PDA

View Full Version : ক্রেডিট কার্ডে পস মেশিনে না ঢুকিয়েই লেনদেন করা যাবে এনএফসি প্রযুক্তিতে



Tofazzal Mia
2018-07-19, 01:18 PM
নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ক্রেডিট কার্ডে পস মেশিনে কার্ড না ঢুকিয়েই লেনদেন করা যাবে। মানে এনএফসি প্রযুক্তিতে কোন ব্যাক্তির ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে পয়েন্ট অব সেলস মেশিনের কাছাকাছি ধরলেই লেনদেন হয়ে যাবে। মেশিনে কার্ড প্রবেশ বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। শুধু লেনদেনের পরিমাণ দিতে হবে। মুলত ক্যাশ টাকা লেনদেনের ব্যবহার কমানোর জন্যই ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই সুবিধাটি প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংক এর নীতিমালা অনুসারে প্রথম দিকে সর্বোচ্চ তিন হাজার টাকা লেনদেন করা যাবে এই পদ্ধতিতে।

Montu Zaman
2018-07-22, 04:34 PM
রেডিও কমিউনিকেশনের মাধ্যমে দুটি ডিভাইস কাছাকাছি আনার প্রযুক্তিই হল নিয়ার ফিল্ড কমিউনিকেশন (nfc) প্রযুক্তি। যেমন-- ব্লুটুথ, ওয়াই-ফাই এইসব। আর এবার এই প্রযুক্তির মাধ্যমে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ও পয়েন্ট অব সেলস মেশিনের কাছাকাছি এনে লেনদেন করার সুবিধা তৈরী করা হয়েছে। ফলে নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে কার্ড পশ মেশিনে প্রবেশ না করিয়ে এবং পাসওয়ার্ড না দিয়েই লেনদেন করা সম্ভব হবে।

DhakaFX
2018-07-29, 02:18 PM
আমার প্রিয় ফোরাম সদস্যরা,
ক্রেডিটকার্ড সাবধান! কেননা কেউ আপনার ক্রেডিট কার্ডটি মাত্র ৪ সেমি দূর থেকে টার্মিনাল দিয়ে ট্যাপ করতে পারলে কোন পিন বা স্বাক্ষর ছাড়াই যে কোন ধরনের অনাকাঙ্খিত লেনদেন হয়ে যেতে পারে। অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখুন

https://dms.licdn.com/playback/C5605AQGDayoQS17j7A/edf251b0e7c74e9c96e66fde20e9acf3/feedshare-mp4_3300-captions-thumbnails/1507940147251-drlcss?e=1532941200&v=beta&t=BDd2Lajt-8b8gljMUWY8knezOMOh1Zx0I4hTNG8IRhg


https://dms.licdn.com/playback/C5105AQESbwid6rXXKA/e4d6114cbd4848ffb338ec0b4cc56845/feedshare-mp4_3300-captions-thumbnails/1507940147251-drlcss?e=1532941200&v=beta&t=GYo8rwW042ZVb2NFPx4wszc7-p2YLRQPQ3ZfaaI_iuQ

SumonIslam
2018-10-07, 03:30 PM
সম্প্রতি বাংলাদেশেও এই প্রযুক্তিটি চালু করা হয়েছে, এনএফসি প্রযুক্তির কনটাক্টলেস কার্ডের এমন সুবিধা নিয়ে এসেছে পেমেন্ট গেটওয়ে ভিসা। এরইমধ্যে তিনটি ব্যাংক এমন কার্ড ইস্যু করা শুরু করেছে দেশে। নির্দিষ্ট পস মেশিনে স্পর্শ করেই পেমেন্ট করা যাবে এসব কার্ড থেকে। ফলে পিন নম্বর দেয়ার ঝামেলা ছাড়াই পেমেন্ট করা যাবে ক্রেডিট কার্ড থেকে। তবে ঝুঁকি থাকার কারনে একবার ব্যবহারে খরচ করা যাবে সর্বোচ্চ তিন হাজার টাকা।