PDA

View Full Version : নিউজ ট্রেড এর আদর্শ সময়



alamsat
2018-07-21, 08:07 PM
যারা নিউজ ট্রেড করে থাকেন তাদেরকে বলব প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিঃ এর সময় বেছে নিন। কারন এ সময় প্রতিটি পেয়ারে কমবেশি মুভ করে থাকে এবং সেটি ৫০ থেকে ৬০ পিপন্স পর্যন্ত মুভ করে থাকে। তাই এই দিনে সব কাজ বাদদিয়ে কিছু রোজগার করার জন্য সময় দিলে হয়ত ভাল আয় করতে পারবেন। গত ২০.০৭.১৮ ইং তারিখ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিঃ এ প্রতিটি পেয়ারে কমপক্ষে ৫০ থেকে ৬০ পিপন্স পর্যন্ত মুভ করেছিল। তাই আমার বাংলাদেশ ফরেক্স ফোরামের সকল ভাইদের বলব যারা নিউজ ট্রেড করেন তারা এ সময়ে ভাল ইনকাম করতে পারবেন।

riponinsta
2018-07-22, 10:52 AM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড করে লাভ করতে চান তাহলে নিউজ ট্রেডিং সিস্টেম শিখতে হবে তাহলে আপনি নিউজ ট্রেড করে লাভ করতে পারবেন যারা ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেড করে তারা নিউজ এর লিস্ট করে রাখে আর তারা ভাল ভাল নিউজ এ ট্রেড করে থাকে এতে করে তারা নিউজ ট্রেড করে ভাল লাভ করতে পারে তাই কোন কাজ বুঝে করলে রিস্ক অনেক কম থাকে

rafiuqlislam
2018-07-22, 11:31 AM
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড করতে চাইলে আপনাকে অবশ্যই আগে ভাল করে নিউজ সিস্টেম জানতে হবে।তারপর প্রাকটিস করলে আপনি নিজেই বুঝতে পারবেন নিউজ ট্রেডের আদর্শ সময় কোনটি।তখন ট্রেড করলে আপনি প্রফিট পাবেন।

SHARIFfx
2018-07-22, 04:42 PM
আসলে বাংলাদেশ টাইম দুপর ২.৩০ আর সন্ধা ৬ টার পরে কিছু হাই ইমপেক্ট নিউজ এর সময় মার্কেট বেশি মুভমেন্ট করে। তবে আপনাকে ডেইলি কেন্ডল অনুসরন করতে হবেই। তাহলে ভালো আয় করতে পারবেন।

alamsat
2018-07-23, 11:10 AM
নিউজ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা যে কোন একটি ফরেক্স সাইটে গিয়ে ইকোনোমিক ক্যালেন্ডার এর একটি চার্ট এ দেখতে পাব কখন কোন সময় একটি নিউজ বের হয়। আমরা সে সময়ের জন্য অপেক্ষা করব এবং নিউজটি ভাল হলে বাই ট্রেড এবং নিউজটি খারাপ হলে সেল ট্রেড নিব। এভাবে আমরা মাইএফএক্স ডট কম এ গিয়ে খুবভাল করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব। আর একটি কথা নিউজ ট্রেড যদি আপনি ভালভাবে করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর আয় করতে পারবেন।

hasem79
2018-07-25, 06:32 AM
আর যাই করেন না কেন - নিউজ ট্রেড হতে একশত হাত দূরে থাকুন যদি আপনার ব্যালান্স ১০০০ ডলারের কম হয়ে থাকে। কারণ যদি আপনি ছোট এমাউন্ট নিয়ে একদিনে বড় লোক হয়ে যেতে চান তবে তাতে আমার কিছুই বলার নাই কিন্তু - যদি আপনি ঠিকে থাকতে চান তবে নিউজ এর সময়ে ট্রেড ক্লোজ করে পিসি বন্ধ করে একটু ঘুরে আসুন। মনের উপর চাপ কম পড়বে।

rafiuqlislam
2018-07-25, 10:23 AM
আসলে নিউজ ট্রেডের আদর্শ সময় বলে কিছু নেই। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি যে কোন সময় ট্রেডে ভাল করতে পারবেন।তবে শুক্রবারে অপরাহ্নে মার্কেটের নিউজ ভাল লক্ষ করা যায়।

Mamun13
2018-08-03, 06:12 PM
আজকে আর কয়েক মিনিট পরেই কয়েকটি বড় ধরনের নিউজ ইম্প্যাক্ট মার্কেটে আসছে৷প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় (গ্রীষ্মকালীন সময়) এবং সন্ধ্যা সাড়ে সাতটায় (শীতকালীন সময়ে) নিউইয়র্ক সেশনে ইউএস ডলারের ওপর বড় বড় কয়েকটি নিউজ প্রকাশিত হয়ে থাকে৷ এই নিউজগুলো অনুসারেই অভিজ্ঞ ট্রেডারগণ ট্রেড করেন এবং সারা মাসের প্রফিট একদিনেই করে থাকেন৷এই নিউজ গুলো দেখেই মার্কেটে সর্বাধিক লেনদেন হয়ে থাকে তাই এই সময় মার্কেটে ভোলাটিলিটি অত্যন্ত দ্রুত থাকে৷যারা ফরেক্স মার্কেটে অভিজ্ঞ trader তারা এই নিউজ গুলোকে এনালাইসিস করেই ট্রেড করে থাকেন এবং প্রচুর অর্থ উপার্জন করে থাকেন৷আর যারা নতুন ট্রেডার তারা সবাই সাবধান থাকবেন৷নতুনদের উচিৎ এই নিউজ আওয়ারে কোনো প্রকার ট্রেড না করে বরং ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে অভিজ্ঞতা অর্জন করে নিতে পারেন৷একটু পরেই সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে-আমরা সবাই আমাদের প্রত্যেকের নিজ নিজ ট্রেডিং চার্টে চোখ রেখে বসে আছি৷

iloveyou
2018-08-03, 09:39 PM
ভাই ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডের আদর্শ সময় বলতে বোঝায় যে সময় যে সকল কারেন্সির নিউজ রিলিস হয়ে থাকে। তবে এখানে কোন নিউজটা কোন কারেন্সির উপর বেশি প্রভাব ফেলে বা ফেলছে এটা বিগত দিনের বেকটেস্ট করলে আপনি অনেক উপকৃত হতে পারেন, সেজন্য আপনার কারেন্সির সাথে কোন নিউজগুলো বেশি ইফেক্ট ফেলছে আপনাকে আগে সেটা চিহ্নিত করতে হবে, তাহলে আপনি নিউজ ট্রেডের আদর্শ সময় বেব করতে পারবেন।

Sakib42
2021-09-21, 09:35 PM
বর্তমানে শুধু শুক্রবার নিউজ থাকে এমনকি নয় সপ্তাহের মাঝামাঝি যেকোনো দিন নিউজ থাকার সম্ভাবনা রয়েছে। তবে লক্ষ করলে দেখা যায় বেশিরভাগ সময় শুক্রবার সন্ধ্যায় নিউজ থাকে। এই নিউজগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়ে থাকে যার কারণে ফলাফল যেকোনো হতে পারে একটি অ্যাকাউন্ট এর ক্ষেত্রে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে আমি পরামর্শ দিব নিউজ ট্রেডিং থেকে দূরে থাকুন। দূরে থাকলে আপনি বেশি দিন ফরেক্সে টিকে থাকতে পারবেন।

Mas26
2021-09-21, 09:51 PM
আসলে আমরা নিউজ ট্রেড সম্পর্কে সকলেই কমবেশি ধারণা রাখে কিন্তু এই নিউজের সময় আসলে প্রফিট করা সম্ভব। কিন্তু একটু ঝুঁকিও আছে তবে যদি আপনি প্রফিট করতে চান ফরেক্স মার্কেটে তবে অবশ্যই আপনাকে একটু ঝুঁকি তো নিতেই হবে। সেক্ষেত্রে আপনি শুক্রবার দিন 6:30 এবং রাত 8:00 টার সময় দুইটা নিউজ হয় এসময় মার্কেট খুব ভালো আপডাউন করে সময় যদি আপনি বুঝে শুনে মার্কেট ট্রেড নিতে পারেন তাহলে হয়তোবা প্রফিট করা সম্ভব কারণ নিউজের সময় আপনি বুঝতে পারলে নিউজটা তাহলে আপনার পক্ষে প্রফিট করা সম্ভব আর যদি না বুঝে ট্রেড করেন তাহলে হয়তোবা আপনি প্রফিট করতে পারেন। এজন্য নিউজ ট্রেড করার জন্য অবশ্যই সব সময় নিউজের দিকে খেয়াল রাখতে হবে তাহলে হয়তো বা সফলতা অর্জন করা সম্ভব হবে ফরেক্স মার্কেট।

FRK75
2021-12-14, 11:44 AM
বিস্তারিত জানতে আমরা যে কোন একটি ফরেক্স সাইটে গিয়ে ইকোনোমিক ক্যালেন্ডার এর একটি চার্ট এ দেখতে পাব কখন কোন সময় একটি নিউজ বের হয়। আমরা সে সময়ের জন্য অপেক্ষা করব এবং নিউজটি ভাল হলে বাই ট্রেড এবং নিউজটি খারাপ হলে সেল ট্রেড নিব। এভাবে আমরা মাইএফএক্স ডট কম এ গিয়ে খুবভাল করে এ বিষয়ে বিস্তারিত জানতে পারব। আর একটি কথা নিউজ ট্রেড যদি আপনি ভালভাবে করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর আয় করতে পারবেন।