউচার ডিফারেন্স) দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে। ফরেক্স ট্রেডিয়ের পাশাপশি বিভিন্ন সিএফডি এর ফিনান্সিয়েল ইন্সট্রুমেন্টে ট্রেড করাটা প্রফিটেবল হয়ে দাড়িয়েছে। যদিও টেকনিক্যাল এনালাইসিস টুলসগুলোর ব্যবহার এটাকে আরো সহজ করে দিয়েছে। ইন্সটাফরেক্স ট্রেডাররা MT4 এবংMT5 প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বড় বড় শেয়ার মার্কেটগুলোর যেমন Dow Jones, DAX, NASDAQ, S&P এর অনেকগুলো সিএফডি ইন্সট্রুমেন্টে (শেয়ার, বন্ডস, গোল্ড, ক্রুড অয়েল, সিলভার, কপার) ট্রেড করতে পারবে। যার মধ্যে Apple, Amazon, Microsoft, Google এর মত প্রতিষ্টানগুলোও রয়েছে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.instaforex.com/bd/cfd_trading

SUROZ Islam
2019-08-07, 04:51 PM
ফরেক্স মার্কেটে সিএফডি ট্রেডিং উপকরনগুলোর সংকেত ভিন্ন যেমন #AAPL সিএফডি ট্রেডিং সংকেত এর অর্থ হল Apple কোম্পানী। ফলে যখন কোন ট্রেডার #AAPL সিএফডি ট্রেডিং উপকরনে ট্রেড করতে তখন আসলে সেই কোম্পানীর কিছু মেয়ার কিনলো। এছাড়া আরো কিছু ফরেক্স সিএফডি ট্রেডিং এর সংকেত নিচে দেওয়া হল।
#AA তে হল Alcoa Inc,
#AIG তে হল American International Group Inc,
#AXP তে হল American Express Company,
#BA তে হল Boeing Company,
#C তে হল Citigroup Inc list icon,
#CAT তে হল Caterpillar Inc,
#DD তে হল DuPont, E.I. du Pont de Nemours and Company,
#DIS তে হল Walt Disney Company,
#EK তে হল Eastman Kodak Company
#GE তে হল General Electric Corporation,
#GM তে হল General Motors Corporation,
#HD তে হল Home Depot Inc list icon,
#HON তে হল Honeywell International Inc,
#HPQ তে হল Hewlett - Packard Company,
#IBM তে হল IBM Corporation,
#IP তে হল International Paper Company,
#INTC তে হল Intel Corporation,
#JNJ তে হল Johnson Johnson,
#JPM তে হল JPMorgan Chase Co,
#KO তে হল Coca - Cola Company,
#MCD তে হল McDonald's Corporation,
#MMM তে হল 3M Company,
#MO তে হল Altria Group Inc,
#MRK তে হল Merck Co Inc,
#MSFT তে হল Microsoft Corporation,
#PFE তে হল Pfizer Inc,
#PG তে হল Procter Gamble Company,
#QQQ তে হল CFD Nasdaq - 100 Index Tracking Stock,
#T তে হল ATT Inc,
#SPY তে হল CFD Standart Poor's Depositary Receipts,
#UTX তে হল United Technologies Corporation,
#VZ তে হল Verizon Communications Inc,
#VMT তে হল Wal - Mart Stores Inc,
#XOM তে হল ExxonMobil Corporation,

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.instaforex.com/bd/cfd_trading

FREEDOM
2020-04-15, 02:58 PM
হ্যা ফরেক্স মার্কেটে সিএফডি নামে একটি আলাদা ফোল্ডার দেখেছি যেখানে বিভিন্ন ব্রান্ডের কোম্পানির নাম উল্লেখ রয়েছে। আমরা চাইলেই সেখানে ট্রেড করতে পারি যদিও আমি এখনো সিএফডি তে কখনো ট্রেড করিনি কারন ভালো করে বুজতে পারি না। তবে আমি nasdaq, eurzar,usdzar,usdmxn এগুলোতে দু একবার ট্রেড করেছি যদিও মনে হচ্ছে এগুলো সিএফডির অন্তর্ভুক্ত নয়।

DhakaFX
2020-10-01, 06:10 PM
ফরেক্স মার্কেটে তেল এর উপর সিএফডি ট্রেড করা যায়। তবেও ফরেক্স মার্কেটে তেলের সিএফডি কারন্সি পেয়ারের মতই ট্রেড হয়, কিন্তু লিভারেজ ও মার্জিন লেভেল ভিন্ন থাকে। কোনো এক ধরণের তেলের চুক্তির ডেলিভারির জন্য ১০০ ব্যারেল তেলের মূল্যের সমান হয়। ফরেক্সে এই ধরণের চুক্তিকে বলা হয় কন্ট্রাক্ট ফর ডিফারেন্স এবং তা ওটিসি ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট আকারে ট্রেড হয়। এই চুক্তিগুলোর মেয়াদউত্তীর্ণের তারিখ থাকে এবং লাভ বা ক্ষতি নগদ প্রদান করা হয়। ফরেক্সে ট্রেডারগণ নিচের অপরিশোধিত তেলের ট্রেড করতে পারে: ভারি অপরিশোধিত তেল ও হালকা অপরিশোধিত তেল।
12434
এছাড়াও, সালফারের পরিমাণ ও তেলের ঘনত্বের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। বিস্তারিত https://www.instaforex.org/bd/oil

SaifulRahman
2020-10-04, 05:46 PM
Cfd ট্রেডিং প্রতিদিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু কিভাবে cfd ট্রেডিং করতে হয় এবং কতটুকু প্রফিটের সম্ভাবনা কতটুকো সেটা বেশিরভাগ ট্রেডারই জানেন না। মুলত cfd ট্রেডিং শেয়ার ক্রয় বিক্রয় হলেও অর্ডার কোনও ইন্সট্রুমেন্ট এর প্রাইস পার্থক্য পূবেই হিসাবে করে একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। তাই ট্রেডাররা অর্ডার নিলেও করলেও সত্যিকার অর্থে সেই অর্ডার তখন কার্যকর হয় না, বরং ঐ নির্দিষ্ট সময়ে সেটা একটিভ হয় এবং প্রাইস যদি পূর্ব অনুমানের সাথে অর্ডা র ওপেনিং ও ক্লোজিং প্রাইস মিলে যায় তাহলে প্রফিট হয়। cfd ট্রেডিংয়ের ট্রেডারদের ঝুঁকি সীমাবন্ধ থাকে তাই খুব বেশি লস হয় না এবং এটা ভলিউম ও লিভারেজ এর আকার অনুসারে নির্দিষ্ট থাকে।
12443