View Full Version : আপনি যেটা জানেন সেটাই পৃথিবীর মাঝখান!
hasem79
2018-07-18, 09:04 PM
যতক্ষন আপনি আপনার নিজের উপর এই লেভেলের বিশ্বাস না তৈরী করতে পারবেন ততক্ষণ আপনি লস করতেই থাকবেন। মনে হয় বুঝতে পারেননি। একটু খোলাসা করি। আপনাকে আপনার সিস্টেম এর উপর এতটাই বিশ্বাস থাকতে হবে যে আপনি যে পজিশন ওপেন করেছেন তাই সঠিক , যদি তাতে বড় মাপের লসও হয়ে থাকে। তাই এমন করে নিজের উপর এবং আপনার সিস্টেম এর উপর একটা বিশ্বাস তৈরী করতেই হবে। নতুবা খালি লসের বৃত্তে ঘোরপাক খেতেই হবে।
rafiuqlislam
2018-07-19, 10:50 AM
ফরেক্স একটি ট্রেড মার্কেট।এখানে কাজ করতে হলে আপনার নিজের প্রতি আস্থা, বিশ্বাস,তৈরি করতে হবে।কারও পরামর্শে,কারও কথামতো ফরেক্সে ট্রেড করা যাবে না।কারন কথায় আছে নিজের বুদ্ধিতে ফকির হও কিন্ত পরের বুদ্ধিতে বড়লোক হতে যেও না।
Mamun13
2018-08-06, 08:24 AM
এভাবে একটি সিস্টেমের ওপর আস্থা ও নির্ভরশীলতা পেতে হলে ওই নির্দিষ্ট সিস্টেমের ওপর দীর্ঘ দিন নিয়মিত একটানা study করতে হবে বা প্র্যাকটিস করতে হবে৷যে কোন কাজ আমাদের কাছে শুরুতেই বেশ কঠিন বা অসম্ভব বলে মনে হয়৷যেমন আমরা যখন সার্কাস দেখি তখন অত্যন্ত চিকন তারের উপর দিয়ে ছোট ছেলে-মেয়েরা হেঁটে যাচ্ছে৷অথবা বিভিন্ন ধরনের শারীরিক কসরত বা বিভিন্ন ধরনের খেলাধুলা আমরা দেখে থাকি৷তারা এই কাজগুলো কিভাবে করে যা আমাদের দ্বারা অসম্ভব বলে মনে হয়৷কিন্তু তারা এই অসম্ভব কাজগুলোকেই নিয়মিত চর্চা করতে করতে তাদের কাছে সহজ করে তুলেছে৷এটা সম্ভব হয় কিছু নির্দিষ্ট সিস্টেমের উপর তারা একটানা দীর্ঘ দিন চর্চা করে৷ফরেক্স মার্কেটেও ঠিক একই ভাবে আমাদের ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করার প্রয়োজনে দীর্ঘদিন নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে৷আপনি আপনার practice যত দীর্ঘ দিন চালু রাখবেন আপনার ট্রেডিং স্ট্রাটেজিও ততোই মজবুত হতে থাকবে৷ফলে আপনার আস্থা এবং আত্মবিশ্বাস ক্রমান্বয়ে শক্তিশালী হতে থাকবে৷
rafiuqlislam
2018-08-06, 10:46 AM
ফরেক্স ট্রেডিং এমন একটা প্রতিষ্ঠান, যেখানে ট্রেড করতে হলে আপনার নিজের মতামতের উপর অবিচল আস্থা থাকতে হবে। তবেই আপনি প্রফিট করতে পারবেন।তা না হলে অন্যের কথায় ট্রেড করলে আপনাকে ফকির হতে হবে।সুতরাং আগে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে তারপর ট্রেডের পথে পা রাখতে হবে।
expkhaled
2018-08-06, 11:13 AM
পৃথিবীতে যথ ধরনের দু:সাধ্য কাজ সম্পাদিত হয়েছে বহু চেষ্টার পর এবং অনেক পরীক্ষা নিরিক্ষার পর তাই আজ যেটাকে অসম্ভব বলে মনে করবেন যদি সেটা নিয়ে কাজ করতে থাকেন একটু একটু করে একসময় সেটা সহজ হয়ে যাবে এটাই বাস্তবতা। তাই আমি বলতে চাই যে, অল্প অল্প করে শিখতে থাকুন আপনি একটি সিস্টেম নিয়ে তাহলে এক সময় দেখবেন যে, ভাল কিছু হচ্ছে। কথায় আছে ”প্র্যাকটিস মেকস্ এ ম্যান পারফেক্ট” এবং এটা পরিক্ষিত। তাই চেষ্টা করতে থাকুন এক সময় অবশ্যই হবে।
rafiuqlislam
2018-08-06, 06:01 PM
ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করতে হলে অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তের উপর অবিচল থাকতে হবে। তবেই আপনি সফল ট্রেডার রুপে আত্বপ্রকাশ করতে পারবেন।ফরেক্স মার্কেটে অন্যের দেখানো পথে কাজ করলে আপনি ভাল করতে পারবেন না।সুতরাং নিজে অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স জগতে প্রবেশ করুন ।ধন্যবাদ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.