PDA

View Full Version : Fca রেগুলেটেড সকল ব্রোকারের লেভারেজ



Tofazzal Mia
2018-07-18, 07:32 PM
FCA ব্রোকার বলতে মূলত আমরা যুক্তরাজ্যের Financial Conduct Authority থেকে নিবন্ধিত ব্রেকারগুলোকে জানি। আগামী ১ লা আগস্ট থেকে সব fca রেগুলেটেড সকল ব্রোকারের লেভারেজ ১.৩০ করে দেওয়া হবে। এখন আর অল্প ব্যালেন্স এ লট বড় করা যাবে না, এতে করে ব্যালেন্স অনেকটা নিরাপদে থাকবে। এটা সবার জন্য সু-সংবাদ। কিন্তু যাদের ব্যালান্স এর অবস্থা খারাপের মদ্ধে আছে, লস থাকার কারনে মার্জিন অনেক কম তাদের না স্টপ আউট হয়ে যায় ট্রেড। এ রকম থাকলে ভাল হবে আগে থেকে ব্রোকারের সাথে কথা বলে নেওয়া উচিত হবে। যাতে এখনই হেজ করে মার্জিন বাড়ানোর চান্স পান কিংবা এক্সিকিউট হওয়ার আগে হলেও।

abilkis7
2019-11-17, 09:18 AM
FCA ব্রোকার বলতে মূলত আমরা যুক্তরাজ্যের Financial Conduct Authority থেকে নিবন্ধিত ব্রেকারগুলোকে বুঝে থাকি। তবে খুব তাড়াতাড়ি এই রেগুলেটেড সকল ব্রোকারের লেভারেজ ১:৩০ করে দিবে। তাতে এক দিক থেকে যেমন ক্লায়েন্ট উপকৃত হবে। অন্য দিক থেকে অনেক অসুবিধার সম্মুখিন হবে। তখন আর অল্প পুজি নিয়ে কেউ ট্রেড করতে চাইলেও পারবেনা। কিন্তু সুবিধার ব্যাপার হচ্ছে ক্লাইডের একাউন্ট খুব তাড়াতাড়ি জিরো হবার সম্ভাবনা থাকবে না। তখন অবশ্যই বেশি পুজি দিয়ে ছোট লটে ট্রেড ওপেন করতে হবে।